User:T12/PSB: Difference between revisions

From Sarkarverse
Jump to navigation Jump to search
(→‎226: Add)
(→‎227: Add)
Line 180: Line 180:
নূপুরনিক্কনে সবার কাণে কাণে জ্যোতির দ্যোতনায় সবার প্রাণে প্রাণে
নূপুরনিক্কনে সবার কাণে কাণে জ্যোতির দ্যোতনায় সবার প্রাণে প্রাণে
কহে সে দেখো ভরা সুধার পসরা এনেছি বিলাইতে ধরা মাঝে
কহে সে দেখো ভরা সুধার পসরা এনেছি বিলাইতে ধরা মাঝে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 24
</div>
</poem>
</poem>

Revision as of 18:34, 21 November 2014

Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page

218

Status:    Done

পিতা মাতা বন্ধু সখা আঁধারে আলোকবর্ত্তিকা
সর্ব দেশে সব কিছু তুমি কেউ কখনো নয় একা
দুঃখের কাঁটায় তুমি গো কমল ব্যাথার জ্বালায় শীতল চন্দন
সব হারানোর স্পর্শমণি গুলবাগিচার সেরা মালিকা
তুমি আছো তাই আমিও আছি তুমিই প্রাণের দীপিকা

Madhumanjúśá Ranchi

1983 January 20

219

Status:    Done

কোন্‌ ভুলে-যাওয়া ভোরে মধুমাখা স্বরে ডেকেছিলে মোরে ওগো দেবতা
জড়েতে বধির প্রাণে অস্থির শুণিনি সে ডাক তব বারতা

ডেকেছিলে মোরে আকাশে বাতাসে সরিতার সুরে ফুলের সুবাসে
শিশুর সুহাসে তরুণের উচ্ছ্বাসে ধরণীর রূপে ভরা মাদকতা

গেয়ে যাও তুমি মমতার বাণী সবাকার লাগি ওগো বিধাতা

Madhumanjúśá Ranchi

1983 January 20

220

Status:    Done

কৃষ্ণমুরারি বাঁশরী তোমারই জাগাইয়া ছিলো জড়ে চেতনে
মদুর ভাবেতে মধুর হাসিতে মধুর ছন্দে মধুর চরণে

তারপর কত যুগ চলে গেছে মানস-যমুনা শুকাইয়া গেছে
তুমি আসিলে না বাঁশী বাজালে না ধ্বনি জাগালে না বিশ্বগগনে
তোমার অপূর্ণ কাজকে পূর্ণ করিব আমরা তোমারই স্মরণে

Madhumanjúśá Ranchi

1983 January 21

221

Status:    Done

তোমায় কত ভালোবাসি আমি জানো না তুমি
কত কথা আছে জমে বলিব যে আমি

কেন তুমি প্রতি পলে অত কাজে লেগে থাকো
কেন আমায় শক্তি দিয়ে তোমার কাজে লাগাও নাকো
শক্তি যোগাও দিবা-নিশি কাজ করে যাই নাহি থামি

কৃপার কণায় অনুকম্পায় কাজে হব অগ্রগামী

Madhumanjúśá Ranchi

1983 January 21

222

Status:    Done

তুমি এসেছো তুমি এসেছো এসেছো বকুলের গন্ধে ভরা
তাই পরাণ আমার হলো আপনহারা

যে আশা লুকায়ে ছিলো গোপনে মানব মানসে ছিলো গহনে
তাহাকে জাগায়ে স্পন্দনে মুখরিত করিলে ধরা

যে ফুল ফোটেনিকভু স্মরণে যে রঙ জাগেনি কভু মননে
তাহাকে ছড়ায়ে দিল ভুবনে সুরভিত হলো ধরা সারা

Madhumanjúśá Ranchi

1983 January 22

223

Status:    Done

ছন্দে ছন্দে তোমারই লীলা অণুতে অণুতে তুমি আছো
রন্ধ্রে রন্ধ্রে লুকায়ে রয়েছো রেণুতে রেণুতে তুমি নাচো

স্বপনে তোমায় পেয়েছিনু আমি স্বপনে হলো পরিচয়
স্বপনে ভালোবেসেছিনু আমি বুঝিনু তুমি মনোময়
সকল প্রাণের দীপশিখা তুমি সকল বীণায় তুমি বাজো

পুষ্পে পুষ্পে সুরভি গো তুমি চন্দনে তুমি শীতলতা
ঘন অরণ্যে কাকলি গো তুমি মধু মাঝে তুমি মধুরতা
মরুপথ মাঝে তুমি গো ঝরণা ধ্রুবতারা রূপে সদা রাজো

Madhumanjúśá Ranchi

1983 January 22

224

Status:    Done

বন্ধু মম প্রাণের প্রিয়তম তুমিই জীবনের সার
তোমারই রূপে রাগে তোমারই অনুরাগে মননের হলো বিস্তার

তোমারই ভাবের স্রোতে যাই যে ভাসিয়া
তোমারই নামে গানে অসীমে মিশিয়া
বন্ধু মম অন্তরতম সম্বোধি অপার

গ্রীষ্মে দাবদাহে তুমিই শীতলতা হিমে তুহিনে উষ্ণ সজীবতা
এসো গো কাছে এসো হৃদয়াসনে বসো নাশো গো ক্লেশ সবাকার

Madhumanjúśá Ranchi

1983 January 23

225

Status:    Done

সাথে সাথে থেকো চরণে ধরে রেখো কখনো যেও নাকো দূর
ঝঞ্ঝা-বাত্যায় মর্মব্যথায় ভরিয়া দিও তব সুর

তোমারই ছায়াতে সবে রহিয়াছে সুখে
তব মুখপানে চেয়ে সবাই ভুলেছে দুঃখে
চরণ ধরিয়া রবো দূরে যেতে নাহি দোব পরশ লভিবো মধুর

দোষে না মনে রেখো আমিও তোমারই গো বিচ্ছেদে কোরো না আতুর


Madhumanjúśá Ranchi
1983 January 23

226

Status:    Done

কৃষ্ণ
সকলের আঁখি ছলছল অকালে বাদল নামলো কেন বল
আমি তো তেমনি আছি খুশীতে নাচি আলো ঝলমল

ব্রজবাসী
শুণেছি যাচ্ছো চলে মোদের ফেলে তুমি মথুরায়
ভাবিয়া আকুল হিয়া তাই তো মোরা কেঁদে মরি হায়

কৃষ্ণ
দুষ্টদমনে শিষ্টপালনে যেতে মথুরায় আমি অবিচল
মনে মনে বৃন্দাবনে সতত আছি জেনো প্রতি পল


Madhumanjúśá Ranchi
1983 January 24

227

Status:    Done

শোণো গো শোণো গো শোণো ধরাবাসী
অজানা পথিক এক এসেছে
মমতাভরা আঁখি সবারে ডাকি ডাকি কী যেন কথা সে যে কহিছে

নাচের তালে তাল মিলিয়ে সে যে চলে
সুরের মায়াডোরে সবারে বেঁধে ফেলে
দেখো গো দেখো গো সবাই দেখো গো মোহন সাজে সে যে সেজেছে

নূপুরনিক্কনে সবার কাণে কাণে জ্যোতির দ্যোতনায় সবার প্রাণে প্রাণে
কহে সে দেখো ভরা সুধার পসরা এনেছি বিলাইতে ধরা মাঝে


Madhumanjúśá Ranchi
1983 January 24