User:T12/PSB: Difference between revisions

7,248 bytes removed ,  23 May 2014
archive
(→‎170: add)
(archive)
Line 12: Line 12:
----
----


== 161 ==
{{Status|done}}
<poem>
(তব) গানের সুরে পরাণ আমার যায় ভেসে' সুদূরে
অণুতে অণুতে সে যে গাঁথা, উত্তাল জলধিতে তারই কথা
মহাকাশের মায়াভরা মহাছন্দে সব কিছুর ভিতরে সে যে ভরে'
মনের মণিকোঠায় তারই আসন, চিত্তেরই দোলাতে তারই দোলন
হিয়ার উদ্বেলতা তারই স্পন্দন, বাহিরে ভিতরে আছে ঘিরে'
</poem>
== 162 ==
{{Status|done}}
<poem>
কিছু ক'য়ে যাও, কিছু শুণে যাও, অত তাড়াতাড়ি যেও না
মহানভোনীলে তোমারই নিখিলে আমারে মুছিয়া ফেলো না
মিলাইয়া দাও তোমাতে আমারে শত পথ বেয়ে শত ধারা ধরে'
মনের কুসুম-কোরকের মধু শুকাইয়া যেতে দিও না
ভালোবাসিয়াছি তোমারেই আমি দুঃখে সুখেতে দিবস-যামী
পঙ্কে কমল ফোটায়ে' রেখেছি, দলগুলি তার ছিঁড়ো না
</poem>
== 163 ==
{{Status|done}}
<poem>
মনকে কোন ছোট কাজেই নাবতে দোব না,না না না, নাবতে দোব না
ধ্যানের আলোয় বসিয়ে দোব, করবো নতুন ধরা রচনা
ভূলোক দ্যুলোক আমারই আশে চেয়ে' আছে রুদ্ধ আবেশে
তাদের আশা পূর্ণ করে' বহাবো প্রাণের ঝরণা
অশ্রু মুছে আনবো হাসি, কান্না সরে' বাজবে গো বাঁশী
মাটির 'পরে আসবে সুদিন, ক্লেশ-যাতনা কারও রবে না
</poem>
== 164 ==
{{Status|done}}
'''Note''' Please check the spelling নূতন in the second line. In the book it is নুতন. I used the spelling I knew. Else it might be নতুন na{{~~|t}}un
<poem>
কে নিবি আয়, আয় ছুটে' আয়, প্রাণের পসরা এসেছে
মাধুরী ভরিয়ে মনকে রাঙিয়ে নূতন প্রভাত এসেছে
স্থলে জলে আর আকাশে বাতাসে পলে অণুপলে মদির সুবাসে
শত দীপে জ্বেলে আলোকের মালা নবতর দেশে এনেছে
আনন্দঘন মধুর আবেশে নিখিল ভুবন হেসেছে
</poem>
== 0165 ==
{{Status|done}}
<poem>
পায়ে চলার  পথের কথা  আরো আছে গো  আরো আছে
তারই দিকে  যায় যে চলে  আলোর পথে  আলোর নাচে
সবার সাথে  হাত মিলিয়ে'  যাই যে মোরা  যাবো মোরা
হাতটি ধরে'  তুলবো তাদের  পড়িয়া যায় যারা যারা
পায়ে চলার  ছন্দগীতি  প্রাণের মাঝে  মনের মাঝে
চাই যাহারে  সে চায় মোরে  চলার পথে  শেষে সে রাজে
</poem>
== 166 ==
{{Status|done}}
<poem>
আলোকের ঢেউ আঁধার ভেদিয়া অসীমের পানে যায়
সবাইকে ডাক দিয়ে' সে যে যায়
সবাইকে দোলা দিয়ে যায়, যায় যায় যায়
মনমঞ্জরী তারই তালে নাচে, শিখী-খঞ্জনী শুভাশিস যাচে
ভাবাবেগভরা দ্রুতিময় বেগে সব কিছু কাছে টেনে' নেয়, নেয় নেয় নেয়
অতীতে যা ছিলো, এখন যা' আছে
যাহা থাকিবে তা' এক করে' দেয়, দেয় দেয় দেয়
</poem>
== 0167 ==
{{Status|done}}
<poem>'
বিশ্বত্রাতার চরণের রেণু ছড়ায়ে রয়েছে নিখিলে
আছে নিখিলের কোণে কোণে
সবাকার মনে অণুতে অণুতে লুকাইয়া আছে গোপনে
বাহিরে যতই খুঁজিয়া বেড়াই, বাহির বিশ্বে দেখিতে না পাই
বাহির ভিতর এক করে' দেখি, আছে তাহা সবখানে
{তাকে} ভালবেসে' পাবো, মমতায় পাবো, পাবো প্রাণের অনুরণনে
</poem>
== 0168 ==
{{Status|done}}
<poem>'
আজ অরুণে রাঙানো সব আশা, সার্থক হলো ভালোবাসা
আজ সার্থক হলো ভালোবাসা
ফুলভারে ভরা বনলতা, আজ আনন্দে নত মনলতা
মাধুর্যে ভরা সব ভাষা, সার্থক হলো ভালোবাসা
এসো আলোর সাগর পানে পাড়ি দিই, ভালোর সব কিছুই মেনে' নিই
এসো ভালোর সব কিছুই মেনে' নিই
এসো ভাবের মধুরিমায় গেয়ে' যাই ভুকে' অতীতের কাঁদা-হাসা
এসো মমতার টানে সবাকার গানে গানে করি মেলামেশা
করি মধুমাখা মেলামেশা, সার্থক করি ভালোবাসা,
আজ সার্থক হলো ভালোবাসা
</poem>
== 169 ==
{{Status|done}}
<poem>
এসেছিলে প্রভু ঘুম ভাঙ্গাতে, চেতনার পথে নিয়ে যেতে,
আমায় চেতনার পথে নিয়ে যেতে
তোমারে ভুলিয়া বিপথে চলেছি, পারিনি নিজেকে কাজে নিতে
কত দিন গেছে, সন্ধ্যা হয়েছে, কত বিভাবরী কাঁদিয়া কেটেছে
চলিতে পারিনি পথ পাইনি গো, আপনি এসেছো নিতে সাথে
আজ আপনি এসেছো নিতে সাথে
সব যাতনার শেষে হতাশার শেষ হ'লো তুমি এসে যেতে
</poem>


== 170 ==
== 170 ==
14,091

edits