User:T12/PSB: Difference between revisions

From Sarkarverse
Jump to navigation Jump to search
(→‎0079: new section)
(→‎0080: new section)
Line 69: Line 69:
চারিদিকে উজ্জ্বল আলো, যা'কে দেখি তা'কে লাগে ভালো
চারিদিকে উজ্জ্বল আলো, যা'কে দেখি তা'কে লাগে ভালো
অণু-পরমাণু হলো দৃপ্ত, ভাব-ব্যঞ্জনা, আনন্দে ধরা হলো ভরা
অণু-পরমাণু হলো দৃপ্ত, ভাব-ব্যঞ্জনা, আনন্দে ধরা হলো ভরা
</poem>
== 0080 ==
{{Status|doing}}
<poem>
স্বপনে এসেছো আনন্দঘন তুমি, সবার তুমি আনন্দ
মঞ্জুল মহাকাশে মহাপ্রাণে আছো মিশে' রূপাতীত অপরূপ ছন্দ
</poem>
</poem>

Revision as of 13:13, 30 December 2013

Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    


Sub-page


0076

Status:    Done

স্বপনে খোঁজ পেয়েছিনু, স্বপন মাঝেই ভালো বেসেছি
স্বপন মাঝে চেনা-শোনা, সবই সে যে জেনে' গেছি

বল্‌ গো তোরা স্বপন শেষে কোথায় হারা হলো যে সে
জাগরণের বাস্তবেতে চলে' গেল হেসে হেসে'

সোণার স্বপন আবার কি রে মোর জীবনে আসবে ফিরে'
সেই আশাতেই বেঁচে' আছি, সেই আশাতেই জেগে' আছি

0077

Status:    Done

স্বপনে তা'রে চিনেছি
স্বপনে আমি জ্যোৎস্না-রাতে নিষ্প্রভ দীপ নিয়ে' হাতে
ভেসেছিনু সুরের স্রোতে নূতন জীবন পেয়েছি
স্বপনে তা'রে দেখেছি, দেখেছি গো দেখেছি

প্রাণের প্লাবনে সে যে ভুবনভরা, মধুর হাসিতে তার মুকুতাঝরা
নাচ গানে বীণার তানে গন্ধমদির সমীরণে

প্রাণের পরশ মাখিয়ে' প্রাণে নূতন আলোয় মেতেছি
স্বপনে তা'রে পেয়েছি, পেয়েছি গো পেয়েছি

0078

Status:    Done

স্বপনে সে এসেছিলো, স্বপন মাঝেই চলে' গেলো
না বলিয়াই চলে গেলো', না ডাকিতেই এসেছিলো

হিয়ার মাঝে গোপন কোণে না বলিতেই বসেছিলো
নিজের হাতে নাড়া দিয়ে তন্ত্রীতে সুর বাজিয়েছিলো

তুলে' নয়ন মুখের পানে বলতে সে কী চেয়েছিলো
না-জানি কোন অভিমানে না জানিইয়েই চলে' গেলো

0079

Status:    Done

(তব) স্বপনের ছোঁয়া লেগে' জীবন পেয়েছে নব প্রাণধারা
আশাতে মন্দিত গান ভাষাতে স্পন্দিত তান, ভালবাসা হলো সীমাহারা

(তব) স্বপনের মায়া মেখে' মর্ম হয়েছে মধুভরা
সুরেতে উচ্ছল ছন্দ কুসুমে উন্মদ গন্ধ, দিক্‌ভ্রান্ত পেলো ধ্রুবতারা

(তব) স্বপনের মাধুরী মেখে' জগৎ পেয়েছে গতিধারা
চারিদিকে উজ্জ্বল আলো, যা'কে দেখি তা'কে লাগে ভালো
অণু-পরমাণু হলো দৃপ্ত, ভাব-ব্যঞ্জনা, আনন্দে ধরা হলো ভরা

0080

Status:    doing

স্বপনে এসেছো আনন্দঘন তুমি, সবার তুমি আনন্দ
মঞ্জুল মহাকাশে মহাপ্রাণে আছো মিশে' রূপাতীত অপরূপ ছন্দ