User:T12/PSB: Difference between revisions

12,688 bytes removed ,  14 January 2014
Archive
(→‎0094: new section)
(Archive)
Line 12: Line 12:




== 0076 ==
{{Status|done}}
<poem>
স্বপনে খোঁজ পেয়েছিনু, স্বপন মাঝেই ভালো বেসেছি
স্বপন মাঝে চেনা-শোনা, সবই সে যে জেনে' গেছি
বল্‌ গো তোরা স্বপন শেষে কোথায় হারা হলো যে সে
জাগরণের বাস্তবেতে চলে' গেল হেসে হেসে'
সোণার স্বপন আবার কি রে মোর জীবনে আসবে ফিরে'
সেই আশাতেই বেঁচে' আছি, সেই আশাতেই জেগে' আছি
</poem>
== 0077 ==
{{Status|done}}
<poem>
স্বপনে তা'রে চিনেছি
স্বপনে আমি জ্যোৎস্না-রাতে নিষ্প্রভ দীপ নিয়ে' হাতে
ভেসেছিনু সুরের স্রোতে নূতন জীবন পেয়েছি
স্বপনে তা'রে দেখেছি, দেখেছি গো দেখেছি
প্রাণের প্লাবনে সে যে ভুবনভরা, মধুর হাসিতে তার মুকুতাঝরা
নাচ গানে বীণার তানে গন্ধমদির সমীরণে
প্রাণের পরশ মাখিয়ে' প্রাণে নূতন আলোয় মেতেছি
স্বপনে তা'রে পেয়েছি, পেয়েছি গো পেয়েছি
</poem>
== 0078 ==
{{Status|done}}
<poem>
স্বপনে সে এসেছিলো, স্বপন মাঝেই চলে' গেলো
না বলিয়াই চলে গেলো', না ডাকিতেই এসেছিলো
হিয়ার মাঝে গোপন কোণে না বলিতেই বসেছিলো
নিজের হাতে নাড়া দিয়ে তন্ত্রীতে সুর বাজিয়েছিলো
তুলে' নয়ন মুখের পানে বলতে সে কী চেয়েছিলো
না-জানি কোন অভিমানে না জানিইয়েই চলে' গেলো
</poem>
== 0079 ==
{{Status|done}}
<poem>
(তব) স্বপনের ছোঁয়া লেগে' জীবন পেয়েছে নব প্রাণধারা
আশাতে মন্দিত গান ভাষাতে স্পন্দিত তান, ভালবাসা হলো সীমাহারা
(তব) স্বপনের মায়া মেখে' মর্ম হয়েছে মধুভরা
সুরেতে উচ্ছল ছন্দ কুসুমে উন্মদ গন্ধ, দিক্‌ভ্রান্ত পেলো ধ্রুবতারা
(তব) স্বপনের মাধুরী মেখে' জগৎ পেয়েছে গতিধারা
চারিদিকে উজ্জ্বল আলো, যা'কে দেখি তা'কে লাগে ভালো
অণু-পরমাণু হলো দৃপ্ত, ভাব-ব্যঞ্জনা, আনন্দে ধরা হলো ভরা
</poem>
== 0080 ==
{{Status|done}}
<poem>
স্বপনে এসেছো আনন্দঘন তুমি, সবার তুমি আনন্দ
মঞ্জুল মহাকাশে মহাপ্রাণে আছো মিশে' রূপাতীত অপরূপ ছন্দ
তুমি রূপাতীত অপরূপ ছন্দ
চোখে অনুরক্তি চরণে বিমুক্তি ভাবাতীত সুধানিষ্যন্দ
তুমি ভাবাতীত সুধানিষ্যন্দ
জেনে' বা না জেনে' ভালবাসি একই জনে, সে ভালবাসার নাহি অন্ত
</poem>
== 0081 ==
{{Status|done}}
<poem>
স্বপনের ঘোরে দিন চলে' যায়, এগিয়েই চলাই রীতি
দিন চলে' যায়, ফিরে' নাহি চায়, ফিরে' না চাওয়াই রীতি
কয়ে-যাওয়া কথা সয়ে-যাওয়া ব্যাথা অসীমেতে হারায়
দিনগুলি চলে' যায়
অতীতে যাহার হয়েছে সূচনা, তারও আগেকার কথা
মর্মবীণায় স্বপ্নের তারে সুরেতে রয়েছে গাঁথা
হারায় যাহারা আমাদের থেকে আছে তব দ্যোতনায়
</poem>
== 0082 ==
{{Status|done}}
<poem>
তুমি এসেছো, প্রাণে এসেছো, ভুবন আলো করে' প্রাণে এসেছো
তোমার নূপুরধ্বনি মর্মে পশিয়া সকল ক্লেশ ভুলায়ে দিলো গো
আমার সকল ক্লেশ ভুলায়ে দিলো গো
আছো সঙ্গে, থেকো সঙ্গে, আনন্দের মূর্চ্ছনায় থেকো সঙ্গে
তোমার মধুর হাসি হৃদয় ছাপিয়ে সব কিছু মোর কেড়ে' নিলো গো
</poem>
== 0083 ==
{{Status|done}}<br/>
'''Note''': Please verify spelling of "তাকা" (fourth line, second word).
<poem>
চির নূতনের আহ্বানে
ছন্দ আমার নেচে' ছুটে' যায় দূর নীলিমার পানে
আজ এগিয়েই চলাই গান, হাসিয়া ডাকাই প্রাণ
চেয়ে' তাকা পিছে বসে' থাকা মিছে, চাই যাকে সে যে টানে
মন মহামনে প্রাণ মহাপ্রাণে মিশে' যায় এক তানে
</poem>
== 0084 ==
{{Status|done}}
<poem>
সুমুখে আসিয়া দাঁড়াইয়া ছিলে শত সূর্যের সাথে, ছিলে শত সূর্যের সাথে
আমি ছিনু এক পাশে মাটির দীপটি হাতে, ছিনু মাটির দীপটি হাতে
ঢেউয়ের উপরে ঢেউ এসে' পড়ে উত্তাল জলধিতে
রণহুঙ্কারে মেতে' ওঠে তারা সফেন প্রাণের স্রোতে
ছুটে চলে শত অণু-পরমাণু দুরন্ত সঙ্গীতে
কাছে থেকে দূরে, দূরে থেকে কাছে বজ্রে ও বিদ্যুতে
</poem>
== 0085 ==
{{Status|done}}
<poem>
দিনগুলি চলে' যায়, মনের মুকুরে স্মৃতিরেখা রেখে' যায়
কবে এসেছিনু ভুলিয়া গিয়েছি, কেন এসেছিনু তাও না জেনেছি
মধু বায় বয়ে যায়, আলোরাশি ছুটে' যায়
তোমার মনের একটি কোণেতে রয়েছে আমার মন
তোমার হিয়ার একটি কণাতে আমি আছি অনুক্ষণ
সুধারাশি ভেসে' যায়, তা'রা তব স্রোতে মূরছায়
</poem>
== 0086 ==
{{Status|done}}
<poem>
মেঘের মাঝে আগুন' জ্বেলে বজ্রের মতো এসেছো
তুমি বজ্রের মতো এসেছো
ধরার শিলায় কাঁপন দিয়ে' ভূমিকম্পে নেচেছো
তুমি ভূমিকম্পে নেচেছো
তোমার লীলার নেই যে অন্ত, অসীম থেকে দূর দিগন্ত
শব্দে স্পর্শে রূপে রসে গন্ধে হিয়ায় ফুটেছো
ছোট্ট ফুলের পরাগ তুমি, মহোদধির অতল ভূমি
সবার রঙে রঙ মিশিয়ে এ কী লীলায় মেতেছো
তুমি এ কী লীলায় মেতেছো
</poem>
== 0087 ==
{{Status|done}}
<poem>
কত জনমের প্রতীক্ষা পরে তব আগমন হয়েছে
তব আগমন হয়েছে আজিকে, তব আগমন হয়েছে
কত ফুলমালা শুকাইয়া গেছে, কত ফুলকলি ঝরেছে
কতই দিবস কাঁদিয়া কেটেছে, কত না যামিনী হারাইয়া গেছে
(আজ) দু'কূল ছাপিয়া হিয়া উপচিয়া প্রাণের দেবতা এসেছে
আজ প্রাণের দেবতে এসেছে
পাবো কি পাবো না আশা-নিরাশায় কত যুগ মোর বৃথা চলে যায়
(যবে) পাবোই পাবো দৃঢ়তা জেগেছে
তবেই দুয়ার খুলেছে, তব বন্ধ দুয়ার খুলেছে
</poem>
== 0088 ==
{{Status|done}}
<poem>
হেমন্তে শিরশিরে হাওয়াতে সে যে আসে, সে আসে, সে যে ওই আসে
মালঞ্চে মালতী ঝরে-পড়া বকুল বেলা যুঁই কোথায় হারা
চন্দ্রমল্লিকা বাহু বাড়ায়ে তাহারে ডাকিয়া যায় হেসে' হেসে'
গোলাপের কুঁড়িগুলি ফূটে চলেছে, দোলনচাঁপার প্রাণে নেশা ধরেছে
ভ্রমরের গুঞ্জন বহু আশাতে আকাশের পানে যায় ভেসে ভেসে
নির্মেঘ আকাশে তারার ফুটকি হাসে, তা'রা সব জেগে আছে তাহারই আশে
</poem>
== 0089 ==
{{Status|done}}
<poem>
কিছু ফুল চায় হাত বাড়াতে, হেমন্তে সদা ধরে রাখিতে
শীতের আমেজ আজও আসেনি, হেমন্ত যাই যাই করেনি
গাছের পাতারা আজও ঝরেনি, এই পরিবেশে বসে' গান গেয়ে' যাই
আমি এই পরিবেশে বসে' গান গেয়ে' যাই
তোমায় সতত যেন কাছ থেকে পাই
শীতের আড়ষ্টতা আজও আসেনি, কুয়াসা আজও চোখে ভাসেনি,
কমলার বন রঙে হাসেনি, এই পরিবেশে বসে' তোমাকে শুধাই
আমি এই পরিবেশে বসে' তোমাকে শুধাই
সদা কেন বলে' থাক যাই যাই যাই
</poem>
== 0090 ==
{{Status|done}}
<poem>
হেমন্তে মোর ফুলের সাজি ভরবে গো, ভরবে তোমার প্রাণের ছোঁয়াতে
ফুলেরা সব যাচ্ছে সরে' অবহেলায় অনাদরে
তা'রই মাঝে যারা আছে রঙীন পোশাক পরবে গো
পরবে তোমার প্রাণের ছোঁয়াতে
নাম না-জানা গাছের, পরে পাখীরে সব ছোট্ট নীড়ে
তোমারই নাম আপন মনে করবে গো
করবে তোমার প্রাণের ছোঁয়াতে
তোমার মনে আমি আছি রঙেতে রঙ মিশিয়েছি
তোমার সুরে সুর মিলিয়ে সুধায় ঝরে' পড়বে গো
পড়বে তোমার প্রাণের ছোঁয়াতে
</poem>


== 0091 ==
== 0091 ==
14,091

edits