User:T12/PSB: Difference between revisions

From Sarkarverse
Jump to navigation Jump to search
(→‎221: new section)
(→‎221: add)
Line 51: Line 51:
== 221 ==
== 221 ==


{{Status|doing}}
{{Status|done}}
<poem>
<poem>
তোমায় কত ভালোবাসি আমি জানো না তুমি
তোমায় কত ভালোবাসি আমি জানো না তুমি
Line 58: Line 58:
কেন তুমি প্রতি পলে অত কাজে লেগে থাকো
কেন তুমি প্রতি পলে অত কাজে লেগে থাকো
কেন আমায় শক্তি দিয়ে তোমার কাজে লাগাও নাকো
কেন আমায় শক্তি দিয়ে তোমার কাজে লাগাও নাকো
শক্তি যোগাও দিবা-নিশি কাজ করে যাই নাহি থামি
কৃপার কণায় অনুকম্পায় কাজে হব অগ্রগামী
</poem>
</poem>

Revision as of 01:07, 20 November 2014

Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page

218

Status:    Done

পিতা মাতা বন্ধু সখা আঁধারে আলোকবর্ত্তিকা
সর্ব দেশে সব কিছু তুমি কেউ কখনো নয় একা
দুঃখের কাঁটায় তুমি গো কমল ব্যাথার জ্বালায় শীতল চন্দন
সব হারানোর স্পর্শমণি গুলবাগিচার সেরা মালিকা
তুমি আছো তাই আমিও আছি তুমিই প্রাণের দীপিকা

219

Status:    Done

কোন্‌ ভুলে-যাওয়া ভোরে মধুমাখা স্বরে ডেকেছিলে মোরে ওগো দেবতা
জড়েতে বধির প্রাণে অস্থির শুণিনি সে ডাক তব বারতা

ডেকেছিলে মোরে আকাশে বাতাসে সরিতার সুরে ফুলের সুবাসে
শিশুর সুহাসে তরুণের উচ্ছ্বাসে ধরণীর রূপে ভরা মাদকতা

গেয়ে যাও তুমি মমতার বাণী সবাকার লাগি ওগো বিধাতা

220

Status:    Done

কৃষ্ণমুরারি বাঁশরী তোমারই জাগাইয়া ছিলো জড়ে চেতনে
মদুর ভাবেতে মধুর হাসিতে মধুর ছন্দে মধুর চরণে

তারপর কত যুগ চলে গেছে মানস-যমুনা শুকাইয়া গেছে
তুমি আসিলে না বাঁশী বাজালে না ধ্বনি জাগালে না বিশ্বগগনে
তোমার অপূর্ণ কাজকে পূর্ণ করিব আমরা তোমারই স্মরণে

221

Status:    Done

তোমায় কত ভালোবাসি আমি জানো না তুমি
কত কথা আছে জমে বলিব যে আমি

কেন তুমি প্রতি পলে অত কাজে লেগে থাকো
কেন আমায় শক্তি দিয়ে তোমার কাজে লাগাও নাকো
শক্তি যোগাও দিবা-নিশি কাজ করে যাই নাহি থামি

কৃপার কণায় অনুকম্পায় কাজে হব অগ্রগামী