User:T12/PSB

< User:T12
Revision as of 15:37, 7 December 2014 by T12 (talk | contribs) (→‎0285: new section)
Tito Dutta   Talk   Editing events   Sandbox   Tasks   Extensions   PSB   PSS    



Sub-page


0282

  • Note: Per PSB book source, song #0280 was written at Madhuketan Anandashiila, song #0281 at Madhumanjúśá Ranchi again song #0282 at Madhuketan Anandashiila, all on 1983 February 20.

Status:    Done

তুমি মনেতে লুকিয়ে থেকে মনের মাঝে লীলা করে যাও
মনে হয় গো ধরিয়াছি, ধরি-ধরি ধরা নাহি দাও

দুঃখে সুখে তোমার খেলা কত আদর কত না হেলা
নিত্যকালে তোমার লীলা কোথা বহে যায় আমার বুঝাও
ভিতরে না তাকালে কী আকুতি মোর বুঝিতে না পাও

এদিকে যে যায় গো বেলা আঁধারে আজ আমি একেলা
(তুমি) আঁধারের বক্ষ চিরে আলোর ছটা বহায়ে দাও


Madhuketan Anandashiila
1983 February 20

0283

Status:    Done

এলাম এসে কাজ করিলাম এখন ফিরিয়া যাবার পালা
ফুলের সাজিটি ভরিয়া নিলাম গাঁথিয়া নিলাম মালা

নিলাম যা কিছু তার তুলনায় দিলাম অনেক কম
নিলাম যা কিছু রঙে রূপেতে গন্ধে অনুপম
যারা ভালোবেসেছিলো তাদের লাগিয়া অশ্রুভেজা এ মালা

চলে যেতে হলো কর্মের টানে স্মৃতিখানি মোর রয়ে গেলো প্রাণে
এ মধুর স্মৃতি এ অমর গীতি কখনো কি যায় ভোলা


Madhumanjúśá Ranchi
1983 February 21

0284

Status:    Done

এসো ফিরে আবার ফিরে মোদের মনকে ভরিয়ে দিয়ে
প্রাণের প্রদীপ জ্বালিয়ে দিয়ে ফুলের শোভায় পথ সাজিয়ে

তোমার আসার অপেক্ষাতে রইবো বসে আজি হতে
গুণবো যে কাল পলে পলে আবার গাইবো তোমায় নিয়ে

এই সুখের স্মৃতি মানসপটে রইবে সদাই ঝলমলিয়ে


Madhumanjúśá Ranchi
1983 February 21

0285

Status:    Done

তুমি মনের কমল মনে ফুটে থাকো মননের মাঝে গাও
তুমি দিবসে নিশীথে সদা জেগে থাকো হাসিতে ভরিয়া রও


মোর মানস দ্রাক্ষা কুঞ্জে অলি গুঞ্জরে পুঞ্জে পুঞ্জে
তব মধু আসে তারা সব আসে তুমি যে তৃষা মেটাও

প্রাণের পিপাসা মিটে গেছে আজ ভালবাস পেল মোহন সাজ
সকল আকুতি তোমাতে মিলালো প্রাণ-কে তুমি যে ভরে দাও


Unsure, text not available

0286

Status:    Done

তারে গো পেয়েছি সংগোপনে মোর জীবনে
অলখ দেবতা নীরব প্রহরে ধরা দিয়েছিলো মোর মনে

এত কাছ ছিলো সে যে নাহি জানিতাম
না জানিয়া নাম গান তারই করিতাম
তারি আলো মোরে চিনাইয়া দিলো

এ কী ফুলডরে সে মোরে বাঁধে
পরাণ ধরিয়া সে কেন সাধে
তারই আঁখি মোর হিয়ার গহনে
রঙে রূপে সুধা ধারা আনে


Unsure, text not available

0287

Status:    Done

চাঁদ ওই আকাশে ভালবাসা বাতাসে
কে গো তুমি মোর পানে নেচে আসো

ভাসাইয়া দিয়া হিয়া কানন সৌরভে
কে গো তুমি মোর পানে চেয়ে হাসো

ঝর্ণা ধারা আজ সঙ্গীতে মেতেছে
চাঁদের মিষ্টি হাসি তার পরে পড়েছে

এই স্বপ্নিল পরিবেশে কে গো তুমি নব বেশে
সবাইকে এত বেশি ভালবাস

চাঁদের আলোর বাণ বাঁধ ভেঙ্গে দিয়েছে
রজনীগন্ধা বন কী আবেশে মেতেছে

আজ আনন্দ উপচিয়া উদ্বেল করি হিয়া
কে গো তুমি সুধারসে সদা ভাসো


Unsure, text not available

0288

Status:    Done

কত কাল পরে পেয়েছি তোমারে কত জনমের প্রতীক্ষায়
যুগ যুগ ধরি আসা পথ চাহি বসে ছিনু তব অপেক্ষায়

ভুলে গিয়ে ছিলে ডাকিছে তোমারে একজন ধ্যানে জপে বারে বারে
মনেতে যখন পড়িল তখন নেচে ছূটে এলে রাতুল পায়

সাধনার বলে পাই নি তোমারে অহেতুকী কৃপা করিয়াছো মোরে
তোমার কৃপায় তোমারে পেয়েছি পূর্ণতা দিলে তুমি আমারে


Unsure, text not available

0289

Status:    Done

আমার জীবনে তুমি এসেছিলে নয়নে গো নয়নে
ফুলের সুবাসে স্নিগ্ধ বাতাসে ধীরে ধীরে ফেলা চরণে

মোর কিছুই ছিলো না তবু এসেছিলে শুষ্ক মরু-হিয়া সিক্ত করেছিলে
সকল সম্পদ উজাড়ি দিয়েছিলে অহেতুকী কৃপা বর্ষণে

তোমারই সম্পদে মেটে অহঙ্কারে তোমারেই ফেলে দিয়েছিনু দূরে
আজ রিক্ততা মাঝে পুনঃ তুমি এলে অশ্রু ভেজা হিয়া স্মরণে


Unsure, text not available

0290

Status:    Done

তোমার চেতনায় সবাই জেগেছে তোমারই আবেশে ধরা ভরা
তব সঙ্গীতে সবাই মেতেছে তব সুরে লয়ে মাতোয়ারা


তোমার পরশে জীয়ন-কাঠি গো, সৃষ্টির আদি-শেষ কথা
তুমি সৃষ্টির আদি শেষ কথা

তোমার হরষ সবাকার মনে ভুলাইয়া দেয় সব ব্যথা
তুমি সৃষ্টির আদি শেষ কথা

তুমি আছো তাই জগৎ আছে গো সীমার উর্ধ্বে সীমাহারা
তুমি সীমার উর্ধ্বে সীমাহারা

স্রোতের ফুলের মতই এসেছি তোমারই জোয়ারে ভাসিয়া চলেছি
আমার সত্তা বাহিরে ভিতরে তোমাতেই হয় আমি-হারা


Madhumanjúśá Ranchi
1983 February 24