User:T12/PSB

< User:T12
Revision as of 11:48, 7 December 2014 by T12 (talk | contribs) (→‎0272: new section)
Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page

0267

Status:    Done

তোমারই আশে রয়েছি বসে তোমারই পদধ্বনি মন মাতায়
মধুর হাসি তব তোমারই সৌরভ হতাশ হৃদয়ে আশা জাগায়

তোমারই ফেলে আসা চরণধূলি পরে বিশ্বমানবতা আভূমি নতি করে
তোমারই রঙে রূপে তোমারই ধূপে দীপে তোমারই প্রাণীণতা তৃষা মেটায়

আমিও তোমারই গো তোমারই সকলই তো বুঝেও বোঝেনা তমসাহত চিত
তোমারই ছন্দে গানে তোমারই সুরে তানে তোমারই ভালোবাসা সবে নাচায়


Madhumanjúśá Ranchi
1983 February 16

0268

Status:    Done

  • Note: According to mp3 audio, fifth line the word is নিঠুর and not নিষ্ঠুর

বন্ধু তোমার কঠোরতায় ভয় পাবো না কোন কিছুতেই
আলোকের যাত্রাপথে তোমায় চেয়ে আমি চলিবই

যে বা বলে তোমায় কঠোর সে বোঝে না তোমার কদর
তোমার এই কঠোরতা কোমলতাকে ডেকে রাখিতেই

যে বা তোমায় বলে নিষ্ঠুর সে থেকে যায় তোমা থেকে দূর
কাছে এলে বুঝবে সে জন সুজন তোমার মত কেহ নাই


Madhumanjúśá Ranchi
1983 February 16

0269

Status:    Done

তোমারই নামেতে তোমারই গানেতে তোমাকে জীবন সঁপেছি
সকল ভাবের আধার তুমি গো তব ভাবনাই নিয়েছি

জলে স্থলে আর দ্যুলোকে ভূলোকে মধুরমিয়া-মাখা প্রভাত-আলোকে
সকল-কর্মে প্রাণের ধর্মে তোমাকেই সার জেনেছি

নীলোদধি-স্রোতে স্নিগ্ধ আকাশে গন্ধমদির মধুর বাতাসে
তোমার লীলায় তোমার খেলায় আমি অভিভূত হয়েছি


Madhumanjúśá Ranchi
1983 February 16

0270

Status:    Done

তোমার কথা আমি ভাবি বারে বারে ভাবি বারে বারে
তুমি ছাড়া কে বা ভালবাসে মোরে, ভালবাসে মোর

রাত্রি যখন হারায়ে যায় প্রভাত-রবির অরুণ আভায়
সেই রঙেতেই আমি যে পাই তোমার পরশ তোমার সুধায়

সাঁঝের রবি হাতছানি দেয় ডেকে ডেকে বলিতে চায়
কভু আমি নইকো একা তুমি আছো দেখো আমায়


Madhumanjúśá Ranchi
1983 February 17

0271

Status:    Done

প্রভু তোমারই লীলা তুমি বোঝাও
মনের মাঝে লুকিয়ে থাকো ধরা নাহি দিতে চাও

দেখে সে মধুর হাসি শুণে সে মধুর বাঁশী
মন কোথা যায় ভাসি মোরে কাছে টেনে নাও

ভুলিতে চাহি গো যদি না ভুলে সদাই কাঁদি
কেন ফুলডোরে রাখো বাঁধি বলো তুমি কী বা চাও


Madhumanjúśá Ranchi
1983 February 17

0272

Status:    Done

তুমি কত না লীলাই জানো তুমি কত না লীলাই জাণ
বিশ্বভূবন চালিয়ে বেড়াও কোন মানা নাহি মানো

তব রথের চাকা এগিয়ে চলে দিক্‌-দিগন্তে নভোনীলে
সবার প্রাণে পরশ দিয়ে কোন বাধায় নাহি থামো

সবায় তুমি ভালোবাসো সবার লাগি কাঁদো হাসো
দুঃখের সময় দাও বরাভয় মিষ্টি হাসি সঙ্গে আনো


Madhumanjúśá Ranchi
1983 February 17