User:T12/PSB

From Sarkarverse
< User:T12
Revision as of 11:09, 7 December 2014 by T12 (talk | contribs) (→‎0268: new section)
Jump to navigation Jump to search
Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page


0251

Status:    Done

  • Note: Date confusion

আজি মোরে আঁখিতে বান কেমন পরাণ দেখিয়া দেখো না
তুমি দেখিয়া দেখো না

চলেছি তোমারই পানে তোমারই গানে ভাবিয়া ভাবো না
তুমি ভাবিয়া ভাবো না

যারা তোমায় ভালোবাসে তোমারই লাগি কাঁদে হাসে
তাহাদের প্রাণের কথা মর্মব্যথা শুণিয়া শোণো না
তুমি শুণিয়া শোণো না

তথাপি আমি চলিবো পথেতে তব জানিয়া রেখো কিছুতে ছাড়িবো না
আমি কিছুতে ছাড়িবো না


Madhumanjúśá Ranchi
1983 February 02

0252

Status:    Done

  • Note: Date confusion

কে গো গেয়ে যায় সুরের মায়ায় ছন্দ জাগায় দেয় দ্যোতনা
নেচে চলে যায় মোর পানে চায় কথা নাহি কয় যেন চেনে না

বিশ্বাতীত কামনাশূন্য সর্বাধার পরমপুণ্য
ভরে আছে সব প্রাণে ও মনে হেন কিছু নাই সে জানে না

আনন্দঘন প্রকৃত প্রভু মমতায় বিশ্ববিভু
সবার লাগিয়া সতত জাগিয়া কোন কিছুকেই সে ভোলে না


Madhumanjúśá Ranchi
1983 February 03

0253

Status:    Done

  • Note: Date confusion

আমার মনের মুকুরে প্রাণঢালা সুরে তব গান এসেছিলো
আমি না চাহিতে আমার চিত্তে নিজে এসে ধরা দিয়েছিলো

ভুলিতে পারি না সে সুরসম্ভার আজও সে আমাকে ডাকে বারেবারে
সে যে আমার হিয়ায় তোমার হিয়ায় বন্ধনসেতু গড়েছিলো

আমাম্র সকল মমতা সব ব্যকুলতা তব সুরে বেজে উঠেছিলো


Madhumanjúśá Ranchi
1983 February 3

0254

Status:    Done

  • Note: Date confusion

মন ভেসে যায় সজল হাওয়ায় চম্পক-সুরভি মাখি
সে যে অচেনা বঁধু প্রাণের সব মধু ঢালিয়া তারে গো ডাকি

কেন সে থেকে যায় দূর বিদেশে কেন সে নাহি আসে কাছে
কেন গো মোর পানে নাহি তাকায় সে কেন সে দূরে থেকে নাচে
তাহারই ছন্দে গানে চলি যে তারে পানে যে রেখেছে নিজেরে ঢাকি

নহে গো নহে গো নহে দূরে সে সে যে মোরে সব চেয়ে ভালবাসে
বিপদে সম্পদে থাকে পাশে পাশে দেখা না দিয়ে সে মৃদু হাসে
যদিও অচেনা নহে সে অজানা তার লীলা বুঝিতে না বাকি


Madhumanjúśá Ranchi
1983 February 04

0255

Status:    Done

আমি তোমার লাগিয়া জাগিয়া রয়েছি সতত তোমার পথ চেয়ে
তোমার লাগিয়া মালা গেঁথে আর তোমার ভাবনা মনে নিয়ে

কেন বাঁধলে আমায় বাঁধনডোরে বাঁধলে কেন গো
কেন ভাসাও আমায় আঁখির লোরে ভাসাও কেন গো
আমি কিছুতে তোমায় ভুলিতে পারি না পড়িলাম এ কী মহা দায়ে

তাই এসো গো গোপনে আমার মননে একান্তে মোর হয়ে গিয়ে


Madhumanjúśá Ranchi
1983 February 04

0256

Status:    Done

বর্ষামুখর রাতে নৃত্যের সাথে সাথে তুমি এসেছিলে হৃদি আলোকিত করিয়া
রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু
রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু

মধুরিমা-মাখা রাগে প্রাণ-ঢালা অনুরাগে আমার সকম মোহতিমির নাশিয়া

মমতামধুর আঁখি ভরা ছিল সুষমায় মোহ্ন কণ্ঠ তব ভরা ছিল কী মায়ায়
বার বার ডেকেছিলে সুধাধারা ঢেলেছিলে
আমারে মাতায়ে ছিলে মৃদু ম্রৃদু হাসিয়া

আমারে শিখায়েছিলে তুমি ছাড়া এ নিখিলে
আর কেহ নাই যারে পাই ভালবাসিয়া


Madhumanjúśá Ranchi
1983 February 05

0257

Status:    Done

আসন পাতা আছে আজ তোমা লাগি
মালা গাঁথা আছে আজ আছি জাগি

এসো গো ধীরে ধীরে মানস্মন্দিরে
প্রদীপ জ্বালা আছে আজ আরতি লাগি

এসো গো হেসে হেসে আজ কৃপা মাগি


Madhumanjúśá Ranchi
1983 February 05

0258

Status:    Done

অরুণ তোমার ভোরের আলোয় আমায় সঙ্গে নেবে না
বিশ্বভূবন রাঙিয়ে আমার সঙ্গে কথা কবে না

চলবো তোমায় সঙ্গে নিয়ে তোমার রঙে রঙ মিলিয়ে
সকল প্রাণকে রঙীন করে জাগিয়ে নোতুন চেতনা

সবার হিয়ায় করে নোব ঠাঁই সবাই আপন পর কেহ নাই
একাই ধরায় এসেছি গো একেরই নিই ভাবনা


Madhumanjúśá Ranchi
1983 February 12

0259

Status:    Done

ফাগুনের আগুন-লাগা পলাশ বনে কে এসেছে
দেখে যেন হয় গো মনে চিনি চিনি চেনা আছে

না জানিয়া বেসেছি ভালো তারই রঙে জ্বেলেছি আলো
তারই ভাবে বিভোর হিয়া নেচে চলে যায় তারই কাছে

দোষ-গুণ নাহি বুঝি পরশমণি পেয়ে গেছি
তাই মনেরই মঞ্জুষা মোর মধুমাসে মেতে উঠেছে


Madhumanjúśá Ranchi
1983 February 13

0260

Status:    Done

বন্ধু আমায় বলিতে পার কোন দেশেতে থাকো
আলোর খেলায় রূপের মেলায় আমায় কেন ডাকো

মনের গহনে কখনো গোপনে কম্বুকণ্ঠে কভু কাণে কাণে
মধুমাখা স্বরে ডেকে যাও মোরে ক্ষুদ্র ভাবনা ভুলায়ে রাখো

ঢালিয়া সুধাধারা করে আপনহারা নিকষ কালো ক্লেশে জ্যোতিতে ঢাকো


Madhumanjúśá Ranchi
1983 February 13

0261

Status:    Done

  • Note: The last line, according MP3 audio it is "আমি চেয়ে আছি তব পানে"

তোমার আসা তোমার যাওয়া হয় না কভু ছিলে আছো থাকবে তুমি সবখানে
প্রভাত-রবির আলোয় প্রভু নাচছো তুমি মোর মনে
তুমি নাচছো সদাই সব মনে

সকল মনের প্রদীপ তুমি সকল মন্ত্র যাহাই শুণি
সবায় নিয়ে সব বিষয়ে করছো লীলা নিজ সনে
তুমি করছো লীলা নিজ সনে

সকল রূপের স্রষ্টা তুমি সকল ধ্যনের আধারভূমি
জেনে কিংবা নাহি জেনে চেয়ে আছি তব পানে
মোরা চেয়ে আছি তব পানে


Madhumanjúśá Ranchi
1983 February 14

0262

Status:    Done

একলা পথ চলি কিছুতে নাহি টলি এগিয়ে চলি আমি তাহারই টানে
অতীত কথাগুলি পিছনে রাখি ফেলি সদাই যাই চলে তাহারই গানে

মানসব্রজপরিক্রমায় হায় কত কী যে আসে, কত কী যে যায়
তাদের রঙ-রূপের নেশা মোহ কেটে সতত চলেছি তাহারই পানে

পথের কাঁটাগুলি উপড়িয়া ফেলি সবার পথ চলা আলোকে ভরে তুলি
সবার কথা ভেবে সবার অনুভবে নিজেরে মিশায়ে সুমধুর তানে


Madhumanjúśá Ranchi
1983 February 14

0263

Status:    Done

তব আগমনে তব নামে গানে হয়েছি আপনহারা
আমি হয়েছি আপনহারা
তব রঙ রূপে আঁধার নিশীথে নেমেছে জ্যোৎস্নাধারা
আজি নেমেছে জ্যোৎস্নাধারা

আজ খুশীর জোয়ারে ত্রিলোক বহিয়া যায়
কোরকের মধু শত ধারে কোথা ধায়
তোমার স্পর্শে অপার হর্ষে প্রাণের তন্ত্রী অসীমে হারা
আজি প্রাণের তন্ত্রী অসীমে হারা

আজ অতীতের দিকে কে বা ফিরে যেতে চায়
আলোকের বানে ভূবন ভাসিয়া যায়
ফেলে আসা তিথি সকল আকুতি তোমাতে হয়েছে ভরা
আজি তোমাতে হয়েছে ভরা


Madhumanjúśá Ranchi
1983 February 15

0264

Status:    Done

গহন রাতে মনোবীণাতে হিয়ার গোপন ব্যথা
বলিবো তোমার কাণে কাণে আমি বলিবো তোমার কাণে কাণে

ধরায় কেন কান্না আসে হাসি-খুশীর পাশে পাশে
সহসা সুখ সরে যায় ক্ষণিক আলোর ঝিলিক টেনে

যে বা তোমায় সদাই ডাকে দাও না সাড়া কেন তাকে
কেন গো ফুল ঝরে যায় জোয়ার শেষে ভাঁটার টানে


Madhumanjúśá Ranchi
1983 February 15

0265

Status:    Done

আকাশে ছিলো যে মেঘ সে যখন এলো
সকল আঁধার সরিয়ে দিয়ে সে এলো

বুঝিতে নারিনু তারে কী যে সে বলিলো মোরে
প্রাণের আকুতি থাতাএ যে ভরা ছিলো

বাহির বিশ্ব হাতছানি দিলো মোরে শুণিয়া শুণি নি তারে
মরমের বাণী কী যেন সে এনেছিলো

আমি চলেছি তাহারই টানে মমতামধুর গানে
হারানো মাধুরী সবই সে ফিয়ায়ে দিলো


Madhumanjúśá Ranchi
1983 February 15

0266

Status:    Done

তোমায় আমায় প্রথম দেখা সোণালী সাগরতটে
আলোকধারায় বন্যা এনে এসেছিলে মানসপটে

এসেছিলে নিঝুম রাতে বীণার তারে ঝঙ্কারেতে
আকাশভরা কবিতাতে ধরা দিয়েছিলে অকপটে

স্বপ্নে যখন ধরা দিলে জাগরণে কেন না এলে
সকল সত্তা ঝলমলিয়ে দুঃখে সুখে সঙ্কটে


Madhumanjúśá Ranchi
1983 February 16

0267

Status:    Done

তোমারই আশে রয়েছি বসে তোমারই পদধ্বনি মন মাতায়
মধুর হাসি তব তোমারই সৌরভ হতাশ হৃদয়ে আশা জাগায়

তোমারই ফেলে আসা চরণধূলি পরে বিশ্বমানবতা আভূমি নতি করে
তোমারই রঙে রূপে তোমারই ধূপে দীপে তোমারই প্রাণীণতা তৃষা মেটায়

আমিও তোমারই গো তোমারই সকলই তো বুঝেও বোঝেনা তমসাহত চিত
তোমারই ছন্দে গানে তোমারই সুরে তানে তোমারই ভালোবাসা সবে নাচায়


Madhumanjúśá Ranchi
1983 February 16

0268

Status:    Done

  • Note: According to mp3 audio, fifth line the word is নিঠুর and not নিষ্ঠুর

বন্ধু তোমার কঠোরতায় ভয় পাবো না কোন কিছুতেই
আলোকের যাত্রাপথে তোমায় চেয়ে আমি চলিবই

যে বা বলে তোমায় কঠোর সে বোঝে না তোমার কদর
তোমার এই কঠোরতা কোমলতাকে ডেকে রাখিতেই

যে বা তোমায় বলে নিষ্ঠুর সে থেকে যায় তোমা থেকে দূর
কাছে এলে বুঝবে সে জন সুজন তোমার মত কেহ নাই


Madhumanjúśá Ranchi
1983 February 16