User:T12/PSB: Difference between revisions

Jump to navigation Jump to search
8,683 bytes removed ,  15 December 2013
Archive more
(→‎0066: new section)
(Archive more)
Line 10: Line 10:
; Sub-page
; Sub-page
* [[/RA]]
* [[/RA]]
== 0040 ==
{{Status|done}}
<poem>
চম্পক বনে দখিনা পবনে ঝঙ্কৃত গানে আজি এলে
তুমি ঝঙ্কৃত গানে নিজে এলে
হারানোর ব্যাথা না-পাওয়া কথা সকল দীনতা ভুলাইলে
তুমি সকল দীনতা ভুলাইলে
স্মৃতিবিজড়িত চলার পথেতে আশা-নিরাশার দোদুল দোলাতে
মমতার বেণু বাজাতে বাজাতে সব মধুরমিয়া ভরে ছিলে
তুমি সব মধুরিমা ভরে ছিলে
আলোকের ওই ঝরণাধারাতে শত রূপে নিজে ধরা দিলে
তুমি শত রূপে নিজে ধরা দিলে
</poem>
== 0041 ==
{{Status|done}}
<poem>
আঁধার পেরিয়ে আপনি এসেছো, তুমি এসেছো জীবন মাঝারে
গুণাগুণ ভুলি' ভালো বাসিয়াছো, তুমি ভালো বাসিয়াছো আমারে
ছোট্ট মনেতে বাসনা দিয়েছো, ছোট্ট ভাবেতে জড়ায়ে রেখেছো
অত বড় তুমি তবু শিখায়েছো আপন করিতে তোমারে
তোমাকে ভাবিয়া তোমাকে স্মরিয়া বলেছো চিনিতে নিজেরে
</poem>
== 0042 ==
{{Status|done}}
<poem>
তোমারে পেয়েছি
অরুণালোতে হাসিমাখা প্রাতে কমল কাননে কূজনে
প্রভাত-সমীরে নীর-নির্ঝরে বনবীথিকায় বিজনে
চলার পথের পতনোথ্থানে হাসিতে নৃত্যে ছন্দে ও তানে
মধুর স্মৃতিতে মর্মগীতিতে সকল শ্রবনে মননে
তোমারে চিনেছি
ভালোবাসিয়া কাছেতে পেয়েছি মুখর স্বপনে স্মরণে
</poem>
== 0043 ==
{{Status|done}}
<poem>
তোমরা যা' খুশি তাই বলো আমার না-থামিয়া চলা
না-থামিয়া চলা আমার না কাঁদিয়া বলা
রূপোর মেঘে ভরা আকাশ, কাশের রঙে দুলছে বাতাস
শিউলি ঢেলে' দিচ্ছে সুবাস শিশিরে উতলা
খুঁজছি যারে পাইনি তারে, সেও জানি খুঁজছে মোরে,
আমার গানে গেঁথেছে সে ছোট্ট একটি মালা
</poem>
== 0044 ==
{{Status|done}}
<poem>
আর কোনো কথা আমি মানি না, মানিতে চাহি না, চাহি না
আঁধার হইতে চলি আলোর পানে, গগ্বর হ'তে ছুটি তারার গানে
সবার মনের ব্যাথা নিয়ে পরাণে, আর কোনো কথা আমি শুণি না
শুণিতে চাহি না, চাহি না
নাচের ছন্দে চলি তোমার পানে, প্রাণের মাধুরী ভরি তোমার গানে
সবার মনের কথা নিয়ে পরাণে, আর কোনো কথা আমি জানি না
জানিতে চাহি না, চাহি না
</poem>
== 0045 ==
{{Status|done}}
<poem>
বকুল গন্ধে মধুরানন্দে মধুপ ছন্দে এসেছিলো
সে যে মধুপ ছন্দে এসেছিলো
শেষের পরেও শুরু হয়ে থাকে, শেষ নাই তাহা বলেছিলো
জীবনের ধারা অশেষ অপার, মরুমাঝে হারা হয় না চলার
তোমার গতিতে তোমার দ্রুতিতে তোমার স্রোতে সে চলেছিলো
সব বেদনার সকল বাধার লৌহকপাট ভেঙ্গেছিলো
সে যে লৌহকপাট ভেঙ্গেছিলো
</poem>
== 0046 ==
{{Status|done}}
<poem>
এরা কান্নায় ভাঙ্গা রুধিরেতে রাঙা হতাশায় ভাঙ্গা সবহারা
এরা হতাশায় ভাঙ্গা সবহারা
এদের নেইকো দৃপ্তি, নেই কো পূর্ত্তি, নেইকো দীপ্তি দিশেহারা
এরা হতাশায় ভাঙ্গা সবহারা
এদের চলো নিয়ে যাই আলোকস্নানেতে, বসাইয়া দিই সফল মানেতে,
সব অপূর্ত্তি দূর করে' দিই মমতার ডাকে হৃদি-ভরা
একের বেদনা সবার বেদনা সবাকার এই বসুধরা
</poem>
== 0047 ==
{{Status|done}}
<poem>
কুঞ্জবনেতে গুঞ্জরণেতে মধুপ কী কথা বলিতে চায়
বলিতে চায় গো বলিতে চায়
মনের বীণাতে তারেতে তারেতে মরমী কী কথা শোণাতে চায়
ভাব যত ছিলো ভাষা তত নাই, সাধ যত ছিলো সাধ্য তো নাই
সকল মহিমা, সকল গরিমা তব পদে তাই লুটাতে চায়
অমল সমল সকল কমল তোমারে অর্ঘ্য দানিতে চায়
</poem>
== 0048 ==
{{Status|done}}
<poem>
আলো ঝরে' পড়ে ঝলকে ঝলকে, আলোর দেবতা এসেছে
আলোর দেবতা এসেছে আজিকে, আলোর দেবতা এসেছে
কালো ছায়া যত সরে' যেতে রত, ভয়েতে কাঁপিয়া উঠেছে
তারা ভয়েতে কাঁপিয়া উঠেছে
অশনি গরজে, ঝড় বহিতেছে, রুদ্র পুরুষ কহিয়া চলেছে,
"ওরে ভয় নাই, ভয় নাই তোর", সকল কুয়াসা কেটেছে
জলদমন্দ্রে তারকা-চন্দ্রে নিখিল ভুবন জেগেছে
</poem>
== 0049 ==
{{Status|done}}
<poem>
ডাক দিয়ে যাই যাই যাই, আমি ডাক দিয়ে যাই যাই যাই,
আলোকের পথ ধরে' যারা যেতে চায় তাহাদের চিনে' নিতে চাই
মানুষ পেয়েছে নানা ব্যাধি-ক্লেশ-তাপ, মানুষ পেয়েছে নানা শোক-সন্তাপ
তাদের অশ্রু যারা মুছাইতে চায় তাহাদের জেনে' নিতে চাই
মানুষ সয়েছে বহু ক্ষুধার জ্বালা, সহিয়াছে অপমান-অবহেলা
যারা তাদের ক্ষতেতে প্রলেপ দিতে চায় তাহাদের মেনে' নিতে চাই
</poem>
== 0050 ==
{{Status|done}}
<poem>
রক্তিম কিশলয়, আমি রক্তিম কিশলয়
সোজা পথে চলি আমি, বাঁকা পথে কভু কভু নয়
আমার সুমুখে আছে শ্যামল শোভা
আমার দু'পাশে আছে অরুণ আভা
উঁচু শিরে চলি আমি, নীচু শিরে কভু কভু নয়
আমার বাহুতে আছে বজ্রের বল,
আমার আঁখিতে আছে দৃষ্টি বিমল
সোজা কথা ভাবি আমি, বাঁকা কথা কভু কভু নয়
</poem>


== 0051 ==
== 0051 ==
14,091

edits

Navigation menu