User:T12/PSB

< User:T12
Revision as of 03:09, 22 March 2014 by T12 (talk | contribs) (→‎162: new section)
Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page

151

Status:    Done

এসেছিলে তুমি প্রভু অন্ধকারের পার হ'তে
তোমা লাগি বসেছিনু যুগে যুগে দিনে রাতে

কত তিথি গেছে ঝরে', কত তারা খসে' পড়ে'
তবু আমি ছিনু জেগে' চেয়ে' তব আসা-পথে

(আমার) সব আশা আলোয় ভরে' এসেছিলে মধুরাতে

152

Status:    Done

চম্পক-বনে মধুর স্বপনে তাহাকে দেখেছি মায়ামুকুরে
শান্ত বাতাসে মদির সুবাসে মুগ্ধ নয়নে সরিতা তীরে

সেথা কুসুম-পরাগ অলকে আসিয়া অলকে ভাসিয়া যায়
সেথা মনে ময়ূর নীলাকাশে চাহি' কলাপ মেলিয়া দেয়

জ্যোৎস্না-নিশীথে বিজন বীথিতে ভালোবাসা নাচে তাকে ঘিরে' ঘিরে'

153

Status:    Done

আলোর পারেতে আলো, তারপরে আরো আলো
অপার আলোর ঢেউ বয়ে' চলে' যায়

যা'র লাগি' এত আলো, সে আমারে বাসে ভালো
মোর মনে তা'র ছবি ভাসিয়া বেড়ায়

কখনো বা অতি কাছে, কখনো বা অতি দূরে
নানান রূপে নানা গানে ও সুরে
সবাইকে দোলা দিয়ে' নেচে' সে যে যায়

মনের কমল কত বর্ণে বিকশিত, গন্ধমধু নিয়ে তারই পানে ধায়

154

Status:    Done

প্রভু, এসো এসো আমার হৃদয়ে
রাতুল চরণ, মধুর আনন, মিষ্টিমধুর হাসি নিয়ে'

তব নামে প্রাণে শিহরণ জাগে, রঞ্জিত হই তোমারই রাগে
যায় তব গানে তব নাচে সব কিছু মোর মিলিয়ে'

প্রাণে প্রাণে ধ্যানে ধ্যানে যাই যে আমি হারিয়ে'

155

Status:    Done

কেন অমন করিয়া ডাকিতেছো আমায়
হাজার কাজেতে জড়ায়ে রয়েছি দিতে কি পারি সময়
আমি দিতে কি পারি সময়

ছন্দে ও সুরে মধুময় তানে আলাপে আবেশে সুধামাখা গানে
কাজের মাঝারে সাড়া দিই কী করে', বোঝ না কি মনোময়
তুমি বোঝ না কি মনোময়

কাজের পেছনে কাজ জমে' আছে, বেলা যে বহিয়া যায়
মোর বেলা যে বহিয়া যায়

156

Status:    Done

এগিয়ে' চলো, এগিয়ে' চলো, সবাইকে নিয়ে এগিয়ে' চলো
রক্তিমারুণ সামনে দাঁড়িয়ে, তাহারই পানে এগিয়ে' চলো

দেশে দেশে যাও ভাইয়ের মতন সবাকার ব্যাথা করিয়া স্মরণ
বিশ্বমানব পরিবার আজ তোমাকে ডাকিছে আঁখি-ছলোছল

সরাইয়া দাও সব ব্যাথাভার, মুছাইয়া দাও সব আঁখিধার
সবার সেবার তুমি আসিয়াছো, এই কথাটাই বুঝিয়ে' বলো

157

Status:    Done

না চিনিয়াই যাহাকে ডেকেছি সে যে এসেছিলো স্বপনে
রঙীন মেঘের রামধনু রঙে তাহাকে দেখেছি গোপনে

রুনু-ঝুনুঝুনু নূপুর রণনে হিয়া উপচিয়া মোহন মননে
বুঝিয়াছি আমি যাহাকে দেখিনি সে যে ছিলো মোর নয়নে

সব কিছু জানা হলেও তাহাকে যত জানি তত জানি নে

158

Status:    Done

তুমি সবার মনে আছো, সবাই তোমার মনে আছে
দুঃখে সুখে না জেনে' তাই সবাই তব কৃপা যাচে
এসো কাছে, এসো আরো কাছে, সবাই তব কৃপা যাচে

তুমি সবার ব্যাথার ব্যাথী, নিত্যকালের তুমি সাথী
তব মোহন বাঁশী আর মোহন হাসি বাঁধভাঙ্গা সুখ দেয় উপচে'

আঁধার সাগরপারে তুমিই আলো, সবার চেয়ে বাসো বেশী ভালো
স্বপনঘোরে আনমনে তাই তোমারই ছন্দে সব নাচে

159

Status:    Done

প্রভু, আমি ভালবাসি, তোমায় ভালবাসি
তব নয়ন-ভুলানো মধুর হাসি ভালবাসি

ব্রততী-তরুতে কুসুমরেণুতে নভোনীলিমায় সরিতার স্রোতে
ছড়ায়ে' দিয়েছো মধুর হাসিটি সকল তমিস্রা নাশি'

গিরিকন্দরে মহোদধিতলে অণুতে অণুতে ভাবের অতলে
রহিয়াছো তুমি চিরজাগ্রত মনের মধুকোরকে ভাসি'

160

Status:    Done

তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে
নির্মল আকাশে, চম্পক সুবাসে, রাগে অনুরাগে ভরা হৃদয়ে বিজনে

মমতার পরশে আলোকের হরষে ধরণীর স্নেহভরা দোলা-দেওয়া রণনে
অভ্রংলেহী গিরি তোমাকে প্রণতি করি' নত শির চেয়ে আছে তুহিন্স্রবণে

162

Status:    doing

(তব) গানের সুরে পরাণ আমার যায় ভেসে' সুদূরে
অণুতে অণুতে সে যে গাঁথা, উত্তাল জলধিতে তারই কথা
মহাকাশের মায়াভরা মহাছন্দে সব কিছুর ভিতরে সে যে ভরে'