Jeo na jeo na ogo bandhu: Difference between revisions

Jump to navigation Jump to search
(→‎Lyrics: Beng)
Line 45: Line 45:
তুমি আছো তাই আছে জগত বাসী
তুমি আছো তাই আছে জগত বাসী
তোমাকে সকলে মোরা ভালো বাসি
তোমাকে সকলে মোরা ভালো বাসি
এই আলো এই ছায়া এই যে বাতাস
নীলেতে চুমকি গাঁথা ওই যে আকাশ
তব সুরে তব তালে সবাই নাচে
তব রাগ অনুরাগ সবাই যাচে
ভুলোনা ভুলোনা ওগো বন্ধু
কাছে এসে হেসে যাও মধুর হাসি
এই হাসি এই গান এই যে আলোক
ভাবের মাধুরী ভরা এই যে দ্যুলোক
তভ নামে এরা সবে ছন্দে মাতে
মনের কথাটি কয়ে তোমারি সাথে
ছিঁড়ো না ছিঁড়ো না ওগো বন্ধু
প্রাণের পরশ পাওয়া পুষ্প রাশি
</poem>
</poem>
| <poem>
| <poem>