User:T12/PSB

From Sarkarverse
< User:T12
Revision as of 12:37, 15 December 2013 by T12 (talk | contribs) (→‎0063: new section)
Jump to navigation Jump to search
Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    


Sub-page

0040

Status:    Done

চম্পক বনে দখিনা পবনে ঝঙ্কৃত গানে আজি এলে
তুমি ঝঙ্কৃত গানে নিজে এলে
হারানোর ব্যাথা না-পাওয়া কথা সকল দীনতা ভুলাইলে
তুমি সকল দীনতা ভুলাইলে

স্মৃতিবিজড়িত চলার পথেতে আশা-নিরাশার দোদুল দোলাতে
মমতার বেণু বাজাতে বাজাতে সব মধুরমিয়া ভরে ছিলে
তুমি সব মধুরিমা ভরে ছিলে

আলোকের ওই ঝরণাধারাতে শত রূপে নিজে ধরা দিলে
তুমি শত রূপে নিজে ধরা দিলে

0041

Status:    Done

আঁধার পেরিয়ে আপনি এসেছো, তুমি এসেছো জীবন মাঝারে
গুণাগুণ ভুলি' ভালো বাসিয়াছো, তুমি ভালো বাসিয়াছো আমারে

ছোট্ট মনেতে বাসনা দিয়েছো, ছোট্ট ভাবেতে জড়ায়ে রেখেছো
অত বড় তুমি তবু শিখায়েছো আপন করিতে তোমারে

তোমাকে ভাবিয়া তোমাকে স্মরিয়া বলেছো চিনিতে নিজেরে

0042

Status:    Done

তোমারে পেয়েছি
অরুণালোতে হাসিমাখা প্রাতে কমল কাননে কূজনে
প্রভাত-সমীরে নীর-নির্ঝরে বনবীথিকায় বিজনে

চলার পথের পতনোথ্থানে হাসিতে নৃত্যে ছন্দে ও তানে
মধুর স্মৃতিতে মর্মগীতিতে সকল শ্রবনে মননে

তোমারে চিনেছি
ভালোবাসিয়া কাছেতে পেয়েছি মুখর স্বপনে স্মরণে

0043

Status:    Done

তোমরা যা' খুশি তাই বলো আমার না-থামিয়া চলা
না-থামিয়া চলা আমার না কাঁদিয়া বলা

রূপোর মেঘে ভরা আকাশ, কাশের রঙে দুলছে বাতাস
শিউলি ঢেলে' দিচ্ছে সুবাস শিশিরে উতলা

খুঁজছি যারে পাইনি তারে, সেও জানি খুঁজছে মোরে,
আমার গানে গেঁথেছে সে ছোট্ট একটি মালা

0044

Status:    Done

আর কোনো কথা আমি মানি না, মানিতে চাহি না, চাহি না
আঁধার হইতে চলি আলোর পানে, গগ্বর হ'তে ছুটি তারার গানে

সবার মনের ব্যাথা নিয়ে পরাণে, আর কোনো কথা আমি শুণি না
শুণিতে চাহি না, চাহি না

নাচের ছন্দে চলি তোমার পানে, প্রাণের মাধুরী ভরি তোমার গানে
সবার মনের কথা নিয়ে পরাণে, আর কোনো কথা আমি জানি না
জানিতে চাহি না, চাহি না

0045

Status:    Done

বকুল গন্ধে মধুরানন্দে মধুপ ছন্দে এসেছিলো
সে যে মধুপ ছন্দে এসেছিলো

শেষের পরেও শুরু হয়ে থাকে, শেষ নাই তাহা বলেছিলো
জীবনের ধারা অশেষ অপার, মরুমাঝে হারা হয় না চলার
তোমার গতিতে তোমার দ্রুতিতে তোমার স্রোতে সে চলেছিলো

সব বেদনার সকল বাধার লৌহকপাট ভেঙ্গেছিলো
সে যে লৌহকপাট ভেঙ্গেছিলো

0046

Status:    Done

এরা কান্নায় ভাঙ্গা রুধিরেতে রাঙা হতাশায় ভাঙ্গা সবহারা
এরা হতাশায় ভাঙ্গা সবহারা

এদের নেইকো দৃপ্তি, নেই কো পূর্ত্তি, নেইকো দীপ্তি দিশেহারা
এরা হতাশায় ভাঙ্গা সবহারা

এদের চলো নিয়ে যাই আলোকস্নানেতে, বসাইয়া দিই সফল মানেতে,
সব অপূর্ত্তি দূর করে' দিই মমতার ডাকে হৃদি-ভরা
একের বেদনা সবার বেদনা সবাকার এই বসুধরা

0047

Status:    Done

কুঞ্জবনেতে গুঞ্জরণেতে মধুপ কী কথা বলিতে চায়
বলিতে চায় গো বলিতে চায়

মনের বীণাতে তারেতে তারেতে মরমী কী কথা শোণাতে চায়
ভাব যত ছিলো ভাষা তত নাই, সাধ যত ছিলো সাধ্য তো নাই

সকল মহিমা, সকল গরিমা তব পদে তাই লুটাতে চায়
অমল সমল সকল কমল তোমারে অর্ঘ্য দানিতে চায়

0048

Status:    Done

আলো ঝরে' পড়ে ঝলকে ঝলকে, আলোর দেবতা এসেছে
আলোর দেবতা এসেছে আজিকে, আলোর দেবতা এসেছে

কালো ছায়া যত সরে' যেতে রত, ভয়েতে কাঁপিয়া উঠেছে
তারা ভয়েতে কাঁপিয়া উঠেছে

অশনি গরজে, ঝড় বহিতেছে, রুদ্র পুরুষ কহিয়া চলেছে,
"ওরে ভয় নাই, ভয় নাই তোর", সকল কুয়াসা কেটেছে

জলদমন্দ্রে তারকা-চন্দ্রে নিখিল ভুবন জেগেছে

0049

Status:    Done

ডাক দিয়ে যাই যাই যাই, আমি ডাক দিয়ে যাই যাই যাই,
আলোকের পথ ধরে' যারা যেতে চায় তাহাদের চিনে' নিতে চাই

মানুষ পেয়েছে নানা ব্যাধি-ক্লেশ-তাপ, মানুষ পেয়েছে নানা শোক-সন্তাপ
তাদের অশ্রু যারা মুছাইতে চায় তাহাদের জেনে' নিতে চাই

মানুষ সয়েছে বহু ক্ষুধার জ্বালা, সহিয়াছে অপমান-অবহেলা
যারা তাদের ক্ষতেতে প্রলেপ দিতে চায় তাহাদের মেনে' নিতে চাই

0050

Status:    Done

রক্তিম কিশলয়, আমি রক্তিম কিশলয়
সোজা পথে চলি আমি, বাঁকা পথে কভু কভু নয়

আমার সুমুখে আছে শ্যামল শোভা
আমার দু'পাশে আছে অরুণ আভা
উঁচু শিরে চলি আমি, নীচু শিরে কভু কভু নয়

আমার বাহুতে আছে বজ্রের বল,
আমার আঁখিতে আছে দৃষ্টি বিমল
সোজা কথা ভাবি আমি, বাঁকা কথা কভু কভু নয়

0051

Status:    Done

(মোর) মধুকার বনে স্পন্দন এনে' আলোর দেবতা এলো রে
এলো এলো এলো রে

জীবনের শত ধারা শত রূপে ঝলমল করি' এলো রে
এলো রে এলো রে

বসে কাঁদিবার নাহিকো সময়, পথে থামিবার দিন এ তো নয়
সব বেদনার সব হাহাকার আজিকে ভুলায়ে দিলো রে
দিলো দিলো দিলো রে

শক্তির কোনো অপচয় নয়, শোণিত দুলিছে কর্মদোলায়
মনের মাধুরী সব দিক হেরি' অসীমে ছুটিয়া গেলো রে
গেলো গেলো গেলো রে

হৃদয়ের নীপে, প্রাণের প্রদীপে সব কিছু মোর নিলো রে
সে যে সব কিছু মোর নিলো রে, নিলো নিলো নিলো রে

0052

Status:    Done

তুমি উজ্জ্বল ধ্রুবতারা, তুমি অলকার গান
চম্পকসৌরভ মণিদ্যুতিবৈভব নির্ঝর-কলরব,
সবার উপরে তুমি অলকার প্রাণ

মেঘের হুঙ্কার ধনুকের টঙ্কার অশনি-ঝনৎকার,
সবার উপরে তুমি অলকার প্রাণ

তোমারে পেয়েছি দিনে রাতে জীবনের ছন্দে ও স্রোতে
সকল মর্মে ধ্যানেতে সবার মাঝারে' থেকে
সবার উপরে তুমি, তুমি মহাবিশ্বের প্রাণ

0053

Status:    Done

ওগো প্রভু, তোমাকে আমি ভালো বাসি, ভালো বাসি
সতত মনের মাঝে জাগিয়া থাকে তোমারই হাসি, মধুর হাসি
তোমাকে আমি ভালো বাসি, ভালো বাসি বালো বাসি

আঁধার নিশায় তুমি ধ্রুবতারা, মরুতৃষায় তুমি নীরধারা
সম্পদে বিপদে সঙ্গে আছো কাছাকাছি, পাশাপাশি

কোনো গুণ নাহি, তবু কাছে টেনে' নাও
পাশেতে বসাও, ক্ষুদা মিটাও দিবানিশি, দিবানিশি

0055

Status:    Done

সুরসপ্তকে মাধুরী ভরি' এগিয়ে চলার গান গাই
মোরা এগিয়ে চলার গান গাই
মনোমন্দিরে মমতা মাখি' বলি, কেউ তো মোদের পর নাই

দ্যুলোকের যত পুলকরাজি ভূলোকেতে নাচিছে আজি
সপ্তলোকের যত সুধারাশি একাকার হয়ে গেছে ভাই

মধুচম্পকসুরভি ঢালি' সবাইকে প্রণতি জানাই

0056

Status:    Done

কে গো তুমি পথপাশে দাঁড়িয়ে একা, আঁখি অশ্রুভরা, আঁখি অশ্রুভরা
কে গো তুমি নভোনীলে তাকিয়ে একা, বাহু ঊর্ধ্বে করা, বাহু ঊর্ধ্বে করা

যাহা চাহিয়াছো তুমি, তাহা পাওনি, যাহা পাইয়াছো তুমি তাহা চাওনি
মেটেনি জথর-প্রাণ-মনের ক্ষুধা, শুকায়েছে ভালবাসা হৃদয়ভরা

যাদের চেয়েছো তুমি ভালোবেসেছো, তাদের নিকট হ'তে ঘৃণা পেয়েছো
সব কিছু হারায়েছো, কিবা পেয়েছো, শুধু সঞ্চয় আছে গান কন্ঠভরা

0057

Status:    Done

ছন্দ আমার নৃত্যের তালে তালে চলে, দ্বন্দ্ব আমার ভাবের মাঝে যায় গলে'
যাহা কিছু ভাবিয়াছি সবাইকে ভাবিয়া, যাহা কিছু করেছি সবাইকে চাহিয়া
দ্বারে দ্বারে ঘরে ঘরে বিলায়েছি চম্পকগন্ধ

ছন্দ আমার সবাইকে নাচাতে, দ্বন্দ্ব আমার সবাইকে বাঁচাতে
মধুছন্দা সুরে গিয়েছিনু বহু দূরে, আনিয়াছি মধুনিষ্যন্দ

0058

Status:    Done

দু'জনে যখন মিলিছে তখন এদের তোমরা আশিষ দিও
দহ্বনজ্বালাতে ফুলের মালাতে দুঃখ-সুখেতে সাথে থাকিও

মানব সমাজ অবিভাজ্য, কোন নীড় নয় পরিত্যজ্য
সবাই মিলিয়া নাচিয়া গাইয়া এদের তোমরা মানিয়া নিও
ধরণীর ধ্বনি মমতার বানী এদের জীবন রাঙিয়ে দিও

0059

Status:    Done

ননীর পুতুল টুটুল টুটুল, হাত-পা নাড়ছে হেসে' হেসে'
অঙ্গুলিগুলি চম্পককলি, দ্যুলোকের দ্যুতি চোখে ভাসে

কুসুমিত বন করিয়া চয়ন এসেছে খোকন (খুকু) নব দেশে
গড়ে' তুলে' নোব, বড় করে' নোব, কোলে তুলে' নোব ভালোবেসে'

0060

Status:    Done

তোমার জিনিস তোমাকে দিয়েছি, তুমি নাও প্রভু কোলে তুলে
কাঁদিয়া দিয়েছি, বেদনা সয়েছি, এই সান্ত্বনা তুমি নিলে
মোর এই সান্ত্বনা তুমি নিলে

যারা এসেছিল সবাই রয়েছে, অসীমের মাঝে সবে জেগে' আছে
হারাই হারাই আমরা সদাই ভেবে' কেঁদে' মরি তোমা' ভুলে'
প্রভু, ভেবে' কেঁদে' মরি তোমা' ভুলে'

0061

Status:    Done

(আমি) পরাণ ধরিয়া দিই তোমারই চরণে
এসে' থাকা হৃদিমাঝে নিতি নিতি নব সাজে
(তাই) পরাণ ভরিয়া দিই তোমারই স্মরণে

এসে' থাকা গানে নাচে কাছে থেকে আরো কাছে,
(তাই) পরাণ সঁপিয়া দিই তোমারই বরণে

সুর থেকে আরো সুরে নিয়ে' গেছো বহু দূরে
(তাই) পরাণ ঢালিয়া দিই তোমারই মননে

0062

Status:    Done

নয়নে এসেছিলে স্বপনে, এ কি তব লুকোচুরি খেলা
জাগরণে চলে' গেছো বিজনে, এ কি তব অকরুণ লীলা
আকাশে উজ্জ্বল তারা, হৃদয়ে দীপজ্যোতিহারা,
তবু তুমি বিনা ফণী মণিহারা
সহে না, সহে না একেলা, এ কি তব লুকোচুরি খেলা
আলো-আঁধারিতে ইন্দ্রধনুতে মন ভোলানোর এ কি মেলা

0063

Status:    Done

দীপাবলী সাজায়েছি, প্রভু, তোমারে করিতে বরণ
এসো তুমি হৃদি মাঝে নিতি নিতি নব সাজে ধীরে ধীরে ফেলিয়া চরণ
এসো তুমি মন মাঝে আরো গানে আরো নাচে মৃদু হাসি করি' বিকিরণ
এসো তুমি ভাবলোকে ছন্দে ও নবালোকে জাগায়ে মোহন স্পন্দন