User:T12/PSB: Difference between revisions

From Sarkarverse
Jump to navigation Jump to search
(→‎0255: new section)
(→‎0255: done, revision still going on)
Line 95: Line 95:
== 0255 ==
== 0255 ==


{{Status|doing}}
{{Status|done}}
<poem>
<poem>
আমি তোমার লাগিয়া জাগিয়া রয়েছি সতত তোমার পথ চেয়ে
আমি তোমার লাগিয়া জাগিয়া রয়েছি সতত তোমার পথ চেয়ে
Line 107: Line 107:
<div style=text-align:right>
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi  
Madhumanjúśá Ranchi  
1983 February
1983 February 04
</div>
</div>
</poem>
</poem>

Revision as of 05:01, 6 December 2014

Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page


0251

Status:    Done

আজি মোরে আঁখিতে বান কেমন পরাণ দেখিয়া দেখো না
তুমি দেখিয়া দেখো না

চলেছি তোমারই পানে তোমারই গানে ভাবিয়া ভাবো না
তুমি ভাবিয়া ভাবো না

যারা তোমায় ভালোবাসে তোমারই লাগি কাঁদে হাসে
তাহাদের প্রাণের কথা মর্মব্যথা শুণিয়া শোণো না
তুমি শুণিয়া শোণো না

তথাপি আমি চলিবো পথেতে তব জানিয়া রেখো কিছুতে ছাড়িবো না
আমি কিছুতে ছাড়িবো না


Madhumanjúśá Ranchi
1983 February 02

0252

Status:    Done

কে গো গেয়ে যায় সুরের মায়ায় ছন্দ জাগায় দেয় দ্যোতনা
নেচে চলে যায় মোর পানে চায় কথা নাহি কয় যেন চেনে না

বিশ্বাতীত কামনাশূন্য সর্বাধার পরমপুণ্য
ভরে আছে সব প্রাণে ও মনে হেন কিছু নাই সে জানে না

আনন্দঘন প্রকৃত প্রভু মমতায় বিশ্ববিভু
সবার লাগিয়া সতত জাগিয়া কোন কিছুকেই সে ভোলে না


Madhumanjúśá Ranchi
1983 February 03

0253

Status:    Done

  • Note: the book mentions 1983 February 2 as date, but, that breaks chronological order

আমার মনের মুকুরে প্রাণঢালা সুরে তব গান এসেছিলো
আমি না চাহিতে আমার চিত্তে নিজে এসে ধরা দিয়েছিলো

ভুলিতে পারি না সে সুরসম্ভার আজও সে আমাকে ডাকে বারেবারে
সে যে আমার হিয়ায় তোমার হিয়ায় বন্ধনসেতু গড়েছিলো

আমাম্র সকল মমতা সব ব্যকুলতা তব সুরে বেজে উঠেছিলো


Madhumanjúśá Ranchi
1983 February 3

0254

Status:    Done

মন ভেসে যায় সজল হাওয়ায় চম্পক-সুরভি মাখি
সে যে অচেনা বঁধু প্রাণের সব মধু ঢালিয়া তারে গো ডাকি

কেন সে থেকে যায় দূর বিদেশে কেন সে নাহি আসে কাছে
কেন গো মোর পানে নাহি তাকায় সে কেন সে দূরে থেকে নাচে
তাহারই ছন্দে গানে চলি যে তারে পানে যে রেখেছে নিজেরে ঢাকি

নহে গো নহে গো নহে দূরে সে সে যে মোরে সব চেয়ে ভালবাসে
বিপদে সম্পদে থাকে পাশে পাশে দেখা না দিয়ে সে মৃদু হাসে
যদিও অচেনা নহে সে অজানা তার লীলা বুঝিতে না বাকি


Madhumanjúśá Ranchi
1983 February 04

0255

Status:    Done

আমি তোমার লাগিয়া জাগিয়া রয়েছি সতত তোমার পথ চেয়ে
তোমার লাগিয়া মালা গেঁথে আর তোমার ভাবনা মনে নিয়ে

কেন বাঁধলে আমায় বাঁধনডোরে বাঁধলে কেন গো
কেন ভাসাও আমায় আঁখির লোরে ভাসাও কেন গো
আমি কিছুতে তোমায় ভুলিতে পারি না পড়িলাম এ কী মহা দায়ে

তাই এসো গো গোপনে আমার মননে একান্তে মোর হয়ে গিয়ে


Madhumanjúśá Ranchi
1983 February 04