User:T12/PSB: Difference between revisions

Jump to navigation Jump to search
→‎0034: new section
(spacing)
(→‎0034: new section)
Line 180: Line 180:
এসেছিনু চলার ঝোঁকে মধুর মতই ফুলকোরকে,
এসেছিনু চলার ঝোঁকে মধুর মতই ফুলকোরকে,
আজকে মোহন নামের ডাকে হয়েছি বাঁধনছাড়া ।।
আজকে মোহন নামের ডাকে হয়েছি বাঁধনছাড়া ।।
</poem>
== 0034 ==
{{{Status|done}}
<poem>
তোমার নয়নতলে সব কিছু নেচে' চলে,
তোমার চরণতলে অবনী বহিয়া যায় ।
ফেলে-আসা দিনগুলি, গেয়ে-আসা গানগুলি,
কয়ে আসা কথাগুলি তোমাতে মিশিয়া যায় ।।
কতবার এসেছি, নেচেছি, গেয়েছি,
কত ভালো বেসেছি, কত মায়া ছিঁড়েছি ।
কত খেলা খেলেছি, তোমা' পানে চলেছি,
চলিতে চলিতে ধরা ধূলায় মিলিয়া যায় ।।
(তবু) ধূলার এ ধরনী তোমা' ছাড়া হয়নি,
তোমার ছন্দে সে যে অমৃতে ভাসিয়া যায় ।।
</poem>
</poem>
14,091

edits

Navigation menu