User:T12/PSB: Difference between revisions

8,888 bytes removed ,  20 January 2014
Archive till 100
(→‎109: doing)
(Archive till 100)
Line 11: Line 11:
* [[/RA]]
* [[/RA]]


== 0091 ==
{{Status|done}}
<poem>
শেষ হেমন্তে হিমেল হাওয়ায় কমল কেন ফোটে না,
মধুবিহীন ফুলগুলিতে মধুপ কেন জোটে না
বনে কমল নাই বা ফুটুক মনে কমল ফোটে গো,
ফুলে মধুপ নাই বা জুটুক চিত্তে মধুপ জোটে গো
হেমন্তের এই করুণ তানে কাননভরা ব্যাথার গানে,
তার মননে কিন্তু কোথাও কোন ব্যাথাই থাকে না
গন্ধমধু নাই বা থাকুক, গন্ধমধু উদ্গীত হোক
তা'র আশিষে করব মোরা নোতুন ধরা রচনা
</poem>
== 0092 ==
{{Status|done}}
<poem>
হেমন্ত আজি প্রাতে এসেছে, শিশিরে করিয়া স্নান এসেছে
সে কেন এসেছে, সে কেন এসেছে ! তোমাকে সাজাবে বলে এসেছে
ডালিয়া, চন্দ্রমল্লিকা এনেছে, সোণালী ধানের শীষে হেসেছে
বাতাবী নেবুর মধু এনেছে, রঙছোঁয়া কমলাতে হেসেছে
বদরীফুলের ঘ্রান এনেছে, রস ঝরা খর্জুরে হেসেছে
</poem>
== 0093 ==
{{Status|done}}
<poem>
হেমন্তেরই ধানের গন্ধে নবান্ন-দিন মনে পড়ে
নবান্নেরই নৈবেদ্য তোমায় স্মরণ করে'
তারায় তারায় ভরা আকাশ, মন্দমধুর হালকা বাতাস
ভরা নদী প্লাবন হারা বইছে শত ধারা
অন্তরীক্ষে জলে স্থলে সব কিছু আজ ঝলমলে
সবার মুখেই মিষ্টি হাসি খুশির মুকুট পরে'
</poem>
== 0094 ==
{{Status|done}}
<poem>
শীতের কাঁপুনি নিয়ে এলে কে গো তুমি, এ কী তব সুন্দরতা
তুষারে ঢাকিয়া শ্যামভূমি কে গো তুমি, এ কী গো তব মধুরতা
কনকনে উত্তুরে বায়ে পাতাঝরা পথতরু-গা'য়ে
লিখে দিলে' অজানা কী বানী, হায় তব এ কী দীনতা, এ কী তব কৃপণতা
ঝড়-ঝঞ্ঝায় প্রাণ কাঁপিয়ে, লতাপাতা সব শোভা হারিয়ে,
গেয়ে যায় অজানা কী গীতি, ভালবাসা মাঝে এ কী নির্মমতা
</poem>
== 0095 ==
{{Status|done}}
<poem>
চন্দনবীথি কুয়াসায় ঢাকি' ভোরের আলোকে কালো করে'
আসিয়াছো তুমি নবতর ভাবে আপরূপ এক রূপ ধরে
চেনা-জানা পথ আঁধারেতে ঢেকে', সকল মাধুরী লুকাইয়া রেখে'
আসিয়াছে শীত যুগান্তের বেদনা বহন করে'
তমসার পরপারে রবির রশ্মি থমকিয়া থাকে শুধু ক্ষণেকের তরে
আলোর দেবতা আঁখি মেলে' চায়, কালো কুহেলিকা আসীমে মিলায়
শীত আসে, তাই আলো ভাসে ভাই আরো আরো ভালো করে'
</poem>
== 0096 ==
{{Status|done}}
<poem>
শিশিরসিক্ত খর্জুরবীথি-কন্টকে থরথরি,
আসিয়াছে শীত জমানো তুহিনে নব হিমবাহ গড়ি'
পশুপক্ষীরা ছুটে চলে যায় দূর হতে দূর দেশে
প্রাণের তাগিদে উত্তাপ পেতে নব সূর্যের আশে
মধুকহ্লার ফোটে নাকো আর সলাজ মাধুরী অরি
আজ বলো কা'র ইঙ্গিতে এই কাঁপন জাগানো প্রাতে,
রঙে ভরা ধরা হলো সাজহারা এলো যোগীরূপ ধরি
</poem>
== 0097 ==
{{Status|done}}
<poem>
শীতে শিউলি কেন ফোটে না, কমল কেন কথা কয় না
না না না, তা'রা কথা কয় না, শীতেতে তা'রা কুঁকড়ে গেছে
আজ যা'রা আছে তব ভাবে আছে, মনেতে সবাই তোমায় যাচে
ধরা আজি মনে মজেছে, সে বুঝি তোমায় চিনে' নিয়েছে
না না না, ধরা কথা কয় না, শীতেতে সে যে কুঁকড়ে গেছে
মনের জুসুম শতধারে ফুটে মনেতেই চাপা পড়েছে
না না না, তারা কথা কয়া না, শীতেতে তারা কুঁকড়ে গেছে
</poem>
== 0098 ==
{{Status|Done}}
<poem>
শীত আসিয়াছে, সাথে আনিয়াছে রঙীন ফুলের ছবি,
গন্ধবিহীন, মধুবিহীন ফুল, অল্প রোদের রবি
রবি ছিলো কাছে ভাবিতাম মনে, আসহ্য তাপ সহে নাকো প্রাণে
রুদ্রপুরুষ, প্রসন্ন হও বরষার বরদানে
কাছে ছিলো যবে তবে ভালো ছিলো তবে এই কথা আজ ভাবি
শোণো ভাই সব শোণো
দূরের তপন কাছেতে আসিবে, চিন্তা কোরো না কোনো
ধরার শীতেতে আশার গীতেতে আঁকি' নূতনের ছবি
</poem>
== 0099 ==
{{Status|done}}
<poem>
ভাবি নিকো আসবে তুমি শীতের রাতে, বৃষ্টিঝরে শীতের রাতে
এসেছিলে অনেক কাছে, বলিনি তো এসো কাছে, আরো কাছেতে
বাইরে কনকনে হাওয়া, সকল দ্বারেই আগল দেওয়া
আগল খুলে' বলি নি তো, এসো ভিতরে, এসো ঘরের মাঝেতে
তুলে' নয়ন মুখের পানে চাইলে কেন কেই বা জানে
ছিলে তুমি অভিমানে তখন মানিনি, একটি বারও বলিনি তো কথা বলিতে
চলে' গেলে দূরে সরে'একলা পথের সাথী করে'
বাইরের কন্‌কনে হাওয়া উপেক্ষা করে',
একটি বারও বলিনি তো থাকো ঘরেতে
</poem>
== 100 ==
{{Status|done}}
<poem>
কমলা নেবুর বর্ণে গন্ধে নূতন ছন্দে এসেছো
আজ নূতন ছন্দে এসেছো
হিমানীর মাঝে ঝঞ্ঝা জাগায়ে মেরুশীতলতা এনেছো
তুমি মেরুশীতলতা এনেছো
অবসর আর নাহিক তোমার, শিহরণ আনো অমেয় অপার
(আজ) তুহিনের গানে কম্পন এনে' লীলাখেলা করে' চলেছো
তুমি লীলাখেলা করে' চলেছো
শোভাঞ্জনতে ফুল ধরিয়াছে, বদরীতরুরা ফলে ভরে' গেছে
(আজ) হিমনিদ্রায় যারা শুয়ে আছে তাদের কথা কি ভেবেছো
তুমি তাদের কথা কি ভেবেছো
এই শীতের নিশীথে নীরবে নিভৃতে লোকাতীত ভাবে মেতেছো
তুমি লোকাতীত ভাবে মেতেছো
</poem>


== 101 ==
== 101 ==
14,091

edits