User:T12/PSB: Difference between revisions

From Sarkarverse
Jump to navigation Jump to search
(→‎171: done)
(→‎171: add)
Line 44: Line 44:
যতই ঝটিকা আনো, রুদ্র অশনি হানো
যতই ঝটিকা আনো, রুদ্র অশনি হানো
মোর দীপ নিবাইতে পারিবে না তবু
মোর দীপ নিবাইতে পারিবে না তবু
</poem>
== 172 ==
{{Status|doing}}
<poem>
তব কৃপা বিনা আমার তরণী অকূলে ভাসিয়া যায়
কোন কথা আমি শুণিতে চাহিনি, কোন জ্ঞান আমি পাইতে চাইনি
শুধু চাহি তুমি কাছটিতে এসো, দু'হাত বাড়ায়ে ধরিবো পায়
কর্মের দম্ভকে ভয় করি, জ্ঞানের অস্মিতা সহিতে না পারি
</poem>
</poem>

Revision as of 07:07, 23 May 2014

Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page


170

Status:    Done

সবার আপন, তুমি সবার আপন, সবার সঙ্গে আছো ভরে' জীবন
ফুলের মাঝে তুমি মধুনির্যাস, মনের মাঝে তুমি রঙের বিকাশ
হারানো দিনগুলির হাল্কা সুবাস, প্রাণে মনে রহিয়াছো সদা চেতন
তুমি প্রাণে মনে রহিয়াছো সদা চেতন

তোমাকে জানিতে গেলে অজানা হও
তোমাকে বুঝিতে গেলে না-বোঝা রও
তোমাকে ধরিতে গেলে ধরা যে দেয়
ধরা দেয় তব ওই মোহন চরণ, তব মোহন আনন


171

Status:    Done

মনমঞ্জুষা মোর সতত জাগিয়া আছে
তব আসা-পথ চেয়ে ওগো মোর প্রভু
এসো তুমি গানে নাচে, আরও কাছে আরও কাছে
হৃদয়-দুয়ার বন্ধ করি না কভু

এসো তুমি ধূপে দীপে, কুসুম-মধু পরাগে
স্নিগ্ধ শিশিরে ধোয়া রাগে অনুরাগে
নির্বাত দীপশিখা সদাই জ্বলিয়া আছে
তোমার আরতি লাগি', বিশ্ববিভু
যতই ঝটিকা আনো, রুদ্র অশনি হানো
মোর দীপ নিবাইতে পারিবে না তবু


172

Status:    doing

তব কৃপা বিনা আমার তরণী অকূলে ভাসিয়া যায়
কোন কথা আমি শুণিতে চাহিনি, কোন জ্ঞান আমি পাইতে চাইনি
শুধু চাহি তুমি কাছটিতে এসো, দু'হাত বাড়ায়ে ধরিবো পায়

কর্মের দম্ভকে ভয় করি, জ্ঞানের অস্মিতা সহিতে না পারি