User:T12/PSB: Difference between revisions

From Sarkarverse
Jump to navigation Jump to search
(→‎154: new section)
(→‎155: new section)
Line 66: Line 66:


প্রাণে প্রাণে ধ্যানে ধ্যানে যাই যে আমি হারিয়ে'
প্রাণে প্রাণে ধ্যানে ধ্যানে যাই যে আমি হারিয়ে'
</poem>
== 155 ==
{{Status|doing}}
<poem>
কেন অমন করিয়া ডাকিতেছো আমায়
হাজার কাজেতে জড়ায়ে রয়েছি দিতে কি পারি সময়
আমি দিতে কি পারি সময়
</poem>
</poem>

Revision as of 09:44, 1 February 2014

Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page

151

Status:    Done

এসেছিলে তুমি প্রভি অন্ধকারের পার হ'তে
তোমা লাগি বসেছিনু যুগে যুগে দিনে রাতে

কত তিথি গেছে ঝরে', কত তারা খসে' পড়ে'
তবু আমি ছিনু জেগে' চেয়ে' তব আসা-পথে

(আমার) সব আশা আলোয় ভরে' এসেছিলে মধুরাতে

152

Status:    Done

চম্পক-বনে মধুর স্বপনে তাহাকে দেখেছি মায়ামুকুরে
শান্ত বাতাসে মদির সুবাসে মুগ্ধ নয়নে সরিতা তীরে

সেথা কুসুম-পরাগ অলকে আসিয়া অলকে ভাসিয়া যায়
সেথা মনে ময়ূর নীলাকাশে চাহি' কলাপ মেলিয়া দেয়

জ্যোৎস্না-নিশীথে বিজন বীথিতে ভালোবাসা নাচে তাকে ঘিরে' ঘিরে'

153

Status:    Done

আলোর পারেতে আলো, তারপরে আরো আলো
অপার আলোর ঢেউ বয়ে' চলে' যায়

যা'র লাগি' এত আলো, সে আমারে বাসে ভালো
মোর মনে তা'র ছবি ভাসিয়া বেড়ায়

কখনো বা অতি কাছে, কখনো বা অতি দূরে
নানান রূপে নানা গানে ও সুরে
সবাইকে দোলা দিয়ে' নেচে' সে যে যায়

মনের কমল কত বর্ণে বিকশিত, গন্ধমধু নিয়ে তারই পানে ধায়

154

Status:    Done

প্রভু, এসো এসো আমার হৃদয়ে
রাতুল চরণ, মধুর আনন, মিষ্টিমধুর হাসি নিয়ে'

তব নামে প্রাণে শিহরণ জাগে, রঞ্জিত হই তোমারই রাগে
যায় তব গানে তব নাচে সব কিছু মোর মিলিয়ে'

প্রাণে প্রাণে ধ্যানে ধ্যানে যাই যে আমি হারিয়ে'

155

Status:    doing

কেন অমন করিয়া ডাকিতেছো আমায়
হাজার কাজেতে জড়ায়ে রয়েছি দিতে কি পারি সময়
আমি দিতে কি পারি সময়