User:T12/PSB: Difference between revisions

8,439 bytes removed ,  31 January 2014
minus five
(→‎150: done)
(minus five)
Line 11: Line 11:
* [[/RA]]
* [[/RA]]
----
----
== 146 ==
{{Status|done}}
<poem>
অযুত ছন্দে এসেছিলে তুমি নাচিতে নাচিতে হাসিতে হাসিতে
(তব) ধ্বনির রণনে হিয়ার মননে এসেছিলে, নূপুরনিক্কনে চরণে চরণে
ধ্বনির রণনে এসেছিলে, হিয়ার মননে এসেছিলে, নূপুরনিক্কনে এসেছিলে
আসিয়াছিলে গো, ধ্বনীর রণনে তুমি আসিয়াছিলে গো
হিয়ার মননে তুমি আসিয়াছিলে গো, নূপুরনিক্কনে আসিয়াছিলে গো
ধ্বনির রণনে হিয়ার মননে আসিয়াছিলে তুমি
হিয়ার মননে নূপুরনিক্কনে আসিয়াছিলে তুমি
যদি ফুল হয়ে তরুশাখে ফুটি তুমি সুবাস হইয়া ভরে' থেকো
যদি আকাশ হইয়া দূরে ফুটি তুমি নীল রঙ হয়ে' ঘিরে থেকো
ঘিরিয়া থেকো গো
আমায় সব দিক দিয়ে তুমি ঘিরিয়া থেকো গো
অযুত ছন্দে এসেছিলে তুমি নাচিতে নাচিতে হাসিতে হাসিতে
</poem>
== 147 ==
{{Status|done}}
<poem>
আলো-ঝলমল মধুর নিশীথে তুমি এসেছিলে মোর মনে
তুমি এসেছিলে ক্ষণেকের তরে মনের নিত্য মধুবনে
আসিয়াছিলে গো, ক্ষণেকের তরে তুমি আসিয়াছিলে গো
মনের মধুবনে আসিয়াছিলে গো
পুষ্পে পুষ্পে তব মধুরিমা, মহা সমদ্রে তোমারই মহিমা
দূর নীলিমায় তোমারই গরিমা ভেসে' যায় যত প্রাণে প্রাণে
ভাসিয়া যায় গো, পুষ্পের মধুরিমা ভাসিয়া যায় গো
নীলিমার গরিমা ভাসিয়া যায় গো, ভাসিয়া যায় গো
অণু-পরমানূ মোর হলো যে বিভোর গো
প্রতি অঙ্গ লাগি' অঙ্গ কাঁদে যে মোর গো
প্রতি অণু-পরমাণু বিভোর যে মোর গো
প্রাণের সকল ভাব ভেসে' যায় তা'র পানে
হিয়ার ছন্দ সব ছোটে যে তাহার তানে
ছুটিয়া যায় গো, হিয়ার ছন্দ সব ছুটিয়া যায় গো
প্রাণের সকল ভাব ভাসিয়া যায় গো, ভাসিয়া যায় গো
আলো-ঝলমল মধুর নিশীথে তুমি এসেছিলে মোর মনে
তুমি এসেছিলে জাগাইয়া দোলা মনের নিত্য মধুবনে
</poem>
== 148 ==
{{Status|done}}
<poem>
আলোর পারে আলোরই ঢেউ, আলোয় ভুবন ভরা
আলোর সাগর ভরে' দিলে তুমি, আলোয় হৃদয় ভরা
তোমার আলোয় হৃদয় ভরা
আমি ক্ষুদ্র দীপের শিখা, মোর ললাটে কাজল-টীকা
তবু তোমাকে আমি ভালোবাসিয়াছি, হয়েছি আত্মহারা
ভালোবেসেছি গো, তোমাকেই আমি ভালোবেসেছি গো
ক্ষুদ্র শিখা হলেও ভালোবেসেছি গো
তোমাকেই আমি ভালোবাসিয়াছি, হয়েছি আত্মহারা
আমার বুঝিবার কিছু নাই, আমার জানিবার কিছু নাই
সকল বোঝার সকল জানার শেষ কথা হলে তুমি
এতটুকু বুঝি আমি, আতটুকু জানি আমি
ক্ষুদ্র শিখাটি তোমার আলোয় হারা,
তোমার অসীমে আমি যে রয়েছি ভরা
ভরিয়া আছি গো, তোমার অসীমে আমি ভরিয়া আছি গো
তোমার আলোয় শিখা হারা যে হয়েছি
আমি ভরিয়া আছি গো, তোমার অসীমে আমি ভরিয়া আছি গো
আলোর পারে আলোরই ঢেউ, আলোয় বিশ্ব ভরা
</poem>
== 149 ==
{{Status|done}}
<poem>
মধুর স্বপনে মনেরই গহনে তোমারে দেখেছি বারে বারে
(আমি) তোমারে দেখেছি বারে বারে
হৃদয়েরই পুরে মোহন নূপুরে স্পন্দন দিলে শত ধারে
(তুমি) স্পন্দন দিলে শত ধারে
তব সুরেতে সরিতা বয়, তব রণনে হরিণী চেয়ে' রয়
(তব) পরশে যত অণু-পরমাণু ঐকতানেতে কথা কয়
(তারা) ঐকতানেতে কথা কয়
কথা যে কয় গো, ঐকতানেতে তারা কথা যে কয় গো
পরশে যত অণু-পরমাণু ঐকতানেতে কথা কয়
মন দেশ-কাল ভুলে' যায়, সবে দেশাতীতে কালাতীতে ধায়
সব সংবেগ সব ভাবাবেগ সব ছেড়ে' তোমা' পেতে চায়
মধুর স্বপনে — মধুর স্বপনে মনেরই গহনে
তোমারে পেয়েছি শত ধারে মধুর স্বপনে
</poem>
== 150 ==
{{Status|done}}
<poem>
বল দাও, মোরে বল দাও, সব বন্ধন ছিঁড়ে' দিতে চাই
সুর দাও, আরও সুর দাও, সদা যেন তব গান গাই
পাওয়া না-পাওয়ার আশা-নিরাশায় মনকে কখনো যেন না জড়াই
এই মহাস্পন্দন মাঝে একটুকু নাড়া দিয়ে যেন যাই মিশে' তোমারই কাজে
মিশিয়া যাই গো, একটুকু নাড়া দিয়ে যেন যাই মিশে' তোমারই কাজে
তোমারই কাজে আমি মিশিয়া যেতে চাই
একটুকু নাড়া দিয়ে যেন যাই মিশে' তোমারই কাজে
এই গতানুগতিকতায় মন থেমে' যেতে নাহি চায়
দেখে' নিতে চায় সুরের সুধায় বসুধায় শতেক ধারায়
দেখে যে নিতে চায়, সুরের সুধায় সে যে দেখে যে নিতে চায়
এই বসুধায় সে যে দেখে' যে নিতে চায়
শতেক ধারায় সে যে দেখে' যে নিতে চায়
দেখে' নিতে চায় সুরের সুধায় বসুধায় শতেক ধারায়
বল দাও, মোরে বল দাও, সব সংস্কার ভেঙ্গে' দিতে চাই
সুর দাও, আরও সুর দাও, সদা যেন তব গান গাই
</poem>
14,091

edits