User:T12/PSB: Difference between revisions

From Sarkarverse
Jump to navigation Jump to search
(→‎215: Add)
(More archie)
Line 11: Line 11:
* [[/RA]]
* [[/RA]]
----
----
== 191 ==
{{Status|done}}
<poem>
(তুমি) পুষ্পেতে মধু এনেছো, তুমি সঙ্গীতে সুর দিয়েছো
তুমি আলোর সাগর উত্তাল করে', বিশ্বকে দোলা দিয়েছো
(তুমি) জ্যোৎস্নায় ভরা নীরব নীশিথে চেতনার গান গেয়েছো
(তুমি) অন্ধকারের গহ্বর মাঝে জাগরণ এনে' দিয়েছো
(তুমি) সবখানে আছো, সব কালে আছো, সব কালে ছিলে,থাকিবে
সকল মনের মর্মে বসিয়া অসীমের গান গাইবে
(তুমি) সকল চাওয়ার, সকল পাওয়ার ঊর্ধ্বলোকেতে এনেছো
</poem>
== 192 ==
{{Status|done}}
<poem>
মানস-মন্দিরে এসো প্রভু কৃপা করে', বেদীটি সাজায়ে আমি রেখেছি
অরূপ জগৎ থেকে এসো তুমি রূপলোকে, বসো আরো কাছাকাছি
প্রণের প্রদীপ জ্বালি' আরতি করি, মননের সৌরভে অর্ঘ্য ভরি
পরাণের কুসুমিত শতদলে বিকশিত পুষ্পস্তবক আজি এনেছি
জ্ঞানের গরিমা নাই, দম্ভের বোঝা নাই, হাল্কা হৃদয় নিয়ে এসেছি
</poem>
== 193 ==
{{Status|done}}
<poem>
আঁধার সাগরে পথ হারিয়ে জীবনের ধ্রুবতারা ভুলো না রে
হেরো তিমিরসাগর পারে, অরূপ চিতচোরে,
যে বা নাচে আঁধারকে ঘিরে' ঘিরে'
মানসবেদীতে রাখো তাজা ফুলরাশি
চিত্তকে ভরে' দাও শিশির ধৌত হাসি
মঞ্জুল মহাকাশে দেখো তার জ্যোতি ভাসে রূপাতীত চিন্ময় সাগরে
কোনো প্রার্থনা নয়, কোনো চাওয়া-পাওয়া নয়
দেখো তারে কাছাকাছি পরাণ ভরে'
</poem>
== 194 ==
{{Status|done}}
<poem>
তোমাকে ভুলিয়া' কে কোথা থাকিবে বলো
উচ্ছ্বল এই প্রাণের জগৎ তোমাতেই ঝলমল
তোমাকে ভুলিয়া যাহা কিছুই ভাবি তাহা শুধু কল্পনা
যা কিছুই বলি তাহা শুধু জল্পনা
তোমার পরশ বিনা সবই মিছে জাল বোনা, ধরণীর সব হাসি আলো
তোমার আশিস চেয়ে তোমার পরশ পেয়ে সকল কিছুই লাগে ভালো
</poem>
== 195 ==
{{Status|done}}
<poem>
এসো মোর প্রাণে, এসো মোর মনে, এসো নৃত্যের ব্যঞ্জনায়
ওগো রূপের সাগর, হিয়ার গাগর ভরিয়া দাও কানায় কানায়
কুসুমকলিরা আধফোটা যবে তোমার আলোকের আশায়
দূর নীলিমায় বাণীহারা সবে তোমার সুরের প্রতীক্ষায়
তোমার আলোতে তোমার সুরেতে নব স্পন্দন আনো ধরায়
যে বা ভালবাসে তাকে ভালবাসো, ভালবাসে না যে তাহাকেও ভালবাসো
মন বিনিময়ে সকল সময়ে ভরিয়া দাও প্রাণের সুধায়
</poem>
== 196 ==
{{Status|done}}
<poem>
'''কৃষ্ণ'''
আমারে কে নিবি ভাই, দিতে যে চাই বিলায়ে সব মনে
তোমাদের দ্বার যে বন্ধ পথাবরুদ্ধ, যাই গো কেমনে
'''ব্রজবালকেরা'''
এসো ভাই, আমরা সবাই তৈরী আছি তোমাকে ধরিতে
সরায়ে পত্থেরই উপল মনকে উজল করেছি আলোতে
'''কৃষ্ণ'''
তবে ভাই সবারে নাচাই, এসো গো সবাই স্মরণে মননে
তোমরা দূর কেহ নও, মোর মাঝে রও ভাবের স্পন্দনে
</poem>
== 197 ==
{{Status|done}}
<poem>
সাথী আমার, বন্ধু আমার, ছিলে তুমি কোন্‌ বিদেশে
আমার সকল হিয়ার বাঁধ ভেঙ্গে' যায়, তোমায় দেখে' ভালবেসে'
তুমি আছো, আমি আছি, তোমার দোলায় নেচে চলেছি
আজ সবকে ফেলে' আমার কাছে কেন এলে হেসে' হেসে'
আজ পরাণ ঢেলে তোমার সুরে নেচে' চলি ভেসে' ভেসে'
</poem>
== 198 ==
{{Status|done}}
<poem>
আমার এ মনোবীণা ছন্দহীনা বাজিবে শুধু সে যদি বাজায়
তাহারই সুরেতে সুর মিলিয়ে দিয়ে বাজাতে হবে বীণায়
সকল ভাবেতে সে শুধু হাসে, বসাতে গেলে বসে না পাশে
হিয়ার হাসি কোথা' যায় ভাসি', কোন্‌ বিদেশে সে য গো যায় হারায়
আঁখি পানে চায়, ধরা নাহি দেয়, নেচে' চলে' যায় সুরের মায়ায়
</poem>
== 199 ==
{{Status|done}}
<poem>
হিয়ার মাঝারে নীরব প্রহরে কে গো ডেকে যায় গানের ভাষায়
বলে এসো এসো, পাশে বসো বসো, কেন দূরে আছো এই অবেলায়
গেছে কত কাল রঙীন সকাল, কত সাঁঝের বেলা জীবনে উত্তাল
কেন আসিলে না, কেন বসিলে না, কেন না সাড়া দিলে যে তব সাড়া চায়
ওগো দূরগত, এ কোন মায়ায় ফুলডোরে বাঁধিলে আমায়
এত দিনে মোর হ'লো মহা দায়, এ ফুলমালা তব পরাবো গলায়
</poem>
== 200 ==
{{Status|done}}
<poem>
তুমি এসেছো, মন যে কেড়েছো, ভুলায়ে দিয়েছো শতেক জ্বালা
ভাবের স্রোতে দিবস-রাতে সুরেতে গেঁথেছো গানের মালা
উল্কা-দহন হ'লো যে চন্দন তোমারই প্রাণের পরশ পেয়ে'
মরুর তৃষা হারায়ে দিশা কোথা' চলে' গেল শ্যামল ছায়ে
(আজ) সকল যাতনা সকল বেদনা হয়ে গেল দেখি ফুলের ডালা
বসিয়া বসিয়া হৃদয় মথিয়া নিজ পানে একা চাহিয়া চাহিয়া
এটাই বুঝেছি, মানিয়া নিয়েছি, তুমি ভালোবাসো পরাণ-ঢালা
</poem>


== 201 ==
== 201 ==

Revision as of 19:37, 12 November 2014

Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page

201

Status:    Done

চৈতী হাওয়ার মন যারে চায় সে যে গো কত দূরে
তাহারই আসা-পথে মন যে চলে ছুটে' বেদনাতে বিধুর

কেন গো, কেন গো, কেন সে দূরে থাকে যার জানা আছে আমায় বলো না
মেতেছি মেতেছি তারই ভাবনাতে, ভাবনা ভুলে যেতে পারি না

নিরালা রাতে জ্যোৎস্না সাথে কেঁদে মরি ব্যাথাতুর
ভোমরা গানে গানে কহে যে কাণে কাণে আশাতে ভরা সুর

202

Status:    Done

প্রথম জীবনের হারানো সুরের গানগুলি আজও রয়েছে হিয়ায়
রঙে রূপে ভরা লাজ-শরমে ঘেরা কেমনে এ গান গাইব সভায়

দরদী বঁধু ওগো লাজ সরায়ে নাও, মনের কুসুমেরে আজ ফুটিতে দাও
তোমারই লীলায় তোমারই মায়া সবাই ফুটেছে গো মধুর শোভায়

মনের কুঁড়িগুলি পাতায় ছিলো ঢাকা
পাতার ফাঁকে ফাঁকে উঁকি যে দিতেছিলো
আজ লাজ ও ভয় ভুলে' এগিয়ে যাই চলে'
রূপের ধারা থেকে অরূপ সাধনায়

203

Status:    Done

এসো গো বন্ধু মম ক্ষুদ্র এ হৃদয়ে
তোমা লাগি' জেগে' আছি যুগে যুগে পথ চেয়ে

আছো তুমি সব খানে জেনেও তা নাহি জানি
আসো যাও ভেবে' ভেবে' দেশগত বলে' মানি
যাহাই ভাবি না কেন নাও তুমি মোরে টেনে'
তোমার প্রাণে মিশিয়ে'

জাগাও তোমার জ্যোতি আমারই মানসপটে
বাজাও তোমার বীণা রাগিণী সে ছায়ানটে
বসো গো বন্ধু মম মধুমাখা হাসি নিয়ে'
তোমা' লাগি' জেগে' আছি তালেতে তাল মিলিয়ে'

204

Status:    Done

এসো গো কাছে এসো, ধরার ধূলি রূপে ভরে' নাও
ফুলেরা লাজে ঢাকা, তাদের বুকে মধু এনে' দাও

মধু রাতে চকোরেতে চাঁদের সাথে কেন যে হাসে
মনের ভোমরা আসে, গুনগুনিয়ে কী যে ভাষে
শিখীরা তরুশাখে কী যে কয়, সব কিছু শোণাও

ফোটে ফুল শুকনো ডালে, মূকও বলে যদি তুমি চাও

205

Status:    Done

এসো গো সখা তোমারই আশে নিদ নাহি মোর আঁখিপাতে
তোমারই তালে তাল মিলাতে তাল কেটে' যায় প্রতি মুহূর্ত্তে

মন চলে যায় ছোট ভাবনায় রঙের নেশায় রঙীন মায়া
তোমারই স্রোতে নাচিয়া চলিতে শক্তি যোগাও দিবস-নিশীথে

বজ্র আনাও উল্কা আনাও, বল দিয়ে যাও তারে যুঝিতে

206

Status:    Done

মনের আঁখি সতত রাখি জাগায়ে বন্ধু তোমারই গানে
সুরের স্রোতে দিবস-রাতে তোমারে হেরি হিয়ার কোণে

প্রভাত সূর্য অরুণ আভায় প্রাণ ভরে' দেয় কানায় কানায়
সন্ধ্যা=রবির রঙীন ছবি জীবিত করে নব চেতনায়

এ কী লীলাখেলা তব নিত্য নূতন অনুভব
ভালবাসার দাগ এঁকে দেয় আমারই মনে আমারই প্রাণে
তাই দ্যুলোকবাসী ভূলোকবাসী বরণ করে তোমারে ধ্যানে

207

  • Note: I could not understand line breaks in the book, please verify it.

Status:    Done

তার মন যদি চায় সব কিছু হয় ধূলিময় এ ধরণীতে
মোহনা হ'তে নদী পাহাড়ে ফেরে যদি কে বা কী গো পারে বলিতে

সে যদি চায় নিমেষে ধরায় লুপ্ত করতে পারে গো
সে যদি চায় মরু-হিমের গা'য় উত্তাপ আনতে পারে গো

সে যদি চায় পাষাণ-কারায় ফুল ফোটাতে পারে গো
সে যদি চায় আঁধার নিশায় আলো ঝরাতে পারে গো

এসো গো সখা এসো ভাবটিতে বসো মনে প্রাণে তাকে বরিতে
যেও না যেও না দূরেতে যেও না কুয়াশাতে ঢাকা পড়িতে

208

Status:    Done

আসিবে বলিয়া গিয়াছে চলিয়া বঁধুয়া ফিরিয়া এলো না আজও
বলে' গেছে মোরে বীণার ঝঙ্কারে সরলকে হেরে' বক্রকে ত্যেজো

লক্ষ্যকে ভুলে' চলেছি নানা পথে
চলি নি আলোঝরা সামনে সোজা পথে
মোহেরই হাতছানি নিয়ে' গেছে' টানি'
ভুলায়ে সার বাণী, সত্যকে খোঁজো

আজ চারিদিকে হায় আলো ঝলকায়
মোরে কয়ে যায়, তুমি কাছেই রাজো

209

Status:    Done

তোমার এ অসীম অপার ভালবাসার বিনিময়ে হায় কী বা দিয়েছি
দু'হাতে নিয়েছি সব, দিতে শিখি নি, নিতে শিখেছি

ফুলে ফলে রূপে রসে প্রাণকে আমার দিয়েছো ভরে'
বুদ্ধিদীপ্ত-মধুরতা চাওয়ারও বেশী দিয়েছো মোরে
শুধু দাও বলার অধিকার তোমারে আমার হৃদয়ে ধরেছি

পরাণের সকল মধু দুঃখের বঁধু তোমাতে আমি উজাড়ি' ঢেলেছি

210

Status:    Done

দিন গুণে' আর কাল গুণে' গুণে' বসিয়াছিলাম এলে' ফাগুনে
রূপের মায়ায় সুরের সুধায় চেয়ে' আছি মুগ্ধ-নয়নে

মন যে আমার অসীমে হারা সকল মোহের বাঁধনছাড়া
তোমারে পেয়ে' সব পেয়েছি, আনন্দ আজ প্রাণে মনে

এসো গো বন্ধু সবারে মাতাও, সবারে নাচাও আপন গুণে

211

Status:    Done

দিন আসে আর দিল চলে' যায়, কোথা' চলে' যায় কেই বা জানে
কখনো চেতনে কভু অচেতনে, কখনো ঘুমে কভু জাগরণে

কোথায় ছিলাম কবে যে এসেছি, কেন যে এসেছি ভুলিয়া গিয়াছি
আমার যতখানি আমি যে জানি, আমার চেয়ে বেশী সে-ই যে জানে

আমার প্রয়োজন যত আয়োজন সবই ভরা আছে তাহারই মনে

212

Status:    Done

নীরব রাতে তোমারই সাথে না-বলা কথা অনেক রয়ে গেছে
কেন বা গুল্‌বাগে হাজারো কাঁটা থাকে কেন গো নির্ঝর রুক্ষ পথ বাছে

কমল গন্ধে ভরা মলিন জলে ফোটে হাসিতে ভরা ধরা আঁধার পথে ছোটে
স্নেহ-মমতাভরা রঙীন খোয়াবে ঘেরা কেন গো সৃষ্টিতে কালের ছায়া নাচে

কেন গো অহমিকা কেন গো অস্মিতা লুটায়ে পড়ে তব চরনধূলি নাচে

213

Status:    Done

এসো এসো বন্ধু জীবনের প্রতি নিশ্বাসে
বসো বসো কাছে বসো মনকে ভরে সুবাসে

তুমি ছাড়া আর কে আছে আমার মনের কথা শোণাতে
আর কেহ নাই যাহাকে শোণাই গোপন কথা নিভৃতে
গাও গাও বন্ধু গাও আশায় ভরিতে বাতাসে

নাও নাও খুশী মনে নাও সব কিছু মোর হেসে হেসে

214

Status:    Done

আঁখিতে ছিলো জল মমতা ছলছল সে যবে গিয়েছিলো দূর বিদেশে
চাহিয়া মোর পানে কী যেন গোপনে কয়েছিলো মোরে বঁধুয়া শেষে

বলো গো বলো গো তোমরা বলো গো সে কি ভুলে গেলো সকল কথা
এলো না এলো না কথা বলিলো না সে কি ভুলিলো মোর মর্মব্যথা

ভুলিতে নারি আমি তাহারই স্মৃতিখানি
সে স্মৃতি আজও দোলা দেয় মানসে

ভাবিবো না ভাবি বেশী করে ভাবি
কী ফুলডোরে মোরে বাঁধিলো যে সে

215

Status:    Done

তব আসা-পথে কাণ পেতে জেগে আছি যুগ ধরে
তোমার দেওয়া মালার ডোর আছে তার ফুলগুলি সব গেছে ঝরে

দিন আসে যায় কলের খেলায় রাত্রি ঘনায় আঁধার মায়ায়
আমি যে সদাই চারি পাশে চাই পল গুণে গুণে প্রতি প্রহরে

কাণ পেতে থাকার পল গোণার ব্যথার শেষ হবে কবে বলো গো মোরে