User:T12/PSB: Difference between revisions

6,344 bytes removed ,  27 November 2014
More archive
(→‎235: More)
(More archive)
Line 11: Line 11:
* [[/RA]]
* [[/RA]]
----
----
== 228 ==
{{Status|done}}
<poem>
'''কৃষ্ণ'''
কংসদমনে শিষ্টপালনে নিশ্চয়ই আমি যাবো মথুরায়
শুভ কাজে যাই শোণো গো সবাই হাসিমুখে মোরে দাও বিদায়
'''ব্রজবাসী'''
এ কাজ হাসিমুখে করিতে পারিবোনা চাঁদেরে রাহুগ্রাসে যেতে দিতে
রথ-পথে তব শুয়ে পড়ে রবো  যেতে নাহি দিব কোনো মতে
'''কৃষ্ণ'''
সারথি রথ চালাও ওদের উপরে যেতে হবে মোরে আজই মথুরায়
যতই প্রিয় হোক ব্রতকে সার্থক করিতে বাধা দিলে সহিবো না তায়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 25
</div>
</poem>
== 229 ==
{{Status|done}}
<poem>
'''ব্রজবাসী'''
কৃষ্ণ-দরশনে ব্যাকুল পরাণে এসেছি বহু ক্লেশে বহু আশে
আবীর-কুমকুমে সাজাতে যতনে খাওয়াতে ক্ষীর-ননী পরিতোষে
'''কৃষ্ণ'''
নানাবিধ কাজে ব্যস্ত রয়েছি যে সময় নাহি নিতে আবীর-কুমকুমে
মন্ত্রী বলে দাও ওদের বোঝাও ওরা যেন ফিরে যায় ব্রজভূমে
'''ব্রজবাসী'''
দহিলে দহিলে দহিলে দহিলে দহিলে দহিলে মোদের দহিলে
ছাই ঢেলে দিলে সব আশা-মাঝে
আঁখিজলে বয়ে কুলহারা হয়ে কুলহারা হয়ে চলেছি গোকুলে লাগিতে তব কাজে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 25
</div>
</poem>
== 230 ==
{{Status|done}}
<poem>
'''কৃষ্ণ'''
নারদ শোণ কথা আমার এই ব্যথা সারিতে পারে পেলে ভক্ত-পদরজঃ
ধরার কোন্‌ কোণে দেখো গো গোপনে লুকায়ে আছে সেই ভক্ত আজও
'''নারদ'''
এ কী হলো দায় কেহ না দিতে চায় চরণধূলি মোর কৃষ্ণচাঁদেরে
সবে কহে মোরে, "তুলিবো না ওরে ও পাপকথা মোর কর্ণকুহরে
ব্রজবাসী ভাই বলো কোথা যাই কেমনে বাঁচাই কৃষ্ণচাঁদেরে
পাপের ভয়েতে কেহ না চাহে দিতে চরণধূলি এই বিপদ মাঝারে
'''ব্রজবাসী'''
ভক্ত কি না আমি জানি না মহামুনি শুণিনি সে কথা কখনো আজও
পাপেরে না ডরি সাহসে ভর করি কৃষ্ণে সারাইতে দিলাম পদরজঃ
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 25
</div>
</poem>
== 231 ==
{{Status|done}}
<poem>
আঁধার নিশায় আমারই হিয়ায় আলো করে তুমি এসেছিলে
মননের প্রতি অণু-ত্র্যসরেণু তাহারই দোলায় আজও দোলে
পতনোত্থানে জীবনধারা চলে কোন যতি-চিহ্ন বাঁধিয়া না ফেলে
তোমার ছন্দে ধরা ছন্দে ভরা গো মননের জ্যোতি তাতে সদা জ্বলে
আসিয়াছো যদি থাকো নিরবধি হিয়ার গহনে ছটা ফেলে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 25
</div>
</poem>
== 232 ==
{{Status|done}}
<poem>
কাছে ও দূরে না-জানা সুরে তোমারই গান আমি শুণেছি
মত্ত পবনে স্নিগ্ধ গগন তোমারই ছটা আমি দেখেছি
বাহির জগতে ছন্দে গীতে কেহই ছিলো না সাথে মোর
দুঃখে ব্যাথাতে কান্না অশ্রুতে মুছাইয়া দিতে আঁখিলোর
আঁধার রাতে একলা পথে মোর সাথে সাথে তোমারে পেয়েছি
একাকী মোরে ফেলে সবাই চলে গেছে মিথ্যে ভালবাসা শূন্যে মিশিয়াছে
সকল বিপদে তুমি ছিলে সাথে তাই গো মনে প্রাণে তোমারে ধরেছি
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 26
</div>
</poem>
== 233 ==
{{Status|done}}
<poem>
এসেছো এসেছো প্রভু এসেছো
জ্যোতির ছটায় ভরে পাশে বসেছো তুমি পাশে বসেছো
তোমার চরণরজেঃ পুণ্য ধরা তোমার পরশে প্রাণ পুলকে ভরা
চেয়েছো চেয়েছো তুমি চেয়েছো
মোর পানে হাসিমুখে আঁখি মেলেছো তুমি আঁখি মেলেছো
তোমার আশিষে ধরা পেলো নব প্রাণ তোমার ছন্দে সুরে এলো নব গান
নিয়েছো নিয়ছো তুমি নিয়েছো
না-জানিয়ে দোষ-গুণ সবই নিয়েছো তুমি সবই নিয়েছো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 January 26
</div>
</poem>


== 234 ==
== 234 ==
14,091

edits