User:T12/PSB/RA: Difference between revisions

From Sarkarverse
< User:T12‎ | PSB
Jump to navigation Jump to search
(→‎0039: Archive first 50)
(→‎0050: Archive)
Line 493: Line 493:
আমার আঁখিতে আছে দৃষ্টি বিমল
আমার আঁখিতে আছে দৃষ্টি বিমল
সোজা কথা ভাবি আমি, বাঁকা কথা কভু কভু নয়
সোজা কথা ভাবি আমি, বাঁকা কথা কভু কভু নয়
</poem>
== 0051 ==
{{Status|done}}
<poem>
(মোর) মধুকার বনে স্পন্দন এনে' আলোর দেবতা এলো রে
এলো এলো এলো রে
জীবনের শত ধারা শত রূপে ঝলমল করি' এলো রে
এলো রে এলো রে
বসে কাঁদিবার নাহিকো সময়, পথে থামিবার দিন এ তো নয়
সব বেদনার সব হাহাকার আজিকে ভুলায়ে দিলো রে
দিলো দিলো দিলো রে
শক্তির কোনো অপচয় নয়, শোণিত দুলিছে কর্মদোলায়
মনের মাধুরী সব দিক হেরি' অসীমে ছুটিয়া গেলো রে
গেলো গেলো গেলো রে
হৃদয়ের নীপে, প্রাণের প্রদীপে সব কিছু মোর নিলো রে
সে যে সব কিছু মোর নিলো রে, নিলো নিলো নিলো রে
</poem>
== 0052 ==
{{Status|done}}
<poem>
তুমি উজ্জ্বল ধ্রুবতারা, তুমি অলকার গান
চম্পকসৌরভ মণিদ্যুতিবৈভব নির্ঝর-কলরব,
সবার উপরে তুমি অলকার প্রাণ
মেঘের হুঙ্কার ধনুকের টঙ্কার অশনি-ঝনৎকার,
সবার উপরে তুমি অলকার প্রাণ
তোমারে পেয়েছি দিনে রাতে জীবনের ছন্দে ও স্রোতে
সকল মর্মে ধ্যানেতে সবার মাঝারে' থেকে
সবার উপরে তুমি, তুমি মহাবিশ্বের প্রাণ
</poem>
== 0053 ==
{{Status|done}}
<poem>
ওগো প্রভু, তোমাকে আমি ভালো বাসি, ভালো বাসি
সতত মনের মাঝে জাগিয়া থাকে তোমারই হাসি, মধুর হাসি
তোমাকে আমি ভালো বাসি, ভালো বাসি বালো বাসি
আঁধার নিশায় তুমি ধ্রুবতারা, মরুতৃষায় তুমি নীরধারা
সম্পদে বিপদে সঙ্গে আছো কাছাকাছি, পাশাপাশি
কোনো গুণ নাহি, তবু কাছে টেনে' নাও
পাশেতে বসাও, ক্ষুদা মিটাও দিবানিশি, দিবানিশি
</poem>
== 0054 ==
{{Status|done}}
<poem>
আমি ঋজু পথে চলি' ভাই
আবোল-তাবোল নয়, সোজা কথাটি বলে' যেতে চাই
আজ বলে যেতে চাই
আকাশে লেগেছে রামধনুর খেলা, মাটিতে রয়েছে নানা রূপের মেলা
তারই মাঝে বায়ু বহে ভাবে উতলা
আমি ইহাদের সকলকে বাঁচাইতে চাই
রূপ-রস-গন্ধ যা' আছে ধরাতে, স্নেহ ভালোবাসা যা' আছে মনেতে,
ইহাদের নিষ্কলুষ করিতে এসো হাতে হাতে সাথে সাথে কাজ করে' যাই
</poem>
== 0055 ==
{{Status|done}}
<poem>
সুরসপ্তকে মাধুরী ভরি' এগিয়ে চলার গান গাই
মোরা এগিয়ে চলার গান গাই
মনোমন্দিরে মমতা মাখি' বলি, কেউ তো মোদের পর নাই
দ্যুলোকের যত পুলকরাজি ভূলোকেতে নাচিছে আজি
সপ্তলোকের যত সুধারাশি একাকার হয়ে গেছে ভাই
মধুচম্পকসুরভি ঢালি' সবাইকে প্রণতি জানাই
</poem>
== 0056 ==
{{Status|done}}
<poem>
কে গো তুমি পথপাশে দাঁড়িয়ে একা, আঁখি অশ্রুভরা, আঁখি অশ্রুভরা
কে গো তুমি নভোনীলে তাকিয়ে একা, বাহু ঊর্ধ্বে করা, বাহু ঊর্ধ্বে করা
যাহা চাহিয়াছো তুমি, তাহা পাওনি, যাহা পাইয়াছো তুমি তাহা চাওনি
মেটেনি জথর-প্রাণ-মনের ক্ষুধা, শুকায়েছে ভালবাসা হৃদয়ভরা
যাদের চেয়েছো তুমি ভালোবেসেছো, তাদের নিকট হ'তে ঘৃণা পেয়েছো
সব কিছু হারায়েছো, কিবা পেয়েছো, শুধু সঞ্চয় আছে গান কন্ঠভরা
</poem>
== 0057 ==
{{Status|done}}
<poem>
ছন্দ আমার নৃত্যের তালে তালে চলে, দ্বন্দ্ব আমার ভাবের মাঝে যায় গলে'
যাহা কিছু ভাবিয়াছি সবাইকে ভাবিয়া, যাহা কিছু করেছি সবাইকে চাহিয়া
দ্বারে দ্বারে ঘরে ঘরে বিলায়েছি চম্পকগন্ধ
ছন্দ আমার সবাইকে নাচাতে, দ্বন্দ্ব আমার সবাইকে বাঁচাতে
মধুছন্দা সুরে গিয়েছিনু বহু দূরে, আনিয়াছি মধুনিষ্যন্দ
</poem>
== 0058 ==
{{Status|done}}
<poem>
দু'জনে যখন মিলিছে তখন এদের তোমরা আশিষ দিও
দহ্বনজ্বালাতে ফুলের মালাতে দুঃখ-সুখেতে সাথে থাকিও
মানব সমাজ অবিভাজ্য, কোন নীড় নয় পরিত্যজ্য
সবাই মিলিয়া নাচিয়া গাইয়া এদের তোমরা মানিয়া নিও
ধরণীর ধ্বনি মমতার বানী এদের জীবন রাঙিয়ে দিও
</poem>
== 0059 ==
{{Status|done}}
<poem>
ননীর পুতুল টুটুল টুটুল, হাত-পা নাড়ছে হেসে' হেসে'
অঙ্গুলিগুলি চম্পককলি, দ্যুলোকের দ্যুতি চোখে ভাসে
কুসুমিত বন করিয়া চয়ন এসেছে খোকন (খুকু) নব দেশে
গড়ে' তুলে' নোব, বড় করে' নোব, কোলে তুলে' নোব ভালোবেসে'
</poem>
== 0060 ==
{{Status|done}}
<poem>
তোমার জিনিস তোমাকে দিয়েছি, তুমি নাও প্রভু কোলে তুলে
কাঁদিয়া দিয়েছি, বেদনা সয়েছি, এই সান্ত্বনা তুমি নিলে
মোর এই সান্ত্বনা তুমি নিলে
যারা এসেছিল সবাই রয়েছে, অসীমের মাঝে সবে জেগে' আছে
হারাই হারাই আমরা সদাই ভেবে' কেঁদে' মরি তোমা' ভুলে'
প্রভু, ভেবে' কেঁদে' মরি তোমা' ভুলে'
</poem>
== 0061 ==
{{Status|done}}
<poem>
(আমি) পরাণ ধরিয়া দিই তোমারই চরণে
এসে' থাকা হৃদিমাঝে নিতি নিতি নব সাজে
(তাই) পরাণ ভরিয়া দিই তোমারই স্মরণে
এসে' থাকা গানে নাচে কাছে থেকে আরো কাছে,
(তাই) পরাণ সঁপিয়া দিই তোমারই বরণে
সুর থেকে আরো সুরে নিয়ে' গেছো বহু দূরে
(তাই) পরাণ ঢালিয়া দিই তোমারই মননে
</poem>
== 0062 ==
{{Status|done}}
<poem>
নয়নে এসেছিলে স্বপনে, এ কি তব লুকোচুরি খেলা
জাগরণে চলে' গেছো বিজনে, এ কি তব অকরুণ লীলা
আকাশে উজ্জ্বল তারা, হৃদয়ে দীপজ্যোতিহারা,
তবু তুমি বিনা ফণী মণিহারা
সহে না, সহে না একেলা, এ কি তব লুকোচুরি খেলা
আলো-আঁধারিতে ইন্দ্রধনুতে মন ভোলানোর এ কি মেলা
</poem>
== 0063 ==
{{Status|done}}
<poem>
দীপাবলী সাজায়েছি, প্রভু, তোমারে করিতে বরণ
এসো তুমি হৃদি মাঝে নিতি নিতি নব সাজে ধীরে ধীরে ফেলিয়া চরণ
এসো তুমি মন মাঝে আরো গানে আরো নাচে মৃদু হাসি করি' বিকিরণ
এসো তুমি ভাবলোকে ছন্দে ও নবালোকে জাগায়ে মোহন স্পন্দন
</poem>
== 0064 ==
{{Status|done}}
<poem>
আকাশে আজ রঙের মেলা, মনেতে আজ আলো,
বাতাসে আজ সুবাস ভরা, সবই লাগে ভালো
অজানা কার আগমনে হৃদয়ভরা ছন্দে গানে
প্রাণের পরশ দিয়ে সে যে সরায় সকল কালো
এমন দিনে সবার সনে প্রাণের প্রদীপ জ্বালো
</poem>
== 0065 ==
{{Status|done}}
<poem>
কাছে এলে বলে' গেলে না কে গো তুমি কে তুমি
ভালোবেসে' সবই দিলে বলে' গেলে না কে আমি
মালঞ্চে যে ফুল ফুটেছে, সে জানে না কে যে সে
সুরের মায়ায় মন যে নাচে, সে জানে না কেন নাচে সে
হাসিতে চাঁদের জোয়ার আসে, চাঁদ জানে না কেন সে আসে
(এই) বিশ্বলীলায় ছন্দ জোগাও কে গো তুমি দিবস-যামী
</poem>
== 0066 ==
{{Status|done}}
<poem>
রুম্‌ঝুম্‌ রুম্‌ঝুম্‌ নূপুর বাজায়ে কে গো তুমি এলে হৃদিমাঝে,
মননের উত্তাল তরঙ্গে দিয়ে তাল কে গো এলে মোহন সাজে
মধুর হাসিতে ধরা সুরভিত করিয়া অধরের বাঁশীতে মুখরিত করিয়া
চারিদিক আলোকিত করিতে করিতে কে গো এলে ছন্দে ও নাচে
রুম্‌ঝুম্‌ রুম্‌ঝুম্‌ নূপুর ধ্বনিটি হৃদিমাঝে যেন সদা বাজে
</poem>
== 0067 ==
{{Status|done}}
<poem>
তারই পথ পানে মন ছুটে' যায়, তারই পথ চেয়ে থাকে আঁখি
আঁখি গো, তারই পথ চেয়ে থাকে আঁখি
তারই লাগি' হিয়া উদ্বেল হয় গো, তারই লাগি' আনমনা থাকি
থাকি গো, তারই লাগি' আনমনা তাকি
আজি মোর শয্যা যে কন্টকশয্যা, মোর দৃষ্টিতে হেরে'-যাওয়া লজ্জা
মোর সজ্জা যে নিষ্প্রভ সজ্জা, এ দুখ আমার কোথা' রাখি
রাখি গো, এ দুখ আমার কোথা' রাখি
এত ভালোবাসে তবু আসে না, কোমলে কঠোরে ভরা সে কি
সে কি গো, কোমলে কঠোরে ভরা সে কি
</poem>
== 0068 ==
{{Status|Not needed, English song}}
== 0069 ==
{{Status|done}}
<poem>
কে এলে, না বলে' এলে ঘুমের ঘোর ভাঙ্গানোর ডাক দিয়ে
চঞ্চল পবনে লীলায়িত করিয়া সব-পেয়েছির গান গেয়ে;
আকাশে সূর্য্য পদতলে ধরণী, বাজিছে তূর্য্য মুখরিত সরণী
ঘুমিয়ে থাকিবার কেঁদে কাল কাটিবার অলসতা ভুলে' গিয়ে
আলোর ওই ধারার পানে ছন্দে নাচে ও গানে
এগিয়ে চলার পথ বেয়ে' ঘুমের ঘোর ভাঙ্গানোর ডাক দিয়ে
</poem>
== 0070 ==
{{Status|done}}
<poem>
আমি যাবো না, যাবো না, যাবো না রে সুরের এই ছান্দসিক জগৎ থেকে
মোর মানস লোকে মোর আত্মিক লোকে বেঁচে' আছি সুরে জড়িয়ে থেকে'
আমি বেঁচে আছি সুরে জড়িয়ে থেকে'
সুরের হাওয়ায় আমি খুঁজি তাকে, সুরের ছায়ায় আমি পাই যে তাঁকে
সুরের ছন্দে মধুরানন্দে রন্ধ্রে রন্ধ্রে সে যে লুকিয়ে ত্থাকে
আমার রন্ধ্রে রন্ধ্রে সে যে লুকিয়ে ত্থাকে
আমার সকল চাওয়ার আমার সকল পাওয়ার
শেষ কথা রয়েছে সুরের বুকে
</poem>
== 0071 ==
{{Status|done}}
<poem>
জগৎটা নয় মিথ্যে মায়া, মিথ্যে রঙের খেলা
লীলাময়ের লীলা এ ভাই লীলার মোহন মেলা
সূর্য্য আসে, প্রভাত হাসে, সকল দিকই রঙে ভাসে
রঙের ঝিলিক প্রাণে মেশে রঞ্জনে উতলা
দিনে রাতে তারই আশে চেয়ে' থাকি নিনিমেষে
এই চাওয়া ভাই পূর্ণ হবে তাহার সাথে মিশে
নানা রঙের নানা ফুলে ভরবে রঙের ডালা
</poem>
== 0072 ==
{{Status|done}}
<poem>
মউমাছি গুনগুনিয়ে কাননে কী কথা যায় শুণিয়ে
বসুধার বর্ণে ও গন্ধে, সুরের উপচে'-পড়া ছন্দে
যে রাগ হয়নি হারা মরুতে তাদের মাঝারে বসে' মালা গেঁথে যাই
প্রাণের সকল সুধা ভরিয়ে
যে মধু ছিলো ঢাকা, যে সুবাস পরাগেতে মাখা
যে মমতা হৃদি মাঝে রাখা
সবারে জাগায়ে আমি গান গেয়ে' যাই
বীণার সকল তার ছাপিয়ে
</poem>
== 0073 ==
{{Status|done}}
<poem>
ওগো প্রিয়, আমায় ভুলিও না তুমি,
তোমায় পেতে আলোর পথে চলি আমি
ধরায় এসেছি তোমার কাজ করিতে গো
ভালো বেসেছি তোমার গান শোণাতে গো
অণুতে অণুতে তোমার লীলা
সুরেতে সুরেতে তোমার খেলা
ছন্দেতে ছন্দতে তুমি নাচো
রন্ধ্রে রন্ধ্রে তুমি লুকিয়ে' আছো
</poem>
== 0074 ==
{{Status|done}}
<poem>
চল্‌ চল্‌ চল্‌ চল্‌ গান গেয়ে' চল্‌
আশার আলোকশিখা অতি উজ্জ্বল
অবনীকে করে তুলি' মুক্তাঞ্চল
চল্‌ চল্‌ ঘরে ঘরে গান গেয়ে চল্‌
পাপের শত্রু মোরা, ভালোদের বল
বাঁচাই তাদের মোরা যারা দুর্বল
যত ভাষা যত মত রহিয়াছে যত পথ
সবারে শ্রদ্ধা মোরা করি অবিচল
</poem>
== 0075 ==
{{Status|done}}
<poem>
কে এলে, আজিকে এলে, বিশ্বদোলায় দোল দিয়ে' এলে
(তুমি) বিশ্বদোলায় দোল দিয়ে' এলে
ভাবলোকে ছিলে, নীচে নেবে' এলে, ধরার ধরাছোঁয়ায় মিশিয়ে গেলে
সুদূরের তারা কাছটিতে এলে, সুদূরের রাগ মন মাতালে
হারানো ধ্বনি তুমি কাণে ভেসে' এলে, হারানো ছন্দে নাচ নাচিয়ে দিলে
অশ্রুভরা আঁখি মুছিয়ে' দিলে, সাগরের মণি তুমি প্রাণে জুড়ালে
</poem>
</poem>

Revision as of 13:02, 30 December 2013

This is a "Rolling archive" of User:Tito Dutta/PSB. Content deleted from this page will not be stored anywhere.

1— 20

Song number Review status Comment
0001 Status:    Done There are four lines in the Bengali sing, without repetition
0002 Status:    Done do
0003 Status:    Done
0004 Status:    Done
0005 Status:    Done Repeated line
0006 Status:    Done do
0007 Status:    Done do
0008 Status:    Done
0009 Status:    Done
0010 Status:    Done ki needs to be changed to kii per Bengali spelling, there is no áá in Bengali lyrics. Changed ki to kii
0011 Status:    Done Needed to make some adjustments
0012 Status:    Done Minor adjustment ""ki" to "kii"
0013 Status:    Done
0014 Status:    Done
0015 Status:    Done
0016 Status:    Done
0017 Status:    Done Bengali text completed, reviewed
0018 Status:    Done
0019 Status:    Done Minor adjustment
0020 Status:    Done

0021

Status:    Done

তুমি আলোকঝলমল, পূর্ণিমাদীপ মেঘলা রাতে,
দিক্‌ভ্রান্তের তুমি ধ্রুবতারা একলা পথে,

তুমি সকল ব্যাথার 'পরে মধুর প্রলেপ সবার কাছে
তোমারে চেয়েছি সকল কাজে,
না-বলা ব্যাথার মাঝে আর্ত যেমন যাচে,

আছো দিনে, আছো রাতে, আছো সুখে, আছো দুঃখেতে,
আছো সকল চলার পথে ক্লেশ ভোলাতে সাথে সাথে—
সাথে সাথে, সাথে সাথে

0022

Status:    Done

ওগো বন্ধু, বলিতে পারো সারা দিন ধরে' তুমি কী করো ?
যাহা কিছু আসে যাহা কিছু যায়, তোমার চরণতলে সব কিছু হয়
তোমার মনের মাঝে সব কিছু লেখা আছে,
এত কথা মনে রেখে' তুমি কী করো

যত কিছু সুখ যত মধুরতা, যত কিছু দুঃখ যত বিরূপতা
এত নিয়ে লীলাখেলা কী করে' করো ?
বলো তোমার গোপন কথা কী আছে আরো


0023

Status:    Done

নূতনের আলোক ওগো, ছিলে তুমি কোন্‌ সুদূরে ?
জগতের ছন্দ এখন নাচছে তোমায় ঘিরে' ঘিরে'

আমার ওই আঁধার রাতে ঢাকা ছিলে কোন নিভৃতে ?
নূতনের ডানা মেলে' এলে উড়ে' তিমির চিরে'

কেটে' গেছে সব হতাশা, ফুটেছে আজ সকল আশা,
সর্বব্যাপী ভালবাসা বাসছে এখন বিশ্ব জুড়ে'

0024

Status:    Done

বন্ধু হে, হঠাৎ এলে হঠাৎ গেলে গহন রাতের মাঝে
এসে' বললে হেসে', ব্যস্ত কাজে, এখন আমি যাই যাই যাই

অনেকে চায় অনেক কিছু, দিতে তো হয় কিছু কিছু
কর্মরত দেওয়া-নেওয়ায়, তাই যে সময় নাই নাই নাই

ধরণীর অনেক কোণে অনেকে চায় সঙ্গোপনে
তাদের ডাকে দিই যে সাড়া, তাদের আমি চাই চাই চাই

চায় না যারা কোনো কিছুই, তারা যে চায় সকল কিছুই
তাদের ডাকে দিই এক্সে সাড়া, তাদের আমি চাই চাই, চাই

0025

Status:    Not done
Needs Devanagari script. Can try to transliterate, but there might be spelling mistakes. sad


0026

Status:    Done

বন্ধু, গাও গাও গাও মধুরগীতি, তন্দ্রা ভেঙ্গে' দিও
বন্ধু, চাও চাও চাও নিরবধি, ওগো প্রিয়, অতি প্রিয়

(আজি) প্রাণের জড়িমা কেটে' গেছে, মনের সুষমা ভরে' গেছে
আজ তোমার ছন্দে মধুনিষ্যন্দে আমাকে নূতন করে' নিও

আজ আলকার স্রোতে আলোকনিপাতে,
লোকাতীত ভাবে ভরে' দিও

0027

Status:    Done

দাও সাড়া ওগো প্রভু ছন্দে গানে, দাও সাড়া ওগো প্রভু নৃত্যে তালে
ওগো প্রিয়তম দেবতা আমার, নিদ্রা যখন তুমি নিজে ভাঙ্গালে—
এসো নৃত্যে তালে, এসো নৃত্যে তালে

তিমির জগতে আমি ছিনু অচেতন, মিহির জীবনে মোর আসিলে নূতন
আলোর ছটায় তুমি এ কী করিলে, আমার জীবন-মন রঙে রাঙালে

তুমি মনে মাতালে, মনে মাতালে,
সব কুহেলিকা ভেদি' মর্মে এলে

0028

Status:    Done

বন্ধু তোমায় কী বলিব তিমিরের ঘুম ভাঙ্গায়ে' দিয়েছো
আলোর পথেই চলিব, চলিব চলিব চলিব

অনাদরে থাকা কুসুমকলিটি মালায় গাঁথিয়া রেখেছো
ধূলিধূসরিত মনের অর্ঘ্য কোলেতে তুলিয়া নিয়েছো

সব বিনিময়ে তোমাকে পেয়েছি
তোমার কথাই শুনিব, শুনিব শুনিব শুনিব

0029

Status:    Done

আমায় ছোট্ট একটি মন দিয়েছো অনেক আশা রেখে'
ডাকছে আমায় তারায় তারায় মেঘের ফাঁকে ফাঁকে

মাটির গন্ধে গাছের পাতায় নদীর স্রোতে দূর নীলিমায়
বাঁধা আমি পড়ে' গেছি শতেক বাধার পাকে
(তবু) ডাকছো আমায় তারায় তারায় মেঘের ফাঁকে ফাঁকে

জানি বন্ধু কাছেই থাকো, দূরের থেকে কেন ডাকো !
পারি কি তাকাতে আমি বলো তোমার দিকে

0030

Status:    Done

তুমি মর্মে এসে' আমার ঘুম ভাঙ্গালে,
তুমি নিজের রঙে আমার মন রাঙালে

ছিলো পথের ক্লান্তি, ছিলো বোঝার ভ্রান্তি,
জীবনকে অশান্তি বিষিয়ে ছিলো
তুমি নিজের হাতে তাদের সরিয়ে দিলে,
তোমার ছন্দে প্রাণ নাচিয়ে দিলে

ছিলো মান-অপমান, ছিলো পাওয়ার পরিমাণ,
সকল বোঝা তুমি সরিয়ে দিলে
তোমার আলোয় আমায় ভরিয়ে দিলে

0031

Status:    Done

কোন্‌ তিমিরের পার হ'তে ফুটে' উঠেছো মোর জীবনের ধ্রুবতারা !
কোন্‌ অমরার লোক হ'তে বয়ে এনেছো বসুধার সুধাধারা

এসো প্রভু প্রাণের ধূপে, এসো প্রভু মনের দীপে,
এসো প্রভু হৃদয়ের নীপে, সুরভিত করো এই ধরা

এসো প্রভু প্রাণের তানে, এসো প্রভু মনের গানে,
এসো প্রভু হৃদয়ের ছন্দে, জাগাও ঘুমায়ে আছে যারা

0032

Status:    Done

উচাটন মন মানে না বারণ, শুধু তার পানে যেতে চায়—
কেন চায় ওগো কেন চায়, কেন চায় ওগো কেন চায়

ধরণীর ধূলি বনের কাকলি ফেলে'আসা সেই মধু দিনগুলি,
মনের মাধুরী সবাইকে নিয়ে তারই মাঝে মূরছায়

যত ছিলো কথা, যত ছিলো মান, না-বলা ব্যাথার যত অভিমান,
সবাই আজকে মিলিয়া মিশিয়া তারই পানে কেন ছুটে' যায়

0033

Status:    Done

তোমার নামে তোমার গানে হয়েছি আপনহারা,
আঁধারপানে চলা পথিক পেয়েছি আলোকধারা

মাতাল হাওয়া মোহের ডোরে যদি বা চায় বাঁধতে মোরে,
মিষ্টি হেসে' বলবো তারে ভেঙ্গেছি পাষাণকারা

সকল প্রাণই আদরণীয়, প্রণাম নাও আমার,
সকল মনই অতুলনীয়, নাও গো নমস্কার
এসেছিনু চলার ঝোঁকে মধুর মতই ফুলকোরকে,
আজকে মোহন নামের ডাকে হয়েছি বাঁধনছাড়া

0034

Status:    Done

তোমার নয়নতলে সব কিছু নেচে' চলে,
তোমার চরণতলে অবনী বহিয়া যায়
ফেলে-আসা দিনগুলি, গেয়ে-আসা গানগুলি,
কয়ে আসা কথাগুলি তোমাতে মিশিয়া যায়

কতবার এসেছি, নেচেছি, গেয়েছি,
কত ভালো বেসেছি, কত মায়া ছিঁড়েছি

কত খেলা খেলেছি, তোমা' পানে চলেছি,
চলিতে চলিতে ধরা ধূলায় মিলিয়া যায়
(তবু) ধূলার এ ধরনী তোমা' ছাড়া হয়নি,
তোমার ছন্দে সে যে অমৃতে ভাসিয়া যায়

0035

Status:    Done

আকাশ বাতাস সুধানির্যাস কৃষ্ণ মেঘের ডাক
হৃদয় মাঝে মধুর বাজে পাঞ্চ্জন্য শাঁখ

এ কি নাচের গানের তান, এ কি হিয়ার আলোর বান
হারিয়ে দিশে শুণছি বসে' সব পেয়েছির ডাক

নিরুদ্দেশের পানে এমন মধুর গানে কে সে আমায় দিয়ে' গেল ডাক
কথার ফাঁকে ফাঁকে সে যে দিচ্ছে আমায় ডাক

আঁধারের পরে আলো হঠাৎ আমার প্রাণ জুড়ালো
সকল হিয়ায় ভরে' গেল অনাহতের বাক্‌

0036

Status:    Done

সবার বন্ধু, সবার আপন, সবার প্রাণের সাধনা—
(তুমি) সবার প্রাণের সাধনা

আঁধার নিশায় দীপাবলী তুমি, মরুসরণীর ঝরণা
(তুমি) সবার প্রাণের সাধনা

জানাজানি সব হয়ে গেছে যবে লুকোচুরি খেলা কেন মিছে তবে,
নিজ পরিচয়ে এসো গো হৃদয়ে বহায়ে' মধুর করুণা
আলোঝলমল তোমার পথেতে লুকোবার কথা ভেবো না

0037

Status:    Done

কোন্‌ ভুলে'-যাওয়া ভোরে সহাস সমীরে
মনের মুকুরে এসেছিলে, তুমি মনের মুকুরে এসেছিলে

সোণালী আলোয় হাসিয়া, তুমি মনের সুবাসে ভাসিয়া
সকল কালিমা নাশিয়া ফুলের মতন ফুটেছিলে

প্রাণের পরাগ মাখিয়া, নূতনের ছবি আঁকিয়া
বজ্রবাণীতে ডাকিয়া সব শৃঙ্খল ভেঙ্গেছিলে
তুমি সব শৃঙ্খল ভেঙ্গেছিলে

0038

Status:    Done

সে যে এসেছে মোর হৃদয়ে গুঞ্জরিয়া সুধা ভরিয়া মধু ঝরিয়া
অলখ দেবতা মনের মাঝারে সব কিছু আলোকিত করিয়া
মধু ঝরিয়া ঝরিয়া

এমন মোহন সাজে সে কেন যে আসে, পরাণ মাতানো হাসি কেন সে হাসে,
তারই আলো তারই আলো মোর বেদনার মেঘে
রামধনু রঙ দিলো ভরিয়া

জগতের যত গান, যত সুর, যত তান, মনে প্রাণে তাকে নিলো বরিয়া

0039

Status:    Done

তুমি আসিয়াছো শত জনপদ বাহিয়া
অযুত কন্ঠে সুর ভরিতে ভরিতে

তুমি আসিয়াছো শত নীহারিকা ভেদিয়া
অযুত ছন্দে নাচ নাচিতে নাচিতে

ধরনী পেয়েছে প্রাণ তোমারে বরিয়া,
ধরণী পেয়েছে মন তোমারে জপিয়া

তোমার অপার দানে তোমার সংবেদনে,
ধরণী শিখেছে গান গাইতে নাচিতে

তুমি ছাড়া গান নাই, তুমি ছাড়া নাচ নাই,
অযুত মন্ত্র এলো তোমাকে স্মরিতে

0040

Status:    Done

চম্পক বনে দখিনা পবনে ঝঙ্কৃত গানে আজি এলে
তুমি ঝঙ্কৃত গানে নিজে এলে
হারানোর ব্যাথা না-পাওয়া কথা সকল দীনতা ভুলাইলে
তুমি সকল দীনতা ভুলাইলে

স্মৃতিবিজড়িত চলার পথেতে আশা-নিরাশার দোদুল দোলাতে
মমতার বেণু বাজাতে বাজাতে সব মধুরমিয়া ভরে ছিলে
তুমি সব মধুরিমা ভরে ছিলে

আলোকের ওই ঝরণাধারাতে শত রূপে নিজে ধরা দিলে
তুমি শত রূপে নিজে ধরা দিলে

0041

Status:    Done

আঁধার পেরিয়ে আপনি এসেছো, তুমি এসেছো জীবন মাঝারে
গুণাগুণ ভুলি' ভালো বাসিয়াছো, তুমি ভালো বাসিয়াছো আমারে

ছোট্ট মনেতে বাসনা দিয়েছো, ছোট্ট ভাবেতে জড়ায়ে রেখেছো
অত বড় তুমি তবু শিখায়েছো আপন করিতে তোমারে

তোমাকে ভাবিয়া তোমাকে স্মরিয়া বলেছো চিনিতে নিজেরে

0042

Status:    Done

তোমারে পেয়েছি
অরুণালোতে হাসিমাখা প্রাতে কমল কাননে কূজনে
প্রভাত-সমীরে নীর-নির্ঝরে বনবীথিকায় বিজনে

চলার পথের পতনোথ্থানে হাসিতে নৃত্যে ছন্দে ও তানে
মধুর স্মৃতিতে মর্মগীতিতে সকল শ্রবনে মননে

তোমারে চিনেছি
ভালোবাসিয়া কাছেতে পেয়েছি মুখর স্বপনে স্মরণে

0043

Status:    Done

তোমরা যা' খুশি তাই বলো আমার না-থামিয়া চলা
না-থামিয়া চলা আমার না কাঁদিয়া বলা

রূপোর মেঘে ভরা আকাশ, কাশের রঙে দুলছে বাতাস
শিউলি ঢেলে' দিচ্ছে সুবাস শিশিরে উতলা

খুঁজছি যারে পাইনি তারে, সেও জানি খুঁজছে মোরে,
আমার গানে গেঁথেছে সে ছোট্ট একটি মালা

0044

Status:    Done

আর কোনো কথা আমি মানি না, মানিতে চাহি না, চাহি না
আঁধার হইতে চলি আলোর পানে, গগ্বর হ'তে ছুটি তারার গানে

সবার মনের ব্যাথা নিয়ে পরাণে, আর কোনো কথা আমি শুণি না
শুণিতে চাহি না, চাহি না

নাচের ছন্দে চলি তোমার পানে, প্রাণের মাধুরী ভরি তোমার গানে
সবার মনের কথা নিয়ে পরাণে, আর কোনো কথা আমি জানি না
জানিতে চাহি না, চাহি না

0045

Status:    Done

বকুল গন্ধে মধুরানন্দে মধুপ ছন্দে এসেছিলো
সে যে মধুপ ছন্দে এসেছিলো

শেষের পরেও শুরু হয়ে থাকে, শেষ নাই তাহা বলেছিলো
জীবনের ধারা অশেষ অপার, মরুমাঝে হারা হয় না চলার
তোমার গতিতে তোমার দ্রুতিতে তোমার স্রোতে সে চলেছিলো

সব বেদনার সকল বাধার লৌহকপাট ভেঙ্গেছিলো
সে যে লৌহকপাট ভেঙ্গেছিলো

0046

Status:    Done

এরা কান্নায় ভাঙ্গা রুধিরেতে রাঙা হতাশায় ভাঙ্গা সবহারা
এরা হতাশায় ভাঙ্গা সবহারা

এদের নেইকো দৃপ্তি, নেই কো পূর্ত্তি, নেইকো দীপ্তি দিশেহারা
এরা হতাশায় ভাঙ্গা সবহারা

এদের চলো নিয়ে যাই আলোকস্নানেতে, বসাইয়া দিই সফল মানেতে,
সব অপূর্ত্তি দূর করে' দিই মমতার ডাকে হৃদি-ভরা
একের বেদনা সবার বেদনা সবাকার এই বসুধরা

0047

Status:    Done

কুঞ্জবনেতে গুঞ্জরণেতে মধুপ কী কথা বলিতে চায়
বলিতে চায় গো বলিতে চায়

মনের বীণাতে তারেতে তারেতে মরমী কী কথা শোণাতে চায়
ভাব যত ছিলো ভাষা তত নাই, সাধ যত ছিলো সাধ্য তো নাই

সকল মহিমা, সকল গরিমা তব পদে তাই লুটাতে চায়
অমল সমল সকল কমল তোমারে অর্ঘ্য দানিতে চায়

0048

Status:    Done

আলো ঝরে' পড়ে ঝলকে ঝলকে, আলোর দেবতা এসেছে
আলোর দেবতা এসেছে আজিকে, আলোর দেবতা এসেছে

কালো ছায়া যত সরে' যেতে রত, ভয়েতে কাঁপিয়া উঠেছে
তারা ভয়েতে কাঁপিয়া উঠেছে

অশনি গরজে, ঝড় বহিতেছে, রুদ্র পুরুষ কহিয়া চলেছে,
"ওরে ভয় নাই, ভয় নাই তোর", সকল কুয়াসা কেটেছে

জলদমন্দ্রে তারকা-চন্দ্রে নিখিল ভুবন জেগেছে

0049

Status:    Done

ডাক দিয়ে যাই যাই যাই, আমি ডাক দিয়ে যাই যাই যাই,
আলোকের পথ ধরে' যারা যেতে চায় তাহাদের চিনে' নিতে চাই

মানুষ পেয়েছে নানা ব্যাধি-ক্লেশ-তাপ, মানুষ পেয়েছে নানা শোক-সন্তাপ
তাদের অশ্রু যারা মুছাইতে চায় তাহাদের জেনে' নিতে চাই

মানুষ সয়েছে বহু ক্ষুধার জ্বালা, সহিয়াছে অপমান-অবহেলা
যারা তাদের ক্ষতেতে প্রলেপ দিতে চায় তাহাদের মেনে' নিতে চাই

0050

Status:    Done

রক্তিম কিশলয়, আমি রক্তিম কিশলয়
সোজা পথে চলি আমি, বাঁকা পথে কভু কভু নয়

আমার সুমুখে আছে শ্যামল শোভা
আমার দু'পাশে আছে অরুণ আভা
উঁচু শিরে চলি আমি, নীচু শিরে কভু কভু নয়

আমার বাহুতে আছে বজ্রের বল,
আমার আঁখিতে আছে দৃষ্টি বিমল
সোজা কথা ভাবি আমি, বাঁকা কথা কভু কভু নয়

0051

Status:    Done

(মোর) মধুকার বনে স্পন্দন এনে' আলোর দেবতা এলো রে
এলো এলো এলো রে

জীবনের শত ধারা শত রূপে ঝলমল করি' এলো রে
এলো রে এলো রে

বসে কাঁদিবার নাহিকো সময়, পথে থামিবার দিন এ তো নয়
সব বেদনার সব হাহাকার আজিকে ভুলায়ে দিলো রে
দিলো দিলো দিলো রে

শক্তির কোনো অপচয় নয়, শোণিত দুলিছে কর্মদোলায়
মনের মাধুরী সব দিক হেরি' অসীমে ছুটিয়া গেলো রে
গেলো গেলো গেলো রে

হৃদয়ের নীপে, প্রাণের প্রদীপে সব কিছু মোর নিলো রে
সে যে সব কিছু মোর নিলো রে, নিলো নিলো নিলো রে

0052

Status:    Done

তুমি উজ্জ্বল ধ্রুবতারা, তুমি অলকার গান
চম্পকসৌরভ মণিদ্যুতিবৈভব নির্ঝর-কলরব,
সবার উপরে তুমি অলকার প্রাণ

মেঘের হুঙ্কার ধনুকের টঙ্কার অশনি-ঝনৎকার,
সবার উপরে তুমি অলকার প্রাণ

তোমারে পেয়েছি দিনে রাতে জীবনের ছন্দে ও স্রোতে
সকল মর্মে ধ্যানেতে সবার মাঝারে' থেকে
সবার উপরে তুমি, তুমি মহাবিশ্বের প্রাণ

0053

Status:    Done

ওগো প্রভু, তোমাকে আমি ভালো বাসি, ভালো বাসি
সতত মনের মাঝে জাগিয়া থাকে তোমারই হাসি, মধুর হাসি
তোমাকে আমি ভালো বাসি, ভালো বাসি বালো বাসি

আঁধার নিশায় তুমি ধ্রুবতারা, মরুতৃষায় তুমি নীরধারা
সম্পদে বিপদে সঙ্গে আছো কাছাকাছি, পাশাপাশি

কোনো গুণ নাহি, তবু কাছে টেনে' নাও
পাশেতে বসাও, ক্ষুদা মিটাও দিবানিশি, দিবানিশি

0054

Status:    Done

আমি ঋজু পথে চলি' ভাই
আবোল-তাবোল নয়, সোজা কথাটি বলে' যেতে চাই
আজ বলে যেতে চাই

আকাশে লেগেছে রামধনুর খেলা, মাটিতে রয়েছে নানা রূপের মেলা
তারই মাঝে বায়ু বহে ভাবে উতলা
আমি ইহাদের সকলকে বাঁচাইতে চাই

রূপ-রস-গন্ধ যা' আছে ধরাতে, স্নেহ ভালোবাসা যা' আছে মনেতে,
ইহাদের নিষ্কলুষ করিতে এসো হাতে হাতে সাথে সাথে কাজ করে' যাই

0055

Status:    Done

সুরসপ্তকে মাধুরী ভরি' এগিয়ে চলার গান গাই
মোরা এগিয়ে চলার গান গাই
মনোমন্দিরে মমতা মাখি' বলি, কেউ তো মোদের পর নাই

দ্যুলোকের যত পুলকরাজি ভূলোকেতে নাচিছে আজি
সপ্তলোকের যত সুধারাশি একাকার হয়ে গেছে ভাই

মধুচম্পকসুরভি ঢালি' সবাইকে প্রণতি জানাই

0056

Status:    Done

কে গো তুমি পথপাশে দাঁড়িয়ে একা, আঁখি অশ্রুভরা, আঁখি অশ্রুভরা
কে গো তুমি নভোনীলে তাকিয়ে একা, বাহু ঊর্ধ্বে করা, বাহু ঊর্ধ্বে করা

যাহা চাহিয়াছো তুমি, তাহা পাওনি, যাহা পাইয়াছো তুমি তাহা চাওনি
মেটেনি জথর-প্রাণ-মনের ক্ষুধা, শুকায়েছে ভালবাসা হৃদয়ভরা

যাদের চেয়েছো তুমি ভালোবেসেছো, তাদের নিকট হ'তে ঘৃণা পেয়েছো
সব কিছু হারায়েছো, কিবা পেয়েছো, শুধু সঞ্চয় আছে গান কন্ঠভরা

0057

Status:    Done

ছন্দ আমার নৃত্যের তালে তালে চলে, দ্বন্দ্ব আমার ভাবের মাঝে যায় গলে'
যাহা কিছু ভাবিয়াছি সবাইকে ভাবিয়া, যাহা কিছু করেছি সবাইকে চাহিয়া
দ্বারে দ্বারে ঘরে ঘরে বিলায়েছি চম্পকগন্ধ

ছন্দ আমার সবাইকে নাচাতে, দ্বন্দ্ব আমার সবাইকে বাঁচাতে
মধুছন্দা সুরে গিয়েছিনু বহু দূরে, আনিয়াছি মধুনিষ্যন্দ

0058

Status:    Done

দু'জনে যখন মিলিছে তখন এদের তোমরা আশিষ দিও
দহ্বনজ্বালাতে ফুলের মালাতে দুঃখ-সুখেতে সাথে থাকিও

মানব সমাজ অবিভাজ্য, কোন নীড় নয় পরিত্যজ্য
সবাই মিলিয়া নাচিয়া গাইয়া এদের তোমরা মানিয়া নিও
ধরণীর ধ্বনি মমতার বানী এদের জীবন রাঙিয়ে দিও

0059

Status:    Done

ননীর পুতুল টুটুল টুটুল, হাত-পা নাড়ছে হেসে' হেসে'
অঙ্গুলিগুলি চম্পককলি, দ্যুলোকের দ্যুতি চোখে ভাসে

কুসুমিত বন করিয়া চয়ন এসেছে খোকন (খুকু) নব দেশে
গড়ে' তুলে' নোব, বড় করে' নোব, কোলে তুলে' নোব ভালোবেসে'

0060

Status:    Done

তোমার জিনিস তোমাকে দিয়েছি, তুমি নাও প্রভু কোলে তুলে
কাঁদিয়া দিয়েছি, বেদনা সয়েছি, এই সান্ত্বনা তুমি নিলে
মোর এই সান্ত্বনা তুমি নিলে

যারা এসেছিল সবাই রয়েছে, অসীমের মাঝে সবে জেগে' আছে
হারাই হারাই আমরা সদাই ভেবে' কেঁদে' মরি তোমা' ভুলে'
প্রভু, ভেবে' কেঁদে' মরি তোমা' ভুলে'

0061

Status:    Done

(আমি) পরাণ ধরিয়া দিই তোমারই চরণে
এসে' থাকা হৃদিমাঝে নিতি নিতি নব সাজে
(তাই) পরাণ ভরিয়া দিই তোমারই স্মরণে

এসে' থাকা গানে নাচে কাছে থেকে আরো কাছে,
(তাই) পরাণ সঁপিয়া দিই তোমারই বরণে

সুর থেকে আরো সুরে নিয়ে' গেছো বহু দূরে
(তাই) পরাণ ঢালিয়া দিই তোমারই মননে

0062

Status:    Done

নয়নে এসেছিলে স্বপনে, এ কি তব লুকোচুরি খেলা
জাগরণে চলে' গেছো বিজনে, এ কি তব অকরুণ লীলা

আকাশে উজ্জ্বল তারা, হৃদয়ে দীপজ্যোতিহারা,
তবু তুমি বিনা ফণী মণিহারা
সহে না, সহে না একেলা, এ কি তব লুকোচুরি খেলা
আলো-আঁধারিতে ইন্দ্রধনুতে মন ভোলানোর এ কি মেলা

0063

Status:    Done

দীপাবলী সাজায়েছি, প্রভু, তোমারে করিতে বরণ
এসো তুমি হৃদি মাঝে নিতি নিতি নব সাজে ধীরে ধীরে ফেলিয়া চরণ
এসো তুমি মন মাঝে আরো গানে আরো নাচে মৃদু হাসি করি' বিকিরণ
এসো তুমি ভাবলোকে ছন্দে ও নবালোকে জাগায়ে মোহন স্পন্দন

0064

Status:    Done

আকাশে আজ রঙের মেলা, মনেতে আজ আলো,
বাতাসে আজ সুবাস ভরা, সবই লাগে ভালো

অজানা কার আগমনে হৃদয়ভরা ছন্দে গানে
প্রাণের পরশ দিয়ে সে যে সরায় সকল কালো

এমন দিনে সবার সনে প্রাণের প্রদীপ জ্বালো

0065

Status:    Done

কাছে এলে বলে' গেলে না কে গো তুমি কে তুমি
ভালোবেসে' সবই দিলে বলে' গেলে না কে আমি

মালঞ্চে যে ফুল ফুটেছে, সে জানে না কে যে সে
সুরের মায়ায় মন যে নাচে, সে জানে না কেন নাচে সে

হাসিতে চাঁদের জোয়ার আসে, চাঁদ জানে না কেন সে আসে
(এই) বিশ্বলীলায় ছন্দ জোগাও কে গো তুমি দিবস-যামী

0066

Status:    Done

রুম্‌ঝুম্‌ রুম্‌ঝুম্‌ নূপুর বাজায়ে কে গো তুমি এলে হৃদিমাঝে,
মননের উত্তাল তরঙ্গে দিয়ে তাল কে গো এলে মোহন সাজে

মধুর হাসিতে ধরা সুরভিত করিয়া অধরের বাঁশীতে মুখরিত করিয়া
চারিদিক আলোকিত করিতে করিতে কে গো এলে ছন্দে ও নাচে

রুম্‌ঝুম্‌ রুম্‌ঝুম্‌ নূপুর ধ্বনিটি হৃদিমাঝে যেন সদা বাজে

0067

Status:    Done

তারই পথ পানে মন ছুটে' যায়, তারই পথ চেয়ে থাকে আঁখি
আঁখি গো, তারই পথ চেয়ে থাকে আঁখি

তারই লাগি' হিয়া উদ্বেল হয় গো, তারই লাগি' আনমনা থাকি
থাকি গো, তারই লাগি' আনমনা তাকি

আজি মোর শয্যা যে কন্টকশয্যা, মোর দৃষ্টিতে হেরে'-যাওয়া লজ্জা
মোর সজ্জা যে নিষ্প্রভ সজ্জা, এ দুখ আমার কোথা' রাখি
রাখি গো, এ দুখ আমার কোথা' রাখি

এত ভালোবাসে তবু আসে না, কোমলে কঠোরে ভরা সে কি
সে কি গো, কোমলে কঠোরে ভরা সে কি

0068

Status:    Not needed, English song

0069

Status:    Done

কে এলে, না বলে' এলে ঘুমের ঘোর ভাঙ্গানোর ডাক দিয়ে
চঞ্চল পবনে লীলায়িত করিয়া সব-পেয়েছির গান গেয়ে;

আকাশে সূর্য্য পদতলে ধরণী, বাজিছে তূর্য্য মুখরিত সরণী
ঘুমিয়ে থাকিবার কেঁদে কাল কাটিবার অলসতা ভুলে' গিয়ে

আলোর ওই ধারার পানে ছন্দে নাচে ও গানে
এগিয়ে চলার পথ বেয়ে' ঘুমের ঘোর ভাঙ্গানোর ডাক দিয়ে

0070

Status:    Done

আমি যাবো না, যাবো না, যাবো না রে সুরের এই ছান্দসিক জগৎ থেকে
মোর মানস লোকে মোর আত্মিক লোকে বেঁচে' আছি সুরে জড়িয়ে থেকে'
আমি বেঁচে আছি সুরে জড়িয়ে থেকে'

সুরের হাওয়ায় আমি খুঁজি তাকে, সুরের ছায়ায় আমি পাই যে তাঁকে
সুরের ছন্দে মধুরানন্দে রন্ধ্রে রন্ধ্রে সে যে লুকিয়ে ত্থাকে
আমার রন্ধ্রে রন্ধ্রে সে যে লুকিয়ে ত্থাকে

আমার সকল চাওয়ার আমার সকল পাওয়ার
শেষ কথা রয়েছে সুরের বুকে

0071

Status:    Done

জগৎটা নয় মিথ্যে মায়া, মিথ্যে রঙের খেলা
লীলাময়ের লীলা এ ভাই লীলার মোহন মেলা

সূর্য্য আসে, প্রভাত হাসে, সকল দিকই রঙে ভাসে
রঙের ঝিলিক প্রাণে মেশে রঞ্জনে উতলা

দিনে রাতে তারই আশে চেয়ে' থাকি নিনিমেষে
এই চাওয়া ভাই পূর্ণ হবে তাহার সাথে মিশে
নানা রঙের নানা ফুলে ভরবে রঙের ডালা

0072

Status:    Done

মউমাছি গুনগুনিয়ে কাননে কী কথা যায় শুণিয়ে
বসুধার বর্ণে ও গন্ধে, সুরের উপচে'-পড়া ছন্দে
যে রাগ হয়নি হারা মরুতে তাদের মাঝারে বসে' মালা গেঁথে যাই
প্রাণের সকল সুধা ভরিয়ে

যে মধু ছিলো ঢাকা, যে সুবাস পরাগেতে মাখা
যে মমতা হৃদি মাঝে রাখা
সবারে জাগায়ে আমি গান গেয়ে' যাই
বীণার সকল তার ছাপিয়ে

0073

Status:    Done

ওগো প্রিয়, আমায় ভুলিও না তুমি,
তোমায় পেতে আলোর পথে চলি আমি

ধরায় এসেছি তোমার কাজ করিতে গো
ভালো বেসেছি তোমার গান শোণাতে গো

অণুতে অণুতে তোমার লীলা
সুরেতে সুরেতে তোমার খেলা

ছন্দেতে ছন্দতে তুমি নাচো
রন্ধ্রে রন্ধ্রে তুমি লুকিয়ে' আছো

0074

Status:    Done

চল্‌ চল্‌ চল্‌ চল্‌ গান গেয়ে' চল্‌
আশার আলোকশিখা অতি উজ্জ্বল

অবনীকে করে তুলি' মুক্তাঞ্চল
চল্‌ চল্‌ ঘরে ঘরে গান গেয়ে চল্‌

পাপের শত্রু মোরা, ভালোদের বল
বাঁচাই তাদের মোরা যারা দুর্বল

যত ভাষা যত মত রহিয়াছে যত পথ
সবারে শ্রদ্ধা মোরা করি অবিচল

0075

Status:    Done

কে এলে, আজিকে এলে, বিশ্বদোলায় দোল দিয়ে' এলে
(তুমি) বিশ্বদোলায় দোল দিয়ে' এলে

ভাবলোকে ছিলে, নীচে নেবে' এলে, ধরার ধরাছোঁয়ায় মিশিয়ে গেলে
সুদূরের তারা কাছটিতে এলে, সুদূরের রাগ মন মাতালে

হারানো ধ্বনি তুমি কাণে ভেসে' এলে, হারানো ছন্দে নাচ নাচিয়ে দিলে
অশ্রুভরা আঁখি মুছিয়ে' দিলে, সাগরের মণি তুমি প্রাণে জুড়ালে