User:T12/PSB: Difference between revisions

From Sarkarverse
Jump to navigation Jump to search
(→‎139: ++)
(→‎140: new section)
Line 95: Line 95:
সব কিছুকে ভালো বাসিতে
সব কিছুকে ভালো বাসিতে


</poem>
== 140 ==
{{Status|doing}}
<poem>
(আছো) কবরীবেণীরে কালো ডোর হয়ে' কালোয় কালোয় মিলে' গো
(আছো) কপালের টিপে চোখের কাজলে, কাছে তবু নাহি দেখি গো
(এই) অপরূপ লীলা লুকোচুরি খেলা কেন তাহা নাহি বুঝি গো
আমার সুখের শেষ নাহি যে
তোমায় পেলাম এত কাছে, আমার সুখের শেষ নাহি যে
(আমি) হারাই হারাই সদা ভয় পাই, কেন পাই তাহা নাহি জানি
ভাবিবো না ভাবি, আরো বেশী ভাবি, কেন ভাবি তাহা নাহি জানি
</poem>
</poem>

Revision as of 13:51, 24 January 2014

Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page

136

Status:    Done

আজকের এই শিশুতরু ফলে ফুলে পত্রপুঞ্জে ঢেকে' দেবে তপ্ত মরু

জলসিঞ্চনে মমতার ডাকে আমরা সবাই বাঁচাবো তোমাকে
জলে ঝড়ে রোগে সব উপসর্গে তব সাথে মোরা আছি তরু,

ঊষর ধূসর ঢাকা পড়ে' যাক, মরুতৃষ্ণিকা লীন হয়ে' যাক
শ্যামলে কোমলে ছেয়ে' যাক সব বিশ্বের যত আছে মরু

137

Status:    Done

(মোরা) বেশী কিছু নাহি চাই,
চাই একটু ভালোবাসা, ছোট্ট একটি বাসা
রোদে জলে হিমে মাথা গুঁজিবার ঠাঁই

জেনে' শুণে' অনাদর হতাদর করিবো না তোমাকে
(নিজে) যেমন থাকিবো তেমনি রাখিবো আমাদের এ গৃহকে
বাই মমতামদির শান্তির নীড়, এর বেশী চাহি নাই

ঝড়ে ঝঞ্ঝাতে অশনিনিপাতে তুমি আশ্রয়দাতা, মমত্বে তুমি পিতা
এই অবারিত স্নেহ, অনুপম গেহ চিরদিন যেন পাই

138

Status:    Done

আমি যেদিকে তাকাই হেরি ও রূপ কেবল
সে যে বাহিরে ভিতরে রহে আলোঝলমল

সে যে আকাশে বাতাসে ভাসে অমল আভায়
সে যে পুষ্পে পুষ্পে হাসে মধুর আভায়

সে যে হিয়া মাঝে গান গায় না-বলা ভাষায়
সে যে নৃত্যের তালে আসে মধু দ্যোতনায়

তারে কেমনে ভুলিব আমি
সে যে দোলায় নাচায় সদা সপ্ত ভূমি

যদি লুকোবার তরে যাই গিরিগুহাতে
যদি নীল বেশে নীলাকাশে যাই ভুলাতে
আমি যেদিকে তাকাই সে যে ঘিরিয়া আছে
হাসে আঁখির তারায় কালো রঙেরই মাঝে

পাশরিতে যত চাই পাশরা না যায় গো, পাশরা না যায়
তারে ছেড়ে' বেঁচে' থাকা হলো এ কী দায় গো, হলো এ কী দায় গো
আমি যেদিকে তাকাই হেরি ও রূপ কেবল
সে যে আমারই মাঝে হাসে আলোঝলমল

139

Status:    Done

তুমি এসেছিলে নীরব নিশীথে হৃদাকাশ মোর আলো করিতে
(মোর) কোন গুণ নাই, তবু এসেছিলে, শিখাইছিলে ভালোবাসিতে
সলল প্রাণীকে ভালোবাসিতে

(আমি) যত ভুলি ভুলি করি তত জড়াইয়া ধরি
যত ভুলি ভুলি করি ভুলিতে যে নাহি পারি
তোমার সর্বনাশা সেই যে বাঁশী

বাঁশী দু'কূল প্লাবিয়া হৃদয় ছাপিয়া অশ্রু সরায়ে ভরায় হাসি
সর্বনাশা সেই যে হাসি, প্রাণ কেড়ে' নেওয়া সেই যে হাসি
প্রাণ কেড়ে' নেওয়া সেই যে বাঁশী

(তুমি) সকল ঋতুতে সকল তিথিতে মোর প্রাণে আছো জড়ায়ে
(আর) তনুতে তনুতে অণুতে অণুতে মোর প্রাণে আছো জড়ায়ে

জড়ায়ে আছো, মনের সঙ্গে জড়ায়ে আছো
তনু তনুতে অণুতে অণুতে মোর মনে আছো জড়ায়ে
জড়ায়ে আছো, মনের সঙ্গে জড়ায়ে আছো

তুমি এসেছিলে নীরব নিশীথে হৃদাকাশ মোর আলো করিতে
(মোর) কোন গুণ নাই, তবু এসেছিলে, শিখাইছিলে ভালোবাসিতে
সব কিছুকে ভালো বাসিতে

140

Status:    doing

(আছো) কবরীবেণীরে কালো ডোর হয়ে' কালোয় কালোয় মিলে' গো
(আছো) কপালের টিপে চোখের কাজলে, কাছে তবু নাহি দেখি গো
(এই) অপরূপ লীলা লুকোচুরি খেলা কেন তাহা নাহি বুঝি গো
আমার সুখের শেষ নাহি যে
তোমায় পেলাম এত কাছে, আমার সুখের শেষ নাহি যে

(আমি) হারাই হারাই সদা ভয় পাই, কেন পাই তাহা নাহি জানি
ভাবিবো না ভাবি, আরো বেশী ভাবি, কেন ভাবি তাহা নাহি জানি