User:T12/PSB

From Sarkarverse
< User:T12
Revision as of 14:07, 2 April 2014 by T12 (talk | contribs) (→‎164: new section)
Jump to navigation Jump to search
Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page

161

Status:    Done

(তব) গানের সুরে পরাণ আমার যায় ভেসে' সুদূরে

অণুতে অণুতে সে যে গাঁথা, উত্তাল জলধিতে তারই কথা
মহাকাশের মায়াভরা মহাছন্দে সব কিছুর ভিতরে সে যে ভরে'

মনের মণিকোঠায় তারই আসন, চিত্তেরই দোলাতে তারই দোলন
হিয়ার উদ্বেলতা তারই স্পন্দন, বাহিরে ভিতরে আছে ঘিরে'

162

Status:    Done

কিছু ক'য়ে যাও, কিছু শুণে যাও, অত তাড়াতাড়ি যেও না
মহানভোনীলে তোমারই নিখিলে আমারে মুছিয়া ফেলো না

মিলাইয়া দাও তোমাতে আমারে শত পথ বেয়ে শত ধারা ধরে'
মনের কুসুম-কোরকের মধু শুকাইয়া যেতে দিও না

ভালোবাসিয়াছি তোমারেই আমি দুঃখে সুখেতে দিবস-যামী
পঙ্কে কমল ফোটায়ে' রেখেছি, দলগুলি তার ছিঁড়ো না

163

Status:    Done

মনকে কোন ছোট কাজেই নাবতে দোব না,না না না, নাবতে দোব না
ধ্যানের আলোয় বসিয়ে দোব, করবো নতুন ধরা রচনা

ভূলোক দ্যুলোক আমারই আশে চেয়ে' আছে রুদ্ধ আবেশে
তাদের আশা পূর্ণ করে' বহাবো প্রাণের ঝরণা

অশ্রু মুছে আনবো হাসি, কান্না সরে' বাজবে গো বাঁশী
মাটির 'পরে আসবে সুদিন, ক্লেশ-যাতনা কারও রবে না

164

Status:    Done Note Please check the spelling নূতন in the second line. In the book it is নুতন. I used the spelling I knew. Else it might be নতুন nat́un

কে নিবি আয়, আয় ছুটে' আয়, প্রাণের পসরা এসেছে
মাধুরী ভরিয়ে মনকে রাঙিয়ে নূতন প্রভাত এসেছে

স্থলে জলে আর আকাশে বাতাসে পলে অণুপলে মদির সুবাসে
শত দীপে জ্বেলে আলোকের মালা নবতর দেশে এনেছে
আনন্দঘন মধুর আবেশে নিখিল ভুবন হেসেছে