User:T12/PSB: Difference between revisions

→‎200: new section
(→‎199: done)
(→‎200: new section)
Line 144: Line 144:
এত দিনে মোর হ'লো মহা দায়, এ ফুলমালা তব পরাবো গলায়
এত দিনে মোর হ'লো মহা দায়, এ ফুলমালা তব পরাবো গলায়


</poem>
== 200 ==
{{Status|doing}}
<poem>
তুমি এসেছো, মন যে কেড়েছো, ভুলায়ে দিয়েছো শতেক জ্বালা
ভাবের স্রোতে দিবস-রাতে সুরেতে গেঁথেছো গানের মালা
উল্কা-দহন হ'লো যে চন্দন তোমারই প্রাণের পরশ পেয়ে'
মরুর তৃষা হারায়ে দিশা কোথা' চলে' গেল শ্যামল ছায়ে
(আজ) সকল যাতনা সকল বেদনা হয়ে গেল দেখি ফুলের ডালা
বসিয়া বসিয়া হৃদয় মথিয়া নিজ পানে একা চাহিয়া চাহিয়া
এটাই বুঝেছি, মানিয়া নিয়েছি, তুমি ভালোবাসো পরাণ-ঢালা
</poem>
</poem>
14,091

edits