User:T12/PSB/RA: Difference between revisions

From Sarkarverse
< User:T12‎ | PSB
Jump to navigation Jump to search
(→‎215: Add)
(→‎216: add)
Line 288: Line 288:


(আজ) ধ্যান-ধারনায় দিবসে নিশায় সার্থক মম আরাধনা
(আজ) ধ্যান-ধারনায় দিবসে নিশায় সার্থক মম আরাধনা
<div style=text-align:right>Madhumanjúśá Ranchi
1983 January 19
</div>
</poem>
</poem>



Revision as of 18:18, 21 November 2014

This is a "Rolling archive" of User:Tito Dutta/PSB.

201

Status:    Done


চৈতী হাওয়ার মন যারে চায় সে যে গো কত দূরে
তাহারই আসা-পথে মন যে চলে ছুটে' বেদনাতে বিধুর

কেন গো, কেন গো, কেন সে দূরে থাকে যার জানা আছে আমায় বলো না
মেতেছি মেতেছি তারই ভাবনাতে, ভাবনা ভুলে যেতে পারি না

নিরালা রাতে জ্যোৎস্না সাথে কেঁদে মরি ব্যাথাতুর
ভোমরা গানে গানে কহে যে কাণে কাণে আশাতে ভরা সুর

Madhumanjúśá Ranchi

1983 January 14

202

Status:    Done

প্রথম জীবনের হারানো সুরের গানগুলি আজও রয়েছে হিয়ায়
রঙে রূপে ভরা লাজ-শরমে ঘেরা কেমনে এ গান গাইব সভায়

দরদী বঁধু ওগো লাজ সরায়ে নাও, মনের কুসুমেরে আজ ফুটিতে দাও
তোমারই লীলায় তোমারই মায়া সবাই ফুটেছে গো মধুর শোভায়

মনের কুঁড়িগুলি পাতায় ছিলো ঢাকা
পাতার ফাঁকে ফাঁকে উঁকি যে দিতেছিলো
আজ লাজ ও ভয় ভুলে' এগিয়ে যাই চলে'
রূপের ধারা থেকে অরূপ সাধনায়

Madhumanjúśá Ranchi

1983 January 15

203

Status:    Done

এসো গো বন্ধু মম ক্ষুদ্র এ হৃদয়ে
তোমা লাগি' জেগে' আছি যুগে যুগে পথ চেয়ে

আছো তুমি সব খানে জেনেও তা নাহি জানি
আসো যাও ভেবে' ভেবে' দেশগত বলে' মানি
যাহাই ভাবি না কেন নাও তুমি মোরে টেনে'
তোমার প্রাণে মিশিয়ে'

জাগাও তোমার জ্যোতি আমারই মানসপটে
বাজাও তোমার বীণা রাগিণী সে ছায়ানটে
বসো গো বন্ধু মম মধুমাখা হাসি নিয়ে'
তোমা' লাগি' জেগে' আছি তালেতে তাল মিলিয়ে'

Madhumanjúśá Ranchi

1983 January 15

204

Status:    Done

এসো গো কাছে এসো, ধরার ধূলি রূপে ভরে' নাও
ফুলেরা লাজে ঢাকা, তাদের বুকে মধু এনে' দাও

মধু রাতে চকোরেতে চাঁদের সাথে কেন যে হাসে
মনের ভোমরা আসে, গুনগুনিয়ে কী যে ভাষে
শিখীরা তরুশাখে কী যে কয়, সব কিছু শোণাও

ফোটে ফুল শুকনো ডালে, মূকও বলে যদি তুমি চাও

Madhumanjúśá Ranchi

1983 January 15

205

Status:    Done

এসো গো সখা তোমারই আশে নিদ নাহি মোর আঁখিপাতে
তোমারই তালে তাল মিলাতে তাল কেটে' যায় প্রতি মুহূর্ত্তে

মন চলে যায় ছোট ভাবনায় রঙের নেশায় রঙীন মায়া
তোমারই স্রোতে নাচিয়া চলিতে শক্তি যোগাও দিবস-নিশীথে

বজ্র আনাও উল্কা আনাও, বল দিয়ে যাও তারে যুঝিতে

Madhumanjúśá Ranchi

1983 January 15

206

Status:    Done

মনের আঁখি সতত রাখি জাগায়ে বন্ধু তোমারই গানে
সুরের স্রোতে দিবস-রাতে তোমারে হেরি হিয়ার কোণে

প্রভাত সূর্য অরুণ আভায় প্রাণ ভরে' দেয় কানায় কানায়
সন্ধ্যা=রবির রঙীন ছবি জীবিত করে নব চেতনায়

এ কী লীলাখেলা তব নিত্য নূতন অনুভব
ভালবাসার দাগ এঁকে দেয় আমারই মনে আমারই প্রাণে
তাই দ্যুলোকবাসী ভূলোকবাসী বরণ করে তোমারে ধ্যানে

Madhumanjúśá Ranchi

1983 January 15

207

  • Note: I could not understand line breaks in the book, please verify it.

Status:    Done

তার মন যদি চায় সব কিছু হয় ধূলিময় এ ধরণীতে
মোহনা হ'তে নদী পাহাড়ে ফেরে যদি কে বা কী গো পারে বলিতে

সে যদি চায় নিমেষে ধরায় লুপ্ত করতে পারে গো
সে যদি চায় মরু-হিমের গা'য় উত্তাপ আনতে পারে গো

সে যদি চায় পাষাণ-কারায় ফুল ফোটাতে পারে গো
সে যদি চায় আঁধার নিশায় আলো ঝরাতে পারে গো

এসো গো সখা এসো ভাবটিতে বসো মনে প্রাণে তাকে বরিতে
যেও না যেও না দূরেতে যেও না কুয়াশাতে ঢাকা পড়িতে

Madhumanjúśá Ranchi

1983 January 16

208

Status:    Done

আসিবে বলিয়া গিয়াছে চলিয়া বঁধুয়া ফিরিয়া এলো না আজও
বলে' গেছে মোরে বীণার ঝঙ্কারে সরলকে হেরে' বক্রকে ত্যেজো

লক্ষ্যকে ভুলে' চলেছি নানা পথে
চলি নি আলোঝরা সামনে সোজা পথে
মোহেরই হাতছানি নিয়ে' গেছে' টানি'
ভুলায়ে সার বাণী, সত্যকে খোঁজো

আজ চারিদিকে হায় আলো ঝলকায়
মোরে কয়ে যায়, তুমি কাছেই রাজো

Madhumanjúśá Ranchi

1983 January 17

209

Status:    Done

তোমার এ অসীম অপার ভালবাসার বিনিময়ে হায় কী বা দিয়েছি
দু'হাতে নিয়েছি সব, দিতে শিখি নি, নিতে শিখেছি

ফুলে ফলে রূপে রসে প্রাণকে আমার দিয়েছো ভরে'
বুদ্ধিদীপ্ত-মধুরতা চাওয়ারও বেশী দিয়েছো মোরে
শুধু দাও বলার অধিকার তোমারে আমার হৃদয়ে ধরেছি

পরাণের সকল মধু দুঃখের বঁধু তোমাতে আমি উজাড়ি' ঢেলেছি

Madhumanjúśá Ranchi

1983 January 17

210

Status:    Done

দিন গুণে' আর কাল গুণে' গুণে' বসিয়াছিলাম এলে' ফাগুনে
রূপের মায়ায় সুরের সুধায় চেয়ে' আছি মুগ্ধ-নয়নে

মন যে আমার অসীমে হারা সকল মোহের বাঁধনছাড়া
তোমারে পেয়ে' সব পেয়েছি, আনন্দ আজ প্রাণে মনে

এসো গো বন্ধু সবারে মাতাও, সবারে নাচাও আপন গুণে

Madhumanjúśá Ranchi

1983 January 17

211

Status:    Done

দিন আসে আর দিল চলে' যায়, কোথা' চলে' যায় কেই বা জানে
কখনো চেতনে কভু অচেতনে, কখনো ঘুমে কভু জাগরণে

কোথায় ছিলাম কবে যে এসেছি, কেন যে এসেছি ভুলিয়া গিয়াছি
আমার যতখানি আমি যে জানি, আমার চেয়ে বেশী সে-ই যে জানে

আমার প্রয়োজন যত আয়োজন সবই ভরা আছে তাহারই মনে

Madhumanjúśá Ranchi

1983 January 17

212

Status:    Done

নীরব রাতে তোমারই সাথে না-বলা কথা অনেক রয়ে গেছে
কেন বা গুল্‌বাগে হাজারো কাঁটা থাকে কেন গো নির্ঝর রুক্ষ পথ বাছে

কমল গন্ধে ভরা মলিন জলে ফোটে হাসিতে ভরা ধরা আঁধার পথে ছোটে
স্নেহ-মমতাভরা রঙীন খোয়াবে ঘেরা কেন গো সৃষ্টিতে কালের ছায়া নাচে

কেন গো অহমিকা কেন গো অস্মিতা লুটায়ে পড়ে তব চরনধূলি নাচে

Madhumanjúśá Ranchi

1983 January 18

213

Status:    Done

এসো এসো বন্ধু জীবনের প্রতি নিশ্বাসে
বসো বসো কাছে বসো মনকে ভরে সুবাসে

তুমি ছাড়া আর কে আছে আমার মনের কথা শোণাতে
আর কেহ নাই যাহাকে শোণাই গোপন কথা নিভৃতে
গাও গাও বন্ধু গাও আশায় ভরিতে বাতাসে

নাও নাও খুশী মনে নাও সব কিছু মোর হেসে হেসে

Madhumanjúśá Ranchi

1983 January 19

214

Status:    Done

আঁখিতে ছিলো জল মমতা ছলছল সে যবে গিয়েছিলো দূর বিদেশে
চাহিয়া মোর পানে কী যেন গোপনে কয়েছিলো মোরে বঁধুয়া শেষে

বলো গো বলো গো তোমরা বলো গো সে কি ভুলে গেলো সকল কথা
এলো না এলো না কথা বলিলো না সে কি ভুলিলো মোর মর্মব্যথা

ভুলিতে নারি আমি তাহারই স্মৃতিখানি
সে স্মৃতি আজও দোলা দেয় মানসে

ভাবিবো না ভাবি বেশী করে ভাবি
কী ফুলডোরে মোরে বাঁধিলো যে সে

Madhumanjúśá Ranchi

1983 January 19

215

Status:    Done

তব আসা-পথে কাণ পেতে জেগে আছি যুগ ধরে
তোমার দেওয়া মালার ডোর আছে তার ফুলগুলি সব গেছে ঝরে

দিন আসে যায় কলের খেলায় রাত্রি ঘনায় আঁধার মায়ায়
আমি যে সদাই চারি পাশে চাই পল গুণে গুণে প্রতি প্রহরে

কাণ পেতে থাকার পল গোণার ব্যথার শেষ হবে কবে বলো গো মোরে

Madhumanjúśá Ranchi

1983 January 19

216

Status:    Done

তুমি এসেছিলে ধরা দিয়েছিলে সে কথা ভুলিতে পারিবো না
আমি সে কথা ভুলিতে পারিবো না
মধুর চাহনি মধুর লাবণি মধুর ছন্দে আনাগোনা

রূপের সাগরে ডুব দিয়ে আমি অরূপ রতন পেয়েছিনু
কাঙাল হৃদয়ে স্মরণে মননে রাজার শিরোপা পরেছিনু
তোমার নামেতে গাইতে গাইতে স্পন্দিত হয় সে ভাবনা

(আজ) ধ্যান-ধারনায় দিবসে নিশায় সার্থক মম আরাধনা

Madhumanjúśá Ranchi

1983 January 19

217

Status:    Done

তোমারে চেয়েছি পরাণ দিয়েছি তুমি নিয়েছো কি জানি না
জানি না গো আমি জানি না
জানিয়া দিয়েছি বুঝিয়া দিয়েছি কোন বাধা আমি মানি না
মানি না গো আমি মানি না

ঝঞ্ঝা এসেছে উল্কা পড়েছে চারিদিক কালো মেঘে ছেয়ে গেছে
তবু আমি একা পথ চলিয়াছি সাথে নিয়ে তব ভাবনা
ভাবনা গো তব ভাবনা

তুমি সাথে স্মরি কাহারে না ডরি কোন কুচক্রে কাঁপি না
কাঁপি না গো আমি কাঁপি না