User:T12/PSB: Difference between revisions

Jump to navigation Jump to search
m
Added Songs 306 and 307
m (যাবে)
m (Added Songs 306 and 307)
Line 516: Line 516:
সবার দুঃখ সরিয়ে দিয়ে নূতন করে বালবাসিতে
সবার দুঃখ সরিয়ে দিয়ে নূতন করে বালবাসিতে
কাল ছায়া গুঁড়িয়ে দিয়ে সোণার রোখের ঝলকানিতে  
কাল ছায়া গুঁড়িয়ে দিয়ে সোণার রোখের ঝলকানিতে  
<div style=text-align:right>
Madhumalainca, Kolkata
1983 March 3
</div>
</poem>
== 0306 ==
{{Status|done}}
<poem>
সুন্দর মধু প্রবাতে তুমি আসিয়াছিলে বরণীয় হে
(তুমি) মাধুরী মাখানো হাসিতে পথ সুরভিত করি
অতুলনীয় হে
তব পরশে কলিবা শত ধারে ফুটে যায়
তব হরষে কানন নাচে উন্মদ বায়
বর্ষণস্নাত নিশীথে তুমি চলিয়া গেছো
স্মরণীয় হে
(তুমি) মমতামধুর আঁখিতে মোর মর্ম মথিয়া
অতি প্রিয় হে
<div style=text-align:right>
Madhumalainca, Kolkata
1983 March 3
</div>
</poem>
== 0307 ==
{{Status|done}}
<poem>
সবাকার অতি প্রিয় আদরণীয়
সকল বক্ষ মাঝে কৌস্তুভ মণি
তোমাতে সদাই তুমি ছাড়া নাই
না চিনিয়াও তোমাকেই শুধু চিনি
সকল কুসুম মাঝে তুমি সুরভি গো
সকল সৃষ্টি মাঝে পদ্মনাভি গো
তোমারই পরশে তোমারই রূপে রসে
সকল অজানা মাঝে তোমাকেই শুধু জানি
মণিকার দ্যুতি তুমি তারকার জ্যোতি তুমি
বসুধার সুধা তুমি তোমাকেই সদা নমি
আসা যাওয়া নাহি তব প্রতি পলে লীলা নব
বিরাট পুরুষ রূপে তোমাকেই শুধু মানি
<div style=text-align:right>
<div style=text-align:right>
Madhumalainca, Kolkata
Madhumalainca, Kolkata

Navigation menu