Pathik tumi ekakii ese: Difference between revisions

m
Script
m (Link in infobox)
m (Script)
Line 24: Line 24:
Shiuli jhará rátera sheśe
Shiuli jhará rátera sheśe
Duyár ámár bandha dekhe
Duyár ámár bandha dekhe
Dánŕiyechile patheri páshe
Dáṋŕiyechile patheri páshe


Ghume ámár jaŕáno ánkhi
Ghume ámár jaŕáno áṋkhi
Kichu bá dekhi kichu ná dekhi
Kichu bá dekhi kichu ná dekhi
Tái ráter sheśe hime bhije tumi
Tái ráter sheśe hime bhije tumi
Line 42: Line 42:
</poem>
</poem>
| <poem>
| <poem>
পথিক তুমি একাকী এসে'
পথিক তুমি একাকী এসে  
শিউলি-ঝরা রাতের শেষে
শিউলি-ঝরা রাতের শেষে
দুয়ার আমার বন্ধ দেখে'
দুয়ার আমার বন্ধ দেখে  
দাঁড়িয়েছিলে পথেরই পাশে
দাঁড়িয়েছিলে পথেরই পাশে


ঘুমে আমার জড়ানো আঁখি  
ঘুমে আমার জড়ানো আঁখি  
কিছু বা দেখি কিছু না দেখি
কিছু বা দেখি কিছু না দেখি
তাই রাতের শেষে হিমে ভিজে' তুমি  
তাই রাতের শেষে হিমে ভিজে তুমি  
ভোরে চলে' গেলে অরূপে ভেসে
ভোরে চলে গেলে অরূপে ভেসে


আমার দ্বারের যূথিকা লতা  
আমার দ্বারের যূথিকা লতা  
এখনো বহে তব বারতা
এখনো বহে তব বারতা
শিশিরের জল মুছিতে মুছিতে  
শিশিরের জল মুছিতে মুছিতে  
জেগে' আছে সে যে তোমারই আশে
জেগে আছে সে যে তোমারই আশে


সেই সময় যদি দ্বার খুলিতাম  
সেই সময় যদি দ্বার খুলিতাম  
কোন কিছু কথা কাণে কহিতাম
কোন কিছু কথা কাণে কহিতাম
শারদ নিশীথে তাহারই সুরেতে  
শারদ নিশীথে তাহারই সুরেতে  
ভাসিয়া যেতাম মিলে' মিশে'
ভাসিয়া যেতাম মিলে মিশে
</poem>
</poem>
| <poem>
| <poem>