User:T12/PSB: Difference between revisions

7,362 bytes removed ,  9 November 2014
Archive
(→‎190: Add)
(Archive)
Line 11: Line 11:
* [[/RA]]
* [[/RA]]
----
----
== 181 ==
{{Status|done}}
<poem>
(তুমি) নিকট হইতে আর নিকটএতে এসো মোর মনোমাঝে
হিয়ার রণনে প্রাণস্পন্দনে নিত্য নূতন সাজে
অরূপ হইতে রূপেতে এসেছো ওগো অরূপের রাজা
(আজ) সার্থক হ'লো সকল এষণা, সার্থক হ'লো খোঁজা
(আজ) সবাই তোমারে চাহে প্রাণভরে
তুমি বিনা কারও কিছু থাকে না, বিশ্ব তা বুঝিয়াছে
</poem>
== 182 ==
{{Status|done}}
<poem>
সবার চিত্ত আজ একই সুরে উদ্গীত
একেরই ভাবনা নিয়ে সবাই নাচিয়া যায়
একেরই অপার স্নেহে, একেরই মধুর গেহে
একই মুখপানে চেয়ে সুমুখের দিকে ধায়
একেরই মমতাডোরে বাঁধা সবে ধরা পরে'
একেরই অমৃতস্রোতে সবাই মিলিয়া যায়
সবাকার রূপে রসে সবাকার ভাবাবেশে
সবারে সঙ্গে নিয়ে সুধাধারা বরষায়
</poem>
== 183 ==
{{Status|done}}
<poem>
গানের জগৎ কাছে পেয়েছি, পুরোনো জীবন ভুলে গিয়েছি
তোমাকে পেয়েছি, সব পেয়েছি, সব ছেলেখেলা ছেড়ে দিয়েছি
পতঙ্গ ধায় প্রদীপের দিকে, জানেনা সে ছোটে মরণের মুখে
চেতনকে ভুলে জড় নিয়ে থাকা মরণ যে তাহা বুঝে' নিয়েছি
ছুটিয়া চলিব তোমার পানেতে, মাতিয়া থাকিব তোমারই গানেতে
সকল চাওয়ার সকল পাওয়ার শেষ কথা তুমি, সার জেনেছি
</poem>
== 184 ==
{{Status|done}}
<poem>
রুনু ঝুনু ঝুনু রবে উদ্বেল সৌরভে সে এসেছে হৃদয়কে উদ্বেল করিয়া
বীণার ঝঙ্কারে আকুল করিল মোরে মোহনকে মনমাঝে ধরিয়া
উজাড় করিয়া দাও যত কিছু মলিনতা, নিঃশেষ করে' দাও যত জড়তার স্থবিরতা
ভুলে' যাও ব্যাথাহত যত কিছু দূরগত মোহনকে শতরূপে হেরিয়া
আজ সব ভাষা সব বাক্‌ নীরবে চলিয়া যাক
মনচোরে বারে বারে স্মরিয়া
</poem>
== 185 ==
{{Status|done}}
<poem>
দিনের আলোয় গানের তরী ভাসিয়েছিনু দূর আকাশে
আঁধারে তোমায় আমি কাছে পাবো তারই আশে
ঢেউয়ের তালে ছন্দ জাগে, মনেতে তার দোলা লাগে
ফেলে' গেলে দূর বিদেশে এঁকে চরণচিহ্ন চারিপাশে
(আজ) তারার গানে মনে প্রাণে বাইবো তরী ফুলসুবাসে
</poem>
== 186 ==
{{Status|done}}
<poem>
এসো আমার মনে, বসো আমার মনে, কও কথা ওগো প্রভু মনে মনে
ওগো অন্তরতম দেবতা আমার, এসো জ্ঞানে, এসো ধেয়ানে
নির্মল মাধুরী মধুর আবেশে স্বপ্নমদির বিজড়িত দেশে
হৃদয়-মাতানো কুসুম-সুবাসে এসো উৎকণ্ঠার অবসানে
আরো ছন্দে তানে, আরো গানে গানে, এসো প্রভু হৃদয়ের কোণে কোণে
নির্মল মাধুরী
</poem>
== 187 ==
{{Status|done}}
<poem>
তোমাকে চেয়েছি, চেয়েছি সব কাজে
হৃদয়ে তোমার ছবিটি যেন সদা রাজে
ধরায় এসেছি কাজে ব্যাস্ত থাকিতে গো,
তোমার ভাবের স্রোতে ভাসিয়ে থাকিতে গো
তোমার কৃপার কণা প্রচার করিতে গিয়া
মনে যেন তব সুর সদা বাজে
নিভৃত নিশীথে চন্দ্রতারকা সাথে
মনের ময়ূর যেন কলাপ নাচে
</poem>
== 188 ==
{{Status|done}}
<poem>
তুমি নিজে এলে, ধরা দিলে কেন জানি না
ধরার ধূলায় নেবে এলে কেন বুঝি না
কত যুগে দিনে রাতে আলো-ছায়ায় হতাশাতে
কেটে' গেছে কত না কাল তা' কি জানো না
এলে শেষে নীরব রাতে মনোবীণায় সুর বাজাতে
কঠিন শিলায় ফুল ফোটাতে, দিতে দ্যোতনা
</poem>
== 189 ==
{{Status|done}}
<poem>
দুঃখের সাথী তুমি, সুখের বন্ধু, তুমি চোখের আড়াল মোরে করো না
বেদনার অশ্রুতে হাসির নির্ঝরেতে আমারে একলা ফেলে' রেখো না
নৃত্যের তালে তালে রাখো মোর মালা
রঙীন ফুলেতে দেখো সাজায়েছি ডালা
মৃদু হেসে' কাছে এসে' নিয়ে যাও ভালবেসে'
বিমুখ বিরূপ কভু হ'য়ো না
যাহা চাও তাহা দিতে যদিও বা নাহি পারি,
যাহা পারি তারে হেলা করো না
</poem>
== 190 ==
{{Status|done}}
<poem>
চম্পকবনে হারায়ে ফেলেছি আমার কবিতাখানি, সৌরভে হার মানি
ভিতরে না চাহি' বাহিরে চলেছি, শুণি নি তোমার বাণী
যত ছিলো ব্যাথা মরমেতে গাঁথা, যত ছিলো কথা হারায়ে গেছে তা
কার সুরভিতে এ বিবর্ত্তন বুঝেও বুঝিতে পারি নি
আমার কবিতা আমার গীতিকা আমার নহে তা জানি
</poem>
14,091

edits