User:T12/PSB

From Sarkarverse
< User:T12
Revision as of 20:35, 8 August 2014 by T12 (talk | contribs) (→‎184: This one is done)
Jump to navigation Jump to search
Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page


181

Status:    Done

(তুমি) নিকট হইতে আর নিকটএতে এসো মোর মনোমাঝে
হিয়ার রণনে প্রাণস্পন্দনে নিত্য নূতন সাজে

অরূপ হইতে রূপেতে এসেছো ওগো অরূপের রাজা
(আজ) সার্থক হ'লো সকল এষণা, সার্থক হ'লো খোঁজা

(আজ) সবাই তোমারে চাহে প্রাণভরে
তুমি বিনা কারও কিছু থাকে না, বিশ্ব তা বুঝিয়াছে

182

Status:    Done

সবার চিত্ত আজ একই সুরে উদ্গীত
একেরই ভাবনা নিয়ে সবাই নাচিয়া যায়

একেরই অপার স্নেহে, একেরই মধুর গেহে
একই মুখপানে চেয়ে সুমুখের দিকে ধায়

একেরই মমতাডোরে বাঁধা সবে ধরা পরে'
একেরই অমৃতস্রোতে সবাই মিলিয়া যায়

সবাকার রূপে রসে সবাকার ভাবাবেশে
সবারে সঙ্গে নিয়ে সুধাধারা বরষায়

183

Status:    Done

গানের জগৎ কাছে পেয়েছি, পুরোনো জীবন ভুলে গিয়েছি
তোমাকে পেয়েছি, সব পেয়েছি, সব ছেলেখেলা ছেড়ে দিয়েছি

পতঙ্গ ধায় প্রদীপের দিকে, জানেনা সে ছোটে মরণের মুখে
চেতনকে ভুলে জড় নিয়ে থাকা মরণ যে তাহা বুঝে' নিয়েছি

ছুটিয়া চলিব তোমার পানেতে, মাতিয়া থাকিব তোমারই গানেতে
সকল চাওয়ার সকল পাওয়ার শেষ কথা তুমি, সার জেনেছি

184

Status:    Done

রুনু ঝুনু ঝুনু রবে উদ্বেল সৌরভে সে এসেছে হৃদয়কে উদ্বেল করিয়া
বীণার ঝঙ্কারে আকুল করিল মোরে মোহনকে মনমাঝে ধরিয়া

উজাড় করিয়া দাও যত কিছু মলিনতা, নিঃশেষ করে' দাও যত জড়তার স্থবিরতা
ভুলে' যাও ব্যাথাহত যত কিছু দূরগত মোহনকে শতরূপে হেরিয়া

আজ সব ভাষা সব বাক্‌ নীরবে চলিয়া যাক
মনচোরে বারে বারে স্মরিয়া