User:T12/PSB

< User:T12
Revision as of 08:18, 27 January 2014 by T12 (talk | contribs) (→‎144: done)
Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page

136

Status:    Done

আজকের এই শিশুতরু ফলে ফুলে পত্রপুঞ্জে ঢেকে' দেবে তপ্ত মরু

জলসিঞ্চনে মমতার ডাকে আমরা সবাই বাঁচাবো তোমাকে
জলে ঝড়ে রোগে সব উপসর্গে তব সাথে মোরা আছি তরু,

ঊষর ধূসর ঢাকা পড়ে' যাক, মরুতৃষ্ণিকা লীন হয়ে' যাক
শ্যামলে কোমলে ছেয়ে' যাক সব বিশ্বের যত আছে মরু

137

Status:    Done

(মোরা) বেশী কিছু নাহি চাই,
চাই একটু ভালোবাসা, ছোট্ট একটি বাসা
রোদে জলে হিমে মাথা গুঁজিবার ঠাঁই

জেনে' শুণে' অনাদর হতাদর করিবো না তোমাকে
(নিজে) যেমন থাকিবো তেমনি রাখিবো আমাদের এ গৃহকে
বাই মমতামদির শান্তির নীড়, এর বেশী চাহি নাই

ঝড়ে ঝঞ্ঝাতে অশনিনিপাতে তুমি আশ্রয়দাতা, মমত্বে তুমি পিতা
এই অবারিত স্নেহ, অনুপম গেহ চিরদিন যেন পাই

138

Status:    Done

আমি যেদিকে তাকাই হেরি ও রূপ কেবল
সে যে বাহিরে ভিতরে রহে আলোঝলমল

সে যে আকাশে বাতাসে ভাসে অমল আভায়
সে যে পুষ্পে পুষ্পে হাসে মধুর আভায়

সে যে হিয়া মাঝে গান গায় না-বলা ভাষায়
সে যে নৃত্যের তালে আসে মধু দ্যোতনায়

তারে কেমনে ভুলিব আমি
সে যে দোলায় নাচায় সদা সপ্ত ভূমি

যদি লুকোবার তরে যাই গিরিগুহাতে
যদি নীল বেশে নীলাকাশে যাই ভুলাতে
আমি যেদিকে তাকাই সে যে ঘিরিয়া আছে
হাসে আঁখির তারায় কালো রঙেরই মাঝে

পাশরিতে যত চাই পাশরা না যায় গো, পাশরা না যায়
তারে ছেড়ে' বেঁচে' থাকা হলো এ কী দায় গো, হলো এ কী দায় গো
আমি যেদিকে তাকাই হেরি ও রূপ কেবল
সে যে আমারই মাঝে হাসে আলোঝলমল

139

Status:    Done

তুমি এসেছিলে নীরব নিশীথে হৃদাকাশ মোর আলো করিতে
(মোর) কোন গুণ নাই, তবু এসেছিলে, শিখাইছিলে ভালোবাসিতে
সলল প্রাণীকে ভালোবাসিতে

(আমি) যত ভুলি ভুলি করি তত জড়াইয়া ধরি
যত ভুলি ভুলি করি ভুলিতে যে নাহি পারি
তোমার সর্বনাশা সেই যে বাঁশী

বাঁশী দু'কূল প্লাবিয়া হৃদয় ছাপিয়া অশ্রু সরায়ে ভরায় হাসি
সর্বনাশা সেই যে হাসি, প্রাণ কেড়ে' নেওয়া সেই যে হাসি
প্রাণ কেড়ে' নেওয়া সেই যে বাঁশী

(তুমি) সকল ঋতুতে সকল তিথিতে মোর প্রাণে আছো জড়ায়ে
(আর) তনুতে তনুতে অণুতে অণুতে মোর প্রাণে আছো জড়ায়ে

জড়ায়ে আছো, মনের সঙ্গে জড়ায়ে আছো
তনু তনুতে অণুতে অণুতে মোর মনে আছো জড়ায়ে
জড়ায়ে আছো, মনের সঙ্গে জড়ায়ে আছো

তুমি এসেছিলে নীরব নিশীথে হৃদাকাশ মোর আলো করিতে
(মোর) কোন গুণ নাই, তবু এসেছিলে, শিখাইছিলে ভালোবাসিতে
সব কিছুকে ভালো বাসিতে

140

Status:    Done

(আছো) কবরীবেণীরে কালো ডোর হয়ে' কালোয় কালোয় মিলে' গো
(আছো) কপালের টিপে চোখের কাজলে, কাছে তবু নাহি দেখি গো
(এই) অপরূপ লীলা লুকোচুরি খেলা কেন তাহা নাহি বুঝি গো
আমার সুখের শেষ নাহি যে
তোমায় পেলাম এত কাছে, আমার সুখের শেষ নাহি যে

(আমি) হারাই হারাই সদা ভয় পাই, কেন পাই তাহা নাহি জানি
ভাবিবো না ভাবি, আরো বেশী ভাবি, কেন ভাবি তাহা নাহি জানি

আমি যুগ যুগ ধরি' বসে' আছি জাগি' প্রাণের প্রদীপ জ্বেলে'
মোর প্রাণের প্রদীপ জ্বেলে', মোর মনেরই ডানা মেলে'
সম্মুখে এসে দাঁড়াও গো হেসে' মধুর চরণ ফেলে'
তব মধুর চরণ ফেলে', তব রাতুল চরণ ফেলে'

আছো কবরীবেণীতে কালো ডোর হয়ে কালোয় কালোয় মিশে' গো
মোর কপালের কালো তিলে গো, মোর রন্ধ্রে রন্ধ্রে মিশে' গো

141

Status:    Done

(সে যে) আকাশে সাগরে বনে কান্তারে লতায় পাতায় লুকায়ে রয়
শারদ নিশীথে শেফালী ফুলেতে গন্ধে গন্ধে ভরিয়া রয়

বিশ্বের রূপ যাহার রূপেতে তাকে কি কখনো ভোলা যায়
ভোলা যায় না, যায় না, যায় না, যায় না
বিশ্বের আলো যাহার আলোতে তার থেকে দূরে থাকা কি যায়
থাকা যায় না, যায় না, যায় না, যায় না
তার থেকে দূরে থাকা যায় না, যায় না, যায় না
তাকে কভু দূরে রাখা যায় না, যায় না, যায় না, যায় না
(যদি_ কুসুমবাস নিয়ে ফুটি কোন নির্জন বন-তরুশাখে

সে যে কিশলয় হয়ে রক্তিমাভাতে চারি পাশে মোর ঘিরে' থাকে
(আমি) এই ঘিরে থাকাটাই চাই, দূরে নাহি যেতে চাই

(সে যে) আকাশে সগরা বনে কান্তারে ল্পতায় পাতায় লুকায়ে রয়
প্রভাত নিশীথে সকল ফুলেতে গন্ধে গন্ধে ভরিয়া রয়
সে যে গন্ধে গন্ধে ভরিয়া রয়

142

Status:    Done

আকাশে সাগরে
আকাশে সাগরে যেখানে মিশেছে তার চেয়ে আরও দূরে,
নিয়ে যাও মোর হাতখানি ধরে' সেই দিগন্ত পারে

নিয়ে যাও হে, হাতখানি ধরে' মোর নিয়ে যাও হে
নিয়ে যাও মোর হাতখানি ধরে' সেই দিগন্ত পারে
(আমি) ভেসে যেতে চাই অরূপে আলোতে লোকাতীত তব সুরে

যত বার ভাবি দেখিবো না আমি তোমাকে আমার মনে
তাকাইয়া দেখি বসে' আছো তুমি আলো করে' মনে গোপনে

প্রভাতে নিশীথে সকল তিথিতে সব খানে আছো তুমি
বাহিরে ভিতরে হৃদয়ে গভীরে কভু একা নহি আমি
একাকী নহি গো, কোনো খানে কভু আমি একাকী নহি গো

বাহিরে ভিতরে হৃদয়ে গভীরে কভু একা নহি আমি
একাকী নহি গো, কোনো খানে কভু আমি একাকী নহি গো

বাহিরে ভিতরে হৃদয়ে গভীরে কভু একা নহি আমি
আকাশে সাগরে
আকাশে সাগরে যেখানে মিশেছে তার চেয়ে আরও দূরে,
নিয়ে যাও মোরে ছন্দে ও সুরে ওই দিগন্ত পারে

143

Status:    Done

আহা কী শুণিলাম
আহা কী শুণিলাম মধুক্ষরা নাম, বিনা মূল্যে আমার বিকালো জীবন

(নাম) কেমনে পশিল কর্ণে, কেমনে ছোঁয়া দিলো মর্মে
নামেরই ছন্দে মধুরানন্দে উদ্বেল ধরা নিলো তারই শরণ

নামেরই দোলাতে দুলিতে দুলিতে তার স্রোতে আমি যাই ভেসে' ভেসে'
নামেরই আলোতে হাসিতে হাসিতে তার সনে আমি থাকি মিলে'মিশে'

মিশিয়া থাকি গো
তাহারই সঙ্গে আমি মিশিয়া থাকি গো
নামেরই আলোতে হাসিতে হাসিতে তার সনে থাকি মিশি'

(আমি) তাহারই আলোর অরুণ রাগেতে রঙে রঙে তারে রাঙাইবো
(তার) মধুর নামটি মধুর ভাবেতে সকল বিশ্বে ছড়াইব

ছড়ায়ে' দেব গো
মধুর নাম মধুর ভাবেতে ছড়ায়ে' দেব গো
তার মধুর নামটি মধুর ভাবেতে সকল বিশ্বে ছড়াইব
আহা কী শুণিলাম প্রাণভরা নাম, বিনা মূল্যে আমার বিকালো জীবন

144

Status:    Done

এসো ধীরে ধীরে চরণ ফেলে' মোর মনের গভীরে
আমি অর্গলগুলি দিয়েছি খুলে' স্বাগত জানাতে প্রাণ ভরে'

বেলা বহে' যায়, বিহগ ব্যাথায় সন্ধ্যা ঘনায় মধুর মায়ায়
সন্ধ্যা দীপটি নিয়ে' এসো ভিতরে চারিদিক আলোকিত করে'

তব প্রাণের দোলায় প্রাণ মোর দুলে' যায়
তব সুরের মায়ায় মন মোর মেতে' যায়

মাতিয়া যায় গো
সুরের মায়ায় মন মাতিয়া যায় গো
(আছো) দখিনা পবনে মধুর স্বপনে দিক্‌দিগন্ত ঘেরিয়া
(আছো) প্রাণের প্রদীপে হৃদয়ের নীপে সব কিছু মোর ভরিয়া

ভরিয়া আছো গো
সব কিছু আমার ভরিয়া আছো গো
এসো ধীরে ধীরে চরণ ফেলে' মোর হিয়ার মাঝারে