User:T12/PSB

From Sarkarverse
< User:T12
Revision as of 12:58, 15 December 2013 by T12 (talk | contribs) (Archive more)
Jump to navigation Jump to search
Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    


Sub-page

0051

Status:    Done

(মোর) মধুকার বনে স্পন্দন এনে' আলোর দেবতা এলো রে
এলো এলো এলো রে

জীবনের শত ধারা শত রূপে ঝলমল করি' এলো রে
এলো রে এলো রে

বসে কাঁদিবার নাহিকো সময়, পথে থামিবার দিন এ তো নয়
সব বেদনার সব হাহাকার আজিকে ভুলায়ে দিলো রে
দিলো দিলো দিলো রে

শক্তির কোনো অপচয় নয়, শোণিত দুলিছে কর্মদোলায়
মনের মাধুরী সব দিক হেরি' অসীমে ছুটিয়া গেলো রে
গেলো গেলো গেলো রে

হৃদয়ের নীপে, প্রাণের প্রদীপে সব কিছু মোর নিলো রে
সে যে সব কিছু মোর নিলো রে, নিলো নিলো নিলো রে

0052

Status:    Done

তুমি উজ্জ্বল ধ্রুবতারা, তুমি অলকার গান
চম্পকসৌরভ মণিদ্যুতিবৈভব নির্ঝর-কলরব,
সবার উপরে তুমি অলকার প্রাণ

মেঘের হুঙ্কার ধনুকের টঙ্কার অশনি-ঝনৎকার,
সবার উপরে তুমি অলকার প্রাণ

তোমারে পেয়েছি দিনে রাতে জীবনের ছন্দে ও স্রোতে
সকল মর্মে ধ্যানেতে সবার মাঝারে' থেকে
সবার উপরে তুমি, তুমি মহাবিশ্বের প্রাণ

0053

Status:    Done

ওগো প্রভু, তোমাকে আমি ভালো বাসি, ভালো বাসি
সতত মনের মাঝে জাগিয়া থাকে তোমারই হাসি, মধুর হাসি
তোমাকে আমি ভালো বাসি, ভালো বাসি বালো বাসি

আঁধার নিশায় তুমি ধ্রুবতারা, মরুতৃষায় তুমি নীরধারা
সম্পদে বিপদে সঙ্গে আছো কাছাকাছি, পাশাপাশি

কোনো গুণ নাহি, তবু কাছে টেনে' নাও
পাশেতে বসাও, ক্ষুদা মিটাও দিবানিশি, দিবানিশি

0055

Status:    Done

সুরসপ্তকে মাধুরী ভরি' এগিয়ে চলার গান গাই
মোরা এগিয়ে চলার গান গাই
মনোমন্দিরে মমতা মাখি' বলি, কেউ তো মোদের পর নাই

দ্যুলোকের যত পুলকরাজি ভূলোকেতে নাচিছে আজি
সপ্তলোকের যত সুধারাশি একাকার হয়ে গেছে ভাই

মধুচম্পকসুরভি ঢালি' সবাইকে প্রণতি জানাই

0056

Status:    Done

কে গো তুমি পথপাশে দাঁড়িয়ে একা, আঁখি অশ্রুভরা, আঁখি অশ্রুভরা
কে গো তুমি নভোনীলে তাকিয়ে একা, বাহু ঊর্ধ্বে করা, বাহু ঊর্ধ্বে করা

যাহা চাহিয়াছো তুমি, তাহা পাওনি, যাহা পাইয়াছো তুমি তাহা চাওনি
মেটেনি জথর-প্রাণ-মনের ক্ষুধা, শুকায়েছে ভালবাসা হৃদয়ভরা

যাদের চেয়েছো তুমি ভালোবেসেছো, তাদের নিকট হ'তে ঘৃণা পেয়েছো
সব কিছু হারায়েছো, কিবা পেয়েছো, শুধু সঞ্চয় আছে গান কন্ঠভরা

0057

Status:    Done

ছন্দ আমার নৃত্যের তালে তালে চলে, দ্বন্দ্ব আমার ভাবের মাঝে যায় গলে'
যাহা কিছু ভাবিয়াছি সবাইকে ভাবিয়া, যাহা কিছু করেছি সবাইকে চাহিয়া
দ্বারে দ্বারে ঘরে ঘরে বিলায়েছি চম্পকগন্ধ

ছন্দ আমার সবাইকে নাচাতে, দ্বন্দ্ব আমার সবাইকে বাঁচাতে
মধুছন্দা সুরে গিয়েছিনু বহু দূরে, আনিয়াছি মধুনিষ্যন্দ

0058

Status:    Done

দু'জনে যখন মিলিছে তখন এদের তোমরা আশিষ দিও
দহ্বনজ্বালাতে ফুলের মালাতে দুঃখ-সুখেতে সাথে থাকিও

মানব সমাজ অবিভাজ্য, কোন নীড় নয় পরিত্যজ্য
সবাই মিলিয়া নাচিয়া গাইয়া এদের তোমরা মানিয়া নিও
ধরণীর ধ্বনি মমতার বানী এদের জীবন রাঙিয়ে দিও

0059

Status:    Done

ননীর পুতুল টুটুল টুটুল, হাত-পা নাড়ছে হেসে' হেসে'
অঙ্গুলিগুলি চম্পককলি, দ্যুলোকের দ্যুতি চোখে ভাসে

কুসুমিত বন করিয়া চয়ন এসেছে খোকন (খুকু) নব দেশে
গড়ে' তুলে' নোব, বড় করে' নোব, কোলে তুলে' নোব ভালোবেসে'

0060

Status:    Done

তোমার জিনিস তোমাকে দিয়েছি, তুমি নাও প্রভু কোলে তুলে
কাঁদিয়া দিয়েছি, বেদনা সয়েছি, এই সান্ত্বনা তুমি নিলে
মোর এই সান্ত্বনা তুমি নিলে

যারা এসেছিল সবাই রয়েছে, অসীমের মাঝে সবে জেগে' আছে
হারাই হারাই আমরা সদাই ভেবে' কেঁদে' মরি তোমা' ভুলে'
প্রভু, ভেবে' কেঁদে' মরি তোমা' ভুলে'

0061

Status:    Done

(আমি) পরাণ ধরিয়া দিই তোমারই চরণে
এসে' থাকা হৃদিমাঝে নিতি নিতি নব সাজে
(তাই) পরাণ ভরিয়া দিই তোমারই স্মরণে

এসে' থাকা গানে নাচে কাছে থেকে আরো কাছে,
(তাই) পরাণ সঁপিয়া দিই তোমারই বরণে

সুর থেকে আরো সুরে নিয়ে' গেছো বহু দূরে
(তাই) পরাণ ঢালিয়া দিই তোমারই মননে

0062

Status:    Done

নয়নে এসেছিলে স্বপনে, এ কি তব লুকোচুরি খেলা
জাগরণে চলে' গেছো বিজনে, এ কি তব অকরুণ লীলা

আকাশে উজ্জ্বল তারা, হৃদয়ে দীপজ্যোতিহারা,
তবু তুমি বিনা ফণী মণিহারা
সহে না, সহে না একেলা, এ কি তব লুকোচুরি খেলা
আলো-আঁধারিতে ইন্দ্রধনুতে মন ভোলানোর এ কি মেলা

0063

Status:    Done

দীপাবলী সাজায়েছি, প্রভু, তোমারে করিতে বরণ
এসো তুমি হৃদি মাঝে নিতি নিতি নব সাজে ধীরে ধীরে ফেলিয়া চরণ
এসো তুমি মন মাঝে আরো গানে আরো নাচে মৃদু হাসি করি' বিকিরণ
এসো তুমি ভাবলোকে ছন্দে ও নবালোকে জাগায়ে মোহন স্পন্দন

0064

Status:    Done

আকাশে আজ রঙের মেলা, মনেতে আজ আলো,
বাতাসে আজ সুবাস ভরা, সবই লাগে ভালো

অজানা কার আগমনে হৃদয়ভরা ছন্দে গানে
প্রাণের পরশ দিয়ে সে যে সরায় সকল কালো

এমন দিনে সবার সনে প্রাণের প্রদীপ জ্বালো

0065

Status:    Done

কাছে এলে বলে' গেলে না কে গো তুমি কে তুমি
ভালোবেসে' সবই দিলে বলে' গেলে না কে আমি

মালঞ্চে যে ফুল ফুটেছে, সে জানে না কে যে সে
সুরের মায়ায় মন যে নাচে, সে জানে না কেন নাচে সে

হাসিতে চাঁদের জোয়ার আসে, চাঁদ জানে না কেন সে আসে
(এই) বিশ্বলীলায় ছন্দ জোগাও কে গো তুমি দিবস-যামী

0066

Status:    Done

রুম্‌ঝুম্‌ রুম্‌ঝুম্‌ নূপুর বাজায়ে কে গো তুমি এলে হৃদিমাঝে,
মননের উত্তাল তরঙ্গে দিয়ে তাল কে গো এলে মোহন সাজে

মধুর হাসিতে ধরা সুরভিত করিয়া অধরের বাঁশীতে মুখরিত করিয়া
চারিদিক আলোকিত করিতে করিতে কে গো এলে ছন্দে ও নাচে

রুম্‌ঝুম্‌ রুম্‌ঝুম্‌ নূপুর ধ্বনিটি হৃদিমাঝে যেন সদা বাজে