User:T12/PSB: Difference between revisions

Jump to navigation Jump to search
(→‎0284: new section)
(Archive more)
Line 13: Line 13:
----
----


== 0267 ==
{{Status|done}}
<poem>
তোমারই আশে রয়েছি বসে তোমারই পদধ্বনি মন মাতায়
মধুর হাসি তব তোমারই সৌরভ হতাশ হৃদয়ে আশা জাগায়
তোমারই ফেলে আসা চরণধূলি পরে বিশ্বমানবতা আভূমি নতি করে
তোমারই রঙে রূপে তোমারই ধূপে দীপে তোমারই প্রাণীণতা তৃষা মেটায়
আমিও তোমারই গো তোমারই সকলই তো বুঝেও বোঝেনা তমসাহত চিত
তোমারই ছন্দে গানে তোমারই সুরে তানে তোমারই ভালোবাসা সবে নাচায়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 16
</div>
</poem>
== 0268 ==
{{Status|done}}
* '''Note:''' According to mp3 audio, fifth line the word is নিঠুর and not নিষ্ঠুর
<poem>
বন্ধু তোমার কঠোরতায় ভয় পাবো না কোন কিছুতেই
আলোকের যাত্রাপথে তোমায় চেয়ে আমি চলিবই
যে বা বলে তোমায় কঠোর সে বোঝে না তোমার কদর
তোমার এই কঠোরতা কোমলতাকে ডেকে রাখিতেই
যে বা তোমায় বলে নিষ্ঠুর সে থেকে যায় তোমা থেকে দূর
কাছে এলে বুঝবে সে জন সুজন তোমার মত কেহ নাই
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 16
</div>
</poem>
== 0269 ==
{{Status|done}}
<poem>
তোমারই নামেতে তোমারই গানেতে তোমাকে জীবন সঁপেছি
সকল ভাবের আধার তুমি গো তব ভাবনাই নিয়েছি
জলে স্থলে আর দ্যুলোকে ভূলোকে মধুরমিয়া-মাখা প্রভাত-আলোকে
সকল-কর্মে প্রাণের ধর্মে তোমাকেই সার জেনেছি
নীলোদধি-স্রোতে স্নিগ্ধ আকাশে গন্ধমদির মধুর বাতাসে
তোমার লীলায় তোমার খেলায় আমি অভিভূত হয়েছি
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 16
</div>
</poem>
== 0270 ==
{{Status|done}}
<poem>
তোমার কথা আমি ভাবি বারে বারে ভাবি বারে বারে
তুমি ছাড়া কে বা ভালবাসে মোরে, ভালবাসে মোর
রাত্রি যখন হারায়ে যায় প্রভাত-রবির অরুণ আভায়
সেই রঙেতেই আমি যে পাই তোমার পরশ তোমার সুধায়
সাঁঝের রবি হাতছানি দেয় ডেকে ডেকে বলিতে চায়
কভু আমি নইকো একা তুমি আছো দেখো আমায়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 17
</div>
</poem>
== 0271 ==
{{Status|done}}
<poem>
প্রভু তোমারই লীলা তুমি বোঝাও
মনের মাঝে লুকিয়ে থাকো ধরা নাহি দিতে চাও
দেখে সে মধুর হাসি শুণে সে মধুর বাঁশী
মন কোথা যায় ভাসি মোরে কাছে টেনে নাও
ভুলিতে চাহি গো যদি না ভুলে সদাই কাঁদি
কেন ফুলডোরে রাখো বাঁধি বলো তুমি কী বা চাও
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 17
</div>
</poem>
== 0272 ==
{{Status|done}}
<poem>
তুমি কত না লীলাই জানো তুমি কত না লীলাই জাণ
বিশ্বভূবন চালিয়ে বেড়াও কোন মানা নাহি মানো
তব রথের চাকা এগিয়ে চলে দিক্‌-দিগন্তে নভোনীলে
সবার প্রাণে পরশ দিয়ে কোন বাধায় নাহি থামো
সবায় তুমি ভালোবাসো সবার লাগি কাঁদো হাসো
দুঃখের সময় দাও বরাভয় মিষ্টি হাসি সঙ্গে আনো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 17
</div>
</poem>
== 0273 ==
{{Status|done}}
<poem>
আঁধার নিশীথে তুমি এসেছিলে আলোকের ছটা সাথে নিয়ে
(আমার) মধু-হৃদিমাঝে দিয়েছিলে স্বাদু সুশীতল সরিতা বহায়ে
তুমি এসেছিলে নীরব প্রহরে মন্দমধুর স্নিগ্ধ সমীরে
আমার সব ক্ষুদ্রতা সকল দীনতা দিয়েছিলে সুদূরে ভাসায়ে
(তখন) আকাশ ধরণী কেঁপে ঊঠেছিলো সকল হিয়ায় ছন্দ যে ছিলো
আমার সকল অহমিকা ধূলায় মিশায়ে অমৃতের কণা দিয়ে দিয়ে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 17
</div>
</poem>
== 0274 ==
{{Status|done}}
* '''Note:''' Per the mp3 audio, the sixth line: "সৃষ্টির '''আলো''' পাশে"
<poem>
তোমার আসা-যাওয়া হ্য না কভু একথা জেনেও না জানি
নাহি তব আবাহন নাহি বিসর্জন, মেনেও না মানি
বিকাশের অবকাশে ধ্বংসের বীজ ভাসে
নিত্যকালের লীলা বয়ে চলে মহাকাশে
তৃতীয় নয়নে আগুন জেওলেছো তুমি দুচোখে হাসির চাহনি
সৃষ্টির আলোর পাশে কালো ছায়া নেবে আসে
আলো কালো তুমি আপনি
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 17
</div>
</poem>
== 0275 ==
{{Status|done}}
<poem>
বন্ধু আমার এসো গো প্রাণে আকাশ এখন কবিতায় ভরা
চাঁদের হাসি মানা না মানে চাঁদের হাসি স্বপন আনে
ভালবাসা তব এ কী অভিনব ছন্দ জাগায় নিত্য নব নব
ধরা পড়ে গেছো লুকিয়ে কেন আছো আঁখি মেলে চাও আমারই পানে
সতত তোমারই পথে চলিবো সকল রকমে তব মন ভোলাবো
মনেতে মেতে আছি ভয় ভুলে গেছি নির্দ্বিধায় যাবো তোমারই গানে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 18
</div>
</poem>
== 0276 ==
{{Status|done}}
<poem>
(সে যে) জ্যোতির ছটায় ভাসিয়ে দিলো
বিশ্বভূবন রাঙিয়ে দিয়ে প্রাণের আলোয় ভরিয়ে দিলো
বলে কেউ যে আমার পর নেই সয়াইকে সাথে নিতে চাই
আমি শুধু মৃদু মৃদু হেসে শুধু ভালবেসে অসীমের পানে নেচে যাই
আমি অসীমের পানে নেচে যাই সে যে সবার চিত্ত জিনিয়া নিলো
সবার মনের মর্মবেদনা বুঝে সে যে সান্ত্বনা দিলো
আলোর সাগর তোলপাড় করে সবাকার হিয়া মাতিয়ে দিলো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 18
</div>
</poem>
== 0277 ==
{{Status|done}}
<poem>
শুধু তোমাকেই আমি ভালবাসিয়াছি না জানিয়া যুগে যুগে
ছুটিয়া চলেছি তব প্রেষণায় উল্কার গতিবেগে
এগিয়ে চলেছি তন্দ্রাবিহীন গেছে কত রাত গেছে কত দিন
তবু যারায় বিরতি ছিলো না আঁখি ছিলো সদা জেগে
(আজ) তোমাকেই আমি পেয়েছি গো কাছে নয়ন-ভুলানো মধুমাখা সাজে
(আজ) সকল যাতনা লীন হয়ে গেছে তোমারই রূপে রাগে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 19
</div>
</poem>
== 0278 ==
{{Status|done}}
<poem>
তোমাকে সঁপেছি গো পরাণ তুমি কি চাহিবে ফিরে
(আমার) সব আশা ভালবাসা ভরে আজি তোমায় ঘিরে
তব পদধ্বনি লাগি যুগে যুগে আছি জাগি
নব নব মালা গেঁথে ভিজায়েছি আঁখিনীরে
পূর্বাকাশে আলো ভাসে মৃদু হাসি সে যে হাসে
সে হাসিটি তব প্রভু রঙে রূপে আছে ভরে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 19
</div>
</poem>
== 0279 ==
{{Status|done}}
<poem>
তোমায় কী নামে ডাকিবো গো কী বা হবে তব অর্চনা
কোন্‌ প্রয়োজন কুসুম-চন্দন সবই যবে তব কল্পনা
লোকাতীত তুমি সবার উপরে সকল সত্তা তোমারই ভিতরে
কোন্‌ উপাচারে পূজিব তোমারে কোন্‌ মন্দির করিবো স্থাপনা
আছো চরাচরে অনল অনিলে  আকাশে পাতালে দূর নভোনীলে
নাহি আবাহন নাহি বিসর্জন মন্ত্র তোমায় বাঁধিতে পারে না
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 19
</div>
</poem>
== 0280 ==
* '''Note:''' Per PSB book source, song #0280 was written at Madhuketan Anandashiila, song #0281 at Madhumanjúśá Ranchi  again song #0282 at Madhuketan Anandashiila, all on 1983 February 20.
{{Status|done}}
* Note: used spelling দূরে, considering দুরে a typo
<poem>
(প্র্ভু) এসো তুমি রূপের ছটায় জ্যোতির ঝলকে
অনুভূতির পূর্ণতাকে রাঙিয়ে আলোকে
বিশ্বাতীত বিশ্বময় তুমি ভাব ভাবনার আধারভূমি
তোমার কাহ করে যাই ধ্যান ধরে যাই নিত্য নব লোকে
কভু আমায় রেখো না দূরে চেতনা দাও ছন্দময় সুরে
যেন হারিয়ে যাবার দুঃখ পাবার টলি না শোকে
<div style=text-align:right>
Madhuketan Anandashiila
1983 February 20
</div>
</poem>
== 0281 ==
* '''Note:''' Per PSB book source, song #0280 was written at Madhuketan Anandashiila, song #0281 at Madhumanjúśá Ranchi  again song #0282 at Madhuketan Anandashiila, all on 1983 February 20.
{{Status|done}}
<poem>
বিশ্বাতীত বিশ্বগ তুমি তবু কেন খুঁজে মরি হায়
অনল অনিলে মহা নভোনীলে স্পন্দন জাগে তব কৃপায়
তুমি উৎস সব প্রেরণার সব সৃষ্টির সকল শোভার
তোমার লীলায় অভিভূত আমি তন্ময় হই সে ভাবনায়
আমি তন্ময় হই সে ভাবনায়
সকল মনের গহন কোণেতে জেগে আছো প্রতি পলে বিপলেতে
বাহিরে সদাই খুঁজিয়া বেড়াই তাই বৃথা চলে যায় সময়
মোর তাই বৃথা চলে যায় সময়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 20
</div>
</poem>


== 0282 ==
== 0282 ==