User:T12/PSB: Difference between revisions

m
Added Songs 298-301
(→‎0297: add)
m (Added Songs 298-301)
Line 330: Line 330:
== 0298 ==
== 0298 ==


{{Status|doing}}
{{Status|done}}
<poem>
<poem>
এসেছিলে প্রভু মেঘ গর্জনে ঘনঘোর বরষায়
এসেছিলে প্রভু মেঘ
আতপক্লিষ্ট ধরা পেলো আজি তোমাকে নূতন ভরষায়
গর্জনে ঘনঘোর বরষায়
আতপক্লিষ্ট ধরা পেলো  
আজি তোমাকে নূতন ভরসায়
 
(মোর) মনের কলাপগুলি
শত তালে নেচে যায়
ভাষাহারা সংলাপ ভাষা পেয়ে
অসীমের পানে ধায়
আজ তোমাকে পাইয়া হিয়া উপচিয়া
দিশা দোলে দ্যোতনায়
দশ দিশা দোলে দ্যোতনায়
আজ মোর করিবার কিছু নাই
তন্ময় হয়ে তব রূপ দেখে যাই
ত্রিলোকের ক্ষুধা ত্রিদিবের সুধা
এক হয়ে মিশে যায়
<div style=text-align:right>
<div style=text-align:right>
Madhumalanca Kolkata
Madhumalanca Kolkata
1983 February 27
1983 February 28
</div>
</poem>
 
== 0299 ==
 
{{Status|done}}
<poem>
তোমাকেই ভালবাসিয়াছি
তোমাকেই সার জেনেছই
তোমাকেই প্রাণ সঁপিয়াছি
তব কাজে ব্রত নিয়েছি
 
চেতনার সেই ঊষাকাল হতে ভাসিয়া
চলেছি তোমারই স্রোতে
স্রোতের কুসুম আমি গো
তোমারই ঢেউয়ে নেচে চলেছি
(আমি) জীবনের সন্ধ্যারাগে
মিশে রবো তব অনুরাগে
পরাগের মধু মাখায়ে
অরূপরতন চিনেছি আমি
অরূপরতন চিনেছই
<div style=text-align:right>
Madhumalanca Kolkata
1983 February 28
</div>
</poem>
 
== 0300 ==
 
{{Status|done}}
<poem>
আলোরই দেশেতে জেগেছি আমি গো
তমসারই পারে গান গেয়ে যাই
নিকষ কালো ঘুমে যারা আছে শুয়ে
তাদেরই লাগিয়া ডাক দিয়ে যাই
 
ওঠো গো ভাই ওঠো
আলোর পানে চলো
আঁধারকালো নিশা আলোয় ভরে তোলো
তোমার মুখ পানে ব্যাকুল নয়নে
আর্ত মানবতা চাহিছে সদাই
 
এগিয়ে চলাই প্রাণের ধর্ম
আর্তে বাঁচানো নীতির মর্ম
যে কাল চলে গেছে সে আর আসিবে না
যে কাল হাতে আছে কাজেতে লাগাই
<div style=text-align:right>
Madhumalanca Kolkata
1983 February 28
</div>
</poem>
 
== 0301 ==
 
{{Status|done}}
<poem>
আসবে বলে গেছ যে চলে
কেন এলে না বলো আমায়
ধরার ধুলায় মিশে গেছে হায়
ফুলের পাপড়িগুলি গাঁথা মালায়
 
ওগো অকরুণ এ কী লীলা তব
ভালবাসার ছলে লীলা অভিনব
চলে গেছো যবে কেন আছো
তবে জেগে আমার মনে দিবা-নিশায়
 
ভুলিতে যত চাই ভুলিতে নাহি পাই
স্মৃতির দ্যুতি দেখি যেদিকে তাকাই
কেন বেঁধেছো মোরে সুরের ঝংকারে
ভাবের তারে তারে মনোবীণায়
<div style=text-align:right>
Madhumalanca Kolkata
1983 March 1
</div>
</div>
</poem>
</poem>