User:T12/PSB: Difference between revisions

Jump to navigation Jump to search
1,450 bytes added ,  7 December 2013
(→‎0022: Fix)
(→‎0022: +2)
Line 30: Line 30:
এত নিয়ে লীলাখেলা কী করে' করো ?
এত নিয়ে লীলাখেলা কী করে' করো ?
বলো তোমার গোপন কথা কী আছে আরো ।।
বলো তোমার গোপন কথা কী আছে আরো ।।
</poem>
== 0023 ==
{{Status|done}}
<poem>
নূতনের আলোক ওগো, ছিলে তুমি কোন্‌ সুদূরে ?
জগতের ছন্দ এখন নাচছে তোমায় ঘিরে' ঘিরে' ।।
আমার ওই আঁধার রাতে ঢাকা ছিলে কোন নিভৃতে ?
নূতনের ডানা মেলে' এলে উড়ে' তিমির চিরে' ।।
কেটে' গেছে সব হতাশা, ফুটেছে আজ সকল আশা,
সর্বব্যাপী ভালবাসা বাসছে এখন বিশ্ব জুড়ে' ।।
</poem>
== 0024 ==
{{Status|done}}
<poem>
বন্ধু হে, হঠাৎ এলে হঠাৎ গেলে গহন রাতের মাঝে ।
এসে' বললে হেসে', ব্যস্ত কাজে, এখন আমি যাই যাই যাই ।।
অনেকে চায় অনেক কিছু, দিতে তো হয় কিছু কিছু ।
কর্মরত দেওয়া-নেওয়ায়, তাই যে সময় নাই নাই নাই ।।
ধরণীর অনেক কোণে অনেকে চায় সঙ্গোপনে ।
তাদের ডাকে দিই যে সাড়া, তাদের আমি চাই চাই চাই ।।
</poem>
</poem>


14,091

edits

Navigation menu