User:T12/PSB: Difference between revisions

Jump to navigation Jump to search
18,795 bytes removed ,  30 December 2013
Archive
(→‎0078: ++)
(Archive)
Line 11: Line 11:
* [[/RA]]
* [[/RA]]


== 0051 ==
{{Status|done}}
<poem>
(মোর) মধুকার বনে স্পন্দন এনে' আলোর দেবতা এলো রে
এলো এলো এলো রে
জীবনের শত ধারা শত রূপে ঝলমল করি' এলো রে
এলো রে এলো রে
বসে কাঁদিবার নাহিকো সময়, পথে থামিবার দিন এ তো নয়
সব বেদনার সব হাহাকার আজিকে ভুলায়ে দিলো রে
দিলো দিলো দিলো রে
শক্তির কোনো অপচয় নয়, শোণিত দুলিছে কর্মদোলায়
মনের মাধুরী সব দিক হেরি' অসীমে ছুটিয়া গেলো রে
গেলো গেলো গেলো রে
হৃদয়ের নীপে, প্রাণের প্রদীপে সব কিছু মোর নিলো রে
সে যে সব কিছু মোর নিলো রে, নিলো নিলো নিলো রে
</poem>
== 0052 ==
{{Status|done}}
<poem>
তুমি উজ্জ্বল ধ্রুবতারা, তুমি অলকার গান
চম্পকসৌরভ মণিদ্যুতিবৈভব নির্ঝর-কলরব,
সবার উপরে তুমি অলকার প্রাণ
মেঘের হুঙ্কার ধনুকের টঙ্কার অশনি-ঝনৎকার,
সবার উপরে তুমি অলকার প্রাণ
তোমারে পেয়েছি দিনে রাতে জীবনের ছন্দে ও স্রোতে
সকল মর্মে ধ্যানেতে সবার মাঝারে' থেকে
সবার উপরে তুমি, তুমি মহাবিশ্বের প্রাণ
</poem>
== 0053 ==
{{Status|done}}
<poem>
ওগো প্রভু, তোমাকে আমি ভালো বাসি, ভালো বাসি
সতত মনের মাঝে জাগিয়া থাকে তোমারই হাসি, মধুর হাসি
তোমাকে আমি ভালো বাসি, ভালো বাসি বালো বাসি
আঁধার নিশায় তুমি ধ্রুবতারা, মরুতৃষায় তুমি নীরধারা
সম্পদে বিপদে সঙ্গে আছো কাছাকাছি, পাশাপাশি
কোনো গুণ নাহি, তবু কাছে টেনে' নাও
পাশেতে বসাও, ক্ষুদা মিটাও দিবানিশি, দিবানিশি
</poem>
== 0054 ==
{{Status|done}}
<poem>
আমি ঋজু পথে চলি' ভাই
আবোল-তাবোল নয়, সোজা কথাটি বলে' যেতে চাই
আজ বলে যেতে চাই
আকাশে লেগেছে রামধনুর খেলা, মাটিতে রয়েছে নানা রূপের মেলা
তারই মাঝে বায়ু বহে ভাবে উতলা
আমি ইহাদের সকলকে বাঁচাইতে চাই
রূপ-রস-গন্ধ যা' আছে ধরাতে, স্নেহ ভালোবাসা যা' আছে মনেতে,
ইহাদের নিষ্কলুষ করিতে এসো হাতে হাতে সাথে সাথে কাজ করে' যাই
</poem>
== 0055 ==
{{Status|done}}
<poem>
সুরসপ্তকে মাধুরী ভরি' এগিয়ে চলার গান গাই
মোরা এগিয়ে চলার গান গাই
মনোমন্দিরে মমতা মাখি' বলি, কেউ তো মোদের পর নাই
দ্যুলোকের যত পুলকরাজি ভূলোকেতে নাচিছে আজি
সপ্তলোকের যত সুধারাশি একাকার হয়ে গেছে ভাই
মধুচম্পকসুরভি ঢালি' সবাইকে প্রণতি জানাই
</poem>
== 0056 ==
{{Status|done}}
<poem>
কে গো তুমি পথপাশে দাঁড়িয়ে একা, আঁখি অশ্রুভরা, আঁখি অশ্রুভরা
কে গো তুমি নভোনীলে তাকিয়ে একা, বাহু ঊর্ধ্বে করা, বাহু ঊর্ধ্বে করা
যাহা চাহিয়াছো তুমি, তাহা পাওনি, যাহা পাইয়াছো তুমি তাহা চাওনি
মেটেনি জথর-প্রাণ-মনের ক্ষুধা, শুকায়েছে ভালবাসা হৃদয়ভরা
যাদের চেয়েছো তুমি ভালোবেসেছো, তাদের নিকট হ'তে ঘৃণা পেয়েছো
সব কিছু হারায়েছো, কিবা পেয়েছো, শুধু সঞ্চয় আছে গান কন্ঠভরা
</poem>
== 0057 ==
{{Status|done}}
<poem>
ছন্দ আমার নৃত্যের তালে তালে চলে, দ্বন্দ্ব আমার ভাবের মাঝে যায় গলে'
যাহা কিছু ভাবিয়াছি সবাইকে ভাবিয়া, যাহা কিছু করেছি সবাইকে চাহিয়া
দ্বারে দ্বারে ঘরে ঘরে বিলায়েছি চম্পকগন্ধ
ছন্দ আমার সবাইকে নাচাতে, দ্বন্দ্ব আমার সবাইকে বাঁচাতে
মধুছন্দা সুরে গিয়েছিনু বহু দূরে, আনিয়াছি মধুনিষ্যন্দ
</poem>
== 0058 ==
{{Status|done}}
<poem>
দু'জনে যখন মিলিছে তখন এদের তোমরা আশিষ দিও
দহ্বনজ্বালাতে ফুলের মালাতে দুঃখ-সুখেতে সাথে থাকিও
মানব সমাজ অবিভাজ্য, কোন নীড় নয় পরিত্যজ্য
সবাই মিলিয়া নাচিয়া গাইয়া এদের তোমরা মানিয়া নিও
ধরণীর ধ্বনি মমতার বানী এদের জীবন রাঙিয়ে দিও
</poem>
== 0059 ==
{{Status|done}}
<poem>
ননীর পুতুল টুটুল টুটুল, হাত-পা নাড়ছে হেসে' হেসে'
অঙ্গুলিগুলি চম্পককলি, দ্যুলোকের দ্যুতি চোখে ভাসে
কুসুমিত বন করিয়া চয়ন এসেছে খোকন (খুকু) নব দেশে
গড়ে' তুলে' নোব, বড় করে' নোব, কোলে তুলে' নোব ভালোবেসে'
</poem>
== 0060 ==
{{Status|done}}
<poem>
তোমার জিনিস তোমাকে দিয়েছি, তুমি নাও প্রভু কোলে তুলে
কাঁদিয়া দিয়েছি, বেদনা সয়েছি, এই সান্ত্বনা তুমি নিলে
মোর এই সান্ত্বনা তুমি নিলে
যারা এসেছিল সবাই রয়েছে, অসীমের মাঝে সবে জেগে' আছে
হারাই হারাই আমরা সদাই ভেবে' কেঁদে' মরি তোমা' ভুলে'
প্রভু, ভেবে' কেঁদে' মরি তোমা' ভুলে'
</poem>
== 0061 ==
{{Status|done}}
<poem>
(আমি) পরাণ ধরিয়া দিই তোমারই চরণে
এসে' থাকা হৃদিমাঝে নিতি নিতি নব সাজে
(তাই) পরাণ ভরিয়া দিই তোমারই স্মরণে
এসে' থাকা গানে নাচে কাছে থেকে আরো কাছে,
(তাই) পরাণ সঁপিয়া দিই তোমারই বরণে
সুর থেকে আরো সুরে নিয়ে' গেছো বহু দূরে
(তাই) পরাণ ঢালিয়া দিই তোমারই মননে
</poem>
== 0062 ==
{{Status|done}}
<poem>
নয়নে এসেছিলে স্বপনে, এ কি তব লুকোচুরি খেলা
জাগরণে চলে' গেছো বিজনে, এ কি তব অকরুণ লীলা
আকাশে উজ্জ্বল তারা, হৃদয়ে দীপজ্যোতিহারা,
তবু তুমি বিনা ফণী মণিহারা
সহে না, সহে না একেলা, এ কি তব লুকোচুরি খেলা
আলো-আঁধারিতে ইন্দ্রধনুতে মন ভোলানোর এ কি মেলা
</poem>
== 0063 ==
{{Status|done}}
<poem>
দীপাবলী সাজায়েছি, প্রভু, তোমারে করিতে বরণ
এসো তুমি হৃদি মাঝে নিতি নিতি নব সাজে ধীরে ধীরে ফেলিয়া চরণ
এসো তুমি মন মাঝে আরো গানে আরো নাচে মৃদু হাসি করি' বিকিরণ
এসো তুমি ভাবলোকে ছন্দে ও নবালোকে জাগায়ে মোহন স্পন্দন
</poem>
== 0064 ==
{{Status|done}}
<poem>
আকাশে আজ রঙের মেলা, মনেতে আজ আলো,
বাতাসে আজ সুবাস ভরা, সবই লাগে ভালো
অজানা কার আগমনে হৃদয়ভরা ছন্দে গানে
প্রাণের পরশ দিয়ে সে যে সরায় সকল কালো
এমন দিনে সবার সনে প্রাণের প্রদীপ জ্বালো
</poem>
== 0065 ==
{{Status|done}}
<poem>
কাছে এলে বলে' গেলে না কে গো তুমি কে তুমি
ভালোবেসে' সবই দিলে বলে' গেলে না কে আমি
মালঞ্চে যে ফুল ফুটেছে, সে জানে না কে যে সে
সুরের মায়ায় মন যে নাচে, সে জানে না কেন নাচে সে
হাসিতে চাঁদের জোয়ার আসে, চাঁদ জানে না কেন সে আসে
(এই) বিশ্বলীলায় ছন্দ জোগাও কে গো তুমি দিবস-যামী
</poem>
== 0066 ==
{{Status|done}}
<poem>
রুম্‌ঝুম্‌ রুম্‌ঝুম্‌ নূপুর বাজায়ে কে গো তুমি এলে হৃদিমাঝে,
মননের উত্তাল তরঙ্গে দিয়ে তাল কে গো এলে মোহন সাজে
মধুর হাসিতে ধরা সুরভিত করিয়া অধরের বাঁশীতে মুখরিত করিয়া
চারিদিক আলোকিত করিতে করিতে কে গো এলে ছন্দে ও নাচে
রুম্‌ঝুম্‌ রুম্‌ঝুম্‌ নূপুর ধ্বনিটি হৃদিমাঝে যেন সদা বাজে
</poem>
== 0067 ==
{{Status|done}}
<poem>
তারই পথ পানে মন ছুটে' যায়, তারই পথ চেয়ে থাকে আঁখি
আঁখি গো, তারই পথ চেয়ে থাকে আঁখি
তারই লাগি' হিয়া উদ্বেল হয় গো, তারই লাগি' আনমনা থাকি
থাকি গো, তারই লাগি' আনমনা তাকি
আজি মোর শয্যা যে কন্টকশয্যা, মোর দৃষ্টিতে হেরে'-যাওয়া লজ্জা
মোর সজ্জা যে নিষ্প্রভ সজ্জা, এ দুখ আমার কোথা' রাখি
রাখি গো, এ দুখ আমার কোথা' রাখি
এত ভালোবাসে তবু আসে না, কোমলে কঠোরে ভরা সে কি
সে কি গো, কোমলে কঠোরে ভরা সে কি
</poem>
== 0068 ==
{{Status|Not needed, English song}}
== 0069 ==
{{Status|done}}
<poem>
কে এলে, না বলে' এলে ঘুমের ঘোর ভাঙ্গানোর ডাক দিয়ে
চঞ্চল পবনে লীলায়িত করিয়া সব-পেয়েছির গান গেয়ে;
আকাশে সূর্য্য পদতলে ধরণী, বাজিছে তূর্য্য মুখরিত সরণী
ঘুমিয়ে থাকিবার কেঁদে কাল কাটিবার অলসতা ভুলে' গিয়ে
আলোর ওই ধারার পানে ছন্দে নাচে ও গানে
এগিয়ে চলার পথ বেয়ে' ঘুমের ঘোর ভাঙ্গানোর ডাক দিয়ে
</poem>
== 0070 ==
{{Status|done}}
<poem>
আমি যাবো না, যাবো না, যাবো না রে সুরের এই ছান্দসিক জগৎ থেকে
মোর মানস লোকে মোর আত্মিক লোকে বেঁচে' আছি সুরে জড়িয়ে থেকে'
আমি বেঁচে আছি সুরে জড়িয়ে থেকে'
সুরের হাওয়ায় আমি খুঁজি তাকে, সুরের ছায়ায় আমি পাই যে তাঁকে
সুরের ছন্দে মধুরানন্দে রন্ধ্রে রন্ধ্রে সে যে লুকিয়ে ত্থাকে
আমার রন্ধ্রে রন্ধ্রে সে যে লুকিয়ে ত্থাকে
আমার সকল চাওয়ার আমার সকল পাওয়ার
শেষ কথা রয়েছে সুরের বুকে
</poem>
== 0071 ==
{{Status|done}}
<poem>
জগৎটা নয় মিথ্যে মায়া, মিথ্যে রঙের খেলা
লীলাময়ের লীলা এ ভাই লীলার মোহন মেলা
সূর্য্য আসে, প্রভাত হাসে, সকল দিকই রঙে ভাসে
রঙের ঝিলিক প্রাণে মেশে রঞ্জনে উতলা
দিনে রাতে তারই আশে চেয়ে' থাকি নিনিমেষে
এই চাওয়া ভাই পূর্ণ হবে তাহার সাথে মিশে
নানা রঙের নানা ফুলে ভরবে রঙের ডালা
</poem>
== 0072 ==
{{Status|done}}
<poem>
মউমাছি গুনগুনিয়ে কাননে কী কথা যায় শুণিয়ে
বসুধার বর্ণে ও গন্ধে, সুরের উপচে'-পড়া ছন্দে
যে রাগ হয়নি হারা মরুতে তাদের মাঝারে বসে' মালা গেঁথে যাই
প্রাণের সকল সুধা ভরিয়ে
যে মধু ছিলো ঢাকা, যে সুবাস পরাগেতে মাখা
যে মমতা হৃদি মাঝে রাখা
সবারে জাগায়ে আমি গান গেয়ে' যাই
বীণার সকল তার ছাপিয়ে
</poem>
== 0073 ==
{{Status|done}}
<poem>
ওগো প্রিয়, আমায় ভুলিও না তুমি,
তোমায় পেতে আলোর পথে চলি আমি
ধরায় এসেছি তোমার কাজ করিতে গো
ভালো বেসেছি তোমার গান শোণাতে গো
অণুতে অণুতে তোমার লীলা
সুরেতে সুরেতে তোমার খেলা
ছন্দেতে ছন্দতে তুমি নাচো
রন্ধ্রে রন্ধ্রে তুমি লুকিয়ে' আছো
</poem>
== 0074 ==
{{Status|done}}
<poem>
চল্‌ চল্‌ চল্‌ চল্‌ গান গেয়ে' চল্‌
আশার আলোকশিখা অতি উজ্জ্বল
অবনীকে করে তুলি' মুক্তাঞ্চল
চল্‌ চল্‌ ঘরে ঘরে গান গেয়ে চল্‌
পাপের শত্রু মোরা, ভালোদের বল
বাঁচাই তাদের মোরা যারা দুর্বল
যত ভাষা যত মত রহিয়াছে যত পথ
সবারে শ্রদ্ধা মোরা করি অবিচল
</poem>
== 0075 ==
{{Status|done}}
<poem>
কে এলে, আজিকে এলে, বিশ্বদোলায় দোল দিয়ে' এলে
(তুমি) বিশ্বদোলায় দোল দিয়ে' এলে
ভাবলোকে ছিলে, নীচে নেবে' এলে, ধরার ধরাছোঁয়ায় মিশিয়ে গেলে
সুদূরের তারা কাছটিতে এলে, সুদূরের রাগ মন মাতালে
হারানো ধ্বনি তুমি কাণে ভেসে' এলে, হারানো ছন্দে নাচ নাচিয়ে দিলে
অশ্রুভরা আঁখি মুছিয়ে' দিলে, সাগরের মণি তুমি প্রাণে জুড়ালে
</poem>


== 0076 ==
== 0076 ==
14,091

edits

Navigation menu