User:T12/PSB

< User:T12
Revision as of 05:00, 1 January 2014 by T12 (talk | contribs) (→‎0084: new section)
Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    


Sub-page


0076

Status:    Done

স্বপনে খোঁজ পেয়েছিনু, স্বপন মাঝেই ভালো বেসেছি
স্বপন মাঝে চেনা-শোনা, সবই সে যে জেনে' গেছি

বল্‌ গো তোরা স্বপন শেষে কোথায় হারা হলো যে সে
জাগরণের বাস্তবেতে চলে' গেল হেসে হেসে'

সোণার স্বপন আবার কি রে মোর জীবনে আসবে ফিরে'
সেই আশাতেই বেঁচে' আছি, সেই আশাতেই জেগে' আছি

0077

Status:    Done

স্বপনে তা'রে চিনেছি
স্বপনে আমি জ্যোৎস্না-রাতে নিষ্প্রভ দীপ নিয়ে' হাতে
ভেসেছিনু সুরের স্রোতে নূতন জীবন পেয়েছি
স্বপনে তা'রে দেখেছি, দেখেছি গো দেখেছি

প্রাণের প্লাবনে সে যে ভুবনভরা, মধুর হাসিতে তার মুকুতাঝরা
নাচ গানে বীণার তানে গন্ধমদির সমীরণে

প্রাণের পরশ মাখিয়ে' প্রাণে নূতন আলোয় মেতেছি
স্বপনে তা'রে পেয়েছি, পেয়েছি গো পেয়েছি

0078

Status:    Done

স্বপনে সে এসেছিলো, স্বপন মাঝেই চলে' গেলো
না বলিয়াই চলে গেলো', না ডাকিতেই এসেছিলো

হিয়ার মাঝে গোপন কোণে না বলিতেই বসেছিলো
নিজের হাতে নাড়া দিয়ে তন্ত্রীতে সুর বাজিয়েছিলো

তুলে' নয়ন মুখের পানে বলতে সে কী চেয়েছিলো
না-জানি কোন অভিমানে না জানিইয়েই চলে' গেলো

0079

Status:    Done

(তব) স্বপনের ছোঁয়া লেগে' জীবন পেয়েছে নব প্রাণধারা
আশাতে মন্দিত গান ভাষাতে স্পন্দিত তান, ভালবাসা হলো সীমাহারা

(তব) স্বপনের মায়া মেখে' মর্ম হয়েছে মধুভরা
সুরেতে উচ্ছল ছন্দ কুসুমে উন্মদ গন্ধ, দিক্‌ভ্রান্ত পেলো ধ্রুবতারা

(তব) স্বপনের মাধুরী মেখে' জগৎ পেয়েছে গতিধারা
চারিদিকে উজ্জ্বল আলো, যা'কে দেখি তা'কে লাগে ভালো
অণু-পরমাণু হলো দৃপ্ত, ভাব-ব্যঞ্জনা, আনন্দে ধরা হলো ভরা

0080

Status:    Done

স্বপনে এসেছো আনন্দঘন তুমি, সবার তুমি আনন্দ
মঞ্জুল মহাকাশে মহাপ্রাণে আছো মিশে' রূপাতীত অপরূপ ছন্দ
তুমি রূপাতীত অপরূপ ছন্দ
চোখে অনুরক্তি চরণে বিমুক্তি ভাবাতীত সুধানিষ্যন্দ
তুমি ভাবাতীত সুধানিষ্যন্দ
জেনে' বা না জেনে' ভালবাসি একই জনে, সে ভালবাসার নাহি অন্ত

0081

Status:    Done

স্বপনের ঘোরে দিন চলে' যায়, এগিয়েই চলাই রীতি
দিন চলে' যায়, ফিরে' নাহি চায়, ফিরে' না চাওয়াই রীতি
কয়ে-যাওয়া কথা সয়ে-যাওয়া ব্যাথা অসীমেতে হারায়
দিনগুলি চলে' যায়

অতীতে যাহার হয়েছে সূচনা, তারও আগেকার কথা
মর্মবীণায় স্বপ্নের তারে সুরেতে রয়েছে গাঁথা
হারায় যাহারা আমাদের থেকে আছে তব দ্যোতনায়

0082

Status:    Done

তুমি এসেছো, প্রাণে এসেছো, ভুবন আলো করে' প্রাণে এসেছো
তোমার নূপুরধ্বনি মর্মে পশিয়া সকল ক্লেশ ভুলায়ে দিলো গো
আমার সকল ক্লেশ ভুলায়ে দিলো গো

আছো সঙ্গে, থেকো সঙ্গে, আনন্দের মূর্চ্ছনায় থেকো সঙ্গে
তোমার মধুর হাসি হৃদয় ছাপিয়ে সব কিছু মোর কেড়ে' নিলো গো

0083

Status:    Done
Note: Please verify spelling of "তাকা" (fourth line, second word).

চির নূতনের আহ্বানে
ছন্দ আমার নেচে' ছুটে' যায় দূর নীলিমার পানে

আজ এগিয়েই চলাই গান, হাসিয়া ডাকাই প্রাণ
চেয়ে' তাকা পিছে বসে' থাকা মিছে, চাই যাকে সে যে টানে
মন মহামনে প্রাণ মহাপ্রাণে মিশে' যায় এক তানে

0084

Status:    Done

সুমুখে আসিয়া দাঁড়াইয়া ছিলে শত সূর্যের সাথে, ছিলে শত সূর্যের সাথে
আমি ছিনু এক পাশে মাটির দীপটি হাতে, ছিনু মাটির দীপটি হাতে

ঢেউয়ের উপরে ঢেউ এসে' পড়ে উত্তাল জলধিতে
রণহুঙ্কারে মেতে' ওঠে তারা সফেন প্রাণের স্রোতে

ছুটে চলে শত অণু-পরমাণু দুরন্ত সঙ্গীতে
কাছে থেকে দূরে, দূরে থেকে কাছে বজ্রে ও বিদ্যুতে