User:T12/PSB: Difference between revisions

Jump to navigation Jump to search
m
Added Songs 304 and 305
m (Rakhe >> Rakho)
m (Added Songs 304 and 305)
Line 476: Line 476:
Madhukoraka, Kolkata
Madhukoraka, Kolkata
1983 March 1
1983 March 1
</div>
</poem>
== 0304 ==
{{Status|done}}
<poem>
তোমাকেই আমি ভালবাসিয়াছি কেন বাসিয়াছি জানি না
তব পথ আমি বাছিয়া নিয়েছি কেন নিয়েছি তা ভাবি না
মোর আঁখি তোমারে দেখিতে দিবসে নিশীথে পথ পানে থাকে চাহিয়া
আঁখি পথ পানে থাকে চাহিয়া
মোর মন তোমাকে স্মরিতে পথে বিপথে সততই থাকে জাগিয়া
মন সততই থাকে জাগিয়া
এসো মোর চিতে নিদে জাগ্রতে তুমি ছাড়া কিছু মানি না
আমি তুমি ছাড়া কিছু মানি না
এসো উত্তাল তরঙ্গ হোক যত না গভীর বেদনাই হোক
সবারে অতিক্রম করে যাবো তুমি ছাড়া কিছু চাহি না
আমি তুমি ছাড়া কিছু চাহি না
<div style=text-align:right>
Madhumalainca, Kolkata
1983 March 2
</div>
</poem>
== 0305 ==
{{Status|done}}
<poem>
এসো তুমি আজি প্রাতে অরুণ আলোয় রঙ মেলাতে
ফুলের সাজি নিয়ে হাতে রঙ বেরঙের ফুল তুলিতে
এঁকো ছবি মনের মতন নব রেখায় নব লেখায়
ভাব জাগিয়ে নূতন নূতন নব প্রাণের উন্মাদনায়
নূতন নূতন পরিবেশে হাসির ছটায় মন মাতাতে
নূতন যুগের বার্তা নিয়ে নব সন্ধ্যার দীপাবলীতে
সবার দুঃখ সরিয়ে দিয়ে নূতন করে বালবাসিতে
কাল ছায়া গুঁড়িয়ে দিয়ে সোণার রোখের ঝলকানিতে
<div style=text-align:right>
Madhumalainca, Kolkata
1983 March 3
</div>
</div>
</poem>
</poem>

Navigation menu