User:T12/PSB

< User:T12
Revision as of 06:58, 24 January 2014 by T12 (talk | contribs) (→‎138: new section)
Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page

136

Status:    Done

আজকের এই শিশুতরু ফলে ফুলে পত্রপুঞ্জে ঢেকে' দেবে তপ্ত মরু

জলসিঞ্চনে মমতার ডাকে আমরা সবাই বাঁচাবো তোমাকে
জলে ঝড়ে রোগে সব উপসর্গে তব সাথে মোরা আছি তরু,

ঊষর ধূসর ঢাকা পড়ে' যাক, মরুতৃষ্ণিকা লীন হয়ে' যাক
শ্যামলে কোমলে ছেয়ে' যাক সব বিশ্বের যত আছে মরু

137

Status:    Done

(মোরা) বেশী কিছু নাহি চাই,
চাই একটু ভালোবাসা, ছোট্ট একটি বাসা
রোদে জলে হিমে মাথা গুঁজিবার ঠাঁই

জেনে' শুণে' অনাদর হতাদর করিবো না তোমাকে
(নিজে) যেমন থাকিবো তেমনি রাখিবো আমাদের এ গৃহকে
বাই মমতামদির শান্তির নীড়, এর বেশী চাহি নাই

ঝড়ে ঝঞ্ঝাতে অশনিনিপাতে তুমি আশ্রয়দাতা, মমত্বে তুমি পিতা
এই অবারিত স্নেহ, অনুপম গেহ চিরদিন যেন পাই

138

Status:    doing

আমি যেদিকে তাকাই হেরি ও রূপ কেবল
সে যে বাহিরে ভিতরে রহে আলোঝলমল

সে যে আকাশে বাতাসে ভাসে অমল আভায়
সে যে পুষ্পে পুষ্পে হাসে মধুর আভায়

সে যে হিয়া মাঝে গান গায় না-বলা ভাষায়
সে যে নৃত্যের তালে আসে মধু দ্যোতনায়

তারে কেমনে ভুলিব আমি
সে যে দোলায় নাচায় সদা সপ্ত ভূমি