User:T12/PSB: Difference between revisions

6,779 bytes removed ,  6 November 2022
m
Abhidevananda moved page User:Tito Dutta/PSB to User:T12/PSB: Automatically moved page while renaming the user "Tito Dutta" to "T12"
(→‎0275: new section)
m (Abhidevananda moved page User:Tito Dutta/PSB to User:T12/PSB: Automatically moved page while renaming the user "Tito Dutta" to "T12")
 
(40 intermediate revisions by 2 users not shown)
Line 13: Line 13:
----
----


== 0267 ==


{{Status|done}}
<poem>
তোমারই আশে রয়েছি বসে তোমারই পদধ্বনি মন মাতায়
মধুর হাসি তব তোমারই সৌরভ হতাশ হৃদয়ে আশা জাগায়
তোমারই ফেলে আসা চরণধূলি পরে বিশ্বমানবতা আভূমি নতি করে
তোমারই রঙে রূপে তোমারই ধূপে দীপে তোমারই প্রাণীণতা তৃষা মেটায়
আমিও তোমারই গো তোমারই সকলই তো বুঝেও বোঝেনা তমসাহত চিত
তোমারই ছন্দে গানে তোমারই সুরে তানে তোমারই ভালোবাসা সবে নাচায়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 16
</div>
</poem>
== 0268 ==
{{Status|done}}
* '''Note:''' According to mp3 audio, fifth line the word is নিঠুর and not নিষ্ঠুর
<poem>
বন্ধু তোমার কঠোরতায় ভয় পাবো না কোন কিছুতেই
আলোকের যাত্রাপথে তোমায় চেয়ে আমি চলিবই
যে বা বলে তোমায় কঠোর সে বোঝে না তোমার কদর
তোমার এই কঠোরতা কোমলতাকে ডেকে রাখিতেই
যে বা তোমায় বলে নিষ্ঠুর সে থেকে যায় তোমা থেকে দূর
কাছে এলে বুঝবে সে জন সুজন তোমার মত কেহ নাই
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 16
</div>
</poem>
== 0269 ==
{{Status|done}}
<poem>
তোমারই নামেতে তোমারই গানেতে তোমাকে জীবন সঁপেছি
সকল ভাবের আধার তুমি গো তব ভাবনাই নিয়েছি
জলে স্থলে আর দ্যুলোকে ভূলোকে মধুরমিয়া-মাখা প্রভাত-আলোকে
সকল-কর্মে প্রাণের ধর্মে তোমাকেই সার জেনেছি
নীলোদধি-স্রোতে স্নিগ্ধ আকাশে গন্ধমদির মধুর বাতাসে
তোমার লীলায় তোমার খেলায় আমি অভিভূত হয়েছি
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 16
</div>
</poem>
== 0270 ==
{{Status|done}}
<poem>
তোমার কথা আমি ভাবি বারে বারে ভাবি বারে বারে
তুমি ছাড়া কে বা ভালবাসে মোরে, ভালবাসে মোর
রাত্রি যখন হারায়ে যায় প্রভাত-রবির অরুণ আভায়
সেই রঙেতেই আমি যে পাই তোমার পরশ তোমার সুধায়
সাঁঝের রবি হাতছানি দেয় ডেকে ডেকে বলিতে চায়
কভু আমি নইকো একা তুমি আছো দেখো আমায়
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 17
</div>
</poem>
== 0271 ==
{{Status|done}}
<poem>
প্রভু তোমারই লীলা তুমি বোঝাও
মনের মাঝে লুকিয়ে থাকো ধরা নাহি দিতে চাও
দেখে সে মধুর হাসি শুণে সে মধুর বাঁশী
মন কোথা যায় ভাসি মোরে কাছে টেনে নাও
ভুলিতে চাহি গো যদি না ভুলে সদাই কাঁদি
কেন ফুলডোরে রাখো বাঁধি বলো তুমি কী বা চাও
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 17
</div>
</poem>
== 0272 ==
{{Status|done}}
<poem>
তুমি কত না লীলাই জানো তুমি কত না লীলাই জাণ
বিশ্বভূবন চালিয়ে বেড়াও কোন মানা নাহি মানো
তব রথের চাকা এগিয়ে চলে দিক্‌-দিগন্তে নভোনীলে
সবার প্রাণে পরশ দিয়ে কোন বাধায় নাহি থামো
সবায় তুমি ভালোবাসো সবার লাগি কাঁদো হাসো
দুঃখের সময় দাও বরাভয় মিষ্টি হাসি সঙ্গে আনো
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 17
</div>
</poem>
== 0273 ==
{{Status|done}}
<poem>
আঁধার নিশীথে তুমি এসেছিলে আলোকের ছটা সাথে নিয়ে
(আমার) মধু-হৃদিমাঝে দিয়েছিলে স্বাদু সুশীতল সরিতা বহায়ে
তুমি এসেছিলে নীরব প্রহরে মন্দমধুর স্নিগ্ধ সমীরে
আমার সব ক্ষুদ্রতা সকল দীনতা দিয়েছিলে সুদূরে ভাসায়ে
(তখন) আকাশ ধরণী কেঁপে ঊঠেছিলো সকল হিয়ায় ছন্দ যে ছিলো
আমার সকল অহমিকা ধূলায় মিশায়ে অমৃতের কণা দিয়ে দিয়ে
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 17
</div>
</poem>
== 0274 ==
{{Status|done}}
* '''Note:''' Per the mp3 audio, the sixth line: "সৃষ্টির '''আলো''' পাশে"
<poem>
তোমার আসা-যাওয়া হ্য না কভু একথা জেনেও না জানি
নাহি তব আবাহন নাহি বিসর্জন, মেনেও না মানি
বিকাশের অবকাশে ধ্বংসের বীজ ভাসে
নিত্যকালের লীলা বয়ে চলে মহাকাশে
তৃতীয় নয়নে আগুন জেওলেছো তুমি দুচোখে হাসির চাহনি
সৃষ্টির আলোর পাশে কালো ছায়া নেবে আসে
আলো কালো তুমি আপনি
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
1983 February 17
</div>
</poem>


== 0275 ==
== 0307 ==


{{Status|done}}
{{Status|done}}
<poem>
<poem>
বন্ধু আমার এসো গো প্রাণে আকাশ এখন কবিতায় ভরা
সবাকার অতি প্রিয় আদরণীয়
চাঁদের হাসি মানা না মানে চাঁদের হাসি স্বপন আনে
সকল বক্ষ মাঝে কৌস্তুভ মণি
তোমাতে সদাই তুমি ছাড়া নাই
না চিনিয়াও তোমাকেই শুধু চিনি


ভালবাসা তব এ কী অভিনব ছন্দ জাগায় নিত্য নব নব
সকল কুসুম মাঝে তুমি সুরভি গো
ধরা পড়ে গেছো লুকিয়ে কেন আছো আঁখি মেলে চাও আমারই পানে
সকল সৃষ্টি মাঝে পদ্মনাভি গো
তোমারই পরশে তোমারই রূপে রসে
সকল অজানা মাঝে তোমাকেই শুধু জানি


সতত তোমারই পথে চলিবো সকল রকমে তব মন ভোলাবো
মণিকার দ্যুতি তুমি তারকার জ্যোতি তুমি
মনেতে মেতে আছি ভয় ভুলে গেছি নির্দ্বিধায় যাবো তোমারই গানে
বসুধার সুধা তুমি তোমাকেই সদা নমি
আসা যাওয়া নাহি তব প্রতি পলে লীলা নব
বিরাট পুরুষ রূপে তোমাকেই শুধু মানি
<div style=text-align:right>
<div style=text-align:right>
Madhumanjúśá Ranchi
Madhumalainca, Kolkata
1983 February 18
1983 March 3
</div>
</div>
</poem>
</poem>