User:T12/PSB/library: Difference between revisions

Jump to navigation Jump to search
(Copyedit)
(→‎0270: add)
Line 69: Line 69:
portion
portion
তুমি ছাড়া কে বা ভালবাসে মোরে,
তুমি ছাড়া কে বা ভালবাসে মোরে,
</poem>
== 0275 ==
portion
<poem>
বন্ধু আমার এসো গো প্রাণে আকাশ এখন কবিতায় ভরা
চাঁদের হাসি মানা না মানে চাঁদের হাসি স্বপন আনে
</poem>
== 0276 ==
portion
<poem>
শুধু তোমাকেই আমি ভালবাসিয়াছি না জানিয়া যুগে যুগে
ছুটিয়া চলেছি তব প্রেষণায় উল্কার গতিবেগে
এগিয়ে চলেছি তন্দ্রাবিহীন গেছে কত রাত গেছে কত দিন
তবু যারায় বিরতি ছিলো না আঁখি ছিলো সদা জেগে
</poem>
== 0284 ==
portion
<poem>
এসো ফিরে আবার ফিরে মোদের মনকে ভরিয়ে দিয়ে
প্রাণের প্রদীপ জ্বালিয়ে দিয়ে ফুলের শোভায় পথ সাজিয়ে
তোমার আসার অপেক্ষাতে রইবো বসে আজি হতে
গুণবো যে কাল পলে পলে আবার গাইবো তোমায় নিয়ে
এই সুখের স্মৃতি মানসপটে রইবে সদাই ঝলমলিয়ে
</poem>
</poem>
14,070

edits

Navigation menu