User:T12/PSB: Difference between revisions

From Sarkarverse
Jump to navigation Jump to search
(→‎0252: new section)
m (Abhidevananda moved page User:Tito Dutta/PSB to User:T12/PSB: Automatically moved page while renaming the user "Tito Dutta" to "T12")
 
(76 intermediate revisions by 2 users not shown)
Line 13: Line 13:
----
----


== 0234 ==


{{Status|done}}
<poem>
তব দরশন আশে রয়েছি পথের পাশে
নিরাশ করো না প্রভু এই শুধু নিবেদন
মমতামধুর হাসি কুসুম সুবাসে ভাসি
মোর প্রাণে যেন আসি জাগায় নব চেতন
এসো তুমি নাচে তালে যে নাচে ধরা মাতালে
মোর মনে সুধা ঢেলে নব রাগে নবতন
এসো তুমি নব সাজে ধূলির এ ধরামাঝে
থেকো তুমি সব কাজে করে কৃপা অকৃপণ
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 27
</div>
</poem>
== 0235 ==
{{Status|done}}
<poem>
ভ্রমর কাছে এসে আমার চারিপাশে গুনগুনিয়ে এ কথা গেছে বলে
তুমি আছো বসে মোর ডাকার আশে তোমায় কেন আছি গো ভুলে
কেহই জীবনে চেতনে আনমনে তোমায় ভুলে যেতে পারে না কভু
শয়নে স্বপনে নিদে জাগরণে সবার সঙ্গে আছো গো প্রভু
তাকাতে নাহি জানি ত্রুটি যে নাহি মানি জেনেও নাহি জানি ভাসি অকূলে
দিন আসে যায় ফিরে চলে যায় কোথা চলে যায় নাহি জানি
সঙ্গে নিয়ে যায় কোথায় ব্যথায় ভরা মমতার যত বাণী
মর্মে ধরা দাও মননে শোণাও তুমিই থেকে যাও সব গেলে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 28
</div>
</poem>
== 0236 ==
'''Note:''' Please leave me a message at my talk page when this article will be created. I'll check some things.
{{Status|done}}
<poem>
ঘুমঘোরে দেখেছি গো ভাবছো তুমি আমার কথা
কত যে যুগ ভেসে গেছে কেউ বোঝে না আমার ব্যথা
দিন আসে আর দিন চলে যায় অশ্রুধারা বহায়ে হায়
আজ বুঝিলাম তুমি আছো আমার লাগি ভরা দেবতায়
তাই তো চলি ধ্যনে জ্ঞানে তোমারই পানে হে দেবতা
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 29
</div>
</poem>
== 0237 ==
{{Status|done}}
<poem>
* '''Note''' Check spelling of ধুলায় in the second line. Should it be ধূলায়?
তুমি এসো এসো উজ্জ্বল দীপশিখা সঙ্গে নিয়ে
আমার সকল ত্রুটি সরিয়ে দিয়ে সকল অহঙ্কার ধুলায় মিশিয়ে
তুমি চাইলে কী না হয় এই ধরণীতে
তুমি চাইলে সরিতা বয় মরুভূমিতে
তুমি বসো বসো আমার এ শুষ্ক মরুহৃদয়ে
তুমি চাইলে পাষাণেতে কমল ফোটে
তুমি ভাবলে আঁধারেতে আলোক ছোটে
তুমি হাসো হাসো আমার সকল ক্লেশ ভুলিয়ে দিয়ে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 29
</div>
</poem>
== 0238 ==
{{Status|done}}
<poem>
আমার কথা এত দিনে পড়লো প্রভু তব মনে
তুমি ছিলে আমায় ভুলে তোমার যত ভক্ত সনে
ভুলে ছিলে অবহেলে ভক্ত আমি নই কো বলে
আমায় ধরায় পাঠিয়েছিলে তাও কি ছিলো না স্মরণে
(আজ) তোমার লীলায় তোমার কৃপায় তোমায় ধরি মনে প্রাণে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 29
</div>
</poem>
== 0239 ==
{{Status|done}}
<poem>
এসেছো তুমি এসেছো
কলাপের মত দূর নীলাকাশে নিজেরে মেলিয়া ধরেছো
হতাশ জীবন তোমারই পরশে নূতন আলোক পেয়েছে
রুনু ঝুনু ঝুনু নুপূর ধ্বনিতে ত্রিলোক জাগিয়া উঠেছে
আরো কাছে এসো আরো কাছে এসো ধরাই যখন দিয়েছো
নাহিক ভকতি নাহিক শকতি প্রাণ ভরে শুধু জানাই প্রণতি
তুমি এ প্রণাম করিয়া গ্রহণ মোরে সার্থক করেছো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 29
</div>
</poem>
== 0240 ==
; Tagged with spelling confusion: নাহিকো/নাহিক
{{Status|done}}
<poem>
তোমার আলোতে ঝলমল করি তব সুরে সদা গান গাই
আমি তব সুরে সদা গান গাই
তোমার ভাবনা প্রাণে আছে ভরি তব পথে যেন নেচে যাই
আমি তব পথে যেন নেচে যাই
স্বপ্নের সেই দেশে যাই ভেসে কুসুমে নাহিকো কাঁটা
যেথা কুসুমে নাহিক কঁটা
ভাবের জোয়ারে যাই হেসে হেসে জীবনে নাহিকো ভাঁটা
যেথা জীবনে নাহিকো ভাঁটা
জীবনের স্রোতে তোমার পানেতে যেন সদা ছুটে চলে যাই
তোমার আশিসে প্রাণের হরষে শিবজ্ঞানে জীবে দেখে যাই
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 29
</div>
</poem>
== 0241 ==
{{Status|done}}
<poem>
তুমি আমার কত আপন আগে বুঝিনি
ছিলে আমার কাছে কাছে কেন ডাকিনি
ছিলে আমার সকল কাজে ছন্দে গানে সুরের মাঝে
সে বীণার তার আজও বাজে তখন শুণিনি
ওগো আমার চলার পথে গভীর আঁধারে
জেগেছিলো সেই স্মৃতিটি মনে বারে বারে
অভিমানে গেলে সরে আমার থেকে অনেক দূরে
কেন তখন পায়ে ধরে হিয়ায় রাখিনি
সকল দ্বিধা সরিয়ে দিয়ে ধ্যনে ধরিনি
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 30
</div>
</poem>
== 0242 ==
{{Status|done}}
<poem>
যাদের মহেতে তোমারে ভুলেছি তারা ছেড়ে গেছে আমারে
যাদের হাসিতে যাদের খুশীতে বিলাইয়া ছিনু নিজেরে
মিছে ভালবাসা শূন্যে মিশেছে অসারতা সব ধরা পড়ে গেছে
(আজ) চোখ খুলে গেছে তোমারে চিনেছি ছাড়িবো না কভু তোমারে
আজ আমার হিয়ার সকল আঁধার নাশি এসো মোর মাঝারে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 30
</div>
</poem>
== 0243 ==
{{Status|done}}
<poem>
নূপুর ধ্বনি আবার বাজিল আবার বাজিল সুমধুর ছন্দে
ব্যথায় ভরা পরাণ আবার নেচে উঠলো ছন্দে ভরে
রূপে রসে পুষ্পের সুবাসে ধরা আজি হলো ভরা
স্নিগ্ধ আকাশে মদির বাতাসে উচ্ছ্বাসে নাচে বসুন্ধরা
কে কোথায় আছো নিকটে চলে এসো আনন্দে ভরা এই জোয়ারে
কেন সে দূরে ছিলো কহিতে নাহি পারি
কেন সে এসেছে তাহাও বুঝিতে নারি
যাহারে চেয়েছি সে-ই গো এসেছি ধূলিময় ধরার পরে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 30
</div>
</poem>
== 0244 ==
{{Status|done}}
<poem>
তোমার এ আগমনে ভূতলে গগনে কী সুর বাজিল আজ
এত কাল ধরে শুধু ডাকিয়া এসেছি
এত দিনে শুণিলে তা ওগো মনোরাজ
না ডাকিলে তুমি কেন নাহি কাছে এসো
ডাকার আশায় কেন বসে থাকো
না বলিলে তুমি কেন নাহি কথা বলো
বলার আশায় কেন বসে থাকো
এ কী প্রথা তব অদ্ভুত অভিনব
লীলা ছলে করে যাও আপন কাজ
যাহাই চাহিবে তুমি তাহাই করিব আমি
সদাই হেরিব তব মোহন সাজ
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 30
</div>
</poem>


== 0245 ==
== 0307 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
গানের সুরেতে তোমারে পেয়েছি নিখিলের মনে স্বস্তি এনেছো
সবাকার অতি প্রিয় আদরণীয়
আলোর ঝলকে তোমারে চিনেছি অরূপরতন চিনিয়ে দিয়েছো
সকল বক্ষ মাঝে কৌস্তুভ মণি
 
তোমাতে সদাই তুমি ছাড়া নাই
কত কী যে আসে কত কী যে যায় তোমার মাঝারে সব থেকে যায়
না চিনিয়াও তোমাকেই শুধু চিনি
তোমার সুরেতে তোমার রূপেতে তোমার কোলেতে সবারে রেখেছো
 
সৃষ্ট জগতে যারা আসে যায় লুপ্ত না হয় তুমি যে দেখিছো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 30
</div>
</poem>
 
== 0246 ==
 
{{Status|done}}
<poem>
* '''Two confusions:''' a) second line "সে দিনের", fourth line সেদিনের b) spelling রূপে/রুপে
ভরা বাদলে তুমি এসেছিলে জলদের ছটা মাখিয়া গায়
সে দিনের সেই পুণ্য স্মৃতিটি আজও প্রাণে শিহরণ জাগায়
 
কত দিন গেছে কত যুগ গেছে ধরণীর রূপে কত রঙে এসেছে
সেদিনের সেই পুরোনো কথাটি হারানো সুরেতে আজও মাতায়
 
আসা-যাওয়া আছে সকলের সাথে তুমি শুধু আছো নিত্য বলিতে
তুমি ছিলে আছো থাকিয়া যাইবে ধরা দিলে শুধু সে বরষায়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 30
</div>
</poem>
 
== 0247 ==
 
{{Status|done}}
<poem>
ভরা বাদলে তুমি এসেছিলে এসেছিলে প্রভু সুরে সুরে
অভিমানে আমি মূক মুখে ছিনু তুমি চলে গেলে বহু দূরে
বহু দূরে প্রভু বহু দূরে
 
আজ পাশে বসো আরো কাছে এসে ধ্যনমাঝে বসো মৃদু হেসে হেসে
অভিমান নাই সদা গান গাই তোমারই সুরেতে বাঁশী পুরে
বাঁশী পুরে প্রভু বাঁশী পুরে
 
রুনু ঝুনু ঝুনু তোমারই নূপুরে মন থেকে গেছে ভরে ভরে
ভরে ভরে প্রভু ভরে ভরে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 31
</div>
</poem>
 
== 0248 ==
 
{{Status|done}}
<poem>
আজকে প্রভু তোমার সাথে নূতন করে হলো পরিচয়
মোহেরই ঘোর সরিয়ে দিয়ে ধরা দিলে মনোময়
 
তাই তো দেখি ফুলবনে আজ জোয়ারে এসেছে
মাতাল হাওয়া মধুরিমায় ভরে উঠেছে
কাণ পেতে শুণি একই সুরের মূর্চ্ছ্না জাগে ভূবনময়
 
সুরেরই ঢেউ তানে তানে বাজলো আজি প্রাণে প্রাণে
সকল হিয়ায় রঞ্জন এলো স্পন্দন এলো তব দোলায়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 01
</div>
</poem>
 
== 0249 ==
 
{{Status|done}}
<poem>
তোমারই আসা পথে চাহিয়া আছি যে আমি
শুণিলে না মোর কথা এখনও আসিয়া তুমি
 
আজিকে হিয়া মম বরষা-কেতকী সম
সুরভি বিলায়ে চলে বাতাস চুমি
 
সুরভি ভেসে চলে চরাচরে নভোনীলে
ঝরা পরাগের ব্যথা শুণিবে না কি তুমি
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 01
</div>
</poem>
 
== 0250 ==
 
{{Status|done}}
<poem>
কেন ধরায় এসেছি গেছি ভুলে ভুলে গেছি সে কথা
কেন তুমি নাহি আসো কেন দাও গো মনে ব্যথা
 
একা ধরায় পাঠিয়ে দেওয়া দূরে রেখে ভুলে যাওয়া
এ কী তব ভালবাসা এ কী তব মমতা
 
প্রদীপ জ্বেলে আঁধার ঘরে বসে আছি তোমার তরে
আর দেরী নয় যায় যে সময় বোঝো মোর আকুলতা
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 02
</div>
</poem>
 
== 0251 ==
 
{{Status|done}}
<poem>
আজি মোরে আঁখিতে বান কেমন পরাণ দেখিয়া দেখো না
তুমি দেখিয়া দেখো না
 
চলেছি তোমারই পানে তোমারই গানে ভাবিয়া ভাবো না
তুমি ভাবিয়া ভাবো না
 
যারা তোমায় ভালোবাসে তোমারই লাগি কাঁদে হাসে
তাহাদের প্রাণের কথা মর্মব্যথা শুণিয়া শোণো না
তুমি শুণিয়া শোণো না
 
তথাপি আমি চলিবো পথেতে তব জানিয়া রেখো কিছুতে ছাড়িবো না
আমি কিছুতে ছাড়িবো না
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 02
</div>
</poem>
 
== 0252 ==
 
{{Status|doing}}
<poem>
কে গো গেয়ে যায় সুরের মায়ায় ছন্দ জাগায় দেয় দ্যোতনা
নেচে চলে যায় মোর পানে চায় কথা নাহি কয় যেন চেনে না


বিশ্বাতীত কামনাশূন্য সর্বাধার পরমপুণ্য
সকল কুসুম মাঝে তুমি সুরভি গো
ভরে আছে সব প্রাণে ও মনে হেন কিছু নাই সে জানে না
সকল সৃষ্টি মাঝে পদ্মনাভি গো
তোমারই পরশে তোমারই রূপে রসে
সকল অজানা মাঝে তোমাকেই শুধু জানি


আনন্দঘন প্রকৃত প্রভু মমতায় বিশ্ববিভু
মণিকার দ্যুতি তুমি তারকার জ্যোতি তুমি
সবার লাগিয়া সতত জাগিয়া কোন কিছুকেই সে ভোলে না
বসুধার সুধা তুমি তোমাকেই সদা নমি
আসা যাওয়া নাহি তব প্রতি পলে লীলা নব
বিরাট পুরুষ রূপে তোমাকেই শুধু মানি
<div style=text-align:right>
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
Madhumalainca, Kolkata
1983 February 03
1983 March 3
</div>
</div>
</poem>
</poem>

Latest revision as of 11:35, 6 November 2022

Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page


0307

Status:    Done

সবাকার অতি প্রিয় আদরণীয়
সকল বক্ষ মাঝে কৌস্তুভ মণি
তোমাতে সদাই তুমি ছাড়া নাই
না চিনিয়াও তোমাকেই শুধু চিনি

সকল কুসুম মাঝে তুমি সুরভি গো
সকল সৃষ্টি মাঝে পদ্মনাভি গো
তোমারই পরশে তোমারই রূপে রসে
সকল অজানা মাঝে তোমাকেই শুধু জানি

মণিকার দ্যুতি তুমি তারকার জ্যোতি তুমি
বসুধার সুধা তুমি তোমাকেই সদা নমি
আসা যাওয়া নাহি তব প্রতি পলে লীলা নব
বিরাট পুরুষ রূপে তোমাকেই শুধু মানি


Madhumalainca, Kolkata
1983 March 3