User:T12/PSB/RA: Difference between revisions

From Sarkarverse
< User:T12‎ | PSB
Jump to navigation Jump to search
(→‎150: +)
m (Abhidevananda moved page User:Tito Dutta/PSB/RA to User:T12/PSB/RA: Automatically moved page while renaming the user "Tito Dutta" to "T12")
 
(32 intermediate revisions by one other user not shown)
Line 5: Line 5:
<center>'''Older songs'''</center>
<center>'''Older songs'''</center>
* [http://sarkarverse.org/index.php?title=User:Tito_Dutta/PSB/RA&oldid=17269 0001—0100]
* [http://sarkarverse.org/index.php?title=User:Tito_Dutta/PSB/RA&oldid=17269 0001—0100]
* [http://sarkarverse.org/index.php?title=User:Tito_Dutta/PSB/RA&oldid=31364 0101—0200]
}}
}}
== 101 ==
 
== 0201 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
শীতের শেষেতে নব পাতা আসে, পুরোনোরা যায় ঝরে'
বসন্ত এলো দ্বারে নৃত্যের তালে তালে
নৃত্যের তালে বেণী উপচিয়া কবরী খসিয়া পড়ে


শীতের শেষেতে অপুষ্পতরু কলিতে ভরিয়া পড়ে
চৈতী হাওয়ার মন যারে চায় সে যে গো কত দূরে
তুষার গলিবে এই ভরসায় অঙ্কুর সব হাসিমুখে চায়
তাহারই আসা-পথে মন যে চলে ছুটে' বেদনাতে বিধুর
পাখীরা কুলায় তার গান গায়, নব সাজ সব পরে
 
কেন গো, কেন গো, কেন সে দূরে থাকে যার জানা আছে আমায় বলো না
মেতেছি মেতেছি তারই ভাবনাতে, ভাবনা ভুলে যেতে পারি না
 
নিরালা রাতে জ্যোৎস্না সাথে কেঁদে মরি ব্যাথাতুর
ভোমরা গানে গানে কহে যে কাণে কাণে আশাতে ভরা সুর


<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 14
</div>
</poem>
</poem>


== 102 ==
== 0202 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
আশোকে পলাশে নব উল্লাসে ঋতুরাজ আজ আসে
প্রথম জীবনের হারানো সুরের গানগুলি আজও রয়েছে হিয়ায়
মলয় পবনে সঘন স্বপনে ফুলের পরাগ ভাসে
রঙে রূপে ভরা লাজ-শরমে ঘেরা কেমনে এ গান গাইব সভায়


ফুলের সুবাস সঙ্গে এলেছে, সকল মাধুরী লুটায়ে দিয়েছে
দরদী বঁধু ওগো লাজ সরায়ে নাও, মনের কুসুমেরে আজ ফুটিতে দাও
বিশ্বনিখিলে কবোষ্ণোনিলে প্রাণের প্রদীপ হাসে
তোমারই লীলায় তোমারই মায়া সবাই ফুটেছে গো মধুর শোভায়


বর্ণচ্ছটায় তব মহিমায় ধরা ভাসে উল্লাসে
মনের কুঁড়িগুলি পাতায় ছিলো ঢাকা
পাতার ফাঁকে ফাঁকে উঁকি যে দিতেছিলো
আজ লাজ ও ভয় ভুলে' এগিয়ে যাই চলে'
রূপের ধারা থেকে অরূপ সাধনায়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 15
</div>
</poem>
</poem>


== 103 ==
== 0203 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
বসন্ত আজ জাগলো আম্রমুকুল-বকুল-শিমুল-পারুল-পলাশে
এসো গো বন্ধু মম ক্ষুদ্র এ হৃদয়ে
ফুলের বনের অনাহুতের রবাহুতের পাশে
তোমা লাগি' জেগে' আছি যুগে যুগে পথ চেয়ে
 
আছো তুমি সব খানে জেনেও তা নাহি জানি
আসো যাও ভেবে' ভেবে' দেশগত বলে' মানি
যাহাই ভাবি না কেন নাও তুমি মোরে টেনে'
তোমার প্রাণে মিশিয়ে'
 
জাগাও তোমার জ্যোতি আমারই মানসপটে
বাজাও তোমার বীণা রাগিণী সে ছায়ানটে
বসো গো বন্ধু মম মধুমাখা হাসি নিয়ে'
তোমা' লাগি' জেগে' আছি তালেতে তাল মিলিয়ে'
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 15
</div>
</poem>
 
== 0204 ==


এসো বন্ধু, আমরা সবাই তোমার তালে তাল দিয়ে যাই
{{Status|done}}
তোমার ছন্দে ছন্দ মিলাই নূতন পরিবেশে সকলের সকাশে
<poem>
এসো গো কাছে এসো, ধরার ধূলি রূপে ভরে' নাও
ফুলেরা লাজে ঢাকা, তাদের বুকে মধু এনে' দাও


ফুলে ভরে যাওয়া কাঞ্ছন বনে কোকিল মেতেছে নূতনের গানে
মধু রাতে চকোরেতে চাঁদের সাথে কেন যে হাসে
ফুলের সুবাসে সেই গান আজ তোমা' পানে যায় ভেসে' অনাবিল আবেশে
মনের ভোমরা আসে, গুনগুনিয়ে কী যে ভাষে
শিখীরা তরুশাখে কী যে কয়, সব কিছু শোণাও


ফোটে ফুল শুকনো ডালে, মূকও বলে যদি তুমি চাও
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 15
</div>
</poem>
</poem>


== 104 ==
== 0205 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
নৃত্যের তালে তালে নৃত্যের ছন্দে ওই আসে বসন্ত, ওই আসে
এসো গো সখা তোমারই আশে নিদ নাহি মোর আঁখিপাতে
কুয়াসায় ঢাকা তবু আলোঝলমল হয়ে নব কিশলয় ফুলে পুনঃ হাসে
তোমারই তালে তাল মিলাতে তাল কেটে' যায় প্রতি মুহূর্ত্তে


বনফুল-আভরণ সারা তনু ঢাকিয়া, আলুথালু এলোকেশ আকাশে মেলিয়া
মন চলে যায় ছোট ভাবনায় রঙের নেশায় রঙীন মায়া
পূর্বাশা নৃত্যের ছন্দে ছুটিয়া চলে সুশোভনা প্রকৃতি মধুমাসে
তোমারই স্রোতে নাচিয়া চলিতে শক্তি যোগাও দিবস-নিশীথে


মলয়ের ঢেউ আসে, উষ্ণ জলধি হাসে, সরে' যাওয়া মধুরিমা ফিরে আসে
বজ্র আনাও উল্কা আনাও, বল দিয়ে যাও তারে যুঝিতে
যার এই মধুরিমা যাহার এই গরিমা তাহার কথাটি সদা মনে ভাসে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 15
</div>
</poem>
</poem>


== 105 ==
== 0206 ==
 
{{Status|done}}
<poem>
মনের আঁখি সতত রাখি জাগায়ে বন্ধু তোমারই গানে
সুরের স্রোতে দিবস-রাতে তোমারে হেরি হিয়ার কোণে
 
প্রভাত সূর্য অরুণ আভায় প্রাণ ভরে' দেয় কানায় কানায়
সন্ধ্যা=রবির রঙীন ছবি জীবিত করে নব চেতনায়
 
এ কী লীলাখেলা তব নিত্য নূতন অনুভব
ভালবাসার দাগ এঁকে দেয় আমারই মনে আমারই প্রাণে
তাই দ্যুলোকবাসী ভূলোকবাসী বরণ করে তোমারে ধ্যানে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 15
</div>
</poem>


== 0207 ==
* '''Note:''' I could not understand line breaks in the book, please verify it.
{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
(আজি) বসন্ত পবনে লীলায়িত চরণে নেচে' যাই, নেচে' যাই ঝরণা সম
তার মন যদি চায় সব কিছু হয় ধূলিময় এ ধরণীতে
নির্মেঘ গগনে অঞ্জিত নয়নে এঁকে' যাই, এঁকে' যাই মাধুরী মম
মোহনা হ'তে নদী পাহাড়ে ফেরে যদি কে বা কী গো পারে বলিতে


আজ এগিয়ে চলি তব ছন্দে, সুরভিত হই তব গন্ধে
সে যদি চায় নিমেষে ধরায় লুপ্ত করতে পারে গো
হাসিয়া বেড়াই আনন্দে,
সে যদি চায় মরু-হিমের গা'য় উত্তাপ আনতে পারে গো
রঞ্জিত করি পথ কিংশুকরঞ্জনে তব লাগি' অন্তরতম


আজ এগিয়ে চলায় নাহি বাঁধা, মোর হিয়া তব হারে গাঁথা,
সে যদি চায় পাষাণ-কারায় ফুল ফোটাতে পারে গো
মোর গান তব সুরে সাধা
সে যদি চায় আঁধার নিশায় আলো ঝরাতে পারে গো
(আজ) পিকতানে মধুগানে সব কুছু মোর ভেসে' যায়
ভেসে' যায় যার পানে তাকে নমো নমো নমঃ


এসো গো সখা এসো ভাবটিতে বসো মনে প্রাণে তাকে বরিতে
যেও না যেও না দূরেতে যেও না কুয়াশাতে ঢাকা পড়িতে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 16
</div>
</poem>
</poem>


== 106 ==
== 0208 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
ফুলের সাজি সাথে নিয়ে কে এলো গো, কে এলো
আসিবে বলিয়া গিয়াছে চলিয়া বঁধুয়া ফিরিয়া এলো না আজও
গানের মালা হাতে নিয়ে সুরের স্রোতে ভাসালো
বলে' গেছে মোরে বীণার ঝঙ্কারে সরলকে হেরে' বক্রকে ত্যেজো
 
লক্ষ্যকে ভুলে' চলেছি নানা পথে
চলি নি আলোঝরা সামনে সোজা পথে
মোহেরই হাতছানি নিয়ে' গেছে' টানি'
ভুলায়ে সার বাণী, সত্যকে খোঁজো
 
আজ চারিদিকে হায় আলো ঝলকায়
মোরে কয়ে যায়, তুমি কাছেই রাজো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 17
</div>
</poem>
 
== 0209 ==


বকুল-বেলা চোখ মেলে' চায়, মধুক-পুশপ নেশা ধরায়,
{{Status|done}}
ভ্রমর কথা শোণাতে চায়, মধুপ গন্ধে মাতালো
<poem>
তোমার এ অসীম অপার ভালবাসার বিনিময়ে হায় কী বা দিয়েছি
দু'হাতে নিয়েছি সব, দিতে শিখি নি, নিতে শিখেছি


দূর আকাশের তারা হাসে, ফুলের পরাগ হাওয়ায় ভাসে
ফুলে ফলে রূপে রসে প্রাণকে আমার দিয়েছো ভরে'
প্রাণের ভূবন তাতে মিশে বিশ্বভূবন রাঙালো
বুদ্ধিদীপ্ত-মধুরতা চাওয়ারও বেশী দিয়েছো মোরে
শুধু দাও বলার অধিকার তোমারে আমার হৃদয়ে ধরেছি


সুদীর্ঘ কাল বসে' বসে' ছিনু যাহার আসার আশে
পরাণের সকল মধু দুঃখের বঁধু তোমাতে আমি উজাড়ি' ঢেলেছি
সে এই প্রাতে নিজের হাতে বসন্তদোল দোলালো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 17
</div>
</poem>
</poem>


== 107 ==
== 0210 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
বসন্ত আজ হাসলো, শুধু হাসিখুশী এই ধরণীতে,
দিন গুণে' আর কাল গুণে' গুণে' বসিয়াছিলাম এলে' ফাগুনে
ফুলের মিষ্টি চাহনিতে, ফুলের মধুর মধুতে
রূপের মায়ায় সুরের সুধায় চেয়ে' আছি মুগ্ধ-নয়নে
 
আজ ছুটে যাই চলো দ্যুলোকের পানে ছন্দে ও গানে কেকা-পিকতানে
মুছে' ফেলে' দাও সব মলিনতা, ডাক দেয় পাখী মধু রাতে


ঋতুরাজ আজ দ্বারে সমাগত, কোরকেরা আজ সদা জাগ্রত
মন যে আমার অসীমে হারা সকল মোহের বাঁধনছাড়া
সরাইয়া দাও সকল জড়তা প্রাণের উষ্ণ প্রবাহেতে
তোমারে পেয়ে' সব পেয়েছি, আনন্দ আজ প্রাণে মনে


প্রাণের পরশে সব কিছু হাসে, সব কিছু ভাসে তারই স্রোতে
এসো গো বন্ধু সবারে মাতাও, সবারে নাচাও আপন গুণে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 17
</div>
</poem>
</poem>


== 108 ==
== 0211 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
রৌদ্রের খরতাপে গ্রীষ্মের দাবদাহে,
দিন আসে আর দিল চলে' যায়, কোথা' চলে' যায় কেই বা জানে
বেলা-মালতীর স্নিগ্ধ সমীর কিছু শীতলতা আনে
কখনো চেতনে কভু অচেতনে, কখনো ঘুমে কভু জাগরণে
মন আরো শীতলতা চাহে
 
সহকারশাখা ভারেতে আনত, থরে থরে ফুল জম্বুক নত
প্রচণ্ড তাপ সহে না যে আর, মন সদা এই কহে


নৈশ বাতাশে কুসুম সুবাসে কিছু উপশম আনে,
কোথায় ছিলাম কবে যে এসেছি, কেন যে এসেছি ভুলিয়া গিয়াছি
মন আরো উপশম চাহে
আমার যতখানি আমি যে জানি, আমার চেয়ে বেশী সে-ই যে জানে


শত জনমের শত ক্লেশ যত
আমার প্রয়োজন যত আয়োজন সবই ভরা আছে তাহারই মনে
গ্রীষ্মেতে যেন হলো একীভূত
<div style=text-align:right>
রুদ্র দেবতা বৃষ্টি নামাও
Madhumanjúśá Ranchi
মন সদা এই কহে
1983 January 17
</div>
</poem>
</poem>


== 109 ==
== 0212 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
বন্ধু, তোমার গোপন কথা কয়ে যাও মোর কাণে কাণে
নীরব রাতে তোমারই সাথে না-বলা কথা অনেক রয়ে গেছে
গ্রীষ্মকালের সবার ব্যাথা জানাও আমার গানে গানে
কেন বা গুল্‌বাগে হাজারো কাঁটা থাকে কেন গো নির্ঝর রুক্ষ পথ বাছে
 
ফুটল যে ফুল সে যায় পুড়ে', ফোটে নি যে যায় সে ঝরে'
অর্ধপথে নদীর ধারা বাষ্পতে যায় উড়ে'


এ কি শুধু আমার ব্যাথা, জীবের ব্যাথা, এ কি নয় তোমার ব্যাথা সব খানে
কমল গন্ধে ভরা মলিন জলে ফোটে হাসিতে ভরা ধরা আঁধার পথে ছোটে
স্নেহ-মমতাভরা রঙীন খোয়াবে ঘেরা কেন গো সৃষ্টিতে কালের ছায়া নাচে


তৃণের আঁকুর জাগিতে চায়, জাগে না সে দাহেরই ভয়
কেন গো অহমিকা কেন গো অস্মিতা লুটায়ে পড়ে তব চরনধূলি নাচে
তুষারপুঞ্জ উষ্ণতাতে অশ্রু হয়ে বয়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 18
</div>
</poem>
</poem>


== 110 ==
== 0213 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
গ্রীষ্মাবকাশে সে যদি আসে দু'হাত ভরিয়া দোব ফুল, দোব ফুল, শুধু ফুল
এসো এসো বন্ধু জীবনের প্রতি নিশ্বাসে
অরুণাকাশে বেলা-চাঁপা পাশে ছন্দময় চরণ রাতুল
বসো বসো কাছে বসো মনকে ভরে সুবাসে
নিয়ে ছন্দময় চরণ রাতুল


কোকিল এখনও কিছু কথা কয়, সন্ধ্যা-সকালে মলয়জ বয়
তুমি ছাড়া আর কে আছে আমার মনের কথা শোণাতে
কিংশুক শাখে পাপিয়া ডাকিছে, বিশুষ্কপ্রায় নদীকুল
আর কেহ নাই যাহাকে শোণাই গোপন কথা নিভৃতে
গাও গাও বন্ধু গাও আশায় ভরিতে বাতাসে


আশোকপুষ্প প্রায় ঝরোঝর, শাল্মলী তরু বীজে ভরোভর
নাও নাও খুশী মনে নাও সব কিছু মোর হেসে হেসে
দ্রাক্ষার থোকা ফলে থরোথর
<div style=text-align:right>
মাধবীকুঞ্জে পুঞ্জে পুঞ্জে আলি গুঞ্জরে পেয়ে' ফুল
Madhumanjúśá Ranchi
1983 January 19
</div>
</poem>
</poem>


== 111 ==
== 0214 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
আজি বেণুকার বন কী কথা কয়,
আঁখিতে ছিলো জল মমতা ছলছল সে যবে গিয়েছিলো দূর বিদেশে
পাতা ঝরিবার বেদনাতে হায় মূক মুখে সে যে চাহিয়া রয়
চাহিয়া মোর পানে কী যেন গোপনে কয়েছিলো মোরে বঁধুয়া শেষে
 
বলো গো বলো গো তোমরা বলো গো সে কি ভুলে গেলো সকল কথা
এলো না এলো না কথা বলিলো না সে কি ভুলিলো মোর মর্মব্যথা


হারায়েছে সে যে সব শ্যামলিমা, ধূলিঝঞ্ঝায় সকল সুষমা
ভুলিতে নারি আমি তাহারই স্মৃতিখানি
বেতসকুঞ্জে নীপনিকুঞ্জে মধু বায়ু আর নাহি বয়
সে স্মৃতি আজও দোলা দেয় মানসে


রুদ্র দেবতা, এ কী তব খেলা অনল দাহনে অকরুণ লীলা
ভাবিবো না ভাবি বেশী করে ভাবি
বর্ষার সুর আরও কত দূর, চাতক যাচিছে মরুতৃষায়
কী ফুলডোরে মোরে বাঁধিলো যে সে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 19
</div>
</poem>
</poem>


== 112 ==
== 0215 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
ঈশান কোণেতে মেঘ জমিয়াছে, খরতর বায়ু বহিতেছে
তব আসা-পথে কাণ পেতে জেগে আছি যুগ ধরে
(আজি) কালবৈশাখী আসিয়াছে
তোমার দেওয়া মালার ডোর আছে তার ফুলগুলি সব গেছে ঝরে
 
গবাক্ষদ্বার বন্ধ করিয়া, অশনি ধ্বনিতে ত্রস্ত হইয়া
গৃফকোণে বসে' সকলে এখন নীরনর্ত্তন শুণিতেছে


কত প্রিয় তরু উপড়িয়া যায়, আহত ফলেরা ঝরে' পড়ে' যায়
দিন আসে যায় কলের খেলায় রাত্রি ঘনায় আঁধার মায়ায়
ঝঞ্ঝা গতিতে শিলাবৃষ্টিতে নীড়হারা পাখী কি কাঁদিতেছে
আমি যে সদাই চারি পাশে চাই পল গুণে গুণে প্রতি প্রহরে


নিদাঘের মাঝে বজ্ররূপেতে রুদ্র দেবতা এ কি নাচে মাতে!
কাণ পেতে থাকার পল গোণার ব্যথার শেষ হবে কবে বলো গো মোরে
জলে থাকা তরী মহা আতঙ্কে ঢেউয়ের দোলায় দুলিতেছে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 19
</div>
</poem>
</poem>


== 113 ==
== 0216 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
বিশাখাতনয় বৈশাখ তুমি ভৈরবদ্যুতি নিয়ে এসেছো
তুমি এসেছিলে ধরা দিয়েছিলে সে কথা ভুলিতে পারিবো না
ধরার প্রতিটি অণুতে অণুতে রুদ্র ঝলক ভরে' দিয়েছো
আমি সে কথা ভুলিতে পারিবো না
মধুর চাহনি মধুর লাবণি মধুর ছন্দে আনাগোনা


ধূলিঝঞ্ঝায় সবে ধূসরিত, সবুজের শোভা প্রায় বিলুপ্ত
রূপের সাগরে ডুব দিয়ে আমি অরূপ রতন পেয়েছিনু
তপ্ত ভূমেতে শুষ্ক তৃণেতে ঋতু-পরিচয় বলে' দিয়েছো
কাঙাল হৃদয়ে স্মরণে মননে রাজার শিরোপা পরেছিনু
তোমার নামেতে গাইতে গাইতে স্পন্দিত হয় সে ভাবনা


সরিতার জল সরিয়া গিয়াছে, নির্মেঘ রাত তারায় ভাসিছে
(আজ) ধ্যান-ধারনায় দিবসে নিশায় সার্থক মম আরাধনা
যাহার লীলায় সব কিছু হয় অপরূপ রূপে তারে এনেছো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 19
</div>
</poem>
</poem>


== 114 ==
== 0217 ==


{{Status|done}}
{{Status|done}}
* '''Note''': Please check the spelling of "nupur" first line, second last word
<poem>
<poem>
কেকা-কলরবমুখরিত প্রাতে কে গো এলে নুপুর পা'য়
তোমারে চেয়েছি পরাণ দিয়েছি তুমি নিয়েছো কি জানি না
শত বীণানন্দিত মধুর নিক্কনে জলদের ছটা মেখে' গা'য়
জানি না গো আমি জানি না
জানিয়া দিয়েছি বুঝিয়া দিয়েছি কোন বাধা আমি মানি না
মানি না গো আমি মানি না


তালী-তমালেরা আজ নব রূপে সেজেছে, নীপনিকুঞ্জ সুবাসে হেসেছে
ঝঞ্ঝা এসেছে উল্কা পড়েছে চারিদিক কালো মেঘে ছেয়ে গেছে
স্নিগ্ধ সমীরণ কেতকীপরাগ মাখি' দূর নীলিমায় ভেসে' যায়
তবু আমি একা পথ চলিয়াছি সাথে নিয়ে তব ভাবনা
ভাবনা গো তব ভাবনা


দর্দুরেরা আজ আনন্দে মেতেছে, যুথিকারা আজ তার সনে কী যেন কী কহিছে
তুমি সাথে স্মরি কাহারে না ডরি কোন কুচক্রে কাঁপি না
সলাজ কামিনী ফুল সুগন্ধ ছড়ায়ে কার পানে বারে বারে চায়
কাঁপি না গো আমি কাঁপি না
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 20
</div>
</poem>
</poem>


== 115 ==
== 0218 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
বরষার রাতে তুমি এসেছিলে রজনীগন্ধা-বনে
পিতা মাতা বন্ধু সখা আঁধারে আলোকবর্ত্তিকা
আমি ছিনু অভিমানে অর্গল-দেওয়া ঘরে, ছিনু ছোট্ট গৃহকোণে
সর্ব দেশে সব কিছু তুমি কেউ কখনো নয় একা
দুঃখের কাঁটায় তুমি গো কমল ব্যাথার জ্বালায় শীতল চন্দন
সব হারানোর স্পর্শমণি গুলবাগিচার সেরা মালিকা
তুমি আছো তাই আমিও আছি তুমিই প্রাণের দীপিকা
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 20
</div>
</poem>
 
== 0219 ==


ঝটিকার পর ঝটিকা এসেছে, আঘাতের পর আঘাত লেগেছে
{{Status|done}}
তবু তুমি সারা রাত জেগেছিলে সুরের ঐকতানে
<poem>
কোন্‌ ভুলে-যাওয়া ভোরে মধুমাখা স্বরে ডেকেছিলে মোরে ওগো দেবতা
জড়েতে বধির প্রাণে অস্থির শুণিনি সে ডাক তব বারতা


মুষলধারায় বৃষ্টি নেমেছে, ঝাপ্টার পর ঝাপ্টা লেগেছে
ডেকেছিলে মোরে আকাশে বাতাসে সরিতার সুরে ফুলের সুবাসে
তবু তুমি সারা রাত জেগেছিলে মমতামধুর তানে
শিশুর সুহাসে তরুণের উচ্ছ্বাসে ধরণীর রূপে ভরা মাদকতা


ঝড়ের রাতে তুমি এসেছিলে রজনীগন্ধা-বনে
গেয়ে যাও তুমি মমতার বাণী সবাকার লাগি ওগো বিধাতা
আমি ছিনু আনমনে অর্গল-দেওয়া ঘরে, রজনীগন্ধা জানে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 20
</div>
</poem>
</poem>


== 116 ==
== 0220 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
বরষা এসেছে নীপনিকুঞ্জে বেতসকুঞ্জে নাচিতে নাচিতে
কৃষ্ণমুরারি বাঁশরী তোমারই জাগাইয়া ছিলো জড়ে চেতনে
শিখীরা সকলে ছন্দে মেতেছে
মদুর ভাবেতে মধুর হাসিতে মধুর ছন্দে মধুর চরণে
বীনার ধ্বনিতে মন্দ্রিত গীতিতে ছন্দহারা ধরা প্রাণ পেয়েছে


যুথির সুবাস ভাসে সজল হাওয়ায়, মনের পরাগ হাসে মধুর মায়ায়
তারপর কত যুগ চলে গেছে মানস-যমুনা শুকাইয়া গেছে
ছন্দে ছন্দে বিপুলানন্দে আধমরা তবু সব জেগে' উঠেছে
তুমি আসিলে না বাঁশী বাজালে না ধ্বনি জাগালে না বিশ্বগগনে
তোমার অপূর্ণ কাজকে পূর্ণ করিব আমরা তোমারই স্মরণে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 21
</div>
</poem>
</poem>


== 117 ==
== 0221 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
বরষার দিনে সবাকার সনে ঐকতানে এগিয়ে চলো
তোমায় কত ভালোবাসি আমি জানো না তুমি
এগিয়ে চলিতে নাহি চাহ যদি, ঝরা পাতারই গল্প বলো
কত কথা আছে জমে বলিব যে আমি
শুয়ে ঝরা পাতারই গল্প বলো


সবাই আজিকে মেতেছে ছন্দে কেকা-কলরব শিখীর কন্ঠে
কেন তুমি প্রতি পলে অত কাজে লেগে থাকো
সলাজ ধরণী নেচে' চলে সে যে, সবুজের সাজে মন ভোলালো
কেন আমায় শক্তি দিয়ে তোমার কাজে লাগাও নাকো
শক্তি যোগাও দিবা-নিশি কাজ করে যাই নাহি থামি


হাসিখুশীভরা এই সমারোহে উতলা পবন নানা দিকে বহে
কৃপার কণায় অনুকম্পায় কাজে হব অগ্রগামী
আলাপে আবেশে গানে উল্লাসে সবার জীবন ভরিয়ে তোলো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 21
</div>
</poem>
</poem>


== 118 ==
== 0222 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
বরষা এসেছে, ভরসা এসেছে, চাতকের তৃষা মিটেছে
তুমি এসেছো তুমি এসেছো এসেছো বকুলের গন্ধে ভরা
শুষ্ক তৃণেরা শ্যামল শোভায় গালিচার রূপ ধরেছে
তাই পরাণ আমার হলো আপনহারা


জল পড়িতেছে ঝমাঝম্‌ করে অমরার সুধা যেন ঝরে' পড়ে
যে আশা লুকায়ে ছিলো গোপনে মানব মানসে ছিলো গহনে
হারানো মাধুরী তরুতে ফিরেছে, জীবেরা নূতন প্রাণ পেয়েছে
তাহাকে জাগায়ে স্পন্দনে মুখরিত করিলে ধরা


(আজি) চলো ছুটে চলি লক্ষ্যের পানে দুরন্ত গানে দুর্দম প্রাণে
যে ফুল ফোটেনিকভু স্মরণে যে রঙ জাগেনি কভু মননে
ফিরে' চাহিবার ঘুমে কাটাবার সব অবসর চলে' গেছে
তাহাকে ছড়ায়ে দিল ভুবনে সুরভিত হলো ধরা সারা
আজ সব অবসর চলে' গেছে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 22
</div>
</poem>
</poem>


== 119 ==
== 0223 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
মেঘ, তুমি কাছে এসো, কল চাই, আরো জল চাই
ছন্দে ছন্দে তোমারই লীলা অণুতে অণুতে তুমি আছো
সবুজ ধানের চারা শুকাইয়া যায়, এক কণা জল নাই, জল নাই
রন্ধ্রে রন্ধ্রে লুকায়ে রয়েছো রেণুতে রেণুতে তুমি নাচো


নেবুর ফুলেতে আজও মধু ভরেনি, আতার ফুলেতে কোন ফল ধরেনি
স্বপনে তোমায় পেয়েছিনু আমি স্বপনে হলো পরিচয়
বাতাবীর ফুল গন্ধে মাতেনি, এই নিদারুণ খরা থেকে ত্রান পেতে চাই
স্বপনে ভালোবেসেছিনু আমি বুঝিনু তুমি মনোময়
সকল প্রাণের দীপশিখা তুমি সকল বীণায় তুমি বাজো


কদম্বকলি সব ঝরে' পড়ে' যায়, রজনীগন্ধা ফুল ফুটিতে না পায়
পুষ্পে পুষ্পে সুরভি গো তুমি চন্দনে তুমি শীতলতা
আগুনের হল্কায় মাটি পুড়ে' যায়, বর্ষার স্নিগ্ধতা কোথা খুঁজে' পাই
ঘন অরণ্যে কাকলি গো তুমি মধু মাঝে তুমি মধুরতা
মরুপথ মাঝে তুমি গো ঝরণা ধ্রুবতারা রূপে সদা রাজো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 22
</div>
</poem>


== 0224 ==
{{Status|done}}
<poem>
বন্ধু মম প্রাণের প্রিয়তম তুমিই জীবনের সার
তোমারই রূপে রাগে তোমারই অনুরাগে মননের হলো বিস্তার
তোমারই ভাবের স্রোতে যাই যে ভাসিয়া
তোমারই নামে গানে অসীমে মিশিয়া
বন্ধু মম অন্তরতম সম্বোধি অপার
গ্রীষ্মে দাবদাহে তুমিই শীতলতা হিমে তুহিনে উষ্ণ সজীবতা
এসো গো কাছে এসো হৃদয়াসনে বসো নাশো গো ক্লেশ সবাকার
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 23
</div>
</poem>
</poem>


== 120 ==
== 0225 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
শারদপ্রাতে মোর একতারাতে শেফালীপগন্ধে মোর মন গানে মেতেছে
সাথে সাথে থেকো চরণে ধরে রেখো কখনো যেও নাকো দূর
মন্দমধুর হাওয়াতে শিশিরে ভেজা মর্ত্যভূমিতে নৃত্যে তালে ধরা ছুটে চলেছে
ঝঞ্ঝা-বাত্যায় মর্মব্যথায় ভরিয়া দিও তব সুর


(আজ) আলোর পথে নাই মেঘের মানা, নীলাকাশে পাখী মেলেছে সব ডানা
তোমারই ছায়াতে সবে রহিয়াছে সুখে
এই অবারিত পরিবেশে প্রাণের নবাবেশে উদ্বেল হিয়া কোথা' ভেসে' চলেছে
তব মুখপানে চেয়ে সবাই ভুলেছে দুঃখে
চরণ ধরিয়া রবো দূরে যেতে নাহি দোব পরশ লভিবো মধুর


(আজ) প্লাবনের বারিধারা কমে' এসেছে, জেগে ওঠা-ভূমি নব সাজে সেজেছে
দোষে না মনে রেখো আমিও তোমারই গো বিচ্ছেদে কোরো না আতুর
ভূলোক-দ্যুলোক মাঝে নন্দন-মধুসাজে কে গো নিজে ধরা দিলে সবার কাছে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 23
</div>
</poem>
</poem>


== 121 ==
== 0226 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
আমি শরৎ সকালে শিশিরেতে ধুয়ে' শেফালীর মালা গেঁথেছি
'''কৃষ্ণ'''
আমি শেফালীর মালা গেঁথেছি
সকলের আঁখি ছলছল অকালে বাদল নামলো কেন বল
সাজাবো যতনে তোমার চরণে এই সাধ নিয়ে এসেছি
আমি তো তেমনি আছি খুশীতে নাচি আলো ঝলমল
 
তখন শাদা মেঘরাশি আকাশেতে ভাসি' চলেছিলো মধু মাখিয়া
তখন দুলিতেছিলো সে সুরভি-রভসে কমল-কুমুদ হাসিয়া
আমি সেই পরিবেশে বসিয়া আবেশে মালাগুলি মোর গেঁথেছি


মালাগুলি মোর গাঁথা নয় শুধু ঝরা শেফালিকা কুড়ায়ে'
'''ব্রজবাসী'''
আছে মমতার গীতি প্রভাতের প্রীতি প্রতি পাপড়িতে জড়ায়ে'
শুণেছি যাচ্ছো চলে মোদের ফেলে তুমি মথুরায়
আমি সারা সকালটি সব কাজ ফেলি মালাগুলি মোর গেঁথেছি
ভাবিয়া আকুল হিয়া তাই তো মোরা কেঁদে মরি হায়


শুধু মৃদু হেসে' শুধু ভালোবেসে তোমার লাগিয়া এনেছি
'''কৃষ্ণ'''
দুষ্টদমনে শিষ্টপালনে যেতে মথুরায় আমি অবিচল
মনে মনে বৃন্দাবনে সতত আছি জেনো প্রতি পল
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 24
</div>
</poem>
</poem>


== 122 ==
== 0227 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
পথিক, তুমি একাকী এসে' শিউলি-ঝরা রাতের শেষে,
শোণো গো শোণো গো শোণো ধরাবাসী
দুয়ার আমার বন্ধ দেখে' দাঁড়িয়েছিলে পথেরই পাশে
অজানা পথিক এক এসেছে
 
মমতাভরা আঁখি সবারে ডাকি ডাকি কী যেন কথা সে যে কহিছে
ঘুমে আমার জড়ানো আঁখি, কিছু বা দেখি, কিছু না দেখি,
(তাই) রাতের শেষে হিমে ভিজে' তুমি ভোরে চলে' গেলে অরূপে ভেসে


আমার দ্বারের যূথিকা লতা এখনো বহে তব বারতা,
নাচের তালে তাল মিলিয়ে সে যে চলে
শিশিরের জল মুছিতে মুছিতে জেগে' আছে সে যে তোমারই আশে
সুরের মায়াডোরে সবারে বেঁধে ফেলে
দেখো গো দেখো গো সবাই দেখো গো মোহন সাজে সে যে সেজেছে


সেই সময় যদি দ্বার খুলিতাম, কোন কিছু কথা কাণে কহিতাম
নূপুরনিক্কনে সবার কাণে কাণে জ্যোতির দ্যোতনায় সবার প্রাণে প্রাণে
শারদ নিশীথে তাহারই সুরেতে ভাসিয়া যেতাম মিলে' মিশে'
কহে সে দেখো ভরা সুধার পসরা এনেছি বিলাইতে ধরা মাঝে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 24
</div>
</poem>
</poem>


== 123 ==
== 0228 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
শরৎ ওই আসে, ওই আসে, ওই আসে
'''কৃষ্ণ'''
শরৎ নাচের তালে তালে পা ফেলে' ফেলে'
কংসদমনে শিষ্টপালনে নিশ্চয়ই আমি যাবো মথুরায়
মন্দাক্রান্তা ছন্দে ধরায় হাসে
শুভ কাজে যাই শোণো গো সবাই হাসিমুখে মোরে দাও বিদায়
 
'''ব্রজবাসী'''
এ কাজ হাসিমুখে করিতে পারিবোনা চাঁদেরে রাহুগ্রাসে যেতে দিতে
রথ-পথে তব শুয়ে পড়ে রবো  যেতে নাহি দিব কোনো মতে


শরৎ  শুধু নয় শেফালীর সুগন্ধতে
'''কৃষ্ণ'''
শরৎ  শুধু নয় শাদা মেঘের ভেলাতে
সারথি রথ চালাও ওদের উপরে যেতে হবে মোরে আজই মথুরায়
শরৎ  প্রাণে আসে, শরৎ মনে আসে
যতই প্রিয় হোক ব্রতকে সার্থক করিতে বাধা দিলে সহিবো না তায়
শরৎ  ভুবনকে ভুলিয়ে মর্মে হাসে
<div style=text-align:right>
শরৎ  শুধু নয় বাতাবী নেবুর গন্ধে
Madhumanjúśá Ranchi
শরৎ  শুধু নয় কুশ-কাশ দোলার ছন্দে
1983 January 25
শরৎ  প্রাণে আসে, শরৎ মনে আসে
</div>
শরৎ  ভুবনকে ভুলিয়ে মর্মে হাসে
</poem>
</poem>


== 124 ==
== 0229 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
শরৎ তোমার সুরের মায়ায় আকাশ-বাতাস মাতালো
দূর নীলিমার সুধারাশি ধরার জীবন রাঙালো


জলে ভরা সরিতারা, শ্যামলিমায় গাছপালারা
'''ব্রজবাসী'''
মধুর গন্ধে ফল-ফুলেরা সোণার স্বপন জাগালো
কৃষ্ণ-দরশনে ব্যাকুল পরাণে এসেছি বহু ক্লেশে বহু আশে
আবীর-কুমকুমে সাজাতে যতনে খাওয়াতে ক্ষীর-ননী পরিতোষে
 
'''কৃষ্ণ'''
নানাবিধ কাজে ব্যস্ত রয়েছি যে সময় নাহি নিতে আবীর-কুমকুমে
মন্ত্রী বলে দাও ওদের বোঝাও ওরা যেন ফিরে যায় ব্রজভূমে
 
'''ব্রজবাসী'''
দহিলে দহিলে দহিলে দহিলে দহিলে দহিলে মোদের দহিলে
ছাই ঢেলে দিলে সব আশা-মাঝে


রজত রঙের মিষ্টি মেঘে সকল আশা আছে জেগে'
আঁখিজলে বয়ে কুলহারা হয়ে কুলহারা হয়ে চলেছি গোকুলে লাগিতে তব কাজে
সকল ছন্দ ছুটছে বেগে তার পানে যে সব কিছুকেই নাচালো


<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 25
</div>
</poem>
</poem>


== 125 ==
== 0230 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
(আজ) আকাশে তারার মেলা, ধরনী আত্মহারা
'''কৃষ্ণ'''
ফুলের সুবাসে মদির বাতাসে সবাই হাসিখুশীতে ভরা
নারদ শোণ কথা আমার এই ব্যথা সারিতে পারে পেলে ভক্ত-পদরজঃ
ধরার কোন্‌ কোণে দেখো গো গোপনে লুকায়ে আছে সেই ভক্ত আজও


আজ আলোধারা বহে' যায়, খুশীতে পাপিয়া গায়,
'''নারদ'''
আজ মধুনিক্কনে রাতুল চরণে কে গো এলো প্রাণভরা
এ কী হলো দায় কেহ না দিতে চায় চরণধূলি মোর কৃষ্ণচাঁদেরে
সবে কহে মোরে, "তুলিবো না ওরে ও পাপকথা মোর কর্ণকুহরে
ব্রজবাসী ভাই বলো কোথা যাই কেমনে বাঁচাই কৃষ্ণচাঁদেরে
পাপের ভয়েতে কেহ না চাহে দিতে চরণধূলি এই বিপদ মাঝারে


আজ সুধাধারা বহে' যায়, খুশীতে ত্রিলোক গায়
'''ব্রজবাসী'''
আজ সকল আকূতি মধুরসে মাখি' কে গো এলে মধুভরা
ভক্ত কি না আমি জানি না মহামুনি শুণিনি সে কথা কখনো আজও
পাপেরে না ডরি সাহসে ভর করি কৃষ্ণে সারাইতে দিলাম পদরজঃ
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 25
</div>
</poem>
</poem>


== 126 ==
== 0231 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
এক পরিক্রমার হলো অন্ত
আঁধার নিশায় আমারই হিয়ায় আলো করে তুমি এসেছিলে
দিন তিথি বহে' যায়, বৎসর চলে যায়
মননের প্রতি অণু-ত্র্যসরেণু তাহারই দোলায় আজও দোলে
কত ফুল ঝরে' যায়, কত ফল পড়ে' যায়
 
পতনোত্থানে জীবনধারা চলে কোন যতি-চিহ্ন বাঁধিয়া না ফেলে
তোমার ছন্দে ধরা ছন্দে ভরা গো মননের জ্যোতি তাতে সদা জ্বলে


কত উত্তাপে ছন্দে গানেতে কত উদ্বেগে অশ্রুধারাতে
আসিয়াছো যদি থাকো নিরবধি হিয়ার গহনে ছটা ফেলে
বৎসর ছিলো মোর প্রাণে মিশে', আজি হায় হারাইয়া যায়
অজানায় সরে' যায়


যারা আসে, আসে যাবার জন্যে
<div style=text-align:right>
যারা যায়, যায় আসার জন্যে
Madhumanjúśá Ranchi
দূর নীলিমায় যারা ভেসে' যায় তারা পুনঃ এসে' যায়
1983 January 25
নব রূপে এসে' যায়
</div>
</poem>
</poem>


== 127 ==
== 0232 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
এক নূতনের সুর আজি বাজলো ফুলে ফুলে দোলা দিয়ে
কাছে ও দূরে না-জানা সুরে তোমারই গান আমি শুণেছি
ধরিত্রী নব সাজে সাজলো, সব ক্লেশ-বাধা দিলো ভুলিয়ে
মত্ত পবনে স্নিগ্ধ গগন তোমারই ছটা আমি দেখেছি
 
আজ সুমুখে চলার পথে নেই কোন বাধা, কন্ঠভরা গান একই সুরে সাধা
আজ ভেদ ভুলে মিলে'মিশে' এগিয়ে চলো হেসে'
(চলো) সবাইকে সঙ্গে নিয়ে


নৃত্যের ছন্দে অমিত আনন্দে পরাণের পরাগের সুরভিত গন্ধে
বাহির জগতে ছন্দে গীতে কেহই ছিলো না সাথে মোর
নববর্ষের এই হর্ষের পরিবেশে
দুঃখে ব্যাথাতে কান্না অশ্রুতে মুছাইয়া দিতে আঁখিলোর
সে গো কোথা সবারে যে দিলো নাচিয়ে, দিলো মাতিয়ে
আঁধার রাতে একলা পথে মোর সাথে সাথে তোমারে পেয়েছি


একাকী মোরে ফেলে সবাই চলে গেছে মিথ্যে ভালবাসা শূন্যে মিশিয়াছে
সকল বিপদে তুমি ছিলে সাথে তাই গো মনে প্রাণে তোমারে ধরেছি
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 26
</div>
</poem>
</poem>


== 128 ==


== 0233 ==
{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
বৎসর, নব বৎসর, তুমি কল্যাণ এনো চারিদিকে
এসেছো এসেছো প্রভু এসেছো
নূতন ভোরের হাতছানিতে নূতন ঊষার নবালোকে
জ্যোতির ছটায় ভরে পাশে বসেছো তুমি পাশে বসেছো
 
বৃক্ষ-লতারা সবুজে ভরুক, বন্য পশুরা নিরাপদ হোক,
পাখীরা কণ্ঠে অমিয় ভরিয়া উড়িয়া বেড়াক দিকে দিকে


মানুষে মানুষে ভেদ দূর হোক, বুদ্ধির অপচয় রোধ হোক,
তোমার চরণরজেঃ পুণ্য ধরা তোমার পরশে প্রাণ পুলকে ভরা
শক্তির সর্বনাশা প্রতাপ সংযত হোক সব দিকে
চেয়েছো চেয়েছো তুমি চেয়েছো
মোর পানে হাসিমুখে আঁখি মেলেছো তুমি আঁখি মেলেছো


তোমার আশিষে ধরা পেলো নব প্রাণ তোমার ছন্দে সুরে এলো নব গান
নিয়েছো নিয়ছো তুমি নিয়েছো
না-জানিয়ে দোষ-গুণ সবই নিয়েছো তুমি সবই নিয়েছো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 26
</div>
</poem>
</poem>


== 129 ==
== 0234 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
সুরের ধারা এগিয়ে চলে প্রাণের ধারার সাথে
তব দরশন আশে রয়েছি পথের পাশে
ঝড়-ঝঞ্ঝা-বজ্র, স্নেহ-ভালবাসা-মধুর গেহ
নিরাশ করো না প্রভু এই শুধু নিবেদন
সবাই আছে সুরে বাঁধা, আছে সুরে মেতে'
মমতামধুর হাসি কুসুম সুবাসে ভাসি
 
মোর প্রাণে যেন আসি জাগায় নব চেতন
নব বর্ষের নূতন আলো তোমার সুরে সুর মেলালো
কোন কিছুই বেসুরো নয় লীলার এ জগতে


জানি বন্ধু, কাছেই আছো, সুখ-দুঃখের ভার নিয়েছো
এসো তুমি নাচে তালে যে নাচে ধরা মাতালে
কবে তোমার কথা ভেবে' ভেবে' ভাসবো তোমার স্রোতে
মোর মনে সুধা ঢেলে নব রাগে নবতন
নব বর্ষের এই প্রভাতে তোমার হাসিতে হাসিতে


এসো তুমি নব সাজে ধূলির এ ধরামাঝে
থেকো তুমি সব কাজে করে কৃপা অকৃপণ
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 27
</div>
</poem>
</poem>


== 130 ==
== 0235 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
সোণালী ভোর জীবনে মোর আবার কি রে আসছে ফিরে'
ভ্রমর কাছে এসে আমার চারিপাশে গুনগুনিয়ে এ কথা গেছে বলে
শত ব্যাথার, শত বেদনার, শত লাঞ্ছনার আঁধার চিরে'
তুমি আছো বসে মোর ডাকার আশে তোমায় কেন আছি গো ভুলে
 
কেহই জীবনে চেতনে আনমনে তোমায় ভুলে যেতে পারে না কভু
শয়নে স্বপনে নিদে জাগরণে সবার সঙ্গে আছো গো প্রভু
তাকাতে নাহি জানি ত্রুটি যে নাহি মানি জেনেও নাহি জানি ভাসি অকূলে
 
দিন আসে যায় ফিরে চলে যায় কোথা চলে যায় নাহি জানি
সঙ্গে নিয়ে যায় কোথায় ব্যথায় ভরা মমতার যত বাণী
মর্মে ধরা দাও মননে শোণাও তুমিই থেকে যাও সব গেলে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 28
</div>
</poem>


কত প্রদোষ, কর প্রভাত, কত শরৎ, বসন্ত রাত
== 0236 ==
কত আশা, কত ভরসা ভেসে' গেছে অশ্রুনীরে


পূর্বাকাশে অরুণ হাসে, বাতাস ভাসে ফ্যলসুবাসে
'''Note:''' Please leave me a message at my talk page when this article will be created. I'll check some things.
নন বর্ষে নব হর্ষে ব্যাথার স্মৃতি যায় যে সরে'


{{Status|done}}
<poem>
ঘুমঘোরে দেখেছি গো ভাবছো তুমি আমার কথা
কত যে যুগ ভেসে গেছে কেউ বোঝে না আমার ব্যথা
দিন আসে আর দিন চলে যায় অশ্রুধারা বহায়ে হায়
আজ বুঝিলাম তুমি আছো আমার লাগি ভরা দেবতায়
তাই তো চলি ধ্যনে জ্ঞানে তোমারই পানে হে দেবতা
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 29
</div>
</poem>
</poem>


== 131 ==
== 0237 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
নব বর্ষে আলো আজি সবারে আনন্দ দিতে
* '''Note''' Check spelling of ধুলায় in the second line. Should it be ধূলায়?
ফুলে ফলে পাতায় রসে সুরভিতে মন মাতাতে
তুমি এসো এসো উজ্জ্বল দীপশিখা সঙ্গে নিয়ে
আমার সকল ত্রুটি সরিয়ে দিয়ে সকল অহঙ্কার ধুলায় মিশিয়ে


যারা চলে' গেছে দূরে, দূর হতে আরও দূরে
তুমি চাইলে কী না হয় এই ধরণীতে
তারা আজও বেঁচে আছে সুরেরই সুধাঝঙ্কারে
তুমি চাইলে সরিতা বয় মরুভূমিতে
(আজি) তাদের আশিস সুরের স্রোতে প্রেরণা দিক চলার পথে
তুমি বসো বসো আমার এ শুষ্ক মরুহৃদয়ে


চয় ঋতুর পরিক্রমা মেরু হিমের ওঠা-নামা
তুমি চাইলে পাষাণেতে কমল ফোটে
এই পরিবেশে এসে' প্রাণ ঢেলে' দিই সবার হিতে
তুমি ভাবলে আঁধারেতে আলোক ছোটে
তুমি হাসো হাসো আমার সকল ক্লেশ ভুলিয়ে দিয়ে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 29
</div>
</poem>
</poem>


== 132 ==
== 0238 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
জন্মতিথিতে নূতনের স্রোতে নূতনের আলো যেন পাই
আমার কথা এত দিনে পড়লো প্রভু তব মনে
ছন্দোময়ের ছান্দসিকতা নব ভাবে ভরে' নিতে চাই
তুমি ছিলে আমায় ভুলে তোমার যত ভক্ত সনে
 
ভুলে ছিলে অবহেলে ভক্ত আমি নই কো বলে
আমায় ধরায় পাঠিয়েছিলে তাও কি ছিলো না স্মরণে
(আজ) তোমার লীলায় তোমার কৃপায় তোমায় ধরি মনে প্রাণে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 29
</div>
</poem>


যাহা দিবে তা' দু'হাত পেতে নোব, যা শোণাবে তাহা মর্মে রাখিবো
== 0239 ==
তোমার জীবন তোমাকেই দোব, তব নামে যেন মেতে' যাই
{{Status|done}}
<poem>
এসেছো তুমি এসেছো
কলাপের মত দূর নীলাকাশে নিজেরে মেলিয়া ধরেছো


কচি কিশলয় পত্র হয়েছে, রক্তিমা-শামলিমায় ভরেছে
হতাশ জীবন তোমারই পরশে নূতন আলোক পেয়েছে
নব শক্তিতে নব সামর্থ্যে সবার কাজে লাগিতে চাই
রুনু ঝুনু ঝুনু নুপূর ধ্বনিতে ত্রিলোক জাগিয়া উঠেছে
আরো কাছে এসো আরো কাছে এসো ধরাই যখন দিয়েছো


নিরাশার গান গাইবো না আর, জীবনকে কভু ভাবিবো না ভার
নাহিক ভকতি নাহিক শকতি প্রাণ ভরে শুধু জানাই প্রণতি
অযুত ছন্দে মধুরানন্দে তব বাণি যেন বয়ে যাই
তুমি এ প্রণাম করিয়া গ্রহণ মোরে সার্থক করেছো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 29
</div>
</poem>
</poem>


== 133 ==
== 0240 ==
; Tagged with spelling confusion: নাহিকো/নাহিক
{{Status|done}}
<poem>
তোমার আলোতে ঝলমল করি তব সুরে সদা গান গাই
আমি তব সুরে সদা গান গাই
তোমার ভাবনা প্রাণে আছে ভরি তব পথে যেন নেচে যাই
আমি তব পথে যেন নেচে যাই
 
স্বপ্নের সেই দেশে যাই ভেসে কুসুমে নাহিকো কাঁটা
যেথা কুসুমে নাহিক কঁটা
ভাবের জোয়ারে যাই হেসে হেসে জীবনে নাহিকো ভাঁটা
যেথা জীবনে নাহিকো ভাঁটা
জীবনের স্রোতে তোমার পানেতে যেন সদা ছুটে চলে যাই
 
তোমার আশিসে প্রাণের হরষে শিবজ্ঞানে জীবে দেখে যাই
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 29
</div>
</poem>
 
== 0241 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
তব শুভ জন্মদিনে
তুমি আমার কত আপন আগে বুঝিনি
প্রভাতের আলো নব রূপে আসে, নব ভাবে আসে ক্ষণে ক্ষণে
ছিলে আমার কাছে কাছে কেন ডাকিনি


(আজ) আকাশে বাতাসে সুধা উপচিয়া যায়
ছিলে আমার সকল কাজে ছন্দে গানে সুরের মাঝে
খুশীর জোয়ারে উদ্বেল হিয়া কোথায় ভাসিয়া যায়
সে বীণার তার আজও বাজে তখন শুণিনি
(আজ) পাওয়ার আনন্দে মোহন ছন্দে মধু স্মৃতি পড়ে মনে


আজ নীলাকাশে স্নিগ্ধ বাতাসে পাখীরা গাইয়া যায়
ওগো আমার চলার পথে গভীর আঁধারে
গাছের মুকুলে হাসিমাখা ফুলে মধু ধারা বহে' যায়
জেগেছিলো সেই স্মৃতিটি মনে বারে বারে
(আজ) সকলের কাছে সকলের মাঝে তোমারে পেয়েছি প্রাণে প্রাণে
অভিমানে গেলে সরে আমার থেকে অনেক দূরে
কেন তখন পায়ে ধরে হিয়ায় রাখিনি
সকল দ্বিধা সরিয়ে দিয়ে ধ্যনে ধরিনি
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 30
</div>
</poem>
</poem>


== 134 ==
== 0242 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
জনম লগনে
যাদের মহেতে তোমারে ভুলেছি তারা ছেড়ে গেছে আমারে
(তব) জনম লগনে প্রভাতের আলো নব রূপে এলো নব আশ্বাসে
যাদের হাসিতে যাদের খুশীতে বিলাইয়া ছিনু নিজেরে
সকল চাওয়ার সকল পাওয়ার পূর্ণতা এলো স্মিত নীলাকাশে


আজ পাখীরা কী কথা কয়, ফুলে ফলে গাছ নত হয়ে' রয়
মিছে ভালবাসা শূন্যে মিশেছে অসারতা সব ধরা পড়ে গেছে
আজ মন্দ্রিত বনে মধুর পবনে সবাই নাচিছে নব উল্লাসে
(আজ) চোখ খুলে গেছে তোমারে চিনেছি ছাড়িবো না কভু তোমারে
আজ হাসিতে খুশীতে গীতে তৃপ্তিতে পূর্ণতা এলো নূতন বাতাসে
আজ আমার হিয়ার সকল আঁধার নাশি এসো মোর মাঝারে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 30
</div>
</poem>
</poem>


== 135 ==
== 0243 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
জন্মদিনে এই শুভ ক্ষণে প্রাণভরা অপার আনন্দে
নূপুর ধ্বনি আবার বাজিল আবার বাজিল সুমধুর ছন্দে
অণুতে অণুতে প্রতি পরমাণুতে দোলা লাগে নব বর্ণ গন্ধে
ব্যথায় ভরা পরাণ আবার নেচে উঠলো ছন্দে ভরে


খুশীতে বিভোর আপনহারা, সবাকার মন আবেশে ভরা
রূপে রসে পুষ্পের সুবাসে ধরা আজি হলো ভরা
উদ্বেল হিয়া তোমারই লাগিয়া নেচে' চলে মোহন ছন্দে
স্নিগ্ধ আকাশে মদির বাতাসে উচ্ছ্বাসে নাচে বসুন্ধরা
ভালোবেসে এসেছো কাহটিতে রয়েছো, আলোর ছটায় আছো সবার আনন্দে
কে কোথায় আছো নিকটে চলে এসো আনন্দে ভরা এই জোয়ারে
 
কেন সে দূরে ছিলো কহিতে নাহি পারি
কেন সে এসেছে তাহাও বুঝিতে নারি
যাহারে চেয়েছি সে-ই গো এসেছি ধূলিময় ধরার পরে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 30
</div>
</poem>
</poem>


== 136 ==
== 0244 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
আজকের এই শিশুতরু ফলে ফুলে পত্রপুঞ্জে ঢেকে' দেবে তপ্ত মরু
তোমার এ আগমনে ভূতলে গগনে কী সুর বাজিল আজ
এত কাল ধরে শুধু ডাকিয়া এসেছি
এত দিনে শুণিলে তা ওগো মনোরাজ


জলসিঞ্চনে মমতার ডাকে আমরা সবাই বাঁচাবো তোমাকে
না ডাকিলে তুমি কেন নাহি কাছে এসো
জলে ঝড়ে রোগে সব উপসর্গে তব সাথে মোরা আছি তরু,
ডাকার আশায় কেন বসে থাকো


ঊষর ধূসর ঢাকা পড়ে' যাক, মরুতৃষ্ণিকা লীন হয়ে' যাক
না বলিলে তুমি কেন নাহি কথা বলো
শ্যামলে কোমলে ছেয়ে' যাক সব বিশ্বের যত আছে মরু
বলার আশায় কেন বসে থাকো
 
এ কী প্রথা তব অদ্ভুত অভিনব
লীলা ছলে করে যাও আপন কাজ
 
যাহাই চাহিবে তুমি তাহাই করিব আমি
সদাই হেরিব তব মোহন সাজ
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 30
</div>
</poem>
</poem>


== 137 ==
== 0245 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
(মোরা) বেশী কিছু নাহি চাই,
গানের সুরেতে তোমারে পেয়েছি নিখিলের মনে স্বস্তি এনেছো
চাই একটু ভালোবাসা, ছোট্ট একটি বাসা
আলোর ঝলকে তোমারে চিনেছি অরূপরতন চিনিয়ে দিয়েছো
রোদে জলে হিমে মাথা গুঁজিবার ঠাঁই


জেনে' শুণে' অনাদর হতাদর করিবো না তোমাকে
কত কী যে আসে কত কী যে যায় তোমার মাঝারে সব থেকে যায়
(নিজে) যেমন থাকিবো তেমনি রাখিবো আমাদের এ গৃহকে
তোমার সুরেতে তোমার রূপেতে তোমার কোলেতে সবারে রেখেছো
বাই মমতামদির শান্তির নীড়, এর বেশী চাহি নাই


ঝড়ে ঝঞ্ঝাতে অশনিনিপাতে তুমি আশ্রয়দাতা, মমত্বে তুমি পিতা
সৃষ্ট জগতে যারা আসে যায় লুপ্ত না হয় তুমি যে দেখিছো
এই অবারিত স্নেহ, অনুপম গেহ চিরদিন যেন পাই
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 30
</div>
</poem>
</poem>


== 138 ==
== 0246 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
আমি  যেদিকে তাকাই হেরি ও রূপ কেবল
* '''Two confusions:''' a) second line "সে দিনের", fourth line সেদিনের b) spelling রূপে/রুপে
সে যে  বাহিরে ভিতরে রহে আলোঝলমল
ভরা বাদলে তুমি এসেছিলে জলদের ছটা মাখিয়া গায়
সে দিনের সেই পুণ্য স্মৃতিটি আজও প্রাণে শিহরণ জাগায়


সে যে  আকাশে বাতাসে ভাসে অমল আভায়
কত দিন গেছে কত যুগ গেছে ধরণীর রূপে কত রঙে এসেছে
সে যে  পুষ্পে পুষ্পে হাসে মধুর আভায়
সেদিনের সেই পুরোনো কথাটি হারানো সুরেতে আজও মাতায়


সে যে  হিয়া মাঝে গান গায় না-বলা ভাষায়
আসা-যাওয়া আছে সকলের সাথে তুমি শুধু আছো নিত্য বলিতে
সে যে  নৃত্যের তালে আসে মধু দ্যোতনায়
তুমি ছিলে আছো থাকিয়া যাইবে ধরা দিলে শুধু সে বরষায়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 30
</div>
</poem>
 
== 0247 ==


তারে  কেমনে ভুলিব আমি
{{Status|done}}
সে যে  দোলায় নাচায় সদা সপ্ত ভূমি
<poem>
ভরা বাদলে তুমি এসেছিলে এসেছিলে প্রভু সুরে সুরে
অভিমানে আমি মূক মুখে ছিনু তুমি চলে গেলে বহু দূরে
বহু দূরে প্রভু বহু দূরে


যদি  লুকোবার তরে যাই গিরিগুহাতে
আজ পাশে বসো আরো কাছে এসে ধ্যনমাঝে বসো মৃদু হেসে হেসে
যদি  নীল বেশে নীলাকাশে যাই ভুলাতে
অভিমান নাই সদা গান গাই তোমারই সুরেতে বাঁশী পুরে
আমি  যেদিকে তাকাই সে যে ঘিরিয়া আছে
বাঁশী পুরে প্রভু বাঁশী পুরে
হাসে  আঁখির তারায় কালো রঙেরই মাঝে


পাশরিতে যত চাই পাশরা না যায় গো, পাশরা না যায়
রুনু ঝুনু ঝুনু তোমারই নূপুরে মন থেকে গেছে ভরে ভরে
তারে ছেড়ে' বেঁচে' থাকা হলো এ কী দায় গো, হলো এ কী দায় গো
ভরে ভরে প্রভু ভরে ভরে
আমি যেদিকে তাকাই হেরি ও রূপ কেবল
<div style=text-align:right>
সে যে আমারই মাঝে হাসে আলোঝলমল
Madhumanjúśá Ranchi
1983 January 31
</div>
</poem>
</poem>


== 139 ==
== 0248 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
তুমি এসেছিলে নীরব নিশীথে হৃদাকাশ মোর আলো করিতে
আজকে প্রভু তোমার সাথে নূতন করে হলো পরিচয়
(মোর) কোন গুণ নাই, তবু এসেছিলে, শিখাইছিলে ভালোবাসিতে
মোহেরই ঘোর সরিয়ে দিয়ে ধরা দিলে মনোময়
সলল প্রাণীকে ভালোবাসিতে


(আমি) যত ভুলি ভুলি করি তত জড়াইয়া ধরি
তাই তো দেখি ফুলবনে আজ জোয়ারে এসেছে
যত ভুলি ভুলি করি ভুলিতে যে নাহি পারি
মাতাল হাওয়া মধুরিমায় ভরে উঠেছে
তোমার সর্বনাশা সেই যে বাঁশী
কাণ পেতে শুণি একই সুরের মূর্চ্ছ্না জাগে ভূবনময়


বাঁশী দু'কূল প্লাবিয়া হৃদয় ছাপিয়া অশ্রু সরায়ে ভরায় হাসি
সুরেরই ঢেউ তানে তানে বাজলো আজি প্রাণে প্রাণে
সর্বনাশা সেই যে হাসি, প্রাণ কেড়ে' নেওয়া সেই যে হাসি
সকল হিয়ায় রঞ্জন এলো স্পন্দন এলো তব দোলায়
প্রাণ কেড়ে' নেওয়া সেই যে বাঁশী
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 01
</div>
</poem>


(তুমি) সকল ঋতুতে সকল তিথিতে মোর প্রাণে আছো জড়ায়ে
== 0249 ==
(আর) তনুতে তনুতে অণুতে অণুতে মোর প্রাণে আছো জড়ায়ে


জড়ায়ে আছো, মনের সঙ্গে জড়ায়ে আছো
{{Status|done}}
তনু তনুতে অণুতে অণুতে মোর মনে আছো জড়ায়ে
<poem>
জড়ায়ে আছো, মনের সঙ্গে জড়ায়ে আছো
তোমারই আসা পথে চাহিয়া আছি যে আমি
শুণিলে না মোর কথা এখনও আসিয়া তুমি


তুমি এসেছিলে নীরব নিশীথে হৃদাকাশ মোর আলো করিতে
আজিকে হিয়া মম বরষা-কেতকী সম
(মোর) কোন গুণ নাই, তবু এসেছিলে, শিখাইছিলে ভালোবাসিতে
সুরভি বিলায়ে চলে বাতাস চুমি
সব কিছুকে ভালো বাসিতে


সুরভি ভেসে চলে চরাচরে নভোনীলে
ঝরা পরাগের ব্যথা শুণিবে না কি তুমি
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 01
</div>
</poem>
</poem>


== 140 ==
== 0250 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
(আছো) কবরীবেণীরে কালো ডোর হয়ে' কালোয় কালোয় মিলে' গো
কেন ধরায় এসেছি গেছি ভুলে ভুলে গেছি সে কথা
(আছো) কপালের টিপে চোখের কাজলে, কাছে তবু নাহি দেখি গো
কেন তুমি নাহি আসো কেন দাও গো মনে ব্যথা
(এই) অপরূপ লীলা লুকোচুরি খেলা কেন তাহা নাহি বুঝি গো
আমার সুখের শেষ নাহি যে
তোমায় পেলাম এত কাছে, আমার সুখের শেষ নাহি যে
 
(আমি) হারাই হারাই সদা ভয় পাই, কেন পাই তাহা নাহি জানি
ভাবিবো না ভাবি, আরো বেশী ভাবি, কেন ভাবি তাহা নাহি জানি


আমি যুগ যুগ ধরি' বসে' আছি জাগি' প্রাণের প্রদীপ জ্বেলে'
একা ধরায় পাঠিয়ে দেওয়া দূরে রেখে ভুলে যাওয়া
মোর প্রাণের প্রদীপ জ্বেলে', মোর মনেরই ডানা মেলে'
এ কী তব ভালবাসা এ কী তব মমতা
সম্মুখে এসে দাঁড়াও গো হেসে' মধুর চরণ ফেলে'
তব মধুর চরণ ফেলে', তব রাতুল চরণ ফেলে'


আছো কবরীবেণীতে কালো ডোর হয়ে কালোয় কালোয় মিশে' গো
প্রদীপ জ্বেলে আঁধার ঘরে বসে আছি তোমার তরে
মোর কপালের কালো তিলে গো, মোর রন্ধ্রে রন্ধ্রে মিশে' গো
আর দেরী নয় যায় যে সময় বোঝো মোর আকুলতা
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 02
</div>
</poem>
</poem>


== 141 ==
== 0251 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
(সে যে) আকাশে সাগরে বনে কান্তারে লতায় পাতায় লুকায়ে রয়
* '''Note:''' Date confusion
শারদ নিশীথে শেফালী ফুলেতে গন্ধে গন্ধে ভরিয়া রয়
আজি মোরে আঁখিতে বান কেমন পরাণ দেখিয়া দেখো না
তুমি দেখিয়া দেখো না


বিশ্বের রূপ যাহার রূপেতে তাকে কি কখনো ভোলা যায়
চলেছি তোমারই পানে তোমারই গানে ভাবিয়া ভাবো না
ভোলা যায় না, যায় না, যায় না, যায় না
তুমি ভাবিয়া ভাবো না
বিশ্বের আলো যাহার আলোতে তার থেকে দূরে থাকা কি যায়
থাকা যায় না, যায় না, যায় না, যায় না
তার থেকে দূরে থাকা যায় না, যায় না, যায় না
তাকে কভু দূরে রাখা যায় না, যায় না, যায় না, যায় না
(যদি_ কুসুমবাস নিয়ে ফুটি কোন নির্জন বন-তরুশাখে


সে যে কিশলয় হয়ে রক্তিমাভাতে চারি পাশে মোর ঘিরে' থাকে
যারা তোমায় ভালোবাসে তোমারই লাগি কাঁদে হাসে
(আমি) এই ঘিরে থাকাটাই চাই, দূরে নাহি যেতে চাই
তাহাদের প্রাণের কথা মর্মব্যথা শুণিয়া শোণো না
তুমি শুণিয়া শোণো না


(সে যে) আকাশে সগরা বনে কান্তারে ল্পতায় পাতায় লুকায়ে রয়
তথাপি আমি চলিবো পথেতে তব জানিয়া রেখো কিছুতে ছাড়িবো না
প্রভাত নিশীথে সকল ফুলেতে গন্ধে গন্ধে ভরিয়া রয়
আমি কিছুতে ছাড়িবো না
সে যে গন্ধে গন্ধে ভরিয়া রয়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 02
</div>
</poem>
</poem>


== 142 ==
== 0252 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
আকাশে সাগরে
* '''Note:''' Date confusion
আকাশে সাগরে যেখানে মিশেছে তার চেয়ে আরও দূরে,
কে গো গেয়ে যায় সুরের মায়ায় ছন্দ জাগায় দেয় দ্যোতনা
নিয়ে যাও মোর হাতখানি ধরে' সেই দিগন্ত পারে
নেচে চলে যায় মোর পানে চায় কথা নাহি কয় যেন চেনে না
 
বিশ্বাতীত কামনাশূন্য সর্বাধার পরমপুণ্য
ভরে আছে সব প্রাণে ও মনে হেন কিছু নাই সে জানে না


নিয়ে যাও হে, হাতখানি ধরে' মোর নিয়ে যাও হে
আনন্দঘন প্রকৃত প্রভু মমতায় বিশ্ববিভু
নিয়ে যাও মোর হাতখানি ধরে' সেই দিগন্ত পারে
সবার লাগিয়া সতত জাগিয়া কোন কিছুকেই সে ভোলে না
(আমি) ভেসে যেতে চাই অরূপে আলোতে লোকাতীত তব সুরে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 03
</div>
</poem>


যত বার ভাবি দেখিবো না আমি তোমাকে আমার মনে
== 0253 ==
তাকাইয়া দেখি বসে' আছো তুমি আলো করে' মনে গোপনে


প্রভাতে নিশীথে সকল তিথিতে সব খানে আছো তুমি
{{Status|done}}
বাহিরে ভিতরে হৃদয়ে গভীরে কভু একা নহি আমি
<poem>
একাকী নহি গো,  কোনো খানে কভু আমি একাকী নহি গো
* '''Note:''' Date confusion
আমার মনের মুকুরে প্রাণঢালা সুরে তব গান এসেছিলো
আমি না চাহিতে আমার চিত্তে নিজে এসে ধরা দিয়েছিলো


বাহিরে ভিতরে হৃদয়ে গভীরে কভু একা নহি আমি
ভুলিতে পারি না সে সুরসম্ভার আজও সে আমাকে ডাকে বারেবারে
একাকী নহি গো, কোনো খানে কভু আমি একাকী নহি গো
সে যে আমার হিয়ায় তোমার হিয়ায় বন্ধনসেতু গড়েছিলো


বাহিরে ভিতরে হৃদয়ে গভীরে কভু একা নহি আমি
আমাম্র সকল মমতা সব ব্যকুলতা তব সুরে বেজে উঠেছিলো
আকাশে সাগরে
<div style=text-align:right>
আকাশে সাগরে যেখানে মিশেছে তার চেয়ে আরও দূরে,
Madhumanjúśá Ranchi
নিয়ে যাও মোরে ছন্দে ও সুরে ওই দিগন্ত পারে
1983 February 3
</div>
</poem>
</poem>


== 143 ==
== 0254 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
আহা কী শুণিলাম
* '''Note:''' Date confusion
আহা কী শুণিলাম মধুক্ষরা নাম, বিনা মূল্যে আমার বিকালো জীবন
মন ভেসে যায় সজল হাওয়ায় চম্পক-সুরভি মাখি
সে যে অচেনা বঁধু প্রাণের সব মধু ঢালিয়া তারে গো ডাকি
 
কেন সে থেকে যায় দূর বিদেশে কেন সে নাহি আসে কাছে
কেন গো মোর পানে নাহি তাকায় সে কেন সে দূরে থেকে নাচে
তাহারই ছন্দে গানে চলি যে তারে পানে যে রেখেছে নিজেরে ঢাকি


(নাম) কেমনে পশিল কর্ণে, কেমনে ছোঁয়া দিলো মর্মে
নহে গো নহে গো নহে দূরে সে সে যে মোরে সব চেয়ে ভালবাসে
নামেরই ছন্দে মধুরানন্দে উদ্বেল ধরা নিলো তারই শরণ
বিপদে সম্পদে থাকে পাশে পাশে দেখা না দিয়ে সে মৃদু হাসে
যদিও অচেনা নহে সে অজানা তার লীলা বুঝিতে না বাকি


নামেরই দোলাতে দুলিতে দুলিতে তার স্রোতে আমি যাই ভেসে' ভেসে'
<div style=text-align:right>
নামেরই আলোতে হাসিতে হাসিতে তার সনে আমি থাকি মিলে'মিশে'
Madhumanjúśá Ranchi
1983 February 04
</div>
</poem>


মিশিয়া থাকি গো
== 0255 ==
তাহারই সঙ্গে আমি মিশিয়া থাকি গো
নামেরই আলোতে হাসিতে হাসিতে তার সনে থাকি মিশি'


(আমি) তাহারই আলোর অরুণ রাগেতে রঙে রঙে তারে রাঙাইবো
{{Status|done}}
(তার) মধুর নামটি মধুর ভাবেতে সকল বিশ্বে ছড়াইব
<poem>
আমি তোমার লাগিয়া জাগিয়া রয়েছি সতত তোমার পথ চেয়ে
তোমার লাগিয়া মালা গেঁথে আর তোমার ভাবনা মনে নিয়ে


ছড়ায়ে' দেব গো
কেন বাঁধলে আমায় বাঁধনডোরে বাঁধলে কেন গো
মধুর নাম মধুর ভাবেতে ছড়ায়ে' দেব গো
কেন ভাসাও আমায় আঁখির লোরে ভাসাও কেন গো
তার মধুর নামটি মধুর ভাবেতে সকল বিশ্বে ছড়াইব
আমি কিছুতে তোমায় ভুলিতে পারি না পড়িলাম এ কী মহা দায়ে
আহা কী শুণিলাম প্রাণভরা নাম, বিনা মূল্যে আমার বিকালো জীবন
 
তাই এসো গো গোপনে আমার মননে একান্তে মোর হয়ে গিয়ে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 04
</div>
</poem>
</poem>


== 144 ==
== 0256 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
এসো ধীরে ধীরে চরণ ফেলে' মোর মনের গভীরে
বর্ষামুখর রাতে নৃত্যের সাথে সাথে তুমি এসেছিলে হৃদি আলোকিত করিয়া
আমি অর্গলগুলি দিয়েছি খুলে' স্বাগত জানাতে প্রাণ ভরে'
রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু
রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু
 
মধুরিমা-মাখা রাগে প্রাণ-ঢালা অনুরাগে আমার সকম মোহতিমির নাশিয়া
 
মমতামধুর আঁখি ভরা ছিল সুষমায় মোহ্ন কণ্ঠ তব ভরা ছিল কী মায়ায়
বার বার ডেকেছিলে সুধাধারা ঢেলেছিলে
আমারে মাতায়ে ছিলে মৃদু ম্রৃদু হাসিয়া
 
আমারে শিখায়েছিলে তুমি ছাড়া এ নিখিলে
আর কেহ নাই যারে পাই ভালবাসিয়া
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 05
</div>
</poem>


বেলা বহে' যায়, বিহগ ব্যাথায় সন্ধ্যা ঘনায় মধুর মায়ায়
== 0257 ==
সন্ধ্যা দীপটি নিয়ে' এসো ভিতরে চারিদিক আলোকিত করে'


তব প্রাণের দোলায় প্রাণ মোর দুলে' যায়
{{Status|done}}
তব সুরের মায়ায় মন মোর মেতে' যায়
<poem>
আসন পাতা আছে আজ তোমা লাগি
মালা গাঁথা আছে আজ আছি জাগি


মাতিয়া যায় গো
এসো গো ধীরে ধীরে মানস্মন্দিরে
সুরের মায়ায় মন মাতিয়া যায় গো
প্রদীপ জ্বালা আছে আজ আরতি লাগি
(আছো) দখিনা পবনে মধুর স্বপনে দিক্‌দিগন্ত ঘেরিয়া
(আছো) প্রাণের প্রদীপে হৃদয়ের নীপে সব কিছু মোর ভরিয়া


ভরিয়া আছো গো
এসো গো হেসে হেসে আজ কৃপা মাগি
সব কিছু আমার ভরিয়া আছো গো
<div style=text-align:right>
এসো ধীরে ধীরে চরণ ফেলে' মোর হিয়ার মাঝারে
Madhumanjúśá Ranchi
1983 February 05
</div>
</poem>
</poem>


== 145 ==
== 0258 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
দূর নীলাকাশে দখিনা বাতাসে ফুলের সুবাসে মন মধু মাসে
অরুণ তোমার ভোরের আলোয় আমায় সঙ্গে নেবে না
(তোমায়) মন সদা খুঁজে' পেতে চায়
বিশ্বভূবন রাঙিয়ে আমার সঙ্গে কথা কবে না
উদ্বেল হিয়া তোমারই লাগিয়া সদাই ছুটিয়া চলে' যায়


ছুটিয়া যায় গো, তোমার পানেতে সে যে ছুটিয়া যায় গো
চলবো তোমায় সঙ্গে নিয়ে তোমার রঙে রঙ মিলিয়ে
উদ্বেল হিয়া তোমারই লাগিয়া সদাই ছুটিয়া চলে' যায়
সকল প্রাণকে রঙীন করে জাগিয়ে নোতুন চেতনা


আমার মনের ঈশান কোণেতে মেঘ শত শত জমেছিলো
সবার হিয়ায় করে নোব ঠাঁই সবাই আপন পর কেহ নাই
তব সোণালী আলোতে অমল হাসিতে তারা সব কোথা' ভেসে' গেলো
একাই ধরায় এসেছি গো একেরই নিই ভাবনা
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 12
</div>
</poem>


এই অরুণ প্রভাতে আলো-ঝরা প্রাতে মোর মন দাও রাঙিয়ে'
== 0259 ==
মোর সব লাজ দাও সরিয়ে'
(মোর) সব ভয় দাও সরিয়ে', দাও সব ক্ষুদ্রতা সরিয়ে'


সরিয়ে' দাও গো, — মোর সব ক্ষুদ্রতা সরিয়ে দাও গো
{{Status|done}}
এই অরুণ প্রভাতে আলো-ঝরা প্রাতে মোর মন দাও রাঙিয়ে'
<poem>
ফাগুনের আগুন-লাগা পলাশ বনে কে এসেছে
দেখে যেন হয় গো মনে চিনি চিনি চেনা আছে
 
না জানিয়া বেসেছি ভালো তারই রঙে জ্বেলেছি আলো
তারই ভাবে বিভোর হিয়া নেচে চলে যায় তারই কাছে


দূর নীলাকাশে দখিনা বাতাসে মন সদা খুঁজে' পেতে চায়
দোষ-গুণ নাহি বুঝি পরশমণি পেয়ে গেছি
তোমায় মন সদা খুঁজে' পেতে চায়
তাই মনেরই মঞ্জুষা মোর মধুমাসে মেতে উঠেছে
মোর মন সদা খুঁজে' পেতে চায়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 13
</div>
</poem>
</poem>


== 146 ==
== 0260 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
অযুত ছন্দে এসেছিলে তুমি নাচিতে নাচিতে হাসিতে হাসিতে
বন্ধু আমায় বলিতে পার কোন দেশেতে থাকো
(তব) ধ্বনির রণনে হিয়ার মননে এসেছিলে, নূপুরনিক্কনে চরণে চরণে
আলোর খেলায় রূপের মেলায় আমায় কেন ডাকো


ধ্বনির রণনে এসেছিলে, হিয়ার মননে এসেছিলে, নূপুরনিক্কনে এসেছিলে
মনের গহনে কখনো গোপনে কম্বুকণ্ঠে কভু কাণে কাণে
আসিয়াছিলে গো, ধ্বনীর রণনে তুমি আসিয়াছিলে গো
মধুমাখা স্বরে ডেকে যাও মোরে ক্ষুদ্র ভাবনা ভুলায়ে রাখো


হিয়ার মননে তুমি আসিয়াছিলে গো, নূপুরনিক্কনে আসিয়াছিলে গো
ঢালিয়া সুধাধারা করে আপনহারা নিকষ কালো ক্লেশে জ্যোতিতে ঢাকো
ধ্বনির রণনে হিয়ার মননে আসিয়াছিলে তুমি
<div style=text-align:right>
হিয়ার মননে নূপুরনিক্কনে আসিয়াছিলে তুমি
Madhumanjúśá Ranchi
1983 February 13
</div>
</poem>
 
== 0261 ==
 
{{Status|done}}
<poem>
* '''Note:''' The last line, according MP3 audio it is "আমি চেয়ে আছি তব পানে"
তোমার আসা তোমার যাওয়া হয় না কভু ছিলে আছো থাকবে তুমি সবখানে
প্রভাত-রবির আলোয় প্রভু নাচছো তুমি মোর মনে
তুমি নাচছো সদাই সব মনে


যদি ফুল হয়ে তরুশাখে ফুটি তুমি সুবাস হইয়া ভরে' থেকো
সকল মনের প্রদীপ তুমি সকল মন্ত্র যাহাই শুণি
যদি আকাশ হইয়া দূরে ফুটি তুমি নীল রঙ হয়ে' ঘিরে থেকো
সবায় নিয়ে সব বিষয়ে করছো লীলা নিজ সনে
তুমি করছো লীলা নিজ সনে


ঘিরিয়া থেকো গো
সকল রূপের স্রষ্টা তুমি সকল ধ্যনের আধারভূমি
আমায় সব দিক দিয়ে তুমি ঘিরিয়া থেকো গো
জেনে কিংবা নাহি জেনে চেয়ে আছি তব পানে
অযুত ছন্দে এসেছিলে তুমি নাচিতে নাচিতে হাসিতে হাসিতে
মোরা চেয়ে আছি তব পানে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 14
</div>
</poem>
</poem>


== 147 ==
== 0262 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
আলো-ঝলমল মধুর নিশীথে তুমি এসেছিলে মোর মনে
একলা পথ চলি কিছুতে নাহি টলি এগিয়ে চলি আমি তাহারই টানে
তুমি এসেছিলে ক্ষণেকের তরে মনের নিত্য মধুবনে
অতীত কথাগুলি পিছনে রাখি ফেলি সদাই যাই চলে তাহারই গানে
 
মানসব্রজপরিক্রমায় হায় কত কী যে আসে, কত কী যে যায়
তাদের রঙ-রূপের নেশা মোহ কেটে সতত চলেছি তাহারই পানে
 
পথের কাঁটাগুলি উপড়িয়া ফেলি সবার পথ চলা আলোকে ভরে তুলি
সবার কথা ভেবে সবার অনুভবে নিজেরে মিশায়ে সুমধুর তানে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 14
</div>
</poem>
 
== 0263 ==


আসিয়াছিলে গো, ক্ষণেকের তরে তুমি আসিয়াছিলে গো
{{Status|done}}
মনের মধুবনে আসিয়াছিলে গো
<poem>
তব আগমনে তব নামে গানে হয়েছি আপনহারা
আমি হয়েছি আপনহারা
তব রঙ রূপে আঁধার নিশীথে নেমেছে জ্যোৎস্নাধারা
আজি নেমেছে জ্যোৎস্নাধারা


পুষ্পে পুষ্পে তব মধুরিমা, মহা সমদ্রে তোমারই মহিমা
আজ খুশীর জোয়ারে ত্রিলোক বহিয়া যায়
দূর নীলিমায় তোমারই গরিমা ভেসে' যায় যত প্রাণে প্রাণে
কোরকের মধু শত ধারে কোথা ধায়
তোমার স্পর্শে অপার হর্ষে প্রাণের তন্ত্রী অসীমে হারা
আজি প্রাণের তন্ত্রী অসীমে হারা


ভাসিয়া যায় গো, পুষ্পের মধুরিমা ভাসিয়া যায় গো
আজ অতীতের দিকে কে বা ফিরে যেতে চায়
নীলিমার গরিমা ভাসিয়া যায় গো, ভাসিয়া যায় গো
আলোকের বানে ভূবন ভাসিয়া যায়
ফেলে আসা তিথি সকল আকুতি তোমাতে হয়েছে ভরা
আজি তোমাতে হয়েছে ভরা
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 15
</div>
</poem>


অণু-পরমানূ মোর হলো যে বিভোর গো
== 0264 ==
প্রতি অঙ্গ লাগি' অঙ্গ কাঁদে যে মোর গো
প্রতি অণু-পরমাণু বিভোর যে মোর গো


প্রাণের সকল ভাব ভেসে' যায় তা'র পানে
{{Status|done}}
হিয়ার ছন্দ সব ছোটে যে তাহার তানে
<poem>
গহন রাতে মনোবীণাতে হিয়ার গোপন ব্যথা
বলিবো তোমার কাণে কাণে আমি বলিবো তোমার কাণে কাণে


ছুটিয়া যায় গো, হিয়ার ছন্দ সব ছুটিয়া যায় গো
ধরায় কেন কান্না আসে হাসি-খুশীর পাশে পাশে
প্রাণের সকল ভাব ভাসিয়া যায় গো, ভাসিয়া যায় গো
সহসা সুখ সরে যায় ক্ষণিক আলোর ঝিলিক টেনে


আলো-ঝলমল মধুর নিশীথে তুমি এসেছিলে মোর মনে
যে বা তোমায় সদাই ডাকে দাও না সাড়া কেন তাকে
তুমি এসেছিলে জাগাইয়া দোলা মনের নিত্য মধুবনে
কেন গো ফুল ঝরে যায় জোয়ার শেষে ভাঁটার টানে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 15
</div>
</poem>
</poem>


== 148 ==
== 0265 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
আলোর পারে আলোরই ঢেউ, আলোয় ভুবন ভরা
আকাশে ছিলো যে মেঘ সে যখন এলো
আলোর সাগর ভরে' দিলে তুমি, আলোয় হৃদয় ভরা
সকল আঁধার সরিয়ে দিয়ে সে এলো
তোমার আলোয় হৃদয় ভরা
 
বুঝিতে নারিনু তারে কী যে সে বলিলো মোরে
প্রাণের আকুতি থাতাএ যে ভরা ছিলো
 
বাহির বিশ্ব হাতছানি দিলো মোরে শুণিয়া শুণি নি তারে
মরমের বাণী কী যেন সে এনেছিলো


আমি ক্ষুদ্র দীপের শিখা, মোর ললাটে কাজল-টীকা
আমি চলেছি তাহারই টানে মমতামধুর গানে
তবু তোমাকে আমি ভালোবাসিয়াছি, হয়েছি আত্মহারা
হারানো মাধুরী সবই সে ফিয়ায়ে দিলো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 15
</div>
</poem>


ভালোবেসেছি গো, তোমাকেই আমি ভালোবেসেছি গো
== 0266 ==
ক্ষুদ্র শিখা হলেও ভালোবেসেছি গো
তোমাকেই আমি ভালোবাসিয়াছি, হয়েছি আত্মহারা


আমার বুঝিবার কিছু নাই, আমার জানিবার কিছু নাই
{{Status|done}}
সকল বোঝার সকল জানার শেষ কথা হলে তুমি
<poem>
এতটুকু বুঝি আমি, আতটুকু জানি আমি
তোমায় আমায় প্রথম দেখা সোণালী সাগরতটে
আলোকধারায় বন্যা এনে এসেছিলে মানসপটে


ক্ষুদ্র শিখাটি তোমার আলোয় হারা,
এসেছিলে নিঝুম রাতে বীণার তারে ঝঙ্কারেতে
তোমার অসীমে আমি যে রয়েছি ভরা
আকাশভরা কবিতাতে ধরা দিয়েছিলে অকপটে


ভরিয়া আছি গো, তোমার অসীমে আমি ভরিয়া আছি গো
স্বপ্নে যখন ধরা দিলে জাগরণে কেন না এলে
তোমার আলোয় শিখা হারা যে হয়েছি
সকল সত্তা ঝলমলিয়ে দুঃখে সুখে সঙ্কটে
আমি ভরিয়া আছি গো, তোমার অসীমে আমি ভরিয়া আছি গো


আলোর পারে আলোরই ঢেউ, আলোয় বিশ্ব ভরা
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 16
</div>
</poem>
</poem>


== 149 ==
== 0267 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
মধুর স্বপনে মনেরই গহনে তোমারে দেখেছি বারে বারে
তোমারই আশে রয়েছি বসে তোমারই পদধ্বনি মন মাতায়
(আমি) তোমারে দেখেছি বারে বারে
মধুর হাসি তব তোমারই সৌরভ হতাশ হৃদয়ে আশা জাগায়


হৃদয়েরই পুরে মোহন নূপুরে স্পন্দন দিলে শত ধারে
তোমারই ফেলে আসা চরণধূলি পরে বিশ্বমানবতা আভূমি নতি করে
(তুমি) স্পন্দন দিলে শত ধারে
তোমারই রঙে রূপে তোমারই ধূপে দীপে তোমারই প্রাণীণতা তৃষা মেটায়


তব সুরেতে সরিতা বয়, তব রণনে হরিণী চেয়ে' রয়
আমিও তোমারই গো তোমারই সকলই তো বুঝেও বোঝেনা তমসাহত চিত
(তব) পরশে যত অণু-পরমাণু ঐকতানেতে কথা কয়
তোমারই ছন্দে গানে তোমারই সুরে তানে তোমারই ভালোবাসা সবে নাচায়
(তারা) ঐকতানেতে কথা কয়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 16
</div>
</poem>


কথা যে কয় গো, ঐকতানেতে তারা কথা যে কয় গো
== 0268 ==
পরশে যত অণু-পরমাণু ঐকতানেতে কথা কয়


মন দেশ-কাল ভুলে' যায়, সবে দেশাতীতে কালাতীতে ধায়
{{Status|done}}
সব সংবেগ সব ভাবাবেগ সব ছেড়ে' তোমা' পেতে চায়
* '''Note:''' According to mp3 audio, fifth line the word is নিঠুর and not নিষ্ঠুর
<poem>
বন্ধু তোমার কঠোরতায় ভয় পাবো না কোন কিছুতেই
আলোকের যাত্রাপথে তোমায় চেয়ে আমি চলিবই
 
যে বা বলে তোমায় কঠোর সে বোঝে না তোমার কদর
তোমার এই কঠোরতা কোমলতাকে ডেকে রাখিতেই


মধুর স্বপনে — মধুর স্বপনে মনেরই গহনে
যে বা তোমায় বলে নিষ্ঠুর সে থেকে যায় তোমা থেকে দূর
তোমারে পেয়েছি শত ধারে মধুর স্বপনে
কাছে এলে বুঝবে সে জন সুজন তোমার মত কেহ নাই
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 16
</div>
</poem>
</poem>


== 150 ==
== 0269 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
বল দাও, মোরে বল দাও, সব বন্ধন ছিঁড়ে' দিতে চাই
তোমারই নামেতে তোমারই গানেতে তোমাকে জীবন সঁপেছি
সুর দাও, আরও সুর দাও, সদা যেন তব গান গাই
সকল ভাবের আধার তুমি গো তব ভাবনাই নিয়েছি
 
জলে স্থলে আর দ্যুলোকে ভূলোকে মধুরমিয়া-মাখা প্রভাত-আলোকে
সকল-কর্মে প্রাণের ধর্মে তোমাকেই সার জেনেছি


পাওয়া না-পাওয়ার আশা-নিরাশায় মনকে কখনো যেন না জড়াই
নীলোদধি-স্রোতে স্নিগ্ধ আকাশে গন্ধমদির মধুর বাতাসে
এই মহাস্পন্দন মাঝে একটুকু নাড়া দিয়ে যেন যাই মিশে' তোমারই কাজে
তোমার লীলায় তোমার খেলায় আমি অভিভূত হয়েছি
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 16
</div>
</poem>


মিশিয়া যাই গো, একটুকু নাড়া দিয়ে যেন যাই মিশে' তোমারই কাজে
== 0270 ==
তোমারই কাজে আমি মিশিয়া যেতে চাই
একটুকু নাড়া দিয়ে যেন যাই মিশে' তোমারই কাজে


এই গতানুগতিকতায় মন থেমে' যেতে নাহি চায়
{{Status|done}}
দেখে' নিতে চায় সুরের সুধায় বসুধায় শতেক ধারায়
<poem>
তোমার কথা আমি ভাবি বারে বারে ভাবি বারে বারে
তুমি ছাড়া কে বা ভালবাসে মোরে, ভালবাসে মোর


দেখে যে নিতে চায়, সুরের সুধায় সে যে দেখে যে নিতে চায়
রাত্রি যখন হারায়ে যায় প্রভাত-রবির অরুণ আভায়
এই বসুধায় সে যে দেখে' যে নিতে চায়
সেই রঙেতেই আমি যে পাই তোমার পরশ তোমার সুধায়
শতেক ধারায় সে যে দেখে' যে নিতে চায়
দেখে' নিতে চায় সুরের সুধায় বসুধায় শতেক ধারায়


বল দাও, মোরে বল দাও, সব সংস্কার ভেঙ্গে' দিতে চাই
সাঁঝের রবি হাতছানি দেয় ডেকে ডেকে বলিতে চায়
সুর দাও, আরও সুর দাও, সদা যেন তব গান গাই
কভু আমি নইকো একা তুমি আছো দেখো আমায়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 17
</div>
</poem>
</poem>


== 151 ==
== 0271 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
এসেছিলে তুমি প্রভু অন্ধকারের পার হ'তে
প্রভু তোমারই লীলা তুমি বোঝাও
তোমা লাগি বসেছিনু যুগে যুগে দিনে রাতে
মনের মাঝে লুকিয়ে থাকো ধরা নাহি দিতে চাও


কত তিথি গেছে ঝরে', কত তারা খসে' পড়ে'
দেখে সে মধুর হাসি শুণে সে মধুর বাঁশী
তবু আমি ছিনু জেগে' চেয়ে' তব আসা-পথে
মন কোথা যায় ভাসি মোরে কাছে টেনে নাও


(আমার) সব আশা আলোয় ভরে' এসেছিলে মধুরাতে
ভুলিতে চাহি গো যদি না ভুলে সদাই কাঁদি
কেন ফুলডোরে রাখো বাঁধি বলো তুমি কী বা চাও
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 17
</div>
</poem>
</poem>


== 152 ==
== 0272 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
চম্পক-বনে মধুর স্বপনে তাহাকে দেখেছি মায়ামুকুরে
তুমি কত না লীলাই জানো তুমি কত না লীলাই জাণ
শান্ত বাতাসে মদির সুবাসে মুগ্ধ নয়নে সরিতা তীরে
বিশ্বভূবন চালিয়ে বেড়াও কোন মানা নাহি মানো


সেথা কুসুম-পরাগ অলকে আসিয়া অলকে ভাসিয়া যায়
তব রথের চাকা এগিয়ে চলে দিক্‌-দিগন্তে নভোনীলে
সেথা মনে ময়ূর নীলাকাশে চাহি' কলাপ মেলিয়া দেয়
সবার প্রাণে পরশ দিয়ে কোন বাধায় নাহি থামো


জ্যোৎস্না-নিশীথে বিজন বীথিতে ভালোবাসা নাচে তাকে ঘিরে' ঘিরে'
সবায় তুমি ভালোবাসো সবার লাগি কাঁদো হাসো
দুঃখের সময় দাও বরাভয় মিষ্টি হাসি সঙ্গে আনো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 17
</div>
</poem>
</poem>


== 153 ==
== 0273 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
আলোর পারেতে আলো, তারপরে আরো আলো
আঁধার নিশীথে তুমি এসেছিলে আলোকের ছটা সাথে নিয়ে
অপার আলোর ঢেউ বয়ে' চলে' যায়
(আমার) মধু-হৃদিমাঝে দিয়েছিলে স্বাদু সুশীতল সরিতা বহায়ে


যা'র লাগি' এত আলো, সে আমারে বাসে ভালো
তুমি এসেছিলে নীরব প্রহরে মন্দমধুর স্নিগ্ধ সমীরে
মোর মনে তা'র ছবি ভাসিয়া বেড়ায়
আমার সব ক্ষুদ্রতা সকল দীনতা দিয়েছিলে সুদূরে ভাসায়ে


কখনো বা অতি কাছে, কখনো বা অতি দূরে
(তখন) আকাশ ধরণী কেঁপে ঊঠেছিলো সকল হিয়ায় ছন্দ যে ছিলো
নানান রূপে নানা গানে ও সুরে
আমার সকল অহমিকা ধূলায় মিশায়ে অমৃতের কণা দিয়ে দিয়ে
সবাইকে দোলা দিয়ে' নেচে' সে যে যায়
<div style=text-align:right>
 
Madhumanjúśá Ranchi
মনের কমল কত বর্ণে বিকশিত, গন্ধমধু নিয়ে তারই পানে ধায়
1983 February 17
</div>
</poem>
</poem>


== 154 ==
== 0274 ==


{{Status|done}}
{{Status|done}}
* '''Note:''' Per the mp3 audio, the sixth line: "সৃষ্টির '''আলো''' পাশে"
<poem>
<poem>
প্রভু, এসো এসো আমার হৃদয়ে
তোমার আসা-যাওয়া হ্য না কভু একথা জেনেও না জানি
রাতুল চরণ, মধুর আনন, মিষ্টিমধুর হাসি নিয়ে'
নাহি তব আবাহন নাহি বিসর্জন, মেনেও না মানি


তব নামে প্রাণে শিহরণ জাগে, রঞ্জিত হই তোমারই রাগে
বিকাশের অবকাশে ধ্বংসের বীজ ভাসে
যায় তব গানে তব নাচে সব কিছু মোর মিলিয়ে'
নিত্যকালের লীলা বয়ে চলে মহাকাশে
তৃতীয় নয়নে আগুন জেওলেছো তুমি দুচোখে হাসির চাহনি


প্রাণে প্রাণে ধ্যানে ধ্যানে যাই যে আমি হারিয়ে'
সৃষ্টির আলোর পাশে কালো ছায়া নেবে আসে
আলো কালো তুমি আপনি
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 17
</div>
</poem>
</poem>


== 155 ==
== 0275 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
কেন অমন করিয়া ডাকিতেছো আমায়
বন্ধু আমার এসো গো প্রাণে আকাশ এখন কবিতায় ভরা
হাজার কাজেতে জড়ায়ে রয়েছি দিতে কি পারি সময়
চাঁদের হাসি মানা না মানে চাঁদের হাসি স্বপন আনে
আমি দিতে কি পারি সময়


ছন্দে ও সুরে মধুময় তানে আলাপে আবেশে সুধামাখা গানে
ভালবাসা তব এ কী অভিনব ছন্দ জাগায় নিত্য নব নব
কাজের মাঝারে সাড়া দিই কী করে', বোঝ না কি মনোময়
ধরা পড়ে গেছো লুকিয়ে কেন আছো আঁখি মেলে চাও আমারই পানে
তুমি বোঝ না কি মনোময়


কাজের পেছনে কাজ জমে' আছে, বেলা যে বহিয়া যায়
সতত তোমারই পথে চলিবো সকল রকমে তব মন ভোলাবো
মোর বেলা যে বহিয়া যায়
মনেতে মেতে আছি ভয় ভুলে গেছি নির্দ্বিধায় যাবো তোমারই গানে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 18
</div>
</poem>
</poem>


== 156 ==
== 0276 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
এগিয়ে' চলো, এগিয়ে' চলো, সবাইকে নিয়ে এগিয়ে' চলো
(সে যে) জ্যোতির ছটায় ভাসিয়ে দিলো
রক্তিমারুণ সামনে দাঁড়িয়ে, তাহারই পানে এগিয়ে' চলো
বিশ্বভূবন রাঙিয়ে দিয়ে প্রাণের আলোয় ভরিয়ে দিলো


দেশে দেশে যাও ভাইয়ের মতন সবাকার ব্যাথা করিয়া স্মরণ
বলে কেউ যে আমার পর নেই সয়াইকে সাথে নিতে চাই
বিশ্বমানব পরিবার আজ তোমাকে ডাকিছে আঁখি-ছলোছল
আমি শুধু মৃদু মৃদু হেসে শুধু ভালবেসে অসীমের পানে নেচে যাই
আমি অসীমের পানে নেচে যাই সে যে সবার চিত্ত জিনিয়া নিলো


সরাইয়া দাও সব ব্যাথাভার, মুছাইয়া দাও সব আঁখিধার
সবার মনের মর্মবেদনা বুঝে সে যে সান্ত্বনা দিলো
সবার সেবার তুমি আসিয়াছো, এই কথাটাই বুঝিয়ে' বলো
আলোর সাগর তোলপাড় করে সবাকার হিয়া মাতিয়ে দিলো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 18
</div>
</poem>
</poem>


== 157 ==
== 0277 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
না চিনিয়াই যাহাকে ডেকেছি সে যে এসেছিলো স্বপনে
শুধু তোমাকেই আমি ভালবাসিয়াছি না জানিয়া যুগে যুগে
রঙীন মেঘের রামধনু রঙে তাহাকে দেখেছি গোপনে
ছুটিয়া চলেছি তব প্রেষণায় উল্কার গতিবেগে


রুনু-ঝুনুঝুনু নূপুর রণনে হিয়া উপচিয়া মোহন মননে
এগিয়ে চলেছি তন্দ্রাবিহীন গেছে কত রাত গেছে কত দিন
বুঝিয়াছি আমি যাহাকে দেখিনি সে যে ছিলো মোর নয়নে
তবু যারায় বিরতি ছিলো না আঁখি ছিলো সদা জেগে


সব কিছু জানা হলেও তাহাকে যত জানি তত জানি নে
(আজ) তোমাকেই আমি পেয়েছি গো কাছে নয়ন-ভুলানো মধুমাখা সাজে
(আজ) সকল যাতনা লীন হয়ে গেছে তোমারই রূপে রাগে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 19
</div>
</poem>
</poem>


== 158 ==
== 0278 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
তুমি সবার মনে আছো, সবাই তোমার মনে আছে
তোমাকে সঁপেছি গো পরাণ তুমি কি চাহিবে ফিরে
দুঃখে সুখে না জেনে' তাই সবাই তব কৃপা যাচে
(আমার) সব আশা ভালবাসা ভরে আজি তোমায় ঘিরে
এসো কাছে, এসো আরো কাছে, সবাই তব কৃপা যাচে


তুমি সবার ব্যাথার ব্যাথী, নিত্যকালের তুমি সাথী
তব পদধ্বনি লাগি যুগে যুগে আছি জাগি
তব মোহন বাঁশী আর মোহন হাসি বাঁধভাঙ্গা সুখ দেয় উপচে'
নব নব মালা গেঁথে ভিজায়েছি আঁখিনীরে


আঁধার সাগরপারে তুমিই আলো, সবার চেয়ে বাসো বেশী ভালো
পূর্বাকাশে আলো ভাসে মৃদু হাসি সে যে হাসে
স্বপনঘোরে আনমনে তাই তোমারই ছন্দে সব নাচে
সে হাসিটি তব প্রভু রঙে রূপে আছে ভরে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 19
</div>
</poem>
</poem>


== 159 ==
== 0279 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
প্রভু, আমি ভালবাসি, তোমায় ভালবাসি
তোমায় কী নামে ডাকিবো গো কী বা হবে তব অর্চনা
তব নয়ন-ভুলানো মধুর হাসি ভালবাসি
কোন্‌ প্রয়োজন কুসুম-চন্দন সবই যবে তব কল্পনা


ব্রততী-তরুতে কুসুমরেণুতে নভোনীলিমায় সরিতার স্রোতে
লোকাতীত তুমি সবার উপরে সকল সত্তা তোমারই ভিতরে
ছড়ায়ে' দিয়েছো মধুর হাসিটি সকল তমিস্রা নাশি'
কোন্‌ উপাচারে পূজিব তোমারে কোন্‌ মন্দির করিবো স্থাপনা


গিরিকন্দরে মহোদধিতলে অণুতে অণুতে ভাবের অতলে
আছো চরাচরে অনল অনিলে  আকাশে পাতালে দূর নভোনীলে
রহিয়াছো তুমি চিরজাগ্রত মনের মধুকোরকে ভাসি'
নাহি আবাহন নাহি বিসর্জন মন্ত্র তোমায় বাঁধিতে পারে না
 
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 19
</div>
</poem>
</poem>


== 160 ==
== 0280 ==
* '''Note:''' Per PSB book source, song #0280 was written at Madhuketan Anandashiila, song #0281 at Madhumanjúśá Ranchi  again song #0282 at Madhuketan Anandashiila, all on 1983 February 20.
{{Status|done}}
* Note: used spelling দূরে, considering দুরে a typo
<poem>
(প্র্ভু) এসো তুমি রূপের ছটায় জ্যোতির ঝলকে
অনুভূতির পূর্ণতাকে রাঙিয়ে আলোকে
 
বিশ্বাতীত বিশ্বময় তুমি ভাব ভাবনার আধারভূমি
তোমার কাহ করে যাই ধ্যান ধরে যাই নিত্য নব লোকে


কভু আমায় রেখো না দূরে চেতনা দাও ছন্দময় সুরে
যেন হারিয়ে যাবার দুঃখ পাবার টলি না শোকে
<div style=text-align:right>
Madhuketan Anandashiila
1983 February 20
</div>
</poem>
== 0281 ==
* '''Note:''' Per PSB book source, song #0280 was written at Madhuketan Anandashiila, song #0281 at Madhumanjúśá Ranchi  again song #0282 at Madhuketan Anandashiila, all on 1983 February 20.
{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে
বিশ্বাতীত বিশ্বগ তুমি তবু কেন খুঁজে মরি হায়
নির্মল আকাশে, চম্পক সুবাসে, রাগে অনুরাগে ভরা হৃদয়ে বিজনে
অনল অনিলে মহা নভোনীলে স্পন্দন জাগে তব কৃপায়
 
তুমি উৎস সব প্রেরণার সব সৃষ্টির সকল শোভার
তোমার লীলায় অভিভূত আমি তন্ময় হই সে ভাবনায়
আমি তন্ময় হই সে ভাবনায়


মমতার পরশে আলোকের হরষে ধরণীর স্নেহভরা দোলা-দেওয়া রণনে
সকল মনের গহন কোণেতে জেগে আছো প্রতি পলে বিপলেতে
অভ্রংলেহী গিরি তোমাকে প্রণতি করি' নত শির চেয়ে আছে তুহিন্স্রবণে
বাহিরে সদাই খুঁজিয়া বেড়াই তাই বৃথা চলে যায় সময়
মোর তাই বৃথা চলে যায় সময়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 20
</div>
</poem>
</poem>

Latest revision as of 11:35, 6 November 2022

This is a "Rolling archive" of User:Tito Dutta/PSB.

0201

Status:    Done


চৈতী হাওয়ার মন যারে চায় সে যে গো কত দূরে
তাহারই আসা-পথে মন যে চলে ছুটে' বেদনাতে বিধুর

কেন গো, কেন গো, কেন সে দূরে থাকে যার জানা আছে আমায় বলো না
মেতেছি মেতেছি তারই ভাবনাতে, ভাবনা ভুলে যেতে পারি না

নিরালা রাতে জ্যোৎস্না সাথে কেঁদে মরি ব্যাথাতুর
ভোমরা গানে গানে কহে যে কাণে কাণে আশাতে ভরা সুর


Madhumanjúśá Ranchi
1983 January 14

0202

Status:    Done

প্রথম জীবনের হারানো সুরের গানগুলি আজও রয়েছে হিয়ায়
রঙে রূপে ভরা লাজ-শরমে ঘেরা কেমনে এ গান গাইব সভায়

দরদী বঁধু ওগো লাজ সরায়ে নাও, মনের কুসুমেরে আজ ফুটিতে দাও
তোমারই লীলায় তোমারই মায়া সবাই ফুটেছে গো মধুর শোভায়

মনের কুঁড়িগুলি পাতায় ছিলো ঢাকা
পাতার ফাঁকে ফাঁকে উঁকি যে দিতেছিলো
আজ লাজ ও ভয় ভুলে' এগিয়ে যাই চলে'
রূপের ধারা থেকে অরূপ সাধনায়


Madhumanjúśá Ranchi
1983 January 15

0203

Status:    Done

এসো গো বন্ধু মম ক্ষুদ্র এ হৃদয়ে
তোমা লাগি' জেগে' আছি যুগে যুগে পথ চেয়ে

আছো তুমি সব খানে জেনেও তা নাহি জানি
আসো যাও ভেবে' ভেবে' দেশগত বলে' মানি
যাহাই ভাবি না কেন নাও তুমি মোরে টেনে'
তোমার প্রাণে মিশিয়ে'

জাগাও তোমার জ্যোতি আমারই মানসপটে
বাজাও তোমার বীণা রাগিণী সে ছায়ানটে
বসো গো বন্ধু মম মধুমাখা হাসি নিয়ে'
তোমা' লাগি' জেগে' আছি তালেতে তাল মিলিয়ে'


Madhumanjúśá Ranchi
1983 January 15

0204

Status:    Done

এসো গো কাছে এসো, ধরার ধূলি রূপে ভরে' নাও
ফুলেরা লাজে ঢাকা, তাদের বুকে মধু এনে' দাও

মধু রাতে চকোরেতে চাঁদের সাথে কেন যে হাসে
মনের ভোমরা আসে, গুনগুনিয়ে কী যে ভাষে
শিখীরা তরুশাখে কী যে কয়, সব কিছু শোণাও

ফোটে ফুল শুকনো ডালে, মূকও বলে যদি তুমি চাও


Madhumanjúśá Ranchi
1983 January 15

0205

Status:    Done

এসো গো সখা তোমারই আশে নিদ নাহি মোর আঁখিপাতে
তোমারই তালে তাল মিলাতে তাল কেটে' যায় প্রতি মুহূর্ত্তে

মন চলে যায় ছোট ভাবনায় রঙের নেশায় রঙীন মায়া
তোমারই স্রোতে নাচিয়া চলিতে শক্তি যোগাও দিবস-নিশীথে

বজ্র আনাও উল্কা আনাও, বল দিয়ে যাও তারে যুঝিতে


Madhumanjúśá Ranchi
1983 January 15

0206

Status:    Done

মনের আঁখি সতত রাখি জাগায়ে বন্ধু তোমারই গানে
সুরের স্রোতে দিবস-রাতে তোমারে হেরি হিয়ার কোণে

প্রভাত সূর্য অরুণ আভায় প্রাণ ভরে' দেয় কানায় কানায়
সন্ধ্যা=রবির রঙীন ছবি জীবিত করে নব চেতনায়

এ কী লীলাখেলা তব নিত্য নূতন অনুভব
ভালবাসার দাগ এঁকে দেয় আমারই মনে আমারই প্রাণে
তাই দ্যুলোকবাসী ভূলোকবাসী বরণ করে তোমারে ধ্যানে


Madhumanjúśá Ranchi
1983 January 15

0207

  • Note: I could not understand line breaks in the book, please verify it.

Status:    Done

তার মন যদি চায় সব কিছু হয় ধূলিময় এ ধরণীতে
মোহনা হ'তে নদী পাহাড়ে ফেরে যদি কে বা কী গো পারে বলিতে

সে যদি চায় নিমেষে ধরায় লুপ্ত করতে পারে গো
সে যদি চায় মরু-হিমের গা'য় উত্তাপ আনতে পারে গো

সে যদি চায় পাষাণ-কারায় ফুল ফোটাতে পারে গো
সে যদি চায় আঁধার নিশায় আলো ঝরাতে পারে গো

এসো গো সখা এসো ভাবটিতে বসো মনে প্রাণে তাকে বরিতে
যেও না যেও না দূরেতে যেও না কুয়াশাতে ঢাকা পড়িতে


Madhumanjúśá Ranchi
1983 January 16

0208

Status:    Done

আসিবে বলিয়া গিয়াছে চলিয়া বঁধুয়া ফিরিয়া এলো না আজও
বলে' গেছে মোরে বীণার ঝঙ্কারে সরলকে হেরে' বক্রকে ত্যেজো

লক্ষ্যকে ভুলে' চলেছি নানা পথে
চলি নি আলোঝরা সামনে সোজা পথে
মোহেরই হাতছানি নিয়ে' গেছে' টানি'
ভুলায়ে সার বাণী, সত্যকে খোঁজো

আজ চারিদিকে হায় আলো ঝলকায়
মোরে কয়ে যায়, তুমি কাছেই রাজো


Madhumanjúśá Ranchi
1983 January 17

0209

Status:    Done

তোমার এ অসীম অপার ভালবাসার বিনিময়ে হায় কী বা দিয়েছি
দু'হাতে নিয়েছি সব, দিতে শিখি নি, নিতে শিখেছি

ফুলে ফলে রূপে রসে প্রাণকে আমার দিয়েছো ভরে'
বুদ্ধিদীপ্ত-মধুরতা চাওয়ারও বেশী দিয়েছো মোরে
শুধু দাও বলার অধিকার তোমারে আমার হৃদয়ে ধরেছি

পরাণের সকল মধু দুঃখের বঁধু তোমাতে আমি উজাড়ি' ঢেলেছি


Madhumanjúśá Ranchi
1983 January 17

0210

Status:    Done

দিন গুণে' আর কাল গুণে' গুণে' বসিয়াছিলাম এলে' ফাগুনে
রূপের মায়ায় সুরের সুধায় চেয়ে' আছি মুগ্ধ-নয়নে

মন যে আমার অসীমে হারা সকল মোহের বাঁধনছাড়া
তোমারে পেয়ে' সব পেয়েছি, আনন্দ আজ প্রাণে মনে

এসো গো বন্ধু সবারে মাতাও, সবারে নাচাও আপন গুণে


Madhumanjúśá Ranchi
1983 January 17

0211

Status:    Done

দিন আসে আর দিল চলে' যায়, কোথা' চলে' যায় কেই বা জানে
কখনো চেতনে কভু অচেতনে, কখনো ঘুমে কভু জাগরণে

কোথায় ছিলাম কবে যে এসেছি, কেন যে এসেছি ভুলিয়া গিয়াছি
আমার যতখানি আমি যে জানি, আমার চেয়ে বেশী সে-ই যে জানে

আমার প্রয়োজন যত আয়োজন সবই ভরা আছে তাহারই মনে


Madhumanjúśá Ranchi
1983 January 17

0212

Status:    Done

নীরব রাতে তোমারই সাথে না-বলা কথা অনেক রয়ে গেছে
কেন বা গুল্‌বাগে হাজারো কাঁটা থাকে কেন গো নির্ঝর রুক্ষ পথ বাছে

কমল গন্ধে ভরা মলিন জলে ফোটে হাসিতে ভরা ধরা আঁধার পথে ছোটে
স্নেহ-মমতাভরা রঙীন খোয়াবে ঘেরা কেন গো সৃষ্টিতে কালের ছায়া নাচে

কেন গো অহমিকা কেন গো অস্মিতা লুটায়ে পড়ে তব চরনধূলি নাচে


Madhumanjúśá Ranchi
1983 January 18

0213

Status:    Done

এসো এসো বন্ধু জীবনের প্রতি নিশ্বাসে
বসো বসো কাছে বসো মনকে ভরে সুবাসে

তুমি ছাড়া আর কে আছে আমার মনের কথা শোণাতে
আর কেহ নাই যাহাকে শোণাই গোপন কথা নিভৃতে
গাও গাও বন্ধু গাও আশায় ভরিতে বাতাসে

নাও নাও খুশী মনে নাও সব কিছু মোর হেসে হেসে


Madhumanjúśá Ranchi
1983 January 19

0214

Status:    Done

আঁখিতে ছিলো জল মমতা ছলছল সে যবে গিয়েছিলো দূর বিদেশে
চাহিয়া মোর পানে কী যেন গোপনে কয়েছিলো মোরে বঁধুয়া শেষে

বলো গো বলো গো তোমরা বলো গো সে কি ভুলে গেলো সকল কথা
এলো না এলো না কথা বলিলো না সে কি ভুলিলো মোর মর্মব্যথা

ভুলিতে নারি আমি তাহারই স্মৃতিখানি
সে স্মৃতি আজও দোলা দেয় মানসে

ভাবিবো না ভাবি বেশী করে ভাবি
কী ফুলডোরে মোরে বাঁধিলো যে সে


Madhumanjúśá Ranchi
1983 January 19

0215

Status:    Done

তব আসা-পথে কাণ পেতে জেগে আছি যুগ ধরে
তোমার দেওয়া মালার ডোর আছে তার ফুলগুলি সব গেছে ঝরে

দিন আসে যায় কলের খেলায় রাত্রি ঘনায় আঁধার মায়ায়
আমি যে সদাই চারি পাশে চাই পল গুণে গুণে প্রতি প্রহরে

কাণ পেতে থাকার পল গোণার ব্যথার শেষ হবে কবে বলো গো মোরে


Madhumanjúśá Ranchi
1983 January 19

0216

Status:    Done

তুমি এসেছিলে ধরা দিয়েছিলে সে কথা ভুলিতে পারিবো না
আমি সে কথা ভুলিতে পারিবো না
মধুর চাহনি মধুর লাবণি মধুর ছন্দে আনাগোনা

রূপের সাগরে ডুব দিয়ে আমি অরূপ রতন পেয়েছিনু
কাঙাল হৃদয়ে স্মরণে মননে রাজার শিরোপা পরেছিনু
তোমার নামেতে গাইতে গাইতে স্পন্দিত হয় সে ভাবনা

(আজ) ধ্যান-ধারনায় দিবসে নিশায় সার্থক মম আরাধনা


Madhumanjúśá Ranchi
1983 January 19

0217

Status:    Done

তোমারে চেয়েছি পরাণ দিয়েছি তুমি নিয়েছো কি জানি না
জানি না গো আমি জানি না
জানিয়া দিয়েছি বুঝিয়া দিয়েছি কোন বাধা আমি মানি না
মানি না গো আমি মানি না

ঝঞ্ঝা এসেছে উল্কা পড়েছে চারিদিক কালো মেঘে ছেয়ে গেছে
তবু আমি একা পথ চলিয়াছি সাথে নিয়ে তব ভাবনা
ভাবনা গো তব ভাবনা

তুমি সাথে স্মরি কাহারে না ডরি কোন কুচক্রে কাঁপি না
কাঁপি না গো আমি কাঁপি না


Madhumanjúśá Ranchi
1983 January 20

0218

Status:    Done

পিতা মাতা বন্ধু সখা আঁধারে আলোকবর্ত্তিকা
সর্ব দেশে সব কিছু তুমি কেউ কখনো নয় একা
দুঃখের কাঁটায় তুমি গো কমল ব্যাথার জ্বালায় শীতল চন্দন
সব হারানোর স্পর্শমণি গুলবাগিচার সেরা মালিকা
তুমি আছো তাই আমিও আছি তুমিই প্রাণের দীপিকা


Madhumanjúśá Ranchi
1983 January 20

0219

Status:    Done

কোন্‌ ভুলে-যাওয়া ভোরে মধুমাখা স্বরে ডেকেছিলে মোরে ওগো দেবতা
জড়েতে বধির প্রাণে অস্থির শুণিনি সে ডাক তব বারতা

ডেকেছিলে মোরে আকাশে বাতাসে সরিতার সুরে ফুলের সুবাসে
শিশুর সুহাসে তরুণের উচ্ছ্বাসে ধরণীর রূপে ভরা মাদকতা

গেয়ে যাও তুমি মমতার বাণী সবাকার লাগি ওগো বিধাতা


Madhumanjúśá Ranchi
1983 January 20

0220

Status:    Done

কৃষ্ণমুরারি বাঁশরী তোমারই জাগাইয়া ছিলো জড়ে চেতনে
মদুর ভাবেতে মধুর হাসিতে মধুর ছন্দে মধুর চরণে

তারপর কত যুগ চলে গেছে মানস-যমুনা শুকাইয়া গেছে
তুমি আসিলে না বাঁশী বাজালে না ধ্বনি জাগালে না বিশ্বগগনে
তোমার অপূর্ণ কাজকে পূর্ণ করিব আমরা তোমারই স্মরণে


Madhumanjúśá Ranchi
1983 January 21

0221

Status:    Done

তোমায় কত ভালোবাসি আমি জানো না তুমি
কত কথা আছে জমে বলিব যে আমি

কেন তুমি প্রতি পলে অত কাজে লেগে থাকো
কেন আমায় শক্তি দিয়ে তোমার কাজে লাগাও নাকো
শক্তি যোগাও দিবা-নিশি কাজ করে যাই নাহি থামি

কৃপার কণায় অনুকম্পায় কাজে হব অগ্রগামী


Madhumanjúśá Ranchi
1983 January 21

0222

Status:    Done

তুমি এসেছো তুমি এসেছো এসেছো বকুলের গন্ধে ভরা
তাই পরাণ আমার হলো আপনহারা

যে আশা লুকায়ে ছিলো গোপনে মানব মানসে ছিলো গহনে
তাহাকে জাগায়ে স্পন্দনে মুখরিত করিলে ধরা

যে ফুল ফোটেনিকভু স্মরণে যে রঙ জাগেনি কভু মননে
তাহাকে ছড়ায়ে দিল ভুবনে সুরভিত হলো ধরা সারা


Madhumanjúśá Ranchi
1983 January 22

0223

Status:    Done

ছন্দে ছন্দে তোমারই লীলা অণুতে অণুতে তুমি আছো
রন্ধ্রে রন্ধ্রে লুকায়ে রয়েছো রেণুতে রেণুতে তুমি নাচো

স্বপনে তোমায় পেয়েছিনু আমি স্বপনে হলো পরিচয়
স্বপনে ভালোবেসেছিনু আমি বুঝিনু তুমি মনোময়
সকল প্রাণের দীপশিখা তুমি সকল বীণায় তুমি বাজো

পুষ্পে পুষ্পে সুরভি গো তুমি চন্দনে তুমি শীতলতা
ঘন অরণ্যে কাকলি গো তুমি মধু মাঝে তুমি মধুরতা
মরুপথ মাঝে তুমি গো ঝরণা ধ্রুবতারা রূপে সদা রাজো


Madhumanjúśá Ranchi
1983 January 22

0224

Status:    Done

বন্ধু মম প্রাণের প্রিয়তম তুমিই জীবনের সার
তোমারই রূপে রাগে তোমারই অনুরাগে মননের হলো বিস্তার

তোমারই ভাবের স্রোতে যাই যে ভাসিয়া
তোমারই নামে গানে অসীমে মিশিয়া
বন্ধু মম অন্তরতম সম্বোধি অপার

গ্রীষ্মে দাবদাহে তুমিই শীতলতা হিমে তুহিনে উষ্ণ সজীবতা
এসো গো কাছে এসো হৃদয়াসনে বসো নাশো গো ক্লেশ সবাকার


Madhumanjúśá Ranchi
1983 January 23

0225

Status:    Done

সাথে সাথে থেকো চরণে ধরে রেখো কখনো যেও নাকো দূর
ঝঞ্ঝা-বাত্যায় মর্মব্যথায় ভরিয়া দিও তব সুর

তোমারই ছায়াতে সবে রহিয়াছে সুখে
তব মুখপানে চেয়ে সবাই ভুলেছে দুঃখে
চরণ ধরিয়া রবো দূরে যেতে নাহি দোব পরশ লভিবো মধুর

দোষে না মনে রেখো আমিও তোমারই গো বিচ্ছেদে কোরো না আতুর


Madhumanjúśá Ranchi
1983 January 23

0226

Status:    Done

কৃষ্ণ
সকলের আঁখি ছলছল অকালে বাদল নামলো কেন বল
আমি তো তেমনি আছি খুশীতে নাচি আলো ঝলমল

ব্রজবাসী
শুণেছি যাচ্ছো চলে মোদের ফেলে তুমি মথুরায়
ভাবিয়া আকুল হিয়া তাই তো মোরা কেঁদে মরি হায়

কৃষ্ণ
দুষ্টদমনে শিষ্টপালনে যেতে মথুরায় আমি অবিচল
মনে মনে বৃন্দাবনে সতত আছি জেনো প্রতি পল


Madhumanjúśá Ranchi
1983 January 24

0227

Status:    Done

শোণো গো শোণো গো শোণো ধরাবাসী
অজানা পথিক এক এসেছে
মমতাভরা আঁখি সবারে ডাকি ডাকি কী যেন কথা সে যে কহিছে

নাচের তালে তাল মিলিয়ে সে যে চলে
সুরের মায়াডোরে সবারে বেঁধে ফেলে
দেখো গো দেখো গো সবাই দেখো গো মোহন সাজে সে যে সেজেছে

নূপুরনিক্কনে সবার কাণে কাণে জ্যোতির দ্যোতনায় সবার প্রাণে প্রাণে
কহে সে দেখো ভরা সুধার পসরা এনেছি বিলাইতে ধরা মাঝে


Madhumanjúśá Ranchi
1983 January 24

0228

Status:    Done

কৃষ্ণ
কংসদমনে শিষ্টপালনে নিশ্চয়ই আমি যাবো মথুরায়
শুভ কাজে যাই শোণো গো সবাই হাসিমুখে মোরে দাও বিদায়

ব্রজবাসী
এ কাজ হাসিমুখে করিতে পারিবোনা চাঁদেরে রাহুগ্রাসে যেতে দিতে
রথ-পথে তব শুয়ে পড়ে রবো যেতে নাহি দিব কোনো মতে

কৃষ্ণ
সারথি রথ চালাও ওদের উপরে যেতে হবে মোরে আজই মথুরায়
যতই প্রিয় হোক ব্রতকে সার্থক করিতে বাধা দিলে সহিবো না তায়


Madhumanjúśá Ranchi
1983 January 25

0229

Status:    Done


ব্রজবাসী
কৃষ্ণ-দরশনে ব্যাকুল পরাণে এসেছি বহু ক্লেশে বহু আশে
আবীর-কুমকুমে সাজাতে যতনে খাওয়াতে ক্ষীর-ননী পরিতোষে

কৃষ্ণ
নানাবিধ কাজে ব্যস্ত রয়েছি যে সময় নাহি নিতে আবীর-কুমকুমে
মন্ত্রী বলে দাও ওদের বোঝাও ওরা যেন ফিরে যায় ব্রজভূমে

ব্রজবাসী
দহিলে দহিলে দহিলে দহিলে দহিলে দহিলে মোদের দহিলে
ছাই ঢেলে দিলে সব আশা-মাঝে

আঁখিজলে বয়ে কুলহারা হয়ে কুলহারা হয়ে চলেছি গোকুলে লাগিতে তব কাজে


Madhumanjúśá Ranchi
1983 January 25

0230

Status:    Done

কৃষ্ণ
নারদ শোণ কথা আমার এই ব্যথা সারিতে পারে পেলে ভক্ত-পদরজঃ
ধরার কোন্‌ কোণে দেখো গো গোপনে লুকায়ে আছে সেই ভক্ত আজও

নারদ
এ কী হলো দায় কেহ না দিতে চায় চরণধূলি মোর কৃষ্ণচাঁদেরে
সবে কহে মোরে, "তুলিবো না ওরে ও পাপকথা মোর কর্ণকুহরে
ব্রজবাসী ভাই বলো কোথা যাই কেমনে বাঁচাই কৃষ্ণচাঁদেরে
পাপের ভয়েতে কেহ না চাহে দিতে চরণধূলি এই বিপদ মাঝারে

ব্রজবাসী
ভক্ত কি না আমি জানি না মহামুনি শুণিনি সে কথা কখনো আজও
পাপেরে না ডরি সাহসে ভর করি কৃষ্ণে সারাইতে দিলাম পদরজঃ


Madhumanjúśá Ranchi
1983 January 25

0231

Status:    Done

আঁধার নিশায় আমারই হিয়ায় আলো করে তুমি এসেছিলে
মননের প্রতি অণু-ত্র্যসরেণু তাহারই দোলায় আজও দোলে

পতনোত্থানে জীবনধারা চলে কোন যতি-চিহ্ন বাঁধিয়া না ফেলে
তোমার ছন্দে ধরা ছন্দে ভরা গো মননের জ্যোতি তাতে সদা জ্বলে

আসিয়াছো যদি থাকো নিরবধি হিয়ার গহনে ছটা ফেলে


Madhumanjúśá Ranchi
1983 January 25

0232

Status:    Done

কাছে ও দূরে না-জানা সুরে তোমারই গান আমি শুণেছি
মত্ত পবনে স্নিগ্ধ গগন তোমারই ছটা আমি দেখেছি

বাহির জগতে ছন্দে গীতে কেহই ছিলো না সাথে মোর
দুঃখে ব্যাথাতে কান্না অশ্রুতে মুছাইয়া দিতে আঁখিলোর
আঁধার রাতে একলা পথে মোর সাথে সাথে তোমারে পেয়েছি

একাকী মোরে ফেলে সবাই চলে গেছে মিথ্যে ভালবাসা শূন্যে মিশিয়াছে
সকল বিপদে তুমি ছিলে সাথে তাই গো মনে প্রাণে তোমারে ধরেছি


Madhumanjúśá Ranchi
1983 January 26


0233

Status:    Done

এসেছো এসেছো প্রভু এসেছো
জ্যোতির ছটায় ভরে পাশে বসেছো তুমি পাশে বসেছো

তোমার চরণরজেঃ পুণ্য ধরা তোমার পরশে প্রাণ পুলকে ভরা
চেয়েছো চেয়েছো তুমি চেয়েছো
মোর পানে হাসিমুখে আঁখি মেলেছো তুমি আঁখি মেলেছো

তোমার আশিষে ধরা পেলো নব প্রাণ তোমার ছন্দে সুরে এলো নব গান
নিয়েছো নিয়ছো তুমি নিয়েছো
না-জানিয়ে দোষ-গুণ সবই নিয়েছো তুমি সবই নিয়েছো


Madhumanjúśá Ranchi
1983 January 26

0234

Status:    Done

তব দরশন আশে রয়েছি পথের পাশে
নিরাশ করো না প্রভু এই শুধু নিবেদন
মমতামধুর হাসি কুসুম সুবাসে ভাসি
মোর প্রাণে যেন আসি জাগায় নব চেতন

এসো তুমি নাচে তালে যে নাচে ধরা মাতালে
মোর মনে সুধা ঢেলে নব রাগে নবতন

এসো তুমি নব সাজে ধূলির এ ধরামাঝে
থেকো তুমি সব কাজে করে কৃপা অকৃপণ


Madhumanjúśá Ranchi
1983 January 27

0235

Status:    Done

ভ্রমর কাছে এসে আমার চারিপাশে গুনগুনিয়ে এ কথা গেছে বলে
তুমি আছো বসে মোর ডাকার আশে তোমায় কেন আছি গো ভুলে

কেহই জীবনে চেতনে আনমনে তোমায় ভুলে যেতে পারে না কভু
শয়নে স্বপনে নিদে জাগরণে সবার সঙ্গে আছো গো প্রভু
তাকাতে নাহি জানি ত্রুটি যে নাহি মানি জেনেও নাহি জানি ভাসি অকূলে

দিন আসে যায় ফিরে চলে যায় কোথা চলে যায় নাহি জানি
সঙ্গে নিয়ে যায় কোথায় ব্যথায় ভরা মমতার যত বাণী
মর্মে ধরা দাও মননে শোণাও তুমিই থেকে যাও সব গেলে


Madhumanjúśá Ranchi
1983 January 28

0236

Note: Please leave me a message at my talk page when this article will be created. I'll check some things.

Status:    Done

ঘুমঘোরে দেখেছি গো ভাবছো তুমি আমার কথা
কত যে যুগ ভেসে গেছে কেউ বোঝে না আমার ব্যথা

দিন আসে আর দিন চলে যায় অশ্রুধারা বহায়ে হায়
আজ বুঝিলাম তুমি আছো আমার লাগি ভরা দেবতায়
তাই তো চলি ধ্যনে জ্ঞানে তোমারই পানে হে দেবতা


Madhumanjúśá Ranchi
1983 January 29

0237

Status:    Done

  • Note Check spelling of ধুলায় in the second line. Should it be ধূলায়?

তুমি এসো এসো উজ্জ্বল দীপশিখা সঙ্গে নিয়ে
আমার সকল ত্রুটি সরিয়ে দিয়ে সকল অহঙ্কার ধুলায় মিশিয়ে

তুমি চাইলে কী না হয় এই ধরণীতে
তুমি চাইলে সরিতা বয় মরুভূমিতে
তুমি বসো বসো আমার এ শুষ্ক মরুহৃদয়ে

তুমি চাইলে পাষাণেতে কমল ফোটে
তুমি ভাবলে আঁধারেতে আলোক ছোটে
তুমি হাসো হাসো আমার সকল ক্লেশ ভুলিয়ে দিয়ে


Madhumanjúśá Ranchi
1983 January 29

0238

Status:    Done

আমার কথা এত দিনে পড়লো প্রভু তব মনে
তুমি ছিলে আমায় ভুলে তোমার যত ভক্ত সনে

ভুলে ছিলে অবহেলে ভক্ত আমি নই কো বলে
আমায় ধরায় পাঠিয়েছিলে তাও কি ছিলো না স্মরণে
(আজ) তোমার লীলায় তোমার কৃপায় তোমায় ধরি মনে প্রাণে


Madhumanjúśá Ranchi
1983 January 29

0239

Status:    Done

এসেছো তুমি এসেছো
কলাপের মত দূর নীলাকাশে নিজেরে মেলিয়া ধরেছো

হতাশ জীবন তোমারই পরশে নূতন আলোক পেয়েছে
রুনু ঝুনু ঝুনু নুপূর ধ্বনিতে ত্রিলোক জাগিয়া উঠেছে
আরো কাছে এসো আরো কাছে এসো ধরাই যখন দিয়েছো

নাহিক ভকতি নাহিক শকতি প্রাণ ভরে শুধু জানাই প্রণতি
তুমি এ প্রণাম করিয়া গ্রহণ মোরে সার্থক করেছো


Madhumanjúśá Ranchi
1983 January 29

0240

Tagged with spelling confusion
নাহিকো/নাহিক

Status:    Done

তোমার আলোতে ঝলমল করি তব সুরে সদা গান গাই
আমি তব সুরে সদা গান গাই
তোমার ভাবনা প্রাণে আছে ভরি তব পথে যেন নেচে যাই
আমি তব পথে যেন নেচে যাই

স্বপ্নের সেই দেশে যাই ভেসে কুসুমে নাহিকো কাঁটা
যেথা কুসুমে নাহিক কঁটা
ভাবের জোয়ারে যাই হেসে হেসে জীবনে নাহিকো ভাঁটা
যেথা জীবনে নাহিকো ভাঁটা
জীবনের স্রোতে তোমার পানেতে যেন সদা ছুটে চলে যাই

তোমার আশিসে প্রাণের হরষে শিবজ্ঞানে জীবে দেখে যাই


Madhumanjúśá Ranchi
1983 January 29

0241

Status:    Done

তুমি আমার কত আপন আগে বুঝিনি
ছিলে আমার কাছে কাছে কেন ডাকিনি

ছিলে আমার সকল কাজে ছন্দে গানে সুরের মাঝে
সে বীণার তার আজও বাজে তখন শুণিনি

ওগো আমার চলার পথে গভীর আঁধারে
জেগেছিলো সেই স্মৃতিটি মনে বারে বারে
অভিমানে গেলে সরে আমার থেকে অনেক দূরে
কেন তখন পায়ে ধরে হিয়ায় রাখিনি
সকল দ্বিধা সরিয়ে দিয়ে ধ্যনে ধরিনি


Madhumanjúśá Ranchi
1983 January 30

0242

Status:    Done

যাদের মহেতে তোমারে ভুলেছি তারা ছেড়ে গেছে আমারে
যাদের হাসিতে যাদের খুশীতে বিলাইয়া ছিনু নিজেরে

মিছে ভালবাসা শূন্যে মিশেছে অসারতা সব ধরা পড়ে গেছে
(আজ) চোখ খুলে গেছে তোমারে চিনেছি ছাড়িবো না কভু তোমারে
আজ আমার হিয়ার সকল আঁধার নাশি এসো মোর মাঝারে


Madhumanjúśá Ranchi
1983 January 30

0243

Status:    Done

নূপুর ধ্বনি আবার বাজিল আবার বাজিল সুমধুর ছন্দে
ব্যথায় ভরা পরাণ আবার নেচে উঠলো ছন্দে ভরে

রূপে রসে পুষ্পের সুবাসে ধরা আজি হলো ভরা
স্নিগ্ধ আকাশে মদির বাতাসে উচ্ছ্বাসে নাচে বসুন্ধরা
কে কোথায় আছো নিকটে চলে এসো আনন্দে ভরা এই জোয়ারে

কেন সে দূরে ছিলো কহিতে নাহি পারি
কেন সে এসেছে তাহাও বুঝিতে নারি
যাহারে চেয়েছি সে-ই গো এসেছি ধূলিময় ধরার পরে


Madhumanjúśá Ranchi
1983 January 30

0244

Status:    Done

তোমার এ আগমনে ভূতলে গগনে কী সুর বাজিল আজ
এত কাল ধরে শুধু ডাকিয়া এসেছি
এত দিনে শুণিলে তা ওগো মনোরাজ

না ডাকিলে তুমি কেন নাহি কাছে এসো
ডাকার আশায় কেন বসে থাকো

না বলিলে তুমি কেন নাহি কথা বলো
বলার আশায় কেন বসে থাকো

এ কী প্রথা তব অদ্ভুত অভিনব
লীলা ছলে করে যাও আপন কাজ

যাহাই চাহিবে তুমি তাহাই করিব আমি
সদাই হেরিব তব মোহন সাজ


Madhumanjúśá Ranchi
1983 January 30

0245

Status:    Done

গানের সুরেতে তোমারে পেয়েছি নিখিলের মনে স্বস্তি এনেছো
আলোর ঝলকে তোমারে চিনেছি অরূপরতন চিনিয়ে দিয়েছো

কত কী যে আসে কত কী যে যায় তোমার মাঝারে সব থেকে যায়
তোমার সুরেতে তোমার রূপেতে তোমার কোলেতে সবারে রেখেছো

সৃষ্ট জগতে যারা আসে যায় লুপ্ত না হয় তুমি যে দেখিছো


Madhumanjúśá Ranchi
1983 January 30

0246

Status:    Done

  • Two confusions: a) second line "সে দিনের", fourth line সেদিনের b) spelling রূপে/রুপে

ভরা বাদলে তুমি এসেছিলে জলদের ছটা মাখিয়া গায়
সে দিনের সেই পুণ্য স্মৃতিটি আজও প্রাণে শিহরণ জাগায়

কত দিন গেছে কত যুগ গেছে ধরণীর রূপে কত রঙে এসেছে
সেদিনের সেই পুরোনো কথাটি হারানো সুরেতে আজও মাতায়

আসা-যাওয়া আছে সকলের সাথে তুমি শুধু আছো নিত্য বলিতে
তুমি ছিলে আছো থাকিয়া যাইবে ধরা দিলে শুধু সে বরষায়


Madhumanjúśá Ranchi
1983 January 30

0247

Status:    Done

ভরা বাদলে তুমি এসেছিলে এসেছিলে প্রভু সুরে সুরে
অভিমানে আমি মূক মুখে ছিনু তুমি চলে গেলে বহু দূরে
বহু দূরে প্রভু বহু দূরে

আজ পাশে বসো আরো কাছে এসে ধ্যনমাঝে বসো মৃদু হেসে হেসে
অভিমান নাই সদা গান গাই তোমারই সুরেতে বাঁশী পুরে
বাঁশী পুরে প্রভু বাঁশী পুরে

রুনু ঝুনু ঝুনু তোমারই নূপুরে মন থেকে গেছে ভরে ভরে
ভরে ভরে প্রভু ভরে ভরে


Madhumanjúśá Ranchi
1983 January 31

0248

Status:    Done

আজকে প্রভু তোমার সাথে নূতন করে হলো পরিচয়
মোহেরই ঘোর সরিয়ে দিয়ে ধরা দিলে মনোময়

তাই তো দেখি ফুলবনে আজ জোয়ারে এসেছে
মাতাল হাওয়া মধুরিমায় ভরে উঠেছে
কাণ পেতে শুণি একই সুরের মূর্চ্ছ্না জাগে ভূবনময়

সুরেরই ঢেউ তানে তানে বাজলো আজি প্রাণে প্রাণে
সকল হিয়ায় রঞ্জন এলো স্পন্দন এলো তব দোলায়


Madhumanjúśá Ranchi
1983 February 01

0249

Status:    Done

তোমারই আসা পথে চাহিয়া আছি যে আমি
শুণিলে না মোর কথা এখনও আসিয়া তুমি

আজিকে হিয়া মম বরষা-কেতকী সম
সুরভি বিলায়ে চলে বাতাস চুমি

সুরভি ভেসে চলে চরাচরে নভোনীলে
ঝরা পরাগের ব্যথা শুণিবে না কি তুমি


Madhumanjúśá Ranchi
1983 February 01

0250

Status:    Done

কেন ধরায় এসেছি গেছি ভুলে ভুলে গেছি সে কথা
কেন তুমি নাহি আসো কেন দাও গো মনে ব্যথা

একা ধরায় পাঠিয়ে দেওয়া দূরে রেখে ভুলে যাওয়া
এ কী তব ভালবাসা এ কী তব মমতা

প্রদীপ জ্বেলে আঁধার ঘরে বসে আছি তোমার তরে
আর দেরী নয় যায় যে সময় বোঝো মোর আকুলতা


Madhumanjúśá Ranchi
1983 February 02

0251

Status:    Done

  • Note: Date confusion

আজি মোরে আঁখিতে বান কেমন পরাণ দেখিয়া দেখো না
তুমি দেখিয়া দেখো না

চলেছি তোমারই পানে তোমারই গানে ভাবিয়া ভাবো না
তুমি ভাবিয়া ভাবো না

যারা তোমায় ভালোবাসে তোমারই লাগি কাঁদে হাসে
তাহাদের প্রাণের কথা মর্মব্যথা শুণিয়া শোণো না
তুমি শুণিয়া শোণো না

তথাপি আমি চলিবো পথেতে তব জানিয়া রেখো কিছুতে ছাড়িবো না
আমি কিছুতে ছাড়িবো না


Madhumanjúśá Ranchi
1983 February 02

0252

Status:    Done

  • Note: Date confusion

কে গো গেয়ে যায় সুরের মায়ায় ছন্দ জাগায় দেয় দ্যোতনা
নেচে চলে যায় মোর পানে চায় কথা নাহি কয় যেন চেনে না

বিশ্বাতীত কামনাশূন্য সর্বাধার পরমপুণ্য
ভরে আছে সব প্রাণে ও মনে হেন কিছু নাই সে জানে না

আনন্দঘন প্রকৃত প্রভু মমতায় বিশ্ববিভু
সবার লাগিয়া সতত জাগিয়া কোন কিছুকেই সে ভোলে না


Madhumanjúśá Ranchi
1983 February 03

0253

Status:    Done

  • Note: Date confusion

আমার মনের মুকুরে প্রাণঢালা সুরে তব গান এসেছিলো
আমি না চাহিতে আমার চিত্তে নিজে এসে ধরা দিয়েছিলো

ভুলিতে পারি না সে সুরসম্ভার আজও সে আমাকে ডাকে বারেবারে
সে যে আমার হিয়ায় তোমার হিয়ায় বন্ধনসেতু গড়েছিলো

আমাম্র সকল মমতা সব ব্যকুলতা তব সুরে বেজে উঠেছিলো


Madhumanjúśá Ranchi
1983 February 3

0254

Status:    Done

  • Note: Date confusion

মন ভেসে যায় সজল হাওয়ায় চম্পক-সুরভি মাখি
সে যে অচেনা বঁধু প্রাণের সব মধু ঢালিয়া তারে গো ডাকি

কেন সে থেকে যায় দূর বিদেশে কেন সে নাহি আসে কাছে
কেন গো মোর পানে নাহি তাকায় সে কেন সে দূরে থেকে নাচে
তাহারই ছন্দে গানে চলি যে তারে পানে যে রেখেছে নিজেরে ঢাকি

নহে গো নহে গো নহে দূরে সে সে যে মোরে সব চেয়ে ভালবাসে
বিপদে সম্পদে থাকে পাশে পাশে দেখা না দিয়ে সে মৃদু হাসে
যদিও অচেনা নহে সে অজানা তার লীলা বুঝিতে না বাকি


Madhumanjúśá Ranchi
1983 February 04

0255

Status:    Done

আমি তোমার লাগিয়া জাগিয়া রয়েছি সতত তোমার পথ চেয়ে
তোমার লাগিয়া মালা গেঁথে আর তোমার ভাবনা মনে নিয়ে

কেন বাঁধলে আমায় বাঁধনডোরে বাঁধলে কেন গো
কেন ভাসাও আমায় আঁখির লোরে ভাসাও কেন গো
আমি কিছুতে তোমায় ভুলিতে পারি না পড়িলাম এ কী মহা দায়ে

তাই এসো গো গোপনে আমার মননে একান্তে মোর হয়ে গিয়ে


Madhumanjúśá Ranchi
1983 February 04

0256

Status:    Done

বর্ষামুখর রাতে নৃত্যের সাথে সাথে তুমি এসেছিলে হৃদি আলোকিত করিয়া
রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু
রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু

মধুরিমা-মাখা রাগে প্রাণ-ঢালা অনুরাগে আমার সকম মোহতিমির নাশিয়া

মমতামধুর আঁখি ভরা ছিল সুষমায় মোহ্ন কণ্ঠ তব ভরা ছিল কী মায়ায়
বার বার ডেকেছিলে সুধাধারা ঢেলেছিলে
আমারে মাতায়ে ছিলে মৃদু ম্রৃদু হাসিয়া

আমারে শিখায়েছিলে তুমি ছাড়া এ নিখিলে
আর কেহ নাই যারে পাই ভালবাসিয়া


Madhumanjúśá Ranchi
1983 February 05

0257

Status:    Done

আসন পাতা আছে আজ তোমা লাগি
মালা গাঁথা আছে আজ আছি জাগি

এসো গো ধীরে ধীরে মানস্মন্দিরে
প্রদীপ জ্বালা আছে আজ আরতি লাগি

এসো গো হেসে হেসে আজ কৃপা মাগি


Madhumanjúśá Ranchi
1983 February 05

0258

Status:    Done

অরুণ তোমার ভোরের আলোয় আমায় সঙ্গে নেবে না
বিশ্বভূবন রাঙিয়ে আমার সঙ্গে কথা কবে না

চলবো তোমায় সঙ্গে নিয়ে তোমার রঙে রঙ মিলিয়ে
সকল প্রাণকে রঙীন করে জাগিয়ে নোতুন চেতনা

সবার হিয়ায় করে নোব ঠাঁই সবাই আপন পর কেহ নাই
একাই ধরায় এসেছি গো একেরই নিই ভাবনা


Madhumanjúśá Ranchi
1983 February 12

0259

Status:    Done

ফাগুনের আগুন-লাগা পলাশ বনে কে এসেছে
দেখে যেন হয় গো মনে চিনি চিনি চেনা আছে

না জানিয়া বেসেছি ভালো তারই রঙে জ্বেলেছি আলো
তারই ভাবে বিভোর হিয়া নেচে চলে যায় তারই কাছে

দোষ-গুণ নাহি বুঝি পরশমণি পেয়ে গেছি
তাই মনেরই মঞ্জুষা মোর মধুমাসে মেতে উঠেছে


Madhumanjúśá Ranchi
1983 February 13

0260

Status:    Done

বন্ধু আমায় বলিতে পার কোন দেশেতে থাকো
আলোর খেলায় রূপের মেলায় আমায় কেন ডাকো

মনের গহনে কখনো গোপনে কম্বুকণ্ঠে কভু কাণে কাণে
মধুমাখা স্বরে ডেকে যাও মোরে ক্ষুদ্র ভাবনা ভুলায়ে রাখো

ঢালিয়া সুধাধারা করে আপনহারা নিকষ কালো ক্লেশে জ্যোতিতে ঢাকো


Madhumanjúśá Ranchi
1983 February 13

0261

Status:    Done

  • Note: The last line, according MP3 audio it is "আমি চেয়ে আছি তব পানে"

তোমার আসা তোমার যাওয়া হয় না কভু ছিলে আছো থাকবে তুমি সবখানে
প্রভাত-রবির আলোয় প্রভু নাচছো তুমি মোর মনে
তুমি নাচছো সদাই সব মনে

সকল মনের প্রদীপ তুমি সকল মন্ত্র যাহাই শুণি
সবায় নিয়ে সব বিষয়ে করছো লীলা নিজ সনে
তুমি করছো লীলা নিজ সনে

সকল রূপের স্রষ্টা তুমি সকল ধ্যনের আধারভূমি
জেনে কিংবা নাহি জেনে চেয়ে আছি তব পানে
মোরা চেয়ে আছি তব পানে


Madhumanjúśá Ranchi
1983 February 14

0262

Status:    Done

একলা পথ চলি কিছুতে নাহি টলি এগিয়ে চলি আমি তাহারই টানে
অতীত কথাগুলি পিছনে রাখি ফেলি সদাই যাই চলে তাহারই গানে

মানসব্রজপরিক্রমায় হায় কত কী যে আসে, কত কী যে যায়
তাদের রঙ-রূপের নেশা মোহ কেটে সতত চলেছি তাহারই পানে

পথের কাঁটাগুলি উপড়িয়া ফেলি সবার পথ চলা আলোকে ভরে তুলি
সবার কথা ভেবে সবার অনুভবে নিজেরে মিশায়ে সুমধুর তানে


Madhumanjúśá Ranchi
1983 February 14

0263

Status:    Done

তব আগমনে তব নামে গানে হয়েছি আপনহারা
আমি হয়েছি আপনহারা
তব রঙ রূপে আঁধার নিশীথে নেমেছে জ্যোৎস্নাধারা
আজি নেমেছে জ্যোৎস্নাধারা

আজ খুশীর জোয়ারে ত্রিলোক বহিয়া যায়
কোরকের মধু শত ধারে কোথা ধায়
তোমার স্পর্শে অপার হর্ষে প্রাণের তন্ত্রী অসীমে হারা
আজি প্রাণের তন্ত্রী অসীমে হারা

আজ অতীতের দিকে কে বা ফিরে যেতে চায়
আলোকের বানে ভূবন ভাসিয়া যায়
ফেলে আসা তিথি সকল আকুতি তোমাতে হয়েছে ভরা
আজি তোমাতে হয়েছে ভরা


Madhumanjúśá Ranchi
1983 February 15

0264

Status:    Done

গহন রাতে মনোবীণাতে হিয়ার গোপন ব্যথা
বলিবো তোমার কাণে কাণে আমি বলিবো তোমার কাণে কাণে

ধরায় কেন কান্না আসে হাসি-খুশীর পাশে পাশে
সহসা সুখ সরে যায় ক্ষণিক আলোর ঝিলিক টেনে

যে বা তোমায় সদাই ডাকে দাও না সাড়া কেন তাকে
কেন গো ফুল ঝরে যায় জোয়ার শেষে ভাঁটার টানে


Madhumanjúśá Ranchi
1983 February 15

0265

Status:    Done

আকাশে ছিলো যে মেঘ সে যখন এলো
সকল আঁধার সরিয়ে দিয়ে সে এলো

বুঝিতে নারিনু তারে কী যে সে বলিলো মোরে
প্রাণের আকুতি থাতাএ যে ভরা ছিলো

বাহির বিশ্ব হাতছানি দিলো মোরে শুণিয়া শুণি নি তারে
মরমের বাণী কী যেন সে এনেছিলো

আমি চলেছি তাহারই টানে মমতামধুর গানে
হারানো মাধুরী সবই সে ফিয়ায়ে দিলো


Madhumanjúśá Ranchi
1983 February 15

0266

Status:    Done

তোমায় আমায় প্রথম দেখা সোণালী সাগরতটে
আলোকধারায় বন্যা এনে এসেছিলে মানসপটে

এসেছিলে নিঝুম রাতে বীণার তারে ঝঙ্কারেতে
আকাশভরা কবিতাতে ধরা দিয়েছিলে অকপটে

স্বপ্নে যখন ধরা দিলে জাগরণে কেন না এলে
সকল সত্তা ঝলমলিয়ে দুঃখে সুখে সঙ্কটে


Madhumanjúśá Ranchi
1983 February 16

0267

Status:    Done

তোমারই আশে রয়েছি বসে তোমারই পদধ্বনি মন মাতায়
মধুর হাসি তব তোমারই সৌরভ হতাশ হৃদয়ে আশা জাগায়

তোমারই ফেলে আসা চরণধূলি পরে বিশ্বমানবতা আভূমি নতি করে
তোমারই রঙে রূপে তোমারই ধূপে দীপে তোমারই প্রাণীণতা তৃষা মেটায়

আমিও তোমারই গো তোমারই সকলই তো বুঝেও বোঝেনা তমসাহত চিত
তোমারই ছন্দে গানে তোমারই সুরে তানে তোমারই ভালোবাসা সবে নাচায়


Madhumanjúśá Ranchi
1983 February 16

0268

Status:    Done

  • Note: According to mp3 audio, fifth line the word is নিঠুর and not নিষ্ঠুর

বন্ধু তোমার কঠোরতায় ভয় পাবো না কোন কিছুতেই
আলোকের যাত্রাপথে তোমায় চেয়ে আমি চলিবই

যে বা বলে তোমায় কঠোর সে বোঝে না তোমার কদর
তোমার এই কঠোরতা কোমলতাকে ডেকে রাখিতেই

যে বা তোমায় বলে নিষ্ঠুর সে থেকে যায় তোমা থেকে দূর
কাছে এলে বুঝবে সে জন সুজন তোমার মত কেহ নাই


Madhumanjúśá Ranchi
1983 February 16

0269

Status:    Done

তোমারই নামেতে তোমারই গানেতে তোমাকে জীবন সঁপেছি
সকল ভাবের আধার তুমি গো তব ভাবনাই নিয়েছি

জলে স্থলে আর দ্যুলোকে ভূলোকে মধুরমিয়া-মাখা প্রভাত-আলোকে
সকল-কর্মে প্রাণের ধর্মে তোমাকেই সার জেনেছি

নীলোদধি-স্রোতে স্নিগ্ধ আকাশে গন্ধমদির মধুর বাতাসে
তোমার লীলায় তোমার খেলায় আমি অভিভূত হয়েছি


Madhumanjúśá Ranchi
1983 February 16

0270

Status:    Done

তোমার কথা আমি ভাবি বারে বারে ভাবি বারে বারে
তুমি ছাড়া কে বা ভালবাসে মোরে, ভালবাসে মোর

রাত্রি যখন হারায়ে যায় প্রভাত-রবির অরুণ আভায়
সেই রঙেতেই আমি যে পাই তোমার পরশ তোমার সুধায়

সাঁঝের রবি হাতছানি দেয় ডেকে ডেকে বলিতে চায়
কভু আমি নইকো একা তুমি আছো দেখো আমায়


Madhumanjúśá Ranchi
1983 February 17

0271

Status:    Done

প্রভু তোমারই লীলা তুমি বোঝাও
মনের মাঝে লুকিয়ে থাকো ধরা নাহি দিতে চাও

দেখে সে মধুর হাসি শুণে সে মধুর বাঁশী
মন কোথা যায় ভাসি মোরে কাছে টেনে নাও

ভুলিতে চাহি গো যদি না ভুলে সদাই কাঁদি
কেন ফুলডোরে রাখো বাঁধি বলো তুমি কী বা চাও


Madhumanjúśá Ranchi
1983 February 17

0272

Status:    Done

তুমি কত না লীলাই জানো তুমি কত না লীলাই জাণ
বিশ্বভূবন চালিয়ে বেড়াও কোন মানা নাহি মানো

তব রথের চাকা এগিয়ে চলে দিক্‌-দিগন্তে নভোনীলে
সবার প্রাণে পরশ দিয়ে কোন বাধায় নাহি থামো

সবায় তুমি ভালোবাসো সবার লাগি কাঁদো হাসো
দুঃখের সময় দাও বরাভয় মিষ্টি হাসি সঙ্গে আনো


Madhumanjúśá Ranchi
1983 February 17

0273

Status:    Done

আঁধার নিশীথে তুমি এসেছিলে আলোকের ছটা সাথে নিয়ে
(আমার) মধু-হৃদিমাঝে দিয়েছিলে স্বাদু সুশীতল সরিতা বহায়ে

তুমি এসেছিলে নীরব প্রহরে মন্দমধুর স্নিগ্ধ সমীরে
আমার সব ক্ষুদ্রতা সকল দীনতা দিয়েছিলে সুদূরে ভাসায়ে

(তখন) আকাশ ধরণী কেঁপে ঊঠেছিলো সকল হিয়ায় ছন্দ যে ছিলো
আমার সকল অহমিকা ধূলায় মিশায়ে অমৃতের কণা দিয়ে দিয়ে


Madhumanjúśá Ranchi
1983 February 17

0274

Status:    Done

  • Note: Per the mp3 audio, the sixth line: "সৃষ্টির আলো পাশে"

তোমার আসা-যাওয়া হ্য না কভু একথা জেনেও না জানি
নাহি তব আবাহন নাহি বিসর্জন, মেনেও না মানি

বিকাশের অবকাশে ধ্বংসের বীজ ভাসে
নিত্যকালের লীলা বয়ে চলে মহাকাশে
তৃতীয় নয়নে আগুন জেওলেছো তুমি দুচোখে হাসির চাহনি

সৃষ্টির আলোর পাশে কালো ছায়া নেবে আসে
আলো কালো তুমি আপনি


Madhumanjúśá Ranchi
1983 February 17

0275

Status:    Done

বন্ধু আমার এসো গো প্রাণে আকাশ এখন কবিতায় ভরা
চাঁদের হাসি মানা না মানে চাঁদের হাসি স্বপন আনে

ভালবাসা তব এ কী অভিনব ছন্দ জাগায় নিত্য নব নব
ধরা পড়ে গেছো লুকিয়ে কেন আছো আঁখি মেলে চাও আমারই পানে

সতত তোমারই পথে চলিবো সকল রকমে তব মন ভোলাবো
মনেতে মেতে আছি ভয় ভুলে গেছি নির্দ্বিধায় যাবো তোমারই গানে


Madhumanjúśá Ranchi
1983 February 18

0276

Status:    Done

(সে যে) জ্যোতির ছটায় ভাসিয়ে দিলো
বিশ্বভূবন রাঙিয়ে দিয়ে প্রাণের আলোয় ভরিয়ে দিলো

বলে কেউ যে আমার পর নেই সয়াইকে সাথে নিতে চাই
আমি শুধু মৃদু মৃদু হেসে শুধু ভালবেসে অসীমের পানে নেচে যাই
আমি অসীমের পানে নেচে যাই সে যে সবার চিত্ত জিনিয়া নিলো

সবার মনের মর্মবেদনা বুঝে সে যে সান্ত্বনা দিলো
আলোর সাগর তোলপাড় করে সবাকার হিয়া মাতিয়ে দিলো


Madhumanjúśá Ranchi
1983 February 18

0277

Status:    Done

শুধু তোমাকেই আমি ভালবাসিয়াছি না জানিয়া যুগে যুগে
ছুটিয়া চলেছি তব প্রেষণায় উল্কার গতিবেগে

এগিয়ে চলেছি তন্দ্রাবিহীন গেছে কত রাত গেছে কত দিন
তবু যারায় বিরতি ছিলো না আঁখি ছিলো সদা জেগে

(আজ) তোমাকেই আমি পেয়েছি গো কাছে নয়ন-ভুলানো মধুমাখা সাজে
(আজ) সকল যাতনা লীন হয়ে গেছে তোমারই রূপে রাগে


Madhumanjúśá Ranchi
1983 February 19

0278

Status:    Done

তোমাকে সঁপেছি গো পরাণ তুমি কি চাহিবে ফিরে
(আমার) সব আশা ভালবাসা ভরে আজি তোমায় ঘিরে

তব পদধ্বনি লাগি যুগে যুগে আছি জাগি
নব নব মালা গেঁথে ভিজায়েছি আঁখিনীরে

পূর্বাকাশে আলো ভাসে মৃদু হাসি সে যে হাসে
সে হাসিটি তব প্রভু রঙে রূপে আছে ভরে


Madhumanjúśá Ranchi
1983 February 19

0279

Status:    Done

তোমায় কী নামে ডাকিবো গো কী বা হবে তব অর্চনা
কোন্‌ প্রয়োজন কুসুম-চন্দন সবই যবে তব কল্পনা

লোকাতীত তুমি সবার উপরে সকল সত্তা তোমারই ভিতরে
কোন্‌ উপাচারে পূজিব তোমারে কোন্‌ মন্দির করিবো স্থাপনা

আছো চরাচরে অনল অনিলে আকাশে পাতালে দূর নভোনীলে
নাহি আবাহন নাহি বিসর্জন মন্ত্র তোমায় বাঁধিতে পারে না


Madhumanjúśá Ranchi
1983 February 19

0280

  • Note: Per PSB book source, song #0280 was written at Madhuketan Anandashiila, song #0281 at Madhumanjúśá Ranchi again song #0282 at Madhuketan Anandashiila, all on 1983 February 20.

Status:    Done

  • Note: used spelling দূরে, considering দুরে a typo

(প্র্ভু) এসো তুমি রূপের ছটায় জ্যোতির ঝলকে
অনুভূতির পূর্ণতাকে রাঙিয়ে আলোকে

বিশ্বাতীত বিশ্বময় তুমি ভাব ভাবনার আধারভূমি
তোমার কাহ করে যাই ধ্যান ধরে যাই নিত্য নব লোকে

কভু আমায় রেখো না দূরে চেতনা দাও ছন্দময় সুরে
যেন হারিয়ে যাবার দুঃখ পাবার টলি না শোকে


Madhuketan Anandashiila
1983 February 20

0281

  • Note: Per PSB book source, song #0280 was written at Madhuketan Anandashiila, song #0281 at Madhumanjúśá Ranchi again song #0282 at Madhuketan Anandashiila, all on 1983 February 20.

Status:    Done

বিশ্বাতীত বিশ্বগ তুমি তবু কেন খুঁজে মরি হায়
অনল অনিলে মহা নভোনীলে স্পন্দন জাগে তব কৃপায়

তুমি উৎস সব প্রেরণার সব সৃষ্টির সকল শোভার
তোমার লীলায় অভিভূত আমি তন্ময় হই সে ভাবনায়
আমি তন্ময় হই সে ভাবনায়

সকল মনের গহন কোণেতে জেগে আছো প্রতি পলে বিপলেতে
বাহিরে সদাই খুঁজিয়া বেড়াই তাই বৃথা চলে যায় সময়
মোর তাই বৃথা চলে যায় সময়


Madhumanjúśá Ranchi
1983 February 20