User:T12/PSB: Difference between revisions

From Sarkarverse
Jump to navigation Jump to search
(→‎237: new section)
(→‎237: it has been done)
Line 72: Line 72:
== 237 ==
== 237 ==


{{Status|doing}}
{{Status|done}}
<poem>
<poem>
* '''Note''' Check spelling of ধুলায় in the second line. Should it be ধূলায়?
* '''Note''' Check spelling of ধুলায় in the second line. Should it be ধূলায়?
Line 78: Line 78:
আমার সকল ত্রুটি সরিয়ে দিয়ে সকল অহঙ্কার ধুলায় মিশিয়ে
আমার সকল ত্রুটি সরিয়ে দিয়ে সকল অহঙ্কার ধুলায় মিশিয়ে


তুমি চাইলে কী না হয় এই ধরণীতে
তুমি চাইলে সরিতা বয় মরুভূমিতে
তুমি বসো বসো আমার এ শুষ্ক মরুহৃদয়ে
তুমি চাইলে পাষাণেতে কমল ফোটে
তুমি ভাবলে আঁধারেতে আলোক ছোটে
তুমি হাসো হাসো আমার সকল ক্লেশ ভুলিয়ে দিয়ে
<div style=text-align:right>
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi  
Madhumanjúśá Ranchi  
1983 January  
1983 January 29
</div>
</div>
</poem>
</poem>

Revision as of 09:48, 28 November 2014

Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page

234

Status:    Done

তব দরশন আশে রয়েছি পথের পাশে
নিরাশ করো না প্রভু এই শুধু নিবেদন
মমতামধুর হাসি কুসুম সুবাসে ভাসি
মোর প্রাণে যেন আসি জাগায় নব চেতন

এসো তুমি নাচে তালে যে নাচে ধরা মাতালে
মোর মনে সুধা ঢেলে নব রাগে নবতন

এসো তুমি নব সাজে ধূলির এ ধরামাঝে
থেকো তুমি সব কাজে করে কৃপা অকৃপণ


Madhumanjúśá Ranchi
1983 January 27

235

Status:    Done

ভ্রমর কাছে এসে আমার চারিপাশে গুনগুনিয়ে এ কথা গেছে বলে
তুমি আছো বসে মোর ডাকার আশে তোমায় কেন আছি গো ভুলে

কেহই জীবনে চেতনে আনমনে তোমায় ভুলে যেতে পারে না কভু
শয়নে স্বপনে নিদে জাগরণে সবার সঙ্গে আছো গো প্রভু
তাকাতে নাহি জানি ত্রুটি যে নাহি মানি জেনেও নাহি জানি ভাসি অকূলে

দিন আসে যায় ফিরে চলে যায় কোথা চলে যায় নাহি জানি
সঙ্গে নিয়ে যায় কোথায় ব্যথায় ভরা মমতার যত বাণী
মর্মে ধরা দাও মননে শোণাও তুমিই থেকে যাও সব গেলে


Madhumanjúśá Ranchi
1983 January 28

236

Note: Please leave me a message at my talk page when this article will be created. I'll check some things.

Status:    Done

ঘুমঘোরে দেখেছি গো ভাবছো তুমি আমার কথা
কত যে যুগ ভেসে গেছে কেউ বোঝে না আমার ব্যথা

দিন আসে আর দিন চলে যায় অশ্রুধারা বহায়ে হায়
আজ বুঝিলাম তুমি আছো আমার লাগি ভরা দেবতায়
তাই তো চলি ধ্যনে জ্ঞানে তোমারই পানে হে দেবতা


Madhumanjúśá Ranchi
1983 January 29

237

Status:    Done

  • Note Check spelling of ধুলায় in the second line. Should it be ধূলায়?

তুমি এসো এসো উজ্জ্বল দীপশিখা সঙ্গে নিয়ে
আমার সকল ত্রুটি সরিয়ে দিয়ে সকল অহঙ্কার ধুলায় মিশিয়ে

তুমি চাইলে কী না হয় এই ধরণীতে
তুমি চাইলে সরিতা বয় মরুভূমিতে
তুমি বসো বসো আমার এ শুষ্ক মরুহৃদয়ে

তুমি চাইলে পাষাণেতে কমল ফোটে
তুমি ভাবলে আঁধারেতে আলোক ছোটে
তুমি হাসো হাসো আমার সকল ক্লেশ ভুলিয়ে দিয়ে


Madhumanjúśá Ranchi
1983 January 29